নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যখন খুব হতাশাগ্রস্থ হয় এবং সেই প্রক্রিয়া বাড়তে বাড়তে নিজেকে আত্মহত্যা প্রবন করে তোলে তৎক্ষণাৎ তার পথে বেরিয়ে পড়া আবশ্যক।
স্থির না থেকে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলে এক সময় ব্যক্তি মানসিক দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারেন, এটা আমার বিশ্লেষণ।ভিন্নতা তো থাকতেই পারে মানুষের মনে আচরনে চিন্তায় চেতনায়। তবে বদ্ধ ঘড় একাকীত্ব জীবন মানুষকে দ্রুত হতাশাগ্রস্থ করার জন্য দায়ী।
হুমায়ন আহমেদ তার হিমু , মিশির আলি সহ অসংখ্য উপন্যাসে একটা কাজ করে গেছেন, চরিত্রগুলোকে রাস্তাঘাটে চলাফেরা করানো। রাস্তার গুনাগুন এবং বিচিত্রতা নিয়ে চমৎকার সব প্লট তুলে ধরা। সবচেয়ে বড় কথা পথে-ঘাটের মত বৈচিত্র আর কোথাও নেই, গত দুদিন আগে আমি অচেনা এক পথে মোবাইল রেখে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম, যখন খেয়াল হলো সেখানে পৌছে দেখি মোবাইল নেই কিন্তু আশেপাশের সব মানুষ ছুটে এলো খোঁজাখুঁজি করল, মুহূর্তের মধ্যেই অচেনা-অজানা মানুষজন আপন হয়ে গেল , মোবাইলে ফোন দিলাম অচেনা এক মেয়ে ফোন ধরে বলল তার কাছে ফোন যেন তার কাছ থেকে নিয়ে নেই এবং খুব শীঘ্রই আমার ফোন ফিরে পেলাম, এই যে অচেনা মানুষের আপন হওয়া, এই যে জীবনের বৈচিত্রতা এটা শুধু পথে-ঘাটে সম্ভব।
জীবন দীর্ঘ হোক কিংবা ক্ষণস্থায়ী সে তো হাইওয়ের মতনই, অজানা, নতুন, বিপদজ্জনক, সব রকমের। এই নিয়ে একটা বাণী আছে এরকম যে আপনি যদি খুব বেশি জীবনে ভুল করেন তার মানে আপনি আপনার চলার পথে মনোযোগ দিয়ে পথ চলেন না কাজেই হোঁচট তো খাবেনই, ভুল তো হবেই তাই না? কথাটি বলেছেন ব্রেড পিসলি।
হাটতে হাটতে জুতা ছিড়ে ফেললাম, কিংবা রিকশা থেকে পড়ে ব্যথা পেলাম, বা বাসে কথা বলা অবস্থায় কারো কান থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া সব ব্যাপার নিয়ে হই হই রই রই, বিশেষ করে একটা মোবাইল চুরি হয়ে যাওয়ার পর গল্পের উৎসব জমে ওঠে, সবাই তার মোবাইল হারানোর স্মৃতিচারণ, কার মোবাইল কিভাবে হারিয়েছিল কই হারিয়েছিল কেমন করে
হারিয়েছিল, আহা এমন উৎসব আর কোথায় সম্ভব!!
