নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো নাই'য়ের উপর ভরসা করাই
অভ্যাসে পরিনত হয়েছিলো।
কয়েক শত যুগ
আছো নাই; আছো নাই; করতে করতে;
তীর্থের কাকের জীবন।
তোমার দুনিয়ায় এত রঙ যে;
আমি সেই রঙের কাঙ্গাল হই।
তোমার উঁচু কপাল,
খাঁড়া নাক, ভদ্র চেহারা,
আভিজাত্যে ভরা মুখমণ্ডল
অনুভব করে;
সিওর হই
তোমার মতন কেউ জন্মাবেনা।
নগদে বাজি ধরে বলতে পারি,
একমাত্র তুমিই প্রকৃত প্রেমিক।
ভণ্ড প্রেমিকে দুনিয়া সয়লাব।
এরা প্রেমিক মুখোশ পড়ে
ঘুরে ফিরে এরে তারে ভালোবাসি বলে।
ভেজালের যুগ বুঝছো,
রাশি রাশি ভেজাল প্রেমিক।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫
সামিয়া বলেছেন: অভিজ্ঞ প্রেমে?? সেরকম কিছু না ভাইয়া।
২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।
সব জায়গায় ভেজাল। ভেজালে দুনিয়া ভরা।
এ থেকে হয়ত আসল প্রেমিক গুলো উঠে আসবে, ভেজালকে নিঃশেষ করার জন্য।
কবিতায় মন্দ লাগেনি। ++
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪
সামিয়া বলেছেন: লগইন করেছিলাম কবিতা ডিলেট করার জন্য, আপনার মন্তব্য পড়ে আর ডিলেট করলাম না। শুভেচ্ছা, শুভ কামনা। ধন্যবাদ।।
৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: রাশি রাশি ভেজাল প্রেমিক । +
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬
সামিয়া বলেছেন: অন্যরকম হইছে না? যদিও ছেলেরা এই কবিতা পছন্দ করবে না ধরেই নিয়েছিলাম।
ধন্যবাদ।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
ভেজাল চারিদিকে....
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
সামিয়া বলেছেন: হাহা আরেহ না । ভালো ও তো আছে, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আপনি বোন অভিজ্ঞ মানুষ।