নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শিউলি ঝরা কথা

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২



আমি যা পারি সেটা আর কেউ পারেনা,
আমি যা বুঝি তা আর কেউ বোঝে না,
আমি যা বলি তা আর কেউ বলতে পারবে না,
আমি মনে মনে যা ভাবি তা কেউ অনুমান ও করতে পারবে না।
এরকম ভাবনা কমন ভাবনা, এই ভাবনার মানুষগুলো আজীবন এক ভাবেই কাটিয়ে দেয়। এদের এই ভূল ভাবনার কারনেই জীবন যেমন উন্নতি নাই তেমনি বৈচিত্র্য ও নাই।

আসলে কাউকেই; জানেনা , বোঝে না, পারেনা, এই রকম ভাবতে নেই, ছোট করতে নেই, রাস্তার মুচি থেকে শুরু করে রিক্সাওয়ালা, দাড়োয়ান বা যে কেউ, অনেক কিছু জানে। কিন্তু, তাদের বলতে দেয়া হয় না বলেই তারা চুপ। বলতে চাইছি যাদের টাকা আছে ক্ষমতা আছে তারাই বেস্ট তারাই জ্ঞানে গুনে মন মানসিকতায় সেরা সুতরাং এদের আশেপাশে থাকলেই তোষামোদ করলেই জীবনে ভালো কিছু হবে এই লজিক হচ্ছে শুভংকরের ফাঁকি, লক্ষ‍্য করবেন রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঐ মুচিওয়ালা রিকশাওয়ালা কিংবা বড় মনের দরিদ্র মানুষই এগিয়ে আসে, প্রাডো থেকে কেউ নেমে আসে নাহ সাহায্য করতে।।



পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিং টোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস (গান)



গতকাল যা ছিল যেভাবে ছিল যেমন ছিল আজ তা নাও থাকতে পারে, গতকাল আজ শুধুই স্মৃতি, আবার আগামীকাল কি হবে সেসব শুধু অনুমানই করতে পারি। আগামীকাল মানে অনিশ্চিত বাস্তবতা। এই অনিশ্চিত বাস্তবতা নিয়ে পৃথিবীর মানুষেরা বেঁচে থাকে, বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, সংগ্রাম করতে করতে হাজারো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রনা, রাগ, অভিমান, শোক, হৃদয়ে পুষে রাখে। এবং মৃত্যু সব কিছুর অবসান ঘটায়। এই মৃত্যু ব্যাপারটা কিন্তু মানুষের মঙ্গলময়। এই মৃত্যু ব্যাপারটা যদি মানব জীবনে না থাকতো তাহলে কি হত? এই যে এত আক্ষেপ এত দুঃখ কষ্ট সংগ্রাম সহ্য করা মানুষ গুলোর যন্ত্রণায়, দীর্ঘশ্বাসে, আহাজারিতে পৃথিবীটা দ্রুত ফেঁটে মহাবিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংস হয়ে যেত না!?



এরকম কোনো নিয়ম নেই যে তোমাকে সবাই পছন্দ করবে, তোমার করা উপকারে কৃতজ্ঞতা স্বীকার করবে, বরং তোমার শত ভালোবাসা ও উপকারে ও তোমার চোখের দিকে চোখ রেখে সামনাসামনি আঘাত করে তোমাকে প্রতিনিয়ত ধরাশায়ী অপমান অপদস্ত করবে সেটাই স্বাভাবিক।



সবাই মানুষের মত মানুষ হতে পারে না। মানুষ হতে হলে এক আকাশ পরিমান বিশাল হৃদয়ের অধিকারী হতে হয়। সেটা সকলের না থাকাটাই স্বাভাবিক।

পরিশ্রম বলে কোন কথা নেই যদি কাজের প্রতি ভালোলাগা থাকে।
আর যদি ভালোলাগা না থাকে তাহলে নিজের জন‍্য এক গ্লাস পানি ঢেলে খেলে সেটাও পরিশ্রম।

অতি বিত্তবানদের আচরণ অনেক সময় হয় শিশুসুলভ, একবার বিশ্বাস করে তারা তাদের মনে কাউকে স্থান দিলে আর কিছুতেই সেখান থেকে বের হওয়া যায় না, শিশুদের মতো আঁকড়ে ধরে থাকে।


জীবনের বৃহৎ অংশ প্রকৃতির সাথে কাটিয়ে দেবার সুযোগ পায় ভাগ্যবানরা।

কেউ কারো কষ্টের কথা শোনেনা,শোনার ভান করে, কেউ কারো সুখের কথা ও শোনে না। কেউ কারো কোন কথাই শোনে না, আর শুনলেও সময় কই ওসব নিয়ে ভাবার!! জীবন মানেই শুধু আমি, আমি, আমি, আমার, আলাদা আলাদা, যার যার, হাহাকার।।



দুঃসময় গুলো জীবনে আসে, ঘুরে ঘুরে নানান ভাবে নানান রুপে আসতেই থাকে, তারপর আর কখনোই কোনভাবেই ফিরে যায় না। দুঃসময় জীবনের একটি অংশ। যতক্ষন শ্বাস ততক্ষন দুঃসময়।


ছবিগুলো কিছুক্ষণ আগে তোলা---------

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

নজসু বলেছেন:





অপূর্ব সন্নিবেশন।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ অশেষ

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: স্নিগ্ধ সুন্দর!

