নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজালের দুনিয়ায় আপনি যদি একমাত্র নির্ভেজাল হন, তাহলে আপনাকে বার বার নানান পরীক্ষার সম্মুখীন হতে হবে ওযুত নিজুত বার পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষায় আপনি কখনোই পাস করতে পারবেন না, তারা পাশ করতে দিবে না, ঝামেলাকারীদের হার্ট দুর্বল আর ভীতু। কাজেই তাদের অজস্র পরীক্ষা নামক অত্যাচারকে ভয় পাওয়ার কিছু নেই, তাদের একশোর সাথে আপনি একাই যথেস্ট এই মনোভাব নিয়ে একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করুন, আর যদি নিয়তি অতিরিক্ত খারাপ হয় তবে শতবার চেষ্টা করে হেরে গেলে কি আর করা! ক্ষমা মহৎ গুন এই বাক্য মনে ধারন করে সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ প্রতিশোধ মাটি চাপা দিয়ে সামনে এগিয়ে চলুন। ভালোদেরই বার বার হারতে হয়, দোষ না করেও সমস্ত দোষ সমস্ত অন্যায় মাথা পেতে নিতে হয়।
মুখে মুখোশ লাগিয়ে আপন হওয়া মানুষগুলো বেশিদিন মুখোশ পড়ে থাকতে পারে না, হৃদয়ের জ্বালা যন্ত্রণা হিংসা, প্রতিহিংসায় অন্ধ হয়ে, একসময় মুখোশ থেকে বেরিয়ে এসে নিজের আসল ভেজাল চেহারা দেখাতে বাধ্য হয়ই।
আমার হাসি সবসময় এটা বোঝায় না যে, আমি আনন্দিত বরং কখনো এটা বোঝাতে পারে যে, আমি আনন্দিত নই , কখনো এটাও বোঝাতে পারে যে, আমি অনেক দুঃখে আছি, কখনো এটাও বোঝাতে পারে যে, আমার কোন কিছু ঠিক নেই, কিন্তু আমি ঠিক করার চেষ্টা করছি। সবকিছু ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছি। একদিন সব ঠিক হয়ে যাবে এই আকাঙ্ক্ষায়।
ভালোবাসা যেমন অন্ধ, তেমনি অকৃতজ্ঞতাও এক ধরনের অন্ধত্ব।
কর্পোরেট অফিসগুলোতে পুরুষরা পুরুষদের প্রথম প্রায়োরিটি দেয়, সাপোর্ট করে, পছন্দ করে। আবার কর্পোরেট অফিসগুলোতে মেয়েরাও সেই দল ভারী পুরুষদের ই প্রথম প্রায়োরিটি দেয়, সাপোর্ট ও পছন্দ করে। একই ব্যাপার রাস্তাঘাটে, হাট বাজারে এবং নিজের বাড়িতেও। যে দু চারটে নারী অধিকারের কথা বলে তারা নারী অধিকারের নামে শো অফ করে এবং নানান কথার ছলে এই বোঝায় যে বাংলাদেশের নারী মানেই গাধা, শুধু তাদের একার মাথায়ই পুরুষের থেকে অধিক বুদ্ধি আছে, এবং এই ধারণার উপর base ,করে তারা নানানভাবে অশ্লীল কথা বলে থাকেন।
গতকাল বললা ভালোবাসি
আজকেই বসলা দোষের ঝুলি নিয়া
কালকেই দেখি আবার
সেল ফোনে আরও আগে আরেকজনরে বলে
রাখছো ভালোবাসি।
বেইমান বন্ধু
তার জন্য ও জান ও জীবন কোরবান তোমার।
আমি কি ধরে নিবো তাইলে
গতকালকের ভালোবাসাবাসি ছিল
সব হেলুসিনেশন??
এরে ওরে জিজ্ঞেস করো
সখি ভালোবাসা কারে কয়
ও সখি তুমি কই?