প্রতিটি রাস্তার আলাদা আলাদা বৈচিত্র্য আছে যা মানুষের মনের উপর প্রভাব ফেলতে বাধ্য।
ছবিগুলো তুলেছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে। এক্স্যাক্ট প্লেস নেম বলতে পারবো নাহ।
রাস্তা নিয়ে বাব্স হফম্যান খুব সুন্দর একটি কথা বলেছেন,
"রাস্তার গর্তের বিষয়ে চিন্তা করা বন্ধ করুন এবং যাত্রা উপভোগ করুন।" আমি বলব সারাটা জীবন পৃথিবীর পথে ঘাটে ভ্রমণ করে কাটিয়ে দেওয়া মানুষগুলো নিঃসন্দেহে ভাগ্যবান।
সবশেষে - জেমস এর একটি গানের লিরিক---
পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুঁজে পাবি
অচিন প্রিয় মুখ।
ডিভাইস নিকন ডি ফাইভ ওয়ান ওয়ান জিরো।
সামহোয়্যার ইন ব্লগে আমার ৩ বছর ৩ দিন পূর্ণ হল, সবার সাথে এতটা সময় কাটিয়ে দিতে পেরে আনন্দিত , বরাবরের মতই কৃতজ্ঞতা রইল সামহোয়্যার ইন ব্লগের মডারেটর কাল্পনিক ভালোবাসা এবং সামহোয়্যার ইন ব্লগ এর প্রতিষ্ঠাতা জানা আপুর প্রতি এবং সকল সহ ব্লগারদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১
সামিয়া বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যটি দেখে মন ভাল হয়ে গেল। অনেক অনেক ভালো থাকুন শুভকামনা।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
স্রাঞ্জি সে বলেছেন:
ত্রি-বর্ষপূর্তি তে
অভিনন্দন
অভিনন্দন।
ব্লগের আগামীর দিন গুলো ভাল কাটুক এই কামনা.......
সকালে মাইদুল ভাইয়ের একটা বর্ষপূর্তি পোস্ট ছিল। কিন্তু ভাই কিছু খানাপিনার আয়োজন ছিল না।
এখন এখানে এসেও মুখ টা পানসে হয়ে আছে।
যাক... খানাপিনা না হইলেও খুব সুন্দর একটা লিখা উপহার দিয়েছেন।
ছবিগুলো সাদাকালো হওয়ায় আমার ভীষণ পছন্দ হলো।
ঠিকাছে পোস্টে প্লেস......
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
সামিয়া বলেছেন: হা হা হা আপনার কমেন্ট পড়ে সত্যিই আফসোস হচ্ছে, খাওয়াতে ইচ্ছে করছে কিন্তু কি করব বলেন ব্লগে তো আর খাওয়ানো যাবে না জাস্ট খানাপিনার ছবি দেয়া যাবে, সেটা তো ফাঁকিবাজি হয়ে যাবে। যাই হোক আপনার অভিনন্দন মন্তব্যটি খুবই ভালো লেগেছে, আন্তরিক ধন্যবাদ ভালোলাগা ও ভালোবাসা রইলো শুভ কামনা সব সময়।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
স্রাঞ্জি সে বলেছেন:
আফসোস হওয়ার দরকার নাই..... সত্যি বলতে ছবি গুলো মন ভরে গেল।
মন ভরে তো পেট ভরে......
আচ্ছা ছবিগুলো কি সকালে তোলা.....
হা হাহা, ছবিই দেখেই হয়ত কিছুটা তৃপ্তি নেওয়া যেত........
আপনার প্রতিও শুভকামনা নিরন্তর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
সামিয়া বলেছেন: ছবি গুলো বিকেলে তোলা,
আবারো ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২
সনেট কবি বলেছেন: অভিনন্দন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
শামচুল হক বলেছেন: ব্লগে তিনবছর পূর্তিতে অভিনন্দন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
রসায়ন বলেছেন: লিখুন , মন্তব্য করুন , শেয়ার করুন
হ্যাপি ব্লগিং
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
সৈয়দ ইসলাম বলেছেন:
শুভ দিনে
রমনার ফুল
আপনার জন্যে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
সামিয়া বলেছেন: বাহ ছবিটি বেশ সুন্দর তো,
রমনার ফুলে ভালোলাগা।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ব্লগারেরা ৩ বছর আপনাকে সাহায্য করে যাচ্ছেন ক্রমাগতভাবে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
সামিয়া বলেছেন: তা তো অবশ্যই ব্লগারদের সাহায্যেই তো ক্রমাগত ভাবে বেঁচে আছি
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
রাকু হাসান বলেছেন:
সামিয়া আপু, :
অভিনন্দন । এই পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক । শুভকামনা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩
জাহিদ অনিক বলেছেন: বাহ! শুরুতেই ব্লগে তিন বছর পূর্তির শুভেচ্ছা সামিয়া আপু।
