নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

দিয়াবাড়ি ছবিব্লগ

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০


ঘুরে বেড়াবার জন্য ঢাকার কাছাকাছি দিয়াবাড়ি ভালো জায়গা security আছে, নদী আছে, খোলা আকাশ আছে, কাশফুল গাছের ঝাড় আর শরত ঋতুতে কাশফুল আছে, হাতের কাছে এরকম জায়গা থাকাটা অবশ্যই ভাল ব্যাপার। জায়গাটা বড় এবং খোলা, আকাশটার অনেকখানিই দেখা যায়। এটা জরুরী ব্যাপার অনেকের কাছেই হয়তো না, আবার অনেকের কাছেই জরুরী ব্যাপার। প্রকৃতি মানুষের মন কে রিফ্রেস করে এটা তো ভুল নয়। একবার আমি মন খারাপ করে একা একটি হই চই পূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি, আমার বেখেয়ালে এক ইন্টার প্রথম বর্ষ পড়ুয়া মেয়ে আমায় লক্ষ্য করে কথা বলতে এগিয়ে এলো এবং আমারই মতন পরিচিত মিশুক ভঙ্গি নিয়ে আমার পাশে দাঁড়িয়ে বললো, আপু আপনার মন খারাপ? মন অতিরিক্ত খারাপ হলে যা হয় আর কি! কিছুই লুকানো যায় না, পরিচিত অপরিচিত ঘরের না বাইরের মানুষ কিছুই খেয়াল থাকেনা, মনের দুঃখ সব উজার করে বলে দিতে মন চায়। আমি তাকে অতি দুঃখিত কণ্ঠে বললাম আর বোলোনা আমি কেন মরে যাচ্ছি না বুঝতে পারছিনা, এই ধরো এখুনি, এই মুহূর্তে, একদম মাটির নীচে একটা গর্ত করে পারলে ঢুকে পড়তাম এখুনি।

খুবই উল্টা পাল্টা ভড়কে যাওয়া কথা, মেয়েটির বয়স কম হলেও অতিরিক্ত বুদ্ধিমতি কিংবা সে তার ছোট্ট জীবনে পুড়ে পুড়ে খাঁটি হয়েছে সে আমার কথায় বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখালো না, আমার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে সামনের দিকে ফিরলো সেখানে বৈশাখ উপলক্ষে নানান ধরনের জিনিষপত্রের মেলা বসেছে, ক্রেতাদের ভিড়।
সে বলল সে আমার সাথে এমনি এমনি কথা বলতে আসে নাই, আমাকে চেনে, এবং আমি তার আইডল, সে যখন কষ্ট পায় তখন দূর থেকে আমাকে দেখে সাহস সঞ্চয় করে,কারন তার মতে আমি সেই লক্ষে পৌঁছে গেছি যে স্থানটা তার টার্গেট।
আমি তার কথা শুনে বললাম তাইলে তোমার আইডলের জন্য একটা গর্ত খুড়ো আমি ঢুকে পড়ি। তখন সে আমাকে বুদ্ধি দিলো যখন মন খারাপ হবে তখন একা থাকতে না, এবং বাইরে অথবা ছাদে গিয়া আকাশ দেখতে, কিছুনা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে, এতে করে আকাশ এত বিশাল যে সে মানুষের ক্ষুদ্র কষ্ট নিমিষেই শুষে নিতে বাধ্য ফলে মন ঠিক হয়ে যায় আর উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে না।পরবর্তীতে আমি আকাশ দেখে দেখে অনেকবার মন ভালো করেছি।



কাজেই হতাশা থেকে বের হবার জন্য, কষ্ট ভুলে যাওয়ার জন্য, অভিমান ভুলে যাওয়ার জন্য, নিজেকে নিজের মনের ভিতর প্রাণশক্তি সঞ্চারের জন্য, প্রকৃতি আবশ্যক।




ভালো ব্যাপার হচ্ছে দিয়াবাড়ি সন্ধ্যার পর কাউকে থাকতে দেওয়া হয় না, সিকিউরিটির জন্য এটা তারা করে, ভালই তো।



