নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনের মধ্যে
কি হয় তোমার?
যানজট ভরা ব্যস্ত সড়কে;
আকাশের উপরে;
ক্ষণে ক্ষণে বার বার;
উদ্দেশ্যহীন;
বেমানান
চিলের হাহাকার।
মসৃণ ডানা মেলে উড়ো
দ্বিধা দ্বন্দ্বে
জলেস্থলে
সমস্তটাই তোমার দখলে।
মেঘে মেঘে; গাছের শাখায়
পত্র পল্লবে বিচরন।
একটাই অসুখ এখন
একটা ভাবনাই মাথা জুড়ে তোমার।
আমি জলপদ্ম
একটু বাতাসে রাখতে পারিনা ভার;
তোমার পাখার ঝাঁপটায়
ভেঙে চুরে ছারখার।।
হে যুবক;
তুমি স্বৈরাচার।।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সামিয়া বলেছেন: রিয়েলি??
ধন্যবাদ , শুভকামনা।।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: স্থল পদ্ম আছে নাকি?
জলপদ্ম হবে নাকি?
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: হু জল্পদ্ম হবে, স্থল পদ্ম আছে তো বলিনি--------
অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বৈরাচারের উত্থান চাই।
আর কিছুদিন সময় দিন তাকে।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: তাকে আমার সমগ্র সময় দিয়ে দিয়েছি।।
অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: কি বলেন, স্থলপদ্ম আছে তো!
কেন আপনি দেখেননি?
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
সামিয়া বলেছেন: তাই? আমি তো জল্পদ্মই দেখেছি জীবনে একবার, স্থলপদ্ম দেখিনি আছে কিনা তাই তো জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম, দেখি গুগলে সার্চ দিয়ে।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
হে যুবক,
আমি জলপদ্ধ!
আর তুমি স্বৈরাচার!!
এমন কোমলমতি, ভাল মেয়েটিকেও কষ্ট দেওয়া যায়? পাষাণ একটা!!
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
সামিয়া বলেছেন: দুজনের ভেতর একজন ভালোবাসবে একজন পাষাণ হবে এটাই ভাগ্যের পরিহাস-----------
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপুনি
৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতা পড়ে মনে হলো জলপদ্ম একজন নারী আর স্থলপদ্ম হলো একজন পুরুষ!
তবে স্বৈরাচারী নয়।
যুবককে স্বৈরাচারী হিসেবে দেখালেন কেন?
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সামিয়া বলেছেন: যুবককে স্বৈরাচারী হিসেবে দেখাই নি ওই শব্দটা দিয়ে অভিমান বা অভিযোগ করেছি বলতে পারেন
৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চিন্তাটা কি আপেক্ষিক না?
কবিতার শব্দমালায় প্লাস++
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সামিয়া বলেছেন: চিন্তা আপেক্ষিক বলা যেতে পারে ধন্যবাদ শুভকামনা
১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেমিক যখন স্বৈরাচারী তখন সেটা ভালো !
সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝছি!! এরশাদের কথা হইছে
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
সামিয়া বলেছেন: হা হা ইউ আর দি বেস্ট
ধন্যবাদ শুভকামনা।
১২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: কে এই যুবক?
একের পর কবিতা লিখে যাচ্ছেন!
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
সামিয়া বলেছেন: একের পর এক কবিতা লিখে বিরক্ত করছি না তো??
ধন্যবাদ শুভকামনা।
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
আখেনাটেন বলেছেন: রাজীব নুর বলেছেন: কে এই যুবক?
একের পর কবিতা লিখে যাচ্ছেন! -- হা হা হা। হাহাকার জনিত কৌতূহল মনে হল।
কবিতায় কোথাও চাবুক হাঁকালেন মনে হচ্ছে।
চমৎকার।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
সামিয়া বলেছেন: রাজীব নূর ভাইয়ের কমেন্টে আমি অবাক হই না সে এই রকমই।
চাবুক একটু চালিয়েছি বৈকি,
ধন্যবাদ অনেক অনেক। আর আপনি তো সেইরকম রম্য লিখেছেন কমেন্ট দিব করে তারপর ভাবলাম আমার গুলোর রিপ্লে দিয়ে নিই, আসছি আপনার পোস্টে।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: স্বৈরাচারের পতন চাই ! !!
কবিতা সুন্দর হয়েছে+