নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ বৃদ্ধ বাবা

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০


ছবিঃ Raqeebul Ketan এর ফ্লিকার থেকে

আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয় না চোখ; যেন চোখের পাপড়িগুলো খসে পড়েছে, জীবন কতটা দীর্ঘ আর খারাপ হতে পারে কে বুঝবে!একটা সময় পর আর কোন স্বপ্ন থাকে না, থাকে মৃত্যুর জন্য অপেক্ষা, যা কিছু চোখ দিয়ে দেখে, দেখতেই হবে বলেই দেখে যেন।
রহমান সাহেব লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, মাথার উপরে আকাশটা প্রায় ঢেকে আছে বড় বড় উঁচু ভবনের আড়ালে, একটু দুরেই একটা সাদা প্রাইভেট কার, ভেতরে ড্রাইভারের সীটে; খালি গায়ে লুঙ্গি পড়া একলোক পা তুলে কথা বলছে ফোনে, অকথ্য কথন, রহমান সাহেব আজকাল বধীরও হয়েছে হয়তো, অথচ কান দুটি আছে জায়গা মত, শ্রবন শক্তিতে তেমন একটা তারতম্য নেই, দূর থেকে ভেসে আশা রুক্ষ শব্দগুলো ঠিকই আঘাত করে অনায়াসে তবু সেই শব্দগুলো বোবার মতন।

এইসব কিছুর জন্য হৃদপিণ্ড দায়ী। এটা এত ধুকপুক করে যে মনে হয় যন্ত্র, মেশিন চলছে বুকের ভেতর। ভালো ভালো বিজ্ঞানীরা এসবের কি কোন সল্যুশন আবিস্কার করেনি!
কোন কোন মানুষের হৃৎপিণ্ড কতটা যন্ত্র হয়ে গেছে সেটার টেস্টও তো দরকার, তার মতন হতভাগার দল যারা বুকের ভেতর যান্ত্রিক হৃদপিণ্ড নিয়ে বসে আছেন তাদের জন্য কি একটা দুটো ইনজেকশন আবিস্কার করা সম্ভব নয় মহামান্য বিজ্ঞানী?

২ টাকা ভাংতি দেন। ধমকে ওঠে বিল কাউণ্টারের লোকটি, পেছনের লাইনে দাঁড়ানো লোকজনের কাছ থেকে প্রেসার আসে; বিল দেন নয়ত সরেন, আরও মানুষ আছে বিল দেয়ার।
দুই টাকা ভাংতির জন্য লাইন থেকে একবার বেরিয়ে গেলে আবার সিরিয়াল পেতে কয়েক ঘণ্টা। এমনিতেই ক্লান্ত লাগছে, পানির পিপাসাও পেয়েছে, হাত কিছুটা কাঁপছে। এই বছর সৌদি আরবের আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ছে দেশে, কিছুতেই শান্তি নেই।
উপায় না দেখে লোকটিকে বলে রহমান সাহেব, বাবা আপনি বাড়তি ১০/২০ টাকা যা হয় রাখেন, লোকটি চোখ মুখ শক্ত হয়ে ওঠে, অত্তাধিক রুক্ষ গলায় বলে, কেন বাড়তি টাকা রাখবো? এগুলা কি ধরনের কথা!
কি বিপদ! বাড়তি টাকা নেবে না! তার দুই টাকাই চাই! দুর থেকে এগিয়ে এসে এক মেয়ে বিপদ থেকে উদ্ধার করে তাকে, ব্যাগ থেকে ভাংতি ২ টাকার একটা কয়েন বের করে দেয়।

রহমান সাহেব অস্ফুট শব্দে বলে মাগো কৃতজ্ঞতা; মেয়েটি শুনতে পায়না, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে, কানে হেডফোন, এই এক অভ্যাস হয়েছে এই যুগের ছেলেমেয়ের, মোবাইল আর হেডফোন ছাড়া এদের অস্তিত্ব ভাবাই যায় না।

বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যায়, রহমান সাহেব ভাবেন বাসায় ঢুকেই আগে গোছল সেরে নেবেন; নাকি পানি খেয়ে নেবেন, দুইটাই জরুরী, কোনটা আগে করবেন সিদ্ধান্ত নিতে নিতে কলিংবেল চাপেন, রহমান সাহেবের ছেলে গেট খুলে দাড়িয়ে, এতক্ষন লাগলো বিল দিতে? বাজার করবে কে শুনি? দুপুর গড়িয়ে যাচ্ছে খাওয়া লাগবে না? এই নেন টাকা রাখেন এক্ষুনি কিছু কাঁচা বাজার করে নিয়ে আসেন, তাড়াতাড়ি নেন, কি গরম পড়ছে বাবা এসির বাতাস ছাড়া এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় নাহ।
হুড়মুড় করে ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেয় ছেলে, রহমান সাহেব বাজারের দিকে হাঁটে, এক বুক তৃষ্ণা নিয়ে দ্রুত ফিরে আসার পাঁয়তারা। মানস চোখে ভেসে থাকে টলমলে সুশীতল কাজল কালো জল ঠিক তার মৃত স্ত্রীর চোখের মত।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

কে ত ন বলেছেন: এসির বাতাস খাওয়া কোন ছেলে বাবার সাথে এরকম আচরণ করেনা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: এখন ফুটপাতের দোকানদার ও এসির বাতাস খায়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

সনেট কবি বলেছেন: অনেকের বোধের খুব অভাব থাকে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

সামিয়া বলেছেন: হ্যাঁ সেটাই। ধন্যবাদ, শুভকামনা।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: জীবনটাকে আমরা যতো সহজ করে তুলতে চাই জীবনটা ততোই যেনো কঠিন হয়ে উঠতে থাকে...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সামিয়া বলেছেন: ভালো বলেছেন ভাই ধন্যবাদ শুভকামনা ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

মাহের ইসলাম বলেছেন: লেখার স্টাইল সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সামিয়া বলেছেন: তাই বুঝি?? অসংখ্য ধন্যবাদ শুভ কামনা।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছেলেরও একদিন এই পরস্থিতিতে পড়তে হবে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: সেটা তো অবশ্যই।। ধন্যবাদ শুভ কামনা।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো লেখা। পড়ে আনন্দ পেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন শুভকামনা।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: ভিন্নধারার বর্ণনাভঙ্গি।
শুভকামনা রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.