নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ গুগল
সারাদিন কাজ কইরা যেই সময়
বাইরে বের হই,
সেই সময় চারদিকে অক্সিজেনের ঘাটতি।
আলো ও কইমা যায়;
সূর্যের আলো।
প্রত্যেকদিন শরীরের শিরা উপশিরা
একেকটি রক্তের কনিকা জানে
অসুস্থ শরীরে কায়িক শ্রমের ক্লান্তি।
জানেনা শুধু
আকাশের উড়ন্ত ছোট্ট পাখিগুলা,
মাথার উপর দিয়া হইচই রব তুইলা
অকস্মাৎ উইড়া যায়।
ওদের সুখ অসহ্য লাগে।
তুমি কি ঐ ছোট্ট পাখির দলের নেতা?
মানুষের কষ্ট তো কানাকড়িও বুঝতে দেখি নাহ।
বচ্ছরের পর বচ্ছরের আমার কষ্টের ইতিহাসগুলা
সরাইতে সরাইতে হাত পা ক্ষয় হইছে গো।
চোখের জ্যোতি ও কইমা গেছে
আমি যে অন্ধের খাতায় নাম উঠাইলাম,
সেইগুলা দেখার তোমার সময় কই।
আচ্ছা
তোমার কাছে সার্জারি করার যন্ত্রপাতি আছে নাকি?
আমার হার্টটা জরুরী ভিত্তিতে অপসারণ করা দরকার।
ঐটা কয়েক শতাব্দী ধইরা ড্যামেজ হইয়া পইড়া আছে।।
তার আগে এক গ্লাস পানি খাওয়াও
আমি ভালো বোধ করতেছিনা,
মস্তিস্ক কাঁপতেছে বেহুদা।।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩
সামিয়া বলেছেন: চোখের ডাক্তার দেখাইলে বুঝতে পারবেন।
২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হা হা হে হে। মজা পাইলাম বেশ। ফটোগ্রাফি সিরিজ, পথে-ঘাটে সিরিজ এর সাথে এরকম টাইপ কবিতাও পছন্দের তালিকায় যোগ হইল।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: আপনার এই কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্তরিক ধন্যবাদ।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা।
একেবারে অন্য রকম।
কবিতা ভালোই হয়েছে।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন শুভকামনা।
৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো । অন্যরকম স্বাদ পেলাম।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।
৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
যা বলার ছিল একনাম্বার ভাই বইলা দিছে। তারপরও কই কবিতার পাখির নেতাই পারে সমাধান দিতে!
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২
সামিয়া বলেছেন: তাকে অনেক শুধরাতে হবে।
ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।
৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হার্ট অপসারন করতে যন্ত্রপাতি লাগে নাকি?
কত কত জনরে দেখছি আরেক জনের হৃদয় চুরি করে নিয়ে যেতে!! দরকার শুধু একখান প্রেমিক মন!
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।
৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪
জাহিদ অনিক বলেছেন:
সর্বোপরি একটি অসহ্য কবিতা
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩
সামিয়া বলেছেন: আহাহাহা ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
এমন আত্মঘাতী কবিতা লেখেন কেমতে?