এখন বর্ষার আকাশ ঝকঝকে নীল, কাশফুল গাছগুলো সবুজ রঙে রঙ ধারন করেছে, খুব শীঘ্রই আসবে শরৎ কাশফুলে ভরে যাবে চারপাশ, এরকম সুন্দর প্রকৃতির কাছে থাকা আনন্দের ব্যাপার।



সবুজের সমারোহ প্রকৃতি



বেশকিছু অর্ধনির্মিত বাড়িঘর উঁকি দিচ্ছে আজকাল দিয়াবাড়িতে।



ছুটির দিনগুলোতে সবখানে থাকে উপচে পড়া ভিড়, তারপরও জায়গাটা এত বিশাল যে খোলা আকাশ পাওয়া যায় ঠিকই।



সে ভালোবাসে নাই, এইরকম একটি কথা, এরকম একটু স্মৃতি মাথায় নিয়ে ঘুরলে শুধু মনের অশান্তি বাড়বে বরং এভাবেই ভাবা উচিত যে, সে ভালোবেসেছে, মন প্রাণ উজাড় করে ভালবেসেছে এবং সাথে আছে সাথেই থাকে সবসময়। এমনি একটু ফিলোসফি করলাম।



চাইলে প্রকৃতি দেখতে দেখতে চটপটি ও ফুচকা খাওয়া যেতে পারে। টেস্ট চলে (সত্যিটা হলো ভালো না)



এই ছেলেটাকে একবার আমি টাকা দিয়েছি আবার ঘুরে ঘুরে আসছে ছবির মধ্যে, এখানে ভিক্ষুক এবং টোকাইরা মাঝে মাঝে বিরক্ত করে, তবে মানা করে দিলে চলে যায়।


শেষ কথা হলো কাশফুলের দিন দিয়া বাড়ি একটা সামু ব্লগার গেট টুগেদার করলে ভালো হতো না? ব্লগাররা নিশ্চয়ই আজীবন অধরা থাকবে সেই প্রতিজ্ঞা করে নেই?? বেশিসংখ্ক ব্লগার ইচ্ছা পোষণ করলে একটা ইভেন্ট হয়ে যেতে পারে কিন্তু।।

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ভাল লাগল ইতি আপু।
আর শেষের প্রস্তাবটা খুবই ভাল।আশা করি ব্লগাররা ভেবে দেখবেন।
উদ্যেগটা কিন্তু আপনাকেই নিতে হবে।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, যাক একজন কে তো পাওয়া গেলো,
সবাই একমত হলে আমি উদ্যোগ নিতে রাজি আছি।।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




"দিয়াবাড়ি" শব্দটি দেখেই লগ-ইন হলুম । কারণ , আসলেই জায়গাটা খুব সুন্দর । ঘুরতে যাওয়ার জন্যে খুব কাছে, সুন্দরতা নিয়ে এমন আর একটিও জায়গা নেই ।
তবে ভালো লেগেছে মন আর প্রকৃতি নিয়ে আপনার কথাগুলো ।
মাথার উপর খোলা আকাশ , চোখের সামনে দিগন্ত জোড়া শ্যামলিমা কিম্বা সুনীল সাগরের জলের মতো আপন কেউ নেই । এরা জীবনের জটিলতা থেকে একটানে আপনাকে টেনে নিয়ে যায় অপার্থিব এক মন-ভালো করার দেশে ।

আপনার প্রস্তাবটিও কিন্তু মন ভালো করে দেয়ার মতো ।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

সামিয়া বলেছেন: আপনার মন্তব্য বরাবরই গোছানো, অন্যরকম।
প্রস্তাবটি শুধু মাত্র মন ভালো করবার জন্য বলিনি, বাস্তবায়ন তো আপনাদেরই হাতে ভাইয়া।।

অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

ঋতো আহমেদ বলেছেন: শেষ কবে গিয়েছিলেন? একসময় অনেক সুন্দর ছিল। কিন্তু এখন আর তেমন নেই। নদী নেই, খাল আছে কিছু। মেট্রো-রেলের কাজ চলতেছে। কন্স্ট্রাকশনের কাজের আওয়াজ, সাইটের গাড়ি আর পুলিসের বাধা/নিষেধ। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা বেহাল। তবে, কিছু জায়গা আছে এখনও নির্জন, সুন্দর। প্রতিদিন সন্ধ্যায় এই পথ দিয়েই বাসায় ফিরি। মাঝে মাঝে নেমে একটু হাওয়া খাই। মন ভালো হয়ে যাওয়ার মতোই সুন্দর জায়গা।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

