নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাদের উচ্চতা ভীতি আছে তারা এই পথ দিয়ে কখনোই হাঁটতে পারবেন না কারণ চীনের এই পথটি একটি পর্বতের পাশে 4,600 ফুট (1,403 মিটার) গ্লাসের তৈরি, হুনান প্রদেশের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের তিয়ানমেন পর্বতের পাশে এটি তৈরি করা হয়েছে, ওয়াকওয়েটি 328 ফুট (100 মিটার) দীর্ঘ এবং 5.2 ফুট (1.6 মিটার) প্রশস্ত।
ভ্রমনপ্রেমীরা এইখানে গেলে অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর কিছু এক্সপেরিয়েন্স করবে বলে মনে হয়।
অনেকেই আগের পোষ্টে আগ্রহ বোধ করেছেন, বাট মৃত্যু ঝুঁকি সেখানে অনেক বেশি, এইখানে এই রকম অনাকাংখিত ঘটনা এখনো ঘটেনি, কাজেই ভ্রমনপ্রেমীরা নিশ্চিন্তে এখান থেকে ঘুরে আসতে পারেন।
এখানে দর্শনার্থীরা হাঁটতে গিয়ে উচ্চতা ভীতির কারনে বিভিন্ন উদ্ভট সব কাণ্ড করে থাকেন, ভয়ে কুকড়ে সাইডের রেলিং ধরে ঝুলে পড়েন, আশেপাশে কেউ থাকলে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেন ।
কিছু কিছু ভিডিওতে দেখলাম হাঁটার সময় গ্লাস ভেঙ্গে যাচ্ছে কিছুদুর সামনে গেলে আবার আগের আকার ধারন করছে, চায়না দিন দিন টেকনোলজিতে অনেকটা এগিয়ে গিয়েছে।
এই ছবি গুলো নিয়েছি ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে।
গত পোষ্টের অনুসরনে এই পোষ্টের উৎপত্তি।
ছবিগুলো পেয়েছি বোর্ড পাণ্ডা থেকে।
লিংক: Terrifying 4,600ft Glass Walkway Opens In China, And Just Looking At The Pics Will Give You Vertigo
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
সামিয়া বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা------------
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: যাদের Hight Fobia আছে তাদের জন্য ভয়ংকর
টিভিতে দেখেছি এটা
একখানা পোস্ট দিয়েছি
একটু দেখো আপি
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
সামিয়া বলেছেন: আচ্ছা পোস্ট চেক কড়ে দেখি।।
ধন্যবাদ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুস্দর পোস্ট।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
কাওসার চৌধুরী বলেছেন:
এই গ্লাস ওয়াকওয়েতে যাওয়ার বড় সখ জাগছে। হয়তো সামর্থ্যে কুলাবে না।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সামিয়া বলেছেন: আসলেই,আমারও ইচ্ছে করছে, ধন্যবাদ শুভকামনা
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আমার উচতা ভিত্তি আছে। কিন্তু আমি চীনে যাবো। এবং এই কাচের উপর দিয়ে হেঁটে যাব।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সামিয়া বলেছেন: অগ্রিম শুভকামনা রইলো,
ভালো থাকুন ধন্যবাদ।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আমার উচতা ভিত্তি আছে। কিন্তু আমি চীনে যাবো। এবং এই কাচের উপর দিয়ে হেঁটে যাব।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
সাইন বোর্ড বলেছেন: রোম্যান্সকর, দারুণ বৈচিত্রময় পোস্ট ।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
সামিয়া বলেছেন: হুম রোমান্স এডভেঞ্চার।
ধন্যবাদ , শুভকামনা, ভালো থাকুন।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
হাসান রাজু বলেছেন: দেখে মনে হচ্ছে অসম্ভব । কিন্তু আমার মনে হয় ওখানে যেতে পারলে ঠিকই পারব। আমার উচ্চতায় ফোবিয়া আছে। আমি নিজে রেলিং এ বসতে পারি । কিন্তু অন্য কেউ বসে থাকলে সে কিভাবে পড়ে যেতে পারে সেটা কল্পনা করতে থাকি। যেমন জোড়ে হাসি দিয়ে বা হাচি দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বা হটাৎ ভয় বা আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ইত্যাদি। এগুলো কল্পনা করতে থাকি । এটা তখন মাথা থেকে বের করতেই পারি না। আর ভয়ে আমার পা গুলো অবশ হয়ে আসে। আমার পরিচিতরা কখনো আমি সাথে থাকলে বাড়ির ছাদের কিনারায় যায় না। এতে আমার অস্থিরতা বাড়ে, চিল্লা ফাল্লা করতে থাকি।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
