নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পথেঘাটে পর্বঃ ২৮

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৪




সাহসি ছেলে তো আমার পছন্দ, সাহসী মেয়েগুলাও, সম্প্রতি এই জিনিস শহরে নগরে গ্রামে কমে গেছে, সবাই সাহসী হয়না, সবার সবখানে সবার সাথে কথা বলার সুযোগ কই, আগ বাড়িয়ে কথা বলতে গিয়া যে দরকারি কিছু জানবেন সেই উপায়ও নাই, কি মনেহয়? দুনিয়াদারী স্বার্থপর হয়ে গেছে? না ঘটনা তা নয়, আগ বাড়িয়ে কথা বলে নিরানব্বই ভাগ রেসপন্স পাওয়া যায়, যেইখানে আপনার দরকার সেইখানে কথা বলবেন না কেন? দরকার হবে কথা বলবেন সে যত ঝামেলা বাজই হোক না কেন তার সাথে কথা না বললে কাজ হবে না, না হলে না হোক এই জাতীয় চিন্তা লুজাররা করে, আপনি করবেন কেন?
বাঙ্গালীর কাজ হল জ্ঞান দান করা সবাই এই সহজ কাজটাই করে, এই কারনেই আমিও করছি, জ্ঞান দান।।
পরিবারের দুই একজন যারা কাজ করেন তারা জীবনভর গাধার খাটুনি খেটে মরে। তাদেরকে কেউ হিসেবে ধরে না। না ধরুক।

এখনকার দুনিয়া ভেজালের দুনিয়া, মানুষের সাথে মিশতে গেলে এই কথা মাথায় রেখে মিশতে হবে, বলছিনা সবাই নিরাপদ না , কিন্তু বিপদজ্জনক এই বিষয় ধরে নিয়া চললে সমুহ বিপদ আন্দাজ এবং সতর্ক থাকা যায়,
পথে ঘাটের ঘটনা বলবো এই ঘটনাগুলার সাথে উপড়ে উল্লেখিত ইনট্রোডাকশনের কোন মিল নাই।


বাস থেকে নামতে নামতে হঠাৎই একজন কাছে এসে বলল এটা আমার ভিজিটিং কার্ড ভালমানের জামদানী শাড়ি আমরা সেল করি, এই যে কার্ডের এইটা আমার নাম্বার যে কোন দরকারে ফোন কইরেন।
আমি বুঝলাম আমার চেহারায় বোকা ভাব প্রবল অথবা এইভাবে বহু মেয়েদের নাম্বার আদান প্রদান উনি করে থাকতে পারেন বলে; উনার ইতিমধ্যে অনেক কনফিডেন্স গ্রো করেছে।
আমি শাড়ি পড়িনা এই তিন শব্দ বলে মাছি তাড়াবার মতন তাকে তার কার্ড সহ সরে যেতে বললাম, লোকটি বাস ভর্তি মানুষের মাঝে ছিলেন বলেই হয়তো ঝামেলা করতে সাহস পান নাই,সরে গেলো।

অন্য ঘটনাটাও অনেকটা এইরকম, এক ছেলে পুরা যাত্রাপথে নানান ভাবে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে করতে ব্যার্থ হয়ে নামতে নামতে বার বার তার মোবাইল নাম্বার বললেন, হেল্পারকেও দিলেন আর বললেন অবশ্যই ফোন করবা। ওয়েল এখানে আমার দর্শক হওয়া ছাড়া উপায় ছিল না।
পরের ঘটনা ও সেইম সে অবশ্য মোবাইল নাম্বার চেয়ে না পাওয়ার অভিমানে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পরেছিলেন। এবং এইটা একটা অনেক কমন ব্যাপার পথে ঘাটে চলতে ফিরতে এক কথায় দুই কথায় মানুষ পুরুষ/মহিলা যেই হোক মোবাইল নাম্বার চেয়ে বসেন।

