নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঘাত যদি কারো কারো
ভালোবাসার পুরস্কার হয়;
তবে অপমানও একই অংশের অংশীদার
কি বলো?
তুমি যদি বোঝো
একাকী দুর্বল মানুষকে
রণ-হস্তি, অশ্বারোহি, অস্ত্র-সজ্জিত সৈন্য সামন্ত,
আর গোলা বারুদের সামনে ফেলে
সরে পরাটা অন্যায়।
যদি স্বীকার করে নাও নিজের দুর্বলতা
যদি বিশ্বাস করো তোমার ভুলগুলো,
যদি থেমে যাও অপরাগতায়,
যদি বিলম্বিত শ্বাসকষ্ট তোমায় পেয়ে বসে,
তবে তোমার করা এই পর্যন্ত সাত খুন মাফ।
এই সমাজে প্রেমিক মানেই তো বাদশা।
তার জন্য সমস্ত জীবন
লুটিয়ে দেয়া যেতেই পারে পথের ধুলোয়।
পথের ধুলোয়
হারাধনের দশটি ছেলের মতন
শেষে কিছুই থাকেনা গো।
তারপর ও যদি ভালোবেসে তাই চাও
কি আর করা।
যেদিন জানবে
সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় জ্ঞান
মনে রাখবে আবহাওয়ার খবর।
ঠিকঠাক বলতে পারবে বাংলা ও ইংরেজি তারিখ;
চোখের দিকে চেয়ে দেখবে মন;
তোমার দৃষ্টির আড়াল হবোনা কখনো;
কথা দিচ্ছি।।
ছবিঃ নেট
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২
সামিয়া বলেছেন: অনুপ্রেরনামুলক কথা পড়ে ভালো লাগলো। কৃতজ্ঞতা ও ধন্যবাদ।।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই সমাজে প্রেমিক মানেই তো বাদশা।
তার জন্য সমস্ত জীবন লুটিয়ে দেয়া যেতেই পারে পথের ধুলোয়।
.......................................................................................
তাহলে প্রেমের ক্ষেত্রে প্রেমিকার কোন ভূমিকা নেই ?
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
সামিয়া বলেছেন: প্রেমিক মানেই বাদশা বলতে পুরুষের ক্ষমতা , এবং প্রেমিকা নারী বলে অনেক ক্ষেত্রে বঞ্চিত হওয়া কে বোঝানো হয়েছে, মেয়েদের সব কিছুতেই তো দোষ তাই না, কলংক তো মেয়েদের গায়েই লাগে, ধন্যবাদ, শুভকামনা।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
ফোয়ারা বলেছেন:
প্রকৃতির এটাই নিয়ম, প্রেমিকরাই সাধুসন্ন্যাসী।
কবি কবিতায় মুগ্ধতা।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফোয়ারা
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯
কিরমানী লিটন বলেছেন: হারাধনের দশটি বাচ্চা হারিয়ে গেলেও- ভালোবাসা বেঁচে থাকুক...
কবিতায় ভালোলাগা- অনেক ।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০
সামিয়া বলেছেন: হারাধনের দশটি বাচ্চা হারিয়ে গেলেও- ভালোবাসা বেঁচে থাকুক...
মন্তব্য পড়ে মজা পেলাম। ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬
নীল আকাশ বলেছেন: হায় হায়, আপনার প্রেমিক হতে গেলে তো আবহাওয়াবিদ হতে হবে!
কি অলিক্ষুনে কথা রে বাবা!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
সামিয়া বলেছেন: আবহাওয়াবিদ অলুক্ষনে কিছু ???
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
সামিয়া বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নিজের উপর ভরসা রাখা মানুষ মরেনা। তাদের প্রাণ জীবন্ত থাকে। হাজার বেদনাতেও।
ভালো কাব্যিক ধারা।। সুন্দর
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
সামিয়া বলেছেন: বেশ গুছিয়ে বলেছেন, ভালো লাগলো, ধন্যবাদ, শুভকামনা।
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
সাইন বোর্ড বলেছেন: চমৎকার !
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
সামিয়া বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
সফলতা সেই পায় যে নিজের ভাগ্য নিজে লেখে, আর ভাগ্য তারি খোলে যে জিতে নেওয়ার সাহস রাখে।
সুতরাং,লক্ষ্য যদি স্থির থাকে তবে অন্ধকারেও পথ খোঁজা যায় !
কবিতা ভালো হয়েছে কবি!