নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রাকৃতিক নদী পার্ক

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯



এখন তো টেকনোলোজি অনেক উন্নত হয়ে গেছে, কিছু কিছু স্মার্ট ফোন এখন পানিতে চুবিয়ে রাখলেও কোন ক্ষতি হয়না ফোনের, এক সময় ফোনে বৃষ্টির ফোটা পরলেও যেখানে নষ্ট হয়ে যেত। মানুষের চাহিদা অসীম এবং ক্ষণে ক্ষণে ভিন্নতা, নতুনত্ত এবং অন্যরকম কিছু করাই পছন্দ, কাজেই ওয়াটার প্রুফ স্মার্ট ফোন দিয়ে মানুষ এখন নতুন কিছু করতে পারছে পানির উপরের গাছপালা উদ্ভিত আকাশ বাতাস তুলতে তুলতে বোরিং হলেই টুপ করে স্মার্ট ফোন পানির নীচে ডুবিয়ে দেয় এবং পানি যদি সচ্ছ হয় তাহলে পানির নীচে থাকা গাছপালা সাঁতার কাঁটা মাছ ও নিজেকে পানির মধ্যে দেখতে কেমন দেখায় রেকর্ড করে মানুষকে ভিন্ন কিছু দেখাতে পারে। ওয়েল ডান।
কিন্তু কথা হচ্ছে সচ্ছ পানি তো আর সব খানে থাকেনা, সচ্ছ পানিও তো এক ধরণের সাধনা।আমি দেখেছিলাম আমাদের দেশের কক্সবাজারের পানি ঘোলা, সেন্টমার্টিন যেয়ে কিছুটা সচ্ছ পানি পেয়েছিলাম কিন্তু ছেড়া দ্বীপ যেয়ে?! না দেখে থাকলে বিশ্বাস করবেন না একদম কাঁচের মত সচ্ছ, আফসোস সে সময় এবং এখনো আমার ওয়াটার প্রুফ ফোন নেই বলে আন্ডার ওয়াটার রেকর্ড করতে সক্ষম হইনি। কিন্তু এই সুযোগ করে দিয়েছে ব্রাজিলের রেঞ্চান্টো হাইকিং ট্রাইলে ইকোলোজিও রিও দে লা প্রতা ("প্রাকৃতিক নদী পার্ক")অস্বাভাবিক ভারী বৃষ্টির কারনে এটির সৃষ্টি হয়েছে।



এমনিতে অতিরিক্ত বৃষ্টি হলে কোন জায়গা যদি ডুবে যায় তাহলে কি হয়? সেখানে ময়লা আবর্জনা জমে, নোংরা ঘোলা পানি, কিন্তু এই পার্কটি সম্পূর্ণ ভিন্ন অবস্থা ধারন করেছে।



ওয়ালডেমিলসন ভেরা, একজন পার্ক গাইড, এই ফুটেজ ও ছবি ধারন করেছেন।

ওয়াটার প্রুফ স্মাট ফোন দিয়ে যত ইচ্ছে পানির নিচের গাছ পালা রাস্তা ঘাঁট গ্রামের মতন দেখতে মেঠো পথ ধারন করুন।



দেখা যাচ্ছে একটি উঁচু গাছ, উষ্ণ উদ্ভিদ এবং কাঠের হাঁটার পথ হঠাৎ দেখলে এমন বিভ্রম হয় যে এটি মাটির উপড়ে। ঘুরে আসুন প্রাকৃতিক নদী পার্ক থেকে, এবং ছবি আর ভিডিও ধারন করে আসুন যত খুশি।। :)


তথ্য লিঙ্ক ঃ
Captivating Video Shows Flooded Park Submerged in Crystal Clear Water



মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিগুলো জোসস B-)

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

সামিয়া বলেছেন: ক্রেডিট তো আমার নাহ :)

২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্রেডিট তো আমার নাহ
আই নো আপি B-))

বাট পোস্ট করার ক্রেডিট তোমার :)

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

সামিয়া বলেছেন: থ্যাংকুশ ভাই।
:) শুভকামনা রইলো।।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

টিয়া রহমান বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপি।

আর আজকে তো বিবিসি বাংলা নিউজে দেখলাম ইন্দোনশীয় এক ডুবুরি সমুদ্রের নিচে বিয়ে করেছেন! তার বউ কিন্তু সাঁতার জানত না!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

সামিয়া বলেছেন: হাহা মজার বিয়ে তো,
মানুষের কত রকম শখ!!!!
অনেক ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



