নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ক্লোজআপ চিত্র

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

ক্লোজ আপ ছবি খুব কাছ থেকে তোলা হয় এই ব্যাপার কম বেশি সকলের জানা, তবে মোবাইল দিয়ে ক্লোজ আপ ছবি তুললে ছবির সাবজেক্ট ঝাপসা হয়ে যায়, এই ক্ষেত্রে সাবজেক্ট এর কাছা কাছি গিয়ে সাবজেক্ট মোবাইল স্ক্রিনে দেখা যায় সেখানে টাচ করলে সাবজেক্ট পরিষ্কার এবং আশপাশ ব্লার হয়ে ঝকঝকে ডি এস এল আর ধরনের ছবি পাওয়া যায়। তবে ডি এস এল আর দিয়ে তোলা ক্লোজ আপ ছবি দেখতে যেমন সুন্দর তেমনি ঝুমিং লেন্স দিয়ে দূর থেকেও সাবজেক্ট এর অত্যন্ত ক্লোজ আপ ছবি তোলা যায়। কবুতরের লাল চক্ষুর ছবিটি তুলেছি সেন্টমার্টিন থেকে।


এই ছবিটি তুলেছি লালবাগের কেল্লা থেকে, লেন্স ঝুম করে, এপারচার প্রায়োরিটি মোড ব্যবহার করে, আইএসও বাড়িয়ে দিয়ে যে সকল সাবজেক্ট নড়াচড়া করে সেই সকল ছবিও ট্রাইপড ছাড়া সহজেই তোলা সম্ভব।


বৃষ্টির ফোটা তুলেছি বাসায় বসে। :)



এইটা ডালিম ফুল, তুলেছি বাড়ির বাউন্ডারির উপর রেখে, ফুলটা পাশের বাড়ি থেকে ছিঁড়ে এনে দিয়েছে পিচ্চু ভাগ্নি ইরা আর অথৈ। খুবই অন্যায় কাজ করেছে।

বলেছি না ট্রাইপড ছাড়া সহজেই ঝুম লেন্স দিয়ে ছবি তোলা সম্ভব? আমার এই ছবিটি তার প্রমান, তুলেছি ছেড়া দ্বীপ যেতে যেতে শীপে দাঁড়িয়ে। ওইখানে কি কারনে শীপের পেছনে পেছনে এত শী গাল ছোটে কে জানে!! তবে ওদের জন্য অনেকে দেখলাম সাথে খাবার নিয়ে যায়, সেগুলো খেতে আরও আরও শী গাল জড় হয়। অসাধারণ সব ব্যাপার ।

এই ফুলের নাম জানিনা, তুলেছি প্যালেস রিসোর্ট সিলেট থেকে।



যেকোনো ছবি তোলার সময় আলো একটা বিরাট ফ্যাক্ট। একই সাবজেক্টের ছবি ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন হয়। লেন্স এর ও ব্যাপার আছে ক্যামেরা হলেই তো হয় না, ভিন্ন ভিন্ন ছবির জন্য ভিন্ন ভিন্ন লেন্স,ফিল্টার, আকর্ষণীয় প্লেস, আরও কট কি! আসলে ফটোগ্রাফি এক ধরনের বিলাসিতা ।। :(

প্রিভিয়াস পোষ্টের কমেন্টে দেয়া কথা অনুযায়ী এই পোস্টটি সামুর স্বনামধন্য ও আলোচিত ব্লগার রাজীব নুর ভাইকে উৎসর্গ করা হল।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার আয়োজন আপু :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: সবগুলো ছবি ক্লিক এ সুন্দর হয়েছে।

ট্রাইপড জিনিসটা কি?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ক‍্যামেরা রাখার স্ট্যান্ডকে ট্রাইপড বলে। ট্রাইপড ব‍্যাবহারে স্বচ্ছ ছবি পাওয়া যায়।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি কোনদিন ছবি তুলতে আনন্দ পাইনি; এটা কি কোন ধরণের সমস্যা?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সামিয়া বলেছেন: এটা কোন ধরনের সমস্যা না, সবাইকে একই ব‍্যাপার মুগ্ধ করবে তা তো নয়, পৃথিবীর সমস্ত মানুষ আলাদা, প্রতিটি মানুষের নিজস্ব ইচ্ছা আছে, রুচি আছে, পছন্দ আছে, আপনাকে ছবির ব্যাপার না টানলেও অন্য কোন ব্যাপারে নিশ্চয়ই আগ্রহ আছে। ধন্যবাদ শুভকামনা।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সব ছবি!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সামিয়া বলেছেন:  ধন্যবাদ, শুভকামনা।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

