নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

একজন নিঃস্বার্থ প্রেমিক স্বামী

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩



আজকাল ভালোবাসার নামে কি হইতেছে? দ্রুতগতির চলমান ট্রেনের গতিতে অনলাইনে এরে ওরে দেখে ঝটপট প্রেমে পড়ে তার থেকেও দ্রুত গতিতে ভালবাসি ভালোবাসি জিগির করতে করতে করতে তাসবিহ জপতে জপতে তাকে ছাড়া বাঁচবেনা এবং অবশ্যই শুধু মাত্র তাকেই মন প্রান উজার করে ভালবাসছে( ইতিমধ্যে কয়েক শত নারীকে তা বলা হয়ে গেছে) এখন শুধু একসাথে ঘুমাইতে চায়, এই হল দেশের সার্বিক নিঃস্বার্থ ভালোবাসার অবস্থা।। :) তারপর-----------
ঘুমানো শেষ ভালোবাসা শেষ। সেই প্রেমিকের মুখেই তখন দূর হ কালনাগিনী এমন খারাপ মেয়ে নিয়া ঘড় করা সম্ভব না।


কিন্তু এই শয়তানির যুগেও যে নিঃস্বার্থ ভালোবাসা আছে সেই নিউজ পড়ে মন আনন্দ পূর্ণ হওয়ায় আমার দিন মন প্রান সুন্দর হয়ে গেলো।


ছবির মানুষ দুটি হলেন রাসেল ডেভিসন ও ওয়েন্ডি ডেভিসন। স্বামীটি তার প্রিয়তম স্ত্রীকে এতটাই ভালবাসতেন যে, স্ত্রীর মৃত্যুর পর ও তাকে ৬ দিন তার কাছে রেখেছেন পাশে ঘুমিয়েছেন। যেইখানে জীবিত অবস্থায়ই এই যুগের প্রেমিক পুরুষগন তাদের প্রেমিকা কিংবা স্ত্রীকে পান থেকে চুন খসলে, ধেই ধেই করে তাড়িয়ে দেন সেইখানে রাসেল ডেভিসন তার স্ত্রীকে মৃত্যুর পর ও আলাদা করতে পারেননি।

এটা নিঃসন্দেহে একটি বেদনা হওয়া সত্ত্বেও ঈর্ষনীয় এই কারনে যে ওয়েন্ডি ডেভিসন সত্যিকার অর্থেই একজন নিঃস্বার্থ প্রেমিক স্বামী তার জীবনে পেয়েছিলেন। এবং এই খারাপের যুগেও যেন প্রতিটি মেয়ে এমন প্রেমিক স্বামী তাদের জীবনে পান সেই প্রার্থনা।

বিস্তারিতঃ
মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

মোস্তফা সোহেল বলেছেন: মৃত স্ত্রীকে সাথে নিয়ে ছয়দিন ঘুমাইলেই ভাল স্বামী হওয়া যায় এই বক্তব্য দিলে তো জীবিত স্বামীরা আর জ্যান্ত স্ত্রী লইয়া ঘুমাইতে চাইবে না ;)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

সামিয়া বলেছেন: একটা ঘটনা থেকে মানুষ অনেক ধরনের অর্থ বের করতে পারে।।

ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: গ্রেট।
ভালোবাসার জয় হোক।
আজকালকার ভালোবাসা নষ্ট হয়ে গেছে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: 100% true..
ধন্যবাদ শুভকামনা।।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২০

সাদা মনের মানুষ বলেছেন: ছয় দিনে তো লাশে পচন ধরার কথা, ক্লিক করে তাদের ভালোবাসার কথা পড়ে সত্যিই ভালো লেগেছে। যিনি শেষ সময় স্ত্রীকে খুশি রাখতে ভ্রমণে বেড়িয়ে পড়েছিলেন।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: 100% true..
ধন্যবাদ শুভকামনা।।

ধন্যবাদ বোন।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪

সামিয়া বলেছেন: :)

৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মৃত স্ত্রীর পাশে থাকে যে স্বামী/প্রেমিক এ যুগের নারীর আরাধ্য-আপনার মতে-স্ত্রীকে ভালবাসার কি আর কোন উদাহরণ নেই???

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৫

সামিয়া বলেছেন: এটা যখন লিখেছিলাম তখনই চোখে পড়া একটি ঘটনা ছিল, উদাহরণ দিতে গেলে লক্ষ কোটি উদাহরণ আছে আশেপাশে, আশাকরি আপনার রক্তের গ্রুপ বি পজেটিভ হয়তো। ধন্যবাদ শুভকামনা।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। ওটা ভালবাসা নয়, ওটা মেন্টাল। ওগুলো সমাজ ও পৃথিবীর জন্য ক্ষতিকারক...

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

সামিয়া বলেছেন: হ্যাঁ সে দিক থেকে দেখতে গেলে ভিন্ন ব্যাপার, যাক আমি নিউজটা দেখলাম চোখে পড়লো interesting লাগলো লিখলাম, এত গভীরভাবে দেখার কিছু নেই, ভাল থাকবেন ধন্যবাদ শুভকামনা।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ সামিয়া-------কোন মানুষের রক্তের গ্রুপ কি তার লেখায় পাওয়া যায়?? আপনিতো সুপারওম্যান :(
সাইকো --যদি ভালবাসা হয়; সামিয়া তো ও নেগেটিভ!

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সামিয়া বলেছেন: আপনি তো আমারে চিনে ফেলেছেন গো রতনে রতন চেনে

৮| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জ্বি @ http://www.somewhereinblog.net/blog/Samiaety- রতনে রতন চিনে ...ধইরা রাইখ যতনে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: পোলাপাইন বেশি দুষ্ট হয়ে গেছে

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @এরকম রসিক আপুকে কে হারাতে চায়!

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.