নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পথেঘাটে পর্বঃ ২৭

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২১



(১) মহিলাটি হাত-পা ছড়িয়ে রাস্তায় বসে পড়লো, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকলো আমার মোবাইল নিয়া গেছে গা মোবাইল নিয়া গেছে গা।
হাতে আগের যুগের নকিয়া ১২শো মডেল টাইপ catching দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন এইডা থুইয়া গেছে মোবাইল লইয়া গেছে গা।

Well... আজকালকার ভিক্ষুক যেমন এক টাকা দুই টাকা ভিক্ষা নেয় না, তেমনি পকেটমাররা ১২শো মডেলের মোবাইলও চুরি করবে না। নূন্যতম টাচ স্ক্রিন তো তাদের চাই।
কাজেই আমি মহিলার কাছে গিয়ে বললাম, আপনার ব্যাগের ভেতর দেখেন মোবাইল ভিতরে আছে, সে কাঁদতে কাঁদতে ব্যাগের ভেতরে হাতরাতে হাতরাতে বললেন নাই, আমি বললাম ভালো করে দেখেন, সে বেশ কয়েকবার চেষ্টার পর মোবাইল খুঁজে পেলেন।


(২) একটি যাত্রী শূন্য বাস এসে দাঁড়াতেই, অপেক্ষমান পূরুষদের মধ্যে হুড়োহুড়ি পরে গেল, পনের বিশ জন একসাথে উঠতে গিয়ে বাসের ছোট দরজায় আটকে গেল ফলে ভেতরে ঢোকার গতি ধীর হলো।
সদ‍্য বাজার করা এক বৃদ্ধের হুড়োহুড়িতে ব‍্যাগ ছিঁড়ে টমেটো পেঁয়াজ রোশন সড়কে ছড়িয়ে পড়লো, কয়েকজন রিকশাওয়ালা হাসতে হাসতে সেগুলো কুড়াতে এগিয়ে এলো, একজনের বাসে ওঠার চেষ্টায় জুতা ছিঁড়ে হাহাকার, সে কাকে যেন বকতে বকতে ভীর থেকে বেরিয়ে এলো, হেল্পার বলতে থাকলো আস্তে উঠেন সব সীট খালি, সবাই তার কথাকে উপেক্ষা করে বাসে ওঠার ফাইট অব‍্যাহত রাখলো।

পেছনে একই পথের আরো দুটি খালি বাস এসে থেমে রইলো। একজনের হাত কেটে রক্ত বেরিয়ে একাকার, তবু সে ওঠার চেষ্টা করে যাচ্ছে, পেছনের খালি বাস দুটোর দিকে কেউ ফিরে ও তাকায় না।
দিন দিনা মানুষজন মস্তিষ্ক শুন‍্য হয়ে যাচ্ছে।

(৩) বাস থেকে নামার সময় হ্যাঁচকা টানে পকেটমার এক নিরীহ যুবকের মানিব্যাগ নিয়ে দেয় দৌড়।
যুবকটি ছিনতাইকারীর হ্যাঁচকা টান সামাল দিতে দিতে রাস্তায় পড়ে যায়, বেশ কয