"প্রাকৃতিক নদী পার্ক" পৃথিবীর কোন দেশে থাকতে পারে জানা ছিল না। আপনার মাধ্যমে ব্রাজিলের পানির নীচের ব্যতিক্রমী পার্কটি সম্বন্ধে জানতে পারলাম। ধন্যবাদ, আপু।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

সাইন বোর্ড বলেছেন: দারুণ ব্যতিক্রমী অায়োজন, নিঃসন্দেহে ভাল লাগার মত ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

নজসু বলেছেন:


পানির নিচে এতো স্বচ্ছ ছবি!!!
আহা................
নয়ন মন ভুলানো। অপরূপ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: আসলেই অনেক সচ্ছ পানি।।

ধন্যবাদ, শুভকামনা।।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: টিয়া রহমান বলেছেন: আর আজকে তো বিবিসি বাংলা নিউজে দেখলাম ইন্দোনশীয় এক ডুবুরি সমুদ্রের নিচে বিয়ে করেছেন! তার বউ কিন্তু সাঁতার জানত না! - বউ কি বিয়ে হওয়া পর্যন্ত বেঁচে আছে না তার আগেই ফুটুস? :P

আপনি এই সব পোষ্ট দিয়ে আমার মন খারাপ করে দেন কেন? :P কত কিছুই যে এই জীবনে দেখলাম না......। কবে আর দেখব?
এই সব সুন্দর জায়গা গুলি দেখলে মন টা খুব খারাপ হয়ে যায়, এইখানে কখনো যাওয়া হবে না.......
শুভ কামনা রইল!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সামিয়া বলেছেন: আপনি একাই যে অমন তা তো না, আমার নিজের অবস্থাও তো আপনার মতন, মানুষ নানান দেশে বিদেশে ঘুরে ভ্রমন কাহিনী ছবি ব্লগ লিখে আর আমি নেট ঘাটাঘাটি করে লিখি, নিজে স শরীরে সে সব জায়গায় যেতে সক্ষম হব সেই আশা ক্ষীণ।।

কাজেই মন খারাপ করবেন না। ধন্যবাদ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর পোস্ট । অজানা একটি বিষয় জানতে পেরে আপনাকে অশেষ ধন্যবাদ। ছবিগুলো দারুন সুন্দর।
শুভকামনা জানবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

সামিয়া বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

আখেনাটেন বলেছেন: বাংলাদেশের সোমেশ্বরী নদীর পানিও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, বিশেষ করে মেঘালয়ের কাছাকাছি জায়গাটাতে।

ভালো লাগল অাপনার পোস্ট।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

কিন্তু সামনে যে নির্বাচন সেদিকে কি আপনার নজর আছে?

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

সামিয়া বলেছেন: আছে

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

কিন্তু সামনে যে নির্বাচন সেদিকে কি আপনার নজর আছে?

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,



একটি অভাবনীয় সুন্দর বিষয় শেয়ার করতে ধন্যবাদ ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৮

শিখা রহমান বলেছেন: ইশশ!! কি যে সুন্দর ছবিগুলো। আর জায়গাটা নিশ্চয়ই আরো সুন্দর। এমন ছবি দেখলে জলকন্যা হতে সাধ হয়।

ইতিমিতিমনি অনিন্দ্য সুন্দর এই পোস্টটার জন্য অনেক ভালোবাসা আর আদর।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি শুভেচ্ছা শুভকামনা।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্টে ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: মাঝে মাঝে মনে হয়, পানির নিচে চলে যাই । ;)


প্রাকৃতিক নদী পার্ক ভালো লাগলো ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: দেখেই যেতে ইচ্ছে করছে ,এত্ত সুন্দর ।ছোটবেলায় পুকুরে গোসল করার সময়ে ডুব দিয়ে চোখ খুলতাম যাতে কিছু দেখতে পাই কিনা । কিন্তু ঘোলা ঘোলা সবুজাভ একটা আভা ছাড়া আর কিছু দেখতে পেতাম না । এই হ্রদে গেলে ছোটবেলার সেই আফসুস অন্তত দূর হত ।

কি কারনে এরকম হয়েছে এর পিছনে বৈজ্ঞানিক কোন কারন রয়েছে কি ?

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

সামিয়া বলেছেন: জায়গাটা পরিস্কার পরিচ্ছন্ন তাই পানি এত পরিস্কার। বৈজ্ঞানিকভাবে তো বলেছেই, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জল জমে জায়গাটা পানি পূর্ণ হয়ে গিয়েছিল , বন্যা বলা যেতে পারে , আর আপনার অত দূরে যাওয়ার দরকার নেই পরিষ্কার পানির জন্য ছেড়া দ্বীপ থেকে ঘুরে আসুন ভালো লাগবে, 100% গ্যারান্টি , ধন্যবাদ শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.