নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

হতে চাই তোমারি

২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৯





হে যুবক
সৃষ্টির প্রাচুর্য নিরন্তর
আর;
ভয়াাবহ বিষন্নতায়
তোমার গভীর প্রেমের সূত্রে আবদ্ধ হলাম।
শক্তিহীন,ভরহীন, নির্বিকার মন;
তবু তোমার চোখে স্বর্গ আমার,
দিকভ্রান্ত জীবন।

যুবক,
তোমার মধ্যে কিসের এত হাতছানি?
অতীতগুলো পোড়াতে পোড়াতে
ভীষণ সাহসী হই।
এও যে সম্ভব
কে জানতো!।

বলো এবার হৃদয়ের ভাষা
সত্যি বলবে কিন্তু,
আমি আর একটিবারও
সম্মোহিত হতে চাই না,
হতে চাই ভাগ্যবতী।
হতে চাই তোমারি।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আহ কি প্রেম !!!
মন্দ যুবকও কিন্তু আছে। সমস্যা হলো ভালো যুবক আর মন্দ যুবক দেখেই বুঝা যায় না।

২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৩৩

সামিয়া বলেছেন: আচ্ছা :) আমি দেখে শুনেই পা বাড়াবো। :)

২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: প্রথম হলাম নাকি!!!??

২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫

সামিয়া বলেছেন: আমার এমনিতেই কমেন্ট কম আসে, কবিতা পোস্টে কমেন্ট আসেই না বললে চলে, সুতরাং বলা যায় আপনি প্রথম আপনি শেষ, হা হা হা ধন্যবাদ, ভালো থাকুন শুভরাত্রি ভাই।

৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

লায়নহার্ট বলেছেন: {কবিতার সূচনা দেখে আন্দাজ করা যায়, এই প্রেম অস্থায়ী ধরনের হবে}

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

সামিয়া বলেছেন: আচ্ছা ভুল ভাঙবার জন্য বিবাহের কার্ড পাঠিয়ে দেবো। ধন্যবাদ।

৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে মেয়েরাও লিখে! সারাজীবন দেখে আসলাম ছেলেরাই ভালোবাসার কবিতা লিখে। :D

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

সামিয়া বলেছেন: এইটা কি খোঁচা ছিল??

৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০৭

মেরিনার বলেছেন: দেখুন:
view this link view this link

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

সামিয়া বলেছেন: কবিতা? Well.. সময় করে পড়ে নেবো।

৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি পড়ে কার কথা যেন মনে পড়ে গেল! আহা! কি দুর্দান্ত মিল, ছন্দমিল! কবির ইচ্ছে পূর্ণতা পাক! নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা!

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: আপনি সঠিক ভাবনাই ভাবছেন, তবে বর্ন, ছন্দ, শব্দ, অর্থ, পরিবর্তিত। ধন্যবাদ শুভকামনা।

৮| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সম্ভবত প্রেম পরিকল্পনা করে করা যায় না মানুষ বেখেয়ালে , অজান্তে তাতে পড়ে যায়। এই পথে হাঁটার চেষ্টা আপনার পরিকল্পিত এবং খুবই সতর্ক পথচলা বলে মনে হচ্ছে। তাই তো আপনি আবদ্ধ হলাম শব্দটি উচ্চারণ করতে পেরেছেন। অভিজ্ঞতা ছাড়া বললাম, ভুলও হতে পারে।

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: কিছুটা ভূল, ধন্যবাদ শুভকামনা।

৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: তাই!! ধন্যবাদ।

১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:১৩

কবীর হুমায়ূন বলেছেন: আমাদের পাঁচ আঙুলের মুষ্টিতে রেখেছি বিশ্বাস,
যার নাম ভালোবাসা, খুলে দিতে চাই-
প্রজাপতির মতোন উড়ে যায়,
পড়ে থাকে দীর্ঘশ্বাস!


ভালো লিখেছেন কবিতখানি। শুভ কামনা নিরন্তর কবি।


২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

সামিয়া বলেছেন: আপনার উদ্ধৃত পংক্তি গুলো বেশ লেগেছে, ধন্যবাদ, শুভ কামনা।

১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ৩:১২

দরজার ওপাশে আমি বলেছেন: বৃষ্টির মত প্রেম ,
পাখির মত মন।
দুইটাতে মজা অনেক আবার সমস্যাও আছে !
পড়ে ভাল বোধ করছি B-) B-)

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: আলো আঁধারের মতন, ভালো মন্দের মতো সমস্যা ও কিছু থাকবে। ধন্যবাদ শুভকামনা।

১২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।


আপনার কবিতা পড়ে নির্মলেন্দু গুণ এর কবিতার কথা মনে পড়ে গেল। :)

কবিতা ভালো লিখেছেন।

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা উদ্ধৃতি, ধন্যবাদ শুভকামনা।।

১৩| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৫

কাইকর বলেছেন: পড়লাম

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৪| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উহু ! তখন অবাক হয়েছিলাম আরকি।

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:১৮

সামিয়া বলেছেন: :)

১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

প্রশ্নই আসে না ভায়া! মিল দেখতে পাচ্ছি! ছন্দও পরিষ্কার!

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: আমি এখন confused, আপনি কার সাথে মিল দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, সত‍্য টা হচ্ছে শা'ক কে আমি বলেছি আমার কবিতা ব্লগে ফ্লপ, এবং সে কিংবা আপনি সহ অনেকের কবিতায় নানান কমেন্ট এটা মানুষ না বুঝেই করে, সেটা প্রমাণ করতে তার একটা কবিতা পোস্ট দিতে চেয়েছিলাম, সেও লিখে দিল, কবিতা পড়ে দেখলাম আমার সাথে যায় না, তাছাড়া যে কোন টপিক নিয়ে লিখতে পারার মতন সময়, বিদ‍্যা, বুদ্ধি, ইচ্ছা সবই আমার আছে, কাজেই তার কবিতা পোস্ট দিতে চাই নি, পরবর্তী তার অনুরোধে আমার নিজের মতন পরিবর্তন করে পোস্ট দিয়েছি। তার আসল লেখাটা এই যে---

প্রিয়তম সৃষ্টির এক প্রচুর্য নিরন্তর লীলায়
ভয়াাবহ বিষন্নতা কেটে
তোমার গভীর প্রেমের সূত্রে আবদ্ধ হয়ে
সীমাহীন শক্তিতে রোজ তোমার দুচোখে দেখতে
পাই স্বর্গের সুখ..
যার গভীরতা ও সুক্ষতা র্নিনয় অসম্ভব
যে ভাবসমূহ আমি স্বচোক্ষে দেখতে পাই
এ ভেবে আনি নান্দিত।
এ যেন সৌন্দর্যের অপার বিস্ময় !
বলতো এ কেমন তোমার চোখের ভাষা
কেন আমি হয়ে যাই সম্মোহন ?
আমি ভাগ্যহীন হয়েও হয়ে যাই ভাগ্যবান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.