খুঁজে পাইনা
খুঁজে খুঁজে হয়রান।
এতজনরে এক মন দিয়া
ভালোবাসা কীভাবে সম্ভব?
আমারে ও শিখাও কিছু।
আমিও বাসতে চাই ভালো একাধিক
শতাধিক।
কবিতাটি ব্লগার কবি শাহরিয়ার কবীর কে উৎসর্গ করা হল
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯
সামিয়া বলেছেন: প্রথম পদক্ষেপ বানী দিয়া শুরু হল ধীরে ধীরে কর্মকাণ্ডের প্রসার ঘটিবে।।
কবিতা পড়েন নাই হে নাদান বৎস এক্ষনে আপনার এই কথাতেই আপনার অতীত বর্তমান সব চোখের সামনে দেখিতে পাইতেছি ।
২| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১
আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,
সন্ন্যাসী সামিয়ার বানী শুনিয়া আবার না সন্ন্যাসী হইতে হয় !!!!!!
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১
সামিয়া বলেছেন: জীবনে বৈচিত্র্য খুবই প্রয়োজন ভাই, সন্ন্যাসী হইতে পারা কিন্তু বিরাট ব্যাপার। ভালো ব্যাপার।
৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭
ভুয়া মফিজ বলেছেন: কবিতা পড়েন নাই হে নাদান বৎস এক্ষনে আপনার এই কথাতেই আপনার অতীত বর্তমান সব চোখের সামনে দেখিতে পাইতেছি
অতীত বর্তমান আমার জানা আছে। অামার ভবিষ্যত চোখের সামনে দেখা গেলে জানাইতে আজ্ঞা হয়!
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮
সামিয়া বলেছেন: হিসসসসসসসসসসসসসসসসসসসসস সন্ন্যাসী এখন দুনিয়াদারি ভুইলা গিয়া ধ্যান করতেছেন।।
৪| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পড়লাম।
তবে অনেক কঠিন বিষয়।
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: কত সহজ করে লিখলাম তবু কঠিন মনে হল!?
ধন্যবাদে এনিওয়েস
৫| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন ।
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: কৃতজ্ঞ ও ধন্যবাদ।
৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একাধিক/শতাধিক সে আমিও চাই..............আফসোস একখানও না
৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮
সামিয়া বলেছেন: হাহা হা
৭| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: আমার কপাল পোড়া।
আমাকে কেউ কখনও উতস্বর্গ করে না কোনো লেখা ।
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
সামিয়া বলেছেন: আপনাকে আমি আমার নেক্সট পোস্ট উৎসর্গ করবো ঘোষণা দিলাম
৮| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার এই মন্তব্যখানি স্ত্রৈনকূল শিরোমনি জনাব রাজীব নুরকে উৎসর্গ করিলেম.................
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
সামিয়া বলেছেন: হা হা হা আশা করি আপনার কমেন্টখানি উৎসর্গে দেখিতে পাইয়া রাজীব ভাই যারপরনাই অত্যাধিক খুশি হইবেন
৯| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
আখেনাটেন বলেছেন: মুখে মুখোশ লাগিয়ে আপন হওয়া মানুষগুলো বেশিদিন মুখোশ পড়ে থাকতে পারে না, হৃদয়ের জ্বালা যন্ত্রণা হিংসা, প্রতিহিংসায় অন্ধ হয়ে, একসময় মুখোশ থেকে বেরিয়ে এসে নিজের আসল ভেজাল চেহারা দেখাতে বাধ্য হয়ই। -- চমৎকার লিখেছেন।
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার এই মন্তব্যখানি স্ত্রৈনকূল শিরোমনি জনাব রাজীব নুরকে উৎসর্গ করিলেম.... ----মজা পেলুম 'কি করি'র মন্তব্যে।
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২১
সামিয়া বলেছেন: আহাহা রাজীব নূর ভাইকে আমিও নেক্সট পোস্ট উৎসর্গ করবো, কেমন আছেন আপনি after long time,....