অনেকদিন ধরে ঢাকার আনাচে কানাচে বিভিন্ন স্থানে লেখা থাকে অপরিচিত মানুষের দেয়া খাবার খাবেন না, অপরিচিত মানুষের গাড়ি বা মাইক্রোবাসে উঠবেন না, সাথে এটাও লেখা উচিৎ অপরিচিত মানুষের সাথে মোবাইল নাম্বার আদান প্রদান করবেন না।
ভার্চুয়াল ফ্রি দুনিয়ার কারনে হোক কিংবা ডিজিটাল বাংলাদেশের কারনে হোক সকলের তরে সকলে, ছেলে মেয়ে উভয় কে কট করা দারুন সস্তা। যে কেউ নতুন একজন কে পেতে পারে আবার যে কেউ সিম ফেলে দিয়ে পুরাতনকে জীবন থেকে মুছে ফেলতে পারে, এটা অন্যায় কি ন্যায় সেটুকু ভাবারই বা সময় কোথায়। তার থেকে বড় কথা একটি মোবাইল নাম্বার দিয়ে যে কাউকে বিশেষ করে মেয়েদের ফাঁদে ফেলে বিপদগামী করতে পারার মতন সহজ কাজ দুনিয়াতে আর একটিও নাই, এখন তো আবার মেসেঞ্জার কল এভেইলেবল।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

রাকু হাসান বলেছেন: সামিয়া আপু!!

ভাল ভাবনা ! বাঙালির কাজ জ্ঞান দন করা ;) ভাল কিছু বিষয় তুলে ধরেছেন । তো আমার ব্লগে নিমন্ত্রণ আপনার । মেনুতে থাকছে .কাচাঁ আমভর্তা, কিছুরি .. :P

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: আচ্ছা ভাই। :)

২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

কাওসার চৌধুরী বলেছেন: আপুকে এখন নিয়মিত ব্লগ লেখতে দেখে ভাল লাগছে। খুব সন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আমরা জ্ঞান নিতে নয়, জ্ঞান দিতেই বেশি পছন্দ করি। এতে বিষয়টি সম্বন্ধে না জানলেও সমস্যা নেই।

আর পথে ঘাটে এরকম বাঁদর হর হামেশাই চোখে পড়ে; মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। এটা চরম অভদ্রতা। আর সুন্দরী একাকী মেয়ে হলে তো কথাই নেই।

পোস্ট ভাল লাগলো, আপু। লাইক B-) দিলাম।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২০

সামিয়া বলেছেন: আমি তো সবসময় নিয়মিতই থাকি। অনিয়মিত দেখলেন কবে? :)
ধন্যবাদ শুভকামনা ভালো থাকুন।

৩| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এক কথায় বলি-
বেশি ভাগ বাঙ্গালীই বদ। বিরাট বদ।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২০

সামিয়া বলেছেন: হাহাহা আপনি আমি আমরা সবাই বাঙ্গালী :)

৪| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: জ্ঞান দান ভাল জিনিস।বাঙালী ভাল কাজই তো করে ;)

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২১

সামিয়া বলেছেন: হ্যাঁ তাইতো আসলেই ভাই। ধন্যবাদ শুভকামনা

৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


ফোন নম্বর চাওয়ার কিছু একটা কারণ নিশ্চয় আছে?

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৩

সামিয়া বলেছেন: হ্যাঁ ভালো কারণ আছে, খারাপ কারণও আছে, হয়তো প্রপোজ করতে চায়, হয়তো বিবাহ করবার জন্য পাত্রী খুঁজছে, হয়তো কোন ফাঁদে ফেলতে চায়, কত রকমের প্লান ইসলাম তো থাকতে পারে, ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন শুভকামনা।

৬| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মেয়ে মানুষ দেখলে অনেকেই নিজে নিজে প্রেমে হাবুডুবু খেতে থাকে।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৪

সামিয়া বলেছেন: হ্যাঁ সে নিজে একা প্রেমে পড়লেই যথেষ্ট, মেয়ে রাজি কি রাজি না, সেই ব্যাপারটা বাঙালি ছেলেরা ভেবে দেখেনা।। ধন্যবাদ।

৭| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,



চলতি পথের এও একটা সত্য ।
আপনার এই সিরিজটা ভালোই ।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন শুভ কামনা

৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাটক, সিনেমা দেখে সবার ধারণা হয়েছে প্রেম ভালোবাসা সব ডাল ভাত। কিছু ছেলে মেয়ে পারিবারিক শিক্ষা নিয়ে বড় হয় না। দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে...

