নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার কয়েকটি হেঁয়ালি কবিতা

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১৭




প্রিয়তম রোমিও

হে যুবক
ভালোবাসার দোহাই দিয়ে
বাঁচতে পারবোনা হুমকি হাস্যকর। 
এর থেকে তুমি
মাথায় পেট্রোল ঢেলে চুল পোড়াতে পারো।
হাল্কা এসিড মিশিয়ে মদ খেয়ে জানতে পারো; 
জিনিসটার টেস্ট কেমন।
হারপিক অথবা ডিটারজেণ্ট 
মিল্কশেকের সাথে  মিক্সড করে খাও, 
কোন এক ভর দুপুরে। 
এছাড়া 
চলন্ত ট্রেন এর নীচে;
কি করে সারভাইভ করে টিকে থাকা যায়,
এটি নিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব ।
২১ তলা ছাদ থেকে লাফিয়ে
স্পাইডার ম্যান হওয়া যায় কিনা!
তার ও একটা অপশন আছে।
ব্লু হোয়াইল গেম খেলো;
নিজেকে নিজে ট্রেইন করবে।


শুধু শুধু কেন আমায় টানাটানি? 
আমি তো বলছিই আত্মহত্যা মহাপাপ।



মাঝে মাঝে মনে হয় কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই

মাঝে মাঝে মনেহয় কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য আমি না, 
মাঝে মাঝে ভালোবাসাটা অসম্ভব বোঝা লাগে। 
মাঝে মাঝে ইচ্ছে হয়  
মা আমার সাথে খারাপ ব্যাবহার করুক,  
আশেপাশের সবাই অনেক রুড হয়ে যাক, 
আমি অবহেলিত পাথর হয়ে পথের বাঁকে পড়ে থাকি।

পড়ে থাকতে থাকতে থাকতে
জীবনীশক্তি হারাই   
তীব্র মৃত্যু যন্ত্রনায়।

তারপর সবাই ভুলে যাক। 
কবরটা মিশে যাক মাটির সাথে। 
তোমরা যারা পরিচিত অপরিচিত থাকবে, 
আকাশ মাটি জনপদ দেখবে, 
তাদের জন্য আমার পুরো জীবনের ভালোবাসা।
আমি কোন ছিটেফোটা ভালোবাসা চাই না। 
কারো কাছ থেকে না।


আমি ক্লান্ত


অনুগ্রহ করে,
আমাকে একটু বোঝার চেষ্টা কর।
একটু তাকাও 
একটু দেখো আমার দিকে।

শত বছর ধরে 
আমি বিপদগ্রস্থ;
দুর্বল 
আর অসহায়।

আমার অর্ধেকটা ডুবে আছে মাটির ভেতর;
হাতগুলো পচন ধরেছে ওগো;
পাখাগুলো পিঁপড়ে খাচ্ছে!
আমি উড়তে পারছি না;
আমি চলতে পারছি না 
আমি হাটতে পারছি না;
শরীরটা অবশ একদম।

চোখদুটো খোলা; 
আকাশের দিকে মুখ করে;
তোমায় স্মরণ করে।

একটু যদি তাকাতে আমার দিকে 
একটু যদি দেখতে আমায়!! 

আমার শরীরের পচন ঠেকাও 
হাতগুলো টেনে উপরে তোলো;
শরীরটা মাটি থেকে সরিয়ে দাও;
আমাকে উড়তে সাহায্য করো।
অস্তিত্ব বাঁচানোর খেলায় 
আমি ক্লান্ত।।


তুমি বারবার চলে যাও


তুমি বারবার চলে যাও 
বারবার ফিরে আসো, 
একদিন আমিও চলে যাব;
কিন্তু 
আমি আর কোনদিন ফিরে আসবো না।


