নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুবক
তুমি ভালোবাসো বলে
বিশ্বাস-অবিশ্বাসে
দোদুল্যমান
তোমার সময়।
মন বাড়িয়ে শুনতে কি পাও
আমার ভাষা?
দেখতে কি পাও অস্তিত্ব?
অন্ধকারে ধরতে পারো ভাবনাগুলো ?
চোখের ভাষা বুঝতে পারো কি?
আনতে পারবে মেঘ থেকে
ঐ মেঘের ভেলা?
বলতে পারবে?
কয়টা নদী সৃষ্টি হলো;
এই দুঃখীনির চোখের জলে?
পারবে না তো ?
জানা কথা ।
মাথার মধ্যে ঢুকে আছে খুচরো আলাপ।।
নামটা দিয়েছে কে শুনি?
অসম্ভব শৈল্পিক কিন্তু!
আমার জন্য বন্ধ দুয়ারের ওপার থেকে
তোমাদের উচ্ছিষ্ট ভালোবাসা--
আছে বলেই;
আজকে আমি গুনে গুনে পঞ্চান্নবার সুখী।
২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:১৭
সামিয়া বলেছেন: রূপক কবিতা।
ঘটনা অন্য।
২| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ আপুমণি। যুবকের জন্য শুভ কামনা। আপনার জন্যও। ভালো থাকুন।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা
৩| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৬
জাতির বোঝা বলেছেন: সুন্দর ও রোমান্টিক কবিতা।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৫
সামিয়া বলেছেন: হাহা তাই!!! ধন্যবাদ শুভকামনা
৪| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!!! এমন আখ্যান যে আমাদেরও স্মৃতিময় করে তুললো। তবে ঐ যে ৫৫ নং এর ভিড়ে পালাই গিয়ে।
শুভ কামনা আপু আপনাকে।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনা ভালো থাকুন
৫| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: প্রেমের অফার পেয়েছেন নাকি?
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৫
সামিয়া বলেছেন: উহু। অর্থ অন্য।
৬| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯
শায়মা বলেছেন: ৫৫ বার সুখী হয়ে এত সুন্দর কবিতা লেখার জন্য অনেক অনেক ভালোবাসা!
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা
৭| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:১৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা
৮| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩
ন্যায়দন্ড বলেছেন: সাবধান, কপাল পুড়বে আপনার।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৬
সামিয়া বলেছেন: কপাল জন্মের সাথে সাথে কয়লা
৯| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: এমন রূদ্ধ দ্বার ভেঙে ফেললে হয়। উচ্ছিষ্ট প্রেম সে কি করে হয়। বারবণিতার ললাটে উচ্ছিষ্ট জুটে সে তো ভালো নয়।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা
১০| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
কখনো কখেনো আবেগের প্রতিফলিত আলোয় দৃষ্টিশক্তি আছন্ন হয়ে আসে।তখন সবকিছু অন্ধকার মনে হয়। মানুষের প্রকৃত মুক্তির একটাই পথ, সৃষ্টির তাগিদে এগিয়ে চলার আকাঙক্ষায়.. আপনি কবিতায় বিরামহীন নবীন বিস্ময়ে,বিমুগ্ধতায় চিহিৃত করছেন। প্রকৃতির ভিতরে যা কিছু অপরিহার্য তাই খুঁজছেন কিন্তু খোঁজাটা কঠিনতম পথে। কবিতার ভাষা এমন কথাই বলছে
কবিতা ভালো লিখেছেন++
শুভ কামনা রইলো।
২৪ শে জুন, ২০১৮ ভোর ৪:০৮
সামিয়া বলেছেন: আমার জন্য কোন সহজ পথ বরাদ্দ নেই।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
আসলেই ৫৫ বার সুখী? আমি অনেক যুবককে লাইনে দেখে, আশা ছেড়ে সরাইখানার দিকে পা বাড়ালাম!