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৬

সামিয়া বলেছেন: আপনি ভীষণ চমৎকার বলেছেন একদম সত্যি কথাগুলো।

অনেক অনেক ধন্যবাদ শুভকামনা।।

৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮

নাজিম সৌরভ বলেছেন: অনুভূতিগুলো দারুণ !

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভ কামনা

১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:০৬

শামচুল হক বলেছেন: চমৎকার ভাবনা।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন:

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সামিয়া বলেছেন: :) :) :)

১২| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:

পথেঘাটে এ পর্বে পড়ে আপনার পথেঘাটে অভিজ্ঞতার কথা জানা হল। :)

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: রাজীব নূর আর চাঁদগাজী ভাইয়ের মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ হই নাই =p~। চলতি পথে ঘাটের কথা ভালো লিখেছেন । আপনার মাছি তাড়ানো যেন চোখের সামনে দেখতে পেলাম। B:-/

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭

টারজান০০০০৭ বলেছেন: পিড়িত যে এতো সস্তা হইয়া গিয়াছে, মজনু ইহা জানিতে পারিলে কচু গাছে গলায় দড়ি দিয়া মরিত ! :(

আমিতো জানিতাম আমাদের নায়িকা আর মঠেলরাই কাপড় খুলিয়া সাহসী হইতে জানে ! পোলারা এতো সাহসী হইয়া গিয়াছে , বাপরে ! বিশ্ববিদ্যালয়ে অবশ্য মাইয়াগুলারেও দুর্দান্ত সাহসী হইতে দেখা যাইতেছে ! ;)

'বিচার মানি ইয়ে গাছ আমার' ঠিক কথাই বলিয়াছেন ! নাটক ছিঃ নে মা দেখিয়া পোলাপাইন প্রপোজ শিখিয়া গিয়াছে , কাম হইতেও দেখিয়াছি ! X(

আপনি যে শায়মা চিনিতে পারে নাই ! :)

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: আমি সামিয়া :( :( :(ভালো বলেছেন ধন্যবাদ।।

১৫| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও তো বাঙালী। তাই আপনাকে এক পিস জ্ঞান দান করি। মানুষের মধ্যেই ভালো মন্দ আছে।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

জুন বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপুর্ন লেখা সামিয়া ভালোলাগলো ।
+

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু

১৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫

লিট্রিমিসটিক বলেছেন: সৌভাগ্য বা দুর্ভাগ্য বশত ছেলে হওয়ায় এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তবে আপনার অভিজ্ঞতা শুনে ভাল লাগল আপু। ভাল থাকবেন।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ময়নার মা, মোপাইল নম্বর টা দেন দেখি ! :P :P

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: আপনাকে ময়নার বাপ হিংসা করে কিন্তু :)

১৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ লিটনদা!!!!!!!!!!!!!!!
হা হা হা

হুম। প্রত্যক্ষ অভিজ্ঞতাজাত সিরিজে ভাললাগা।

+++

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা

২০| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোস্ট ধন্যবাদ আপনাকে ।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২০

সামিয়া বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন

২১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১:৪৪

মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: আপনার লেখা পড়ে পথেঘাটে থাকতে ইচ্ছা করছে মহানবী(সাঃ) এর বিদায় হজ্জের ভাষন আমার নতুন ব্লগে স্বাগতম সবাইকে

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সময় করে আপনার ব্লগে অবশ্যই যাব শুভকামনা

২২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:২০

ভুয়া মফিজ বলেছেন: মজনু বেশী হয়ে গিয়েছে....তবে লাইলী সেই অনুপাতে বাড়ে নাই। তাই মজনুদের এখন বড়ই দুঃসময়! :((

সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ ধান্দাবাজদের থেকে ইনফিনিটি হাত দুরে থাকুন।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২১

সামিয়া বলেছেন: ব্যাপারটা আসলে শুধু মজনু সংক্রান্ত না ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.