রাকু হাসান বলেছেন: ছেঁড়া দ্বীপের ছবি টা জোশ B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সামিয়া বলেছেন: তাই!!!  ধন্যবাদ, শুভকামনা।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

শামীম সুজায়েত বলেছেন: ভাল হয়েছে। খুব ভাল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সামিয়া বলেছেন:  ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন: প্রত্যেকটা ছবিই মুগ্ধ করলো।
প্লাস++++

আপনি কেমন আছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সামিয়া বলেছেন:  ধন্যবাদ,
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি ছবিই সুন্দর। সি-গাল বেশী সুন্দর!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুরের ব্লার ছবি তোলার জন্য কোন লেন্স বেটার?

প্রাইম? না জুম???


০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সামিয়া বলেছেন: প্রাইম ঝুম দুইটাই বেটার। ছবির ধরন অনুযায়ী প্রাইম লেন্স পরিবর্তন করতে হয় যা বেশি ব্যয় বহুল, ঝুম লেন্স এ সেরকম ঝামেলা কম। তবে বড় কথা হচ্ছে এসব নির্ভর করে ফটোগ্রাফারের ইচ্ছা , রুচি, দক্ষতা, প্ল্যানিং, প্রফেশনাল , নন প্রফেশনাল ইত্যাদির উপর। ধন্যবাদ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। ভা‌লো লাগ‌লো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! ছবিগুলো দারুণ প্রাণবন্ত ৷ভাল লাগলো ৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

ক্লে ডল বলেছেন: খুব সব সুন্দর ছবি!

কেমন আছেন আপনি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

সামিয়া বলেছেন: ভালো আছি ভালো আছি, আপনি কেমন আছেন??

ধন্যবাদ, শুভকামনা।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি খুব সুন্দর হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্যাননএসএক্স৫০/৬০এইচএস এর শুটের মতো মনে হচ্ছে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সামিয়া বলেছেন: এগুলো তুলেছি নিকন ডি ফাইভ ওয়ান জিরো জিরো দিয়ে লেন্স ৫৫ টু ২০০ এম এম

ধন্যবাদ,

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার ফটোগ্রাফি দেখে আমার বছরখানেক আগের একটা ঘটনা মনে পড়ল । প্ল্যান করেছিলাম সন্ধ্যা নামা শহরের ছবি তুলবো প্রতিদিন, কিন্তু হয়ে উঠে নি।
একটা মোটামুটি মানের ক্যামেরার দাম কেমন হতে পারে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: বাজেট কত?

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: দুই হাজার টাকা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: এ‍্যা.,............ :/

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এইভাবে টিটকারি না করলেও পারতেন । আমার সামর্থ্য যতটুকু আছে তাই বললাম। ভাল থাকবেন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: সরি ব্রাদার, আমি ডি এস এল আর এর প্রাইজ জানতে চেয়েছেন ভেবেছিলাম।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর তুলেছেন ছবি গুলো

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আখেনাটেন বলেছেন: আপনার ছবিব্লগগুলো চমৎকার।

আমার নিজের তোলা 'পড়ন্ত যৌবনে পদ্ম'।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সামিয়া বলেছেন: আপনি তো বেশ সুন্দর ছবি তুলেন , একদম স্পষ্ট, পদ্মফুলে অনেক অনেক ভালো লাগা।
ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

তানভীর তুর্য্য বলেছেন: চমৎকার ভাবে প্রকৃতিকে তুলে ধরেছেন। ধন্যবাদ....

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

রানার ব্লগ বলেছেন: শুনেছি যে ছবির ভাষা বোঝে সে মেয়েদের মনের ভাষাও বোঝে, আফসোস আমি ছবির ভাষা বুঝি না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.