সামিয়া বলেছেন: এটা গতকাল বিকেলে তোলা ছবি
ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: ছবির সাথে ছোট ছোট বর্ণনা দেওয়ায় খুব ভালো লাগলো। ছবিগুলো চমৎকার উঠেছে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

তারেক_মাহমুদ বলেছেন: দিয়াবাড়ি ঢাকায় প্রকৃতির ছোয়া পাওয়ার জন্য বেশ ভাল জায়গা। আপনার প্রস্তাবটাও ভাল সামিয়া আপু।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

রাকু হাসান বলেছেন: সামিয়া আপু ছবি ব্লগ ,সাথে কিছূ লেখা দিয়ে ভাল করেছেন । আমার কাছে ৮ নং ছবি টা ভাল লেগেছে :-B ,যদি সূর্য মামার ঝিলিক থাকতো তাহলে বেশি ভাল লাগতো । আকাশ মেঘলা তো ! একটি গান মনে হলো , মেঘলা আকাশ দেখে B-)

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ;)

কেমন হলো ;)

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: সুন্দর কমেন্ট

অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৯| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: জায়গাটির সুন্দর সুন্দর ছবিগুলো শুধু দেখেই গেলাম যাওয়া আর হলনা :(

পোস্ট ভালো লেগেছে আপু।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

সামিয়া বলেছেন: আসেন আমরা সবাই মিলে একত্রিত হই সেখানে, তাহলেই তো দেখা হবে তাই না? ধন্যবাদ আপু শুভকামনা।।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৭

এখওয়ানআখী বলেছেন: দিয়াবাড়ী সত্যিই চমৎকার লোকেশান। তার থেকেও চমৎকার অমন ভক্ত পাওয়া। আপনার কপাল খুবই ভাল। নিরন্তর মঙ্গলকামনা।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

সামিয়া বলেছেন: হুম হ্যাঁ আমার কপাল অনেক্ষেত্রেই ভালো , আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬

তৌফিক জোয়ার্দার বলেছেন: আপনার লেখা পড়ে এবং ছবি দেখে ঢাকার আশপাশের জায়গাগুলো আপনার ভাবীকে নিয়ে ঘুরে আসার ইচ্ছা জাগল। সাথে আমার সাড়ে ৪ বছরের ছেলে। আশা করি সবাই খুব মজা পাবে। এরকম আরো কিছু জায়গার সন্ধান থাকলে জানাবেন। ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ভাবি কে নিয়ে ঘুরে আসুন অবশ্যই ভালো লাগবে, আর আমি চেষ্টা করব ঢাকার আশেপাশে ঘুরে বেড়ানোর জায়গাগুলো সম্বন্ধে জানাতে। ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জাহিদ অনিক বলেছেন:

দিয়াবাড়ি একবার গিয়েছিলাম, তখন কাশ সাদা ছিল।
আফতাবনগরের ভিতরের কাশবনটাও সুন্দর।
সুন্দর ছবি ব্লগ সামিয়া আপু।
শেষের প্রস্তাবটাও ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ভালো থেকো, শেষের প্রস্তাবটার ব্যাপারে আমি আবার একদিন না করব। শুভেচ্ছা শুভ কামনা ধন্যবাদ।

১৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৫৫

Mohammad Israfil বলেছেন: সুন্দর

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা

১৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

চাঙ্কু বলেছেন: দিয়াবাড়ি কোন দিক দিয়া যায়? কুনদিন গেলাম না। আফসোস।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: ঢং না? :)

১৫| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



সবাই একসাথে হলে ভালই লাগত। সাথে কিছু খানাপিনা হলে আরো ভাল হল। চুড়ুইভাতি বা পিকনিকের মত আরকি! খুব মিস করছি এসব বহুদিন হল!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: আসলেই, কাশফুলের দিন এলে আর একবার নক করে পোস্ট দিব যদি আগ্রহ থাকে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে।

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

কলকন্ঠ বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.