কেউ যদি আমাকে সাহায্য করতে চাও


কেউ যদি আমাকে সাহায্য করতে চাও
তবে টেবিলের ওপর থেকে 
আমার লেখার খাতাটা দাও,
সাথে কলমটাও,
ঠিক আছে,
এবার কলমটা আঙ্গুলের ফাঁকে ধরিয়ে দাও।

আমি একটু লিখতে চাই আজ ;
লিখতে চাই কাউকে ভুলে যাওয়ার গল্প; 
অথবা নতুন করে মনে রাখার অভ্যাস;
আর হ্যাঁ শোনো ;
সাথে এক কাপ চা দিতে 
ভুলে যেওনা যেনো।


প্রিয় মজনু

বিষন্নতারে ভয় আমি করিনা 
বিষন্নতা আমার বাঁ হাতের কন্ট্রোলে 
brain disease রে ও ভয় নাই
প্রতিদিনের ওষুধে এরা বন্দী।

আমি ভয় করি তোমারে; 
বীরাঙ্গনা সখিনার মতন 
রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে
বিপর্যয় এনে দিতে পারে
একটিমাত্র বাক্য,
তোমায় আমি ভালবাসি না।
হার্টফেল করে;
ততক্ষনাৎ মরে যাবো গো মজনু।।


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবগুলোই ভালো লাগল তবে শেষের প্রিয় মজনুটা দারুণ লেগেছে!

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

সামিয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে মন ভালো হয়ে গেল, :) অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা..

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৪

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

সামিয়া বলেছেন: তাই বুঝি !! ধন্যবাদ লাবণ্য।।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫

আখেনাটেন বলেছেন: প্রথমটাতো প্রেমিক যুবকের জন্য ভয়ঙ্কর ব্যাপার স্যাপার...মনে তো কয় এরপর বেচারি যুবক প্রেমিকার ছায়া দেখলেও খিঁচে দৌড় লাগাবে লুকানোর জন্য। :P

কেউ যদি আমাকে সাহায্য করতে চাও -- এই কবিতাটা মনে ধরেছে। :D

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

সামিয়া বলেছেন: হাহাহা আজকালকার যুবকেরা যেমন তাদের জন্য তেমন কবিতা, কমেন্ট পড়ে মজা পেলাম। অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবগুলোই চমৎকার হয়েছে।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০০

সামিয়া বলেছেন: আপনার কমেন্ট পড়ে ও ভালো লাগলো, ধন্যবাদ। অনুপ্রেরণায় কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

মিথী_মারজান বলেছেন: আপনার এই ধরণের কবিতাগুলো পড়তে দারুণ মজা লাগে আপু!
প্রেমিক হোক বা না হোক কবিতায় তারা বেঁচে থাকুক তাদের ভালোবাসার স্মৃতি।:p

এমন সকল হারিয়ে যাওয়া প্রেমিকের তরে সমবেদনা।;)
আর আপনার জন্য শুভেচ্ছা।:)

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকুন সুস্থ থাকুন, শুভকামনা।

৬| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



১ম কবিতাটি পড়েছি, মনে হলো, ডাইনী সংগীত

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

সামিয়া বলেছেন: ঠিক ধরেছেন ওটা ডাইনী সঙ্গীতই ছিল :)

৭| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতাগুলো পড়লাম !!



এখন লাইলীকে মজনু এসে উদ্ধার করুক। :-B :)


শুভ কামনা রইলো।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ১।বোন কোনো যুবককেই বিশ্বাস করবেন না।
২। ভালোবাসা পাওয়ার চেষ্টা না করে, কাউকে ভালোবাসা দিতে চেস্টা করুন।
৩। যুবকের নাম কি মজনু?

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

সামিয়া বলেছেন: হাহাহাহাহা ১) আচ্ছা ভাইয়া :) :)
২) আচ্ছা ভাইয়া :) :)
৩) না ভাইয়া ;)
আপনার কমেন্টের রিপ্লে দিতে খুব মজা পেলাম। :)
ভালো থাকুন, ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.