Thanks by the way,,
১০| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবি শাহরিয়ার কবীর ভাই এবং লেখিকা দুজনকেই শুভেচ্ছা।
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২১
সামিয়া বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা
১১| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেষ পর্যন্ত মেয়েটা সন্ন্যাসী হয়ে গেলো !!
আফসোস পৃথিবীর রং, রস, গন্ধ তার আর
উপভোগ করা হবেনা। যা দেখবে সেটাই
মনে হবে প্রসাদ !!
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩
সামিয়া বলেছেন: আমি যাতে মাতাল হলেও তালে ঠিক আছি ধরনের সন্ন্যাসী ভাইয়া।। So don't worry Thankush
১২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
এটা কি আধুনিক কবিতা না অত্যাধুনিক কবিতা কিছুই বুঝলাম না।
তবে আপনার উপরের সন্ন্যাসী বাণীগুলো ভীষণ ভালো লেগেছে,
কারণ কোনটা মুখ আর মুখোশ বর্তমান সময়ে চেনাটা খুবই কষ্টের।
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।।
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪
সামিয়া বলেছেন: আজকে আপনার মতন সুন্দর কবিতা লিখতে পারিনা বলে আমার কবিতাটি আপনাকে উৎসর্গ করলাম তবু কোনো পাত্তাই দিলেন না!! কি আর বলবো কষ্ট করে কমেন্ট করবার জন্য ধন্যবাদ।
১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: [sbসন্ন্যাসী সামিয়ার বানী??
নাকি সন্ন্যাসিনী সামিয়ার বাণী??.
@ অনুসরণ করুন
করলুম।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮
সামিয়া বলেছেন: এখনতো সরকারিভাবে সমস্ত অফিসার পুরুষ মহিলা সবাইকে স্যার বলার নিয়ম করা হয়েছে জানেন তো, জেন্ডার বিভেদে না যাই, যাইহোক অনুসরণ করেছেন জেনে ভালো লাগলো কৃতজ্ঞতা ভালো থাকুন শুভ কামনা।
১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এতজনরে এক মন দিয়া
ভালোবাসা কীভাবে সম্ভব?
আমারে ও শিখাও কিছু।
আমিও বাসতে চাই ভালো একাধিক
শতাধিক।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এ কেমন যুগে আসলাম ???সন্ন্যাসী সামিয়ার বানী শুনিয়া পাগল ও হইলাম
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০
সামিয়া বলেছেন: কি বলেন? আসলেই পাগল হয়েছেন? কাছে আসেন ফুঁ দিয়া দেই।
১৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০
অপ্সরা বলেছেন: না না সন্যাসী হয়ে যেও না সামিয়ামনি!
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৩
সামিয়া বলেছেন: আপু আমি হইলাম গিয়া জাতে মাতাল তালে ঠিক ধরনের আধুনিক সন্ন্যাসী so don't worry my dear sweet api....
১৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে ইচ্ছে সংসার ত্যাগ করে সন্নাসী হই আমিও, শুধু মাঝে মাঝে ব্লগে এসে বাণী দিয়ে যাবো, কেমন হবে আপু? আপনার সাথে কি তখন আমার প্রতিদ্বন্দিতা শুরু হয়ে যাবে?