সামিয়া বলেছেন: এই রে--- আপনার হাইট ফোবিয়া তো রীতিমত ভয়ঙ্কর।।
যাইহোক শুভকামনা সব সময়। ধন্যবাদ।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
চোরাবালি- বলেছেন: আমার দেখলেই ভয় লাগে। ক্যালশিয়াম ঘাটতি হয়ে যায় হাটুতে উচু জায়গায় গিয়ে দাড়ালেই।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
সামিয়া বলেছেন: কিন্তু ব্যাপারটা অনেক এডভেঞ্চার কিন্তু-----------
ধন্যবাদ।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
*** হিমুরাইজ *** বলেছেন: আমার তো দেখেই ভয় করছে।
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
সামিয়া বলেছেন: ব্যাপারটা আসলেই অনেকটা ভয়ের।
ধন্যবাদ।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! দারুণ এডভেঞ্চার।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
আখেনাটেন বলেছেন: ইউটিউবে এটার একটা ভিডিও দেখেছিলাম। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা।
সুন্দর একটি বিষয় তুলে এনেছেন ব্লগে।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন এখানে হাটবো আমি, তবে দেখে কিন্তু সত্যিই ভয় করছে। তবে ভয় তাড়ানোর সিষ্টেমটা কিন্তু আমি ভালোই জানি
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা অগ্রিম বেস্ট অফ লাক।।
শুভকামনা, ধন্যবাদ
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: আমি যদি যাই চোখ বন্ধ করে হাঁটবো কিছু দেখবোও না ভয়ও পাবো না।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
সামিয়া বলেছেন: হাহাহাহা সেইইইইই বুদ্ধি
শুভ কামনা, ধন্যবাদ।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ইচ্ছে আছে চীনে যাওয়ার । আর এটা দেখে বেশি যেতে ইচ্ছে হচ্ছে ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা দোয়া রইলো,
ধন্যবাদ।।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একবার হেঁটে আসা দরকার।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সামিয়া বলেছেন: বেশ , হেঁটে আসুন কবি।
ধন্যবাদ।
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১
শাহারিয়ার ইমন বলেছেন: দেখে যেতে ইচ্ছে করছে
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সামিয়া বলেছেন: একদিন সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
তারেক ফাহিম বলেছেন: শেষের ছবিগুলো একটু বেশি সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: ওগুলো ভিডিও থেকে নেয়া স্ক্রিন শট।।
ধন্যবাদ।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আরেকবার পড়লাম।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: বোঝা গেলো জানার আগ্রহ আপনার অনেক।।
আবারো ধন্যবাদ।
২০| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাইয়ের মতো আমিও চোখ বন্ধ করে হাঁটবো। প্রয়োজনে নাক, কান, মুখ সব বন্ধ করে ফেলবো। অবস্থা বেশি খারাপ হলে হাঁটাই বন্ধ করে দেব। হে হে হে। আমি খুব বুদ্ধিমান।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহা আপনার কমেন্ট বেশ মজার ছিল।।
বেশ বেশ তাই করুন।।
ধন্যবাদ , শুভকামনা।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেইখাই তো ডর লাগতাছে। সুন্দর পোস্ট
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু , ভালো থেকো।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালই তো লাগলো। তবে সেখানে যখন যেতে পারবো তখন আরো বেশি ভাল লাগবে।
প্লাস++
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সামিয়া বলেছেন: বেস্ট অফ লাক, একদিন নিজ চোখে দেখে আসবেন সেই দোয়া রইলো।।
ধন্যবাদ।।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
শহুরে আগন্তুক বলেছেন: গেলাম না !!
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
পল্লব কুমার বলেছেন: ছবিগুলো সুন্দর লাগল। শেষের ছবিগুলো হাস্যকর।