ছবি ও কথাগুলো খুব সুন্দর লিখেছেন। পড়তে পড়তে আর দেখতে দেখতে একটা গান মনে পড়লো শিরোনামহীনের--
প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা। তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।
ভালো থাকুন আপু।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
সামিয়া বলেছেন: রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে এরই মাঝে চল মোরা হারিয়ে যাই। তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, আমার প্রিয় একটি গান এটা। ধন্যবাদ ভাই, শুভকামনা।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রঙিন ছবি দিলে রাস্তাগুলো আরো ভালো লাগত...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
সামিয়া বলেছেন: আপনার জন্য একটি রঙিন ছবি। ভালো থাকুন, ধন্যবাদ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: আপনার এই ''পথে ঘাটে' আমার বেশ ভালো লাগে।
আচ্ছা, ছবি সাদা কালো করলে তার মহাত্ম কি বেড়ে যায়? শুধু জানার জন্য বলছি বোন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
সামিয়া বলেছেন: অবশ্যই ক্ষেত্র বিশেষে সাদাকালো ছবির মহাত্ম বারে, কিন্তু আমার এই পোস্টটিতে সাদাকালো করেছি একটু ভিন্নতার জন্য, এই আর কি।
ধন্যবাদ ভালো থাকুন।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে তিন বছর পূর্তির শুভেচ্ছা !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আরও নতুন নতুন বসন্ত কাটুক এখানে নিত্য আনন্দে।
অভিনন্দন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
করুণাধারা বলেছেন: তিন বছর পূর্তিতে অভিনন্দন ও শুভকামনা।
মানুষ যখন খুব হতাশাগ্রস্থ হয় এবং সেই প্রক্রিয়া বাড়তে বাড়তে নিজেকে আত্মহত্যা প্রবন করে তোলে তৎক্ষণাৎ তার পথে বেরিয়ে পড়া আবশ্যক। এটা একটা খুবই প্রয়োজনীয় কথা। যারা বিষণ্নতায় ভুগছেন, আশা করি তারা এটা প্রয়োগ করবেন। নিঃসন্দেহে সুফল পাবেন। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে এটা জেনেছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
সামিয়া বলেছেন: যাই হোক আমার সাথে একজন মনো বিশেষজ্ঞ একমত জেনে আনন্দিত লাগলো, যা লিখি বা বলি নিজেকে শান্তনা দেবার চেষ্টা বলতে পারেন, অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নতুন নকিব বলেছেন:
পথচলা হোক অারও গতিময়। ভোরের কুহেলিকা কেটে গিয়ে নতুন সূর্যের দীপ্ত অাভায় রঙিন হোক অাগত দিনগুলো। অভিনন্দন চতুর্বর্ষে পদার্পনে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবছি আমিও পথে নেমে যাব। আর ফিরব না নিজগৃহে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা সেই ই ভালো কিন্তু।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে তিন বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা সামিয়া!
চমৎকার লেখা আর সাথে তোমার ছবি পোস্ট কে অনন্য করেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: সামুর রাস্তায় পথ চলা শুভ হোক সদা এবং সর্বদা!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থেকো আপু, শুভ কামনা।
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
সামুতে পথ চলা আনন্দময় হোক।
অভিনন্দন সামিয়া ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
ভুয়া মফিজ বলেছেন: সাদাকালো ছবি আপনার লেখায় নতুন মাত্রা যুক্ত করেছে।
স্ট্রেস রিডাকশানের জন্য রাস্তায় বেরিয়ে পরা....আমার কাছে তো অতি উত্তম আইডিয়া বলে মনে হলো।
অভিনবত্ব আছে!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে তিন বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে। আশা করি এ পথচলা আরো যুগ যুগ দরে অব্যাহত থাকবে। আপনার আজকের পোস্টটি একটি মানবিক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। মানুষ হিসেবে আমরা এখনো পৃথিবীর অনেক জাতির চেয়ে ভাল আর পরোপকারী।