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: শিউলি ফুলের গন্ধটা খুব সুন্দর। মুগ্ধ হই।
সেদিন বাংলা একাডেমীর সামনে দেখলাম এক পিচ্চি বিক্রি করছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: শিউলি ফুল দ্রুত নষ্ট হয়ে যায়, এটাই সমস্যা।

ধন্যবাদ

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ গুছিয়ে, বাস্তব কিছু কথা লিখেছেন। ছবিগুলোও সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
শিউলী আমার খুব প্রিয়।
আগে প্রায়ই সকালে অফিসে আসার সময় বাসার সামনের গাছের তলায় পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে নিতাম। কলিগরা এটা নিয়ে মজা করতো!!
এখন আর সেই সুযোগ হয় না।
তবে, আপনার এই লাইণটা যথার্থ- জীবনের বৃহৎ অংশ প্রকৃতির সাথে কাটিয়ে দেবার সুযোগ পায় ভাগ্যবানরা!!

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: পুরনো স্মৃতি শেয়ারে ভালো লাগা।

অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! সুন্দর .। কথাগুলো বেশ আর ফুলের ছবিগুলো অত্যন্ত সুন্দর মনমুগ্ধকর ।

শুভকামনা জানবেন ।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ অনিক বলেছেন:
চমৎকার শিউলি-শবনম কথন

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:








ইদানিং মনে হয় দর্শনশাস্ত্র চর্চা করছেন! ছবিগুলোর সাথে জুড়ে দেয়া কথাগুলো ভাবনার খোরাক রাখে। হিসেব নিকেশ শেষে সবাই একা, আমির মধ্যে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে থাকে সকল যাত্রা।

লেখা ভাল লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

সামিয়া বলেছেন: দর্শন তো জীবনের সাথে জড়িয়ে সারাক্ষন।।

অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখা ,সুন্দর ছবি।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: শিউলি ফুলের সুন্দর আরেকটা নাম আছে,বলুন তো কি সেটা?

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: জানিনা তো!!!!!!!! কি নাম??


ধন্যবাদ, শুভকামনা।।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: শিউলি ফুলের ছবি দেখে মুগ্ধ। !:#P

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

রাফা বলেছেন: ছোট বড় সবার কাছেই শেখার আছে।আমি ,আমার নয় আমরা ,আমাদের এই বিশ্বাস নিয়ে বেচে থাকাই আনন্দের।সব জানি বা অনেক জানি না ভেবে এখনও জানছি ,এটাই হোক ভাবনা।

ধন্যবাদ,সামিয়া।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: ভালো বলেছেন,

ধন্যবাদ, শুভকামনা।।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: শিউলি ক্ষনিকের।। যদিও শুরভী অনেক....।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

হাবিব বলেছেন: সুন্দর..................

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

শিখা রহমান বলেছেন: বাহ!! ইতিমিতিমনি ছবিগুলো খুব চমৎকার। সাথের কথাগুলো ছবিগুলোকে নতুম মাত্রা দিয়েছে।

অনেক ভালোবাসা আর শুভকামনা। ভালো থেকো ভালোবাসায়।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপুনি, শুভকামনা।।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: ছবিতে শিউলি ফুল গুলি খুব সুন্দর লাগছে......

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

মাহমুদুর রহমান বলেছেন: "শেফালী" নামেও বহুমানুষের কাছে পরিচিত এই শিউলি ফুল।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক---------

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

শাহারিয়ার ইমন বলেছেন: পড়ে এবং ছবিগুলো দেখে অভিভূত +++

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

কিরমানী লিটন বলেছেন: অপূর্ব সন্নিবেশনে- শিউলি-শবনম। মুগ্ধ ভাললাগা

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিখা রহমান বলেছেন: বাহ!! ইতিমিতিমনি ছবিগুলো খুব চমৎকার। সাথের কথাগুলো ছবিগুলোকে নতুম মাত্রা দিয়েছে।
অনেক ভালোবাসা আর শুভকামনা। ভালো থেকো ভালোবাসায়।


আমার কথাগুলো হুবহু শিখাপু টুক্লি করেছেন !!!

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা ভাইয়া।।

২১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজীব নুর সেদিন বাংলা একাডেমীর সামনে এক পিচ্চিকে বিক্রি করতে দেখেছেন।
জিনিষটা কি?

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: শিউলি ফুলের কথা বলেছেন------------

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শিউলি ফুল ভারি সুন্দর। আপু আপনার ব্লগে আমার প্রথম মন্তব্য। আশা করি ভালো আছেন....

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা ডিয়ার সিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.