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
সামিয়া বলেছেন: প্রতিদ্বন্দ্বিতা হতে যাবে কেন! আমি আপনি আলাদা আলাদা নতুন নতুন বাণী তৈরি করবো, আমাদের বানী হবে দুনিয়াদারি যে কিছুই নাহ সেগুলা নিয়া, দলে দলে লোকজন মুরিদ হইতে আসবে সেইসব কথা চিন্তা করে এখনই খুশি খুশি লাগছে, ধন্যবাদ
১৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
চাঙ্কু বলেছেন: ভালুবাসা বলিয়া কিছু নাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
সামিয়া বলেছেন: আছে আছে
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
চিটাগং এক্সপ্রেস বলেছেন: জ্ঞানীরা বানী দেয়। কথা গুলো সত্য। আপনার লেখা ভাল লাগে। পড়ি তবে মন্তব্য করি না।
আপনি বই লিখলে ভাল করবেন। কবিতাও ভাল লিখেন। শুনেছি যারা ভালবাসতে পারে তারাই কবিতা ভাল লিখেন। আমার সেই প্রতিভা ও মেধা নেই। আপনার জন্য সবসময় শুভ কামনা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও আপনার অনুপ্রেরনামুলক মন্তব্বের জন্য কৃতজ্ঞতা রইলো, ইতিমধ্যে আমার ৩ টি বই একুশে বইমেলায় রিলিজ হয়েছে। বই পড়ে পেছনে মানুষ কে কি বলেছে জানিনা, তবে সামনে অনেক প্রশংসা পেয়েছি।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
আখেনাটেন বলেছেন: কেমন আছেন আপনি after long time,.... -- হুম; অনেক দিন পরে আপনার পোস্ট পড়েছি। আমি নিজেও দলছুট গরুর মতো এখানে আসি। মাঝে মাঝে কিছু গোবর ফেলে যাই।
আপনাকেও কম দেখি ইদানিং।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সামিয়া বলেছেন: আমি আসতে তো চাই ,--------------
ভালো থাকুন শুভকামনা।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার বইগুলো কি কিভাবে কালেক্ট করা যাবে ? রকমারিতে কি পাব ।
যারা সামনে বেশি প্রশংসা করে তারা সাধারণত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটা আমার বানী ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
সামিয়া বলেছেন: রকমারী সহ বেশ কয়েকটি অনলাইন ওয়েব সাইটে আমার বই পাওয়া যাচ্ছে,
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: রকমারি কি বই আপনার কাছ থেকে কালেক্ট করবে না প্রকাশকদের কাছ থেকে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
সামিয়া বলেছেন: বই রকমারি নিয়ে নিছে, প্রকাশকের কাছ থেকে, আমার কাছে বই নাই ।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ওকে রকমারিতে অর্ডার করেছি
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
সামিয়া বলেছেন: তাই! এত জলদি! গুড গুড, ধন্যবাদ।
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: তিনটা বই। আপনার দুটো , একজন ব্লগার আইনজীবীর " অসমাপ্ত জবানবন্দী"
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
সামিয়া বলেছেন: একজন ব্লগার আইনজীবীর " অসমাপ্ত জবানবন্দী" এটা কার ??
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: এ টি এম উল্লাহ। উনার পোস্ট আছে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
সামিয়া বলেছেন: ও আচ্ছা
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: ছবিটা ভাবছিলাম প্লেসবোর ফ্রন্টম্যানের ছবি কিন্তু এখন মনে হচ্ছে এশিয়া আর্জেন্টো। কিন্ত তারপরও শিওর না। মডেলটা কে?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
সামিয়া বলেছেন: মডেল কে চিনি না, ভাম্পায়ার ফটোগ্রাফি সাইড থেকে নেয়া।
২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: নারী অধিকারের নামে কিছু নারী শো অফ করে। তারা বুঝাতে চায়, একমাত্র তাদের মাথায় পুরুষদের চাইতে বেশি বুদ্ধি আছে। কথা সত্য। সমাজে এমন কিছু পুরুষও আছে যারা মনে করে একমাত্র তাদের মাথায়ই বুদ্ধি আছে। তাদের যুক্তিবুদ্ধি ঠিক। বাকি সবার মাথায় গোবর ভরা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সামিয়া বলেছেন: একদম ঠিক, সবাইকে এমন ভাবে ট্রিট করে যেনো রাস্তার ধূলা ময়লা ডাস্টবিন।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: কবিতা বাদে বাকীটা পড়লাম। সন্নাসী কি আপাততঃ শুধু বাণীই দেয়? ঝাড়-ফুক, তাবিজ-কবজ দেয় না?