নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার ছায়া হয়ে
পাশে পাশে থাকবে কয়েকদিন?
ভয় হয় আমার।
অন্ধকারে ছায়াও নাকি মুছে যায়?
তুমিও মুছে যাও যদি ;
সেই ভয়ে আমি রাত জেগে থাকি
ভালোবাসা পাহারা দেই।
পাহারা দিতে দিতে
আমি শক্তিহীন ভরহীন ভারসাম্যহীন;
মাথা কাজ করে অকেজোর মতন।
পেঁচার মতন নাক মুখ চোখ লুকিয়ে
পড়ে থাকি মানুষের মাঝে।
তারা সব দেখে
আমি ভাবি দেখেনা
তাই বলে তোমারেও দেখবনা?
দুরত্তের ভারে আমার কাধ দুটা ভাঙ্গার পথে
সূর্যের দিকে তাকালে চোখ জ্বালা করে,
আমি দিক ভ্রান্ত হয়ে পড়ে যাই পাহাড় থেকে
ঘাড় মাথা হাত পা ভেঙ্গে
নিহত হই লক্ষ কোটিবার।
ছায়া হতে বলেছি
শত্রু হলে
আমার ভাঙ্গা মন দেখে
এখন তবে খুশি হও।
উল্লাশ করো পৃথিবীর পথে ঘাটে।
এই পৃথিবী তোমাদেরই জন্য।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: বল বল বাহু বল।
অন্যের আশা করা ঠিক না। নিজের মেধা রুচিবোধ এবং শক্তিতে ভরসা রাখুন। আর কারো উপর না।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫
সামিয়া বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন শুভকামনা
৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
সাগর শরীফ বলেছেন: সুন্দর! প্রথম দুই অনুচ্ছেদ ভাল লেগেছ।
সামিয়া আপু
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই শুভকামনা
৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২
কুঁড়ের_বাদশা বলেছেন:
সামিয়া আপু কবিতা একদম ঝাক্কাস হয়েছে!!!!!!!!!!!!!
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনা
৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা
৬| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
স্রাঞ্জি সে বলেছেন: কিছু কিছু শব্দ মনে হয় বানানে ভুল।
কবিতা মন্দ লাগেনি।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
সামিয়া বলেছেন: বানান ভুল গুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ শুভকামনা
৭| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
এখওয়ানআখী বলেছেন: আমি একদিন ঠিকই ছায়া হয়ে যাবো তবে মুছে যাবো না কখনোই
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭
সামিয়া বলেছেন: তাই বুঝি !? ভালো থাকুন ধন্যবাদ শুভকামনা।
৮| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
কথার ফুলঝুরি! বলেছেন:
আপনার কবিতা পড়ে একটা গান মনে পড়ে গেল "কথা বল, না বল ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব" গানটি আমার খুব প্রিয়। কবিতাও অনেক ভালো লেগেছে সামিয়া আপু। তবে ছায়ার মত পাশে পাশে থাকার মত মানুষ পাওয়া কঠিন।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮
সামিয়া বলেছেন: ছায়ার মতন পাশে থাকার মানুষ আমি পেয়েছি এবং আমি বিশ্বাস করি সারা জীবন আমার পাশে ছায়ার মতোই থাকবে, অবশ্যই থাকবে, ধন্যবাদ ভাল থাকুন শুভ কামনা।
৯| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতা ভালো লেগেছে, কবিতায় "পেঁচা" স্হান পেয়েছে!
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০০
সামিয়া বলেছেন: কবিতায় পেঁচা স্থান পাওয়ায় আপনার ভালো লেগেছে? ব্যাস শুধু এটুকুই? যাক তবুও সান্ত্বনা যে ভাললেগেছে!! আপনার ভালোলাগার জন্য নিজের সম্পর্কে একটু বলি, আমি প্রায়ই আমার বিভিন্ন নাম নিজেই নিজেকে দেই, এখন চলছে বেলা বোস, কতদিন চালিয়েছিলাম ময়নার মা, তার আগে ছিল ভূত, তারও আগে ছিল পাখি, এবং পেঁচা নামটা সব সময় সাথে থাকে আমি নিজেকে পেঁচা বলি কারণ অনেক রাত জাগি তো, ধন্যবাদ ভালো থাকুন।
১০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৯
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো আপু। অনেক সুন্দর লিখেছেন।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আমার , ভালো থেকো শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
এক ফোটা শিশির বলেছেন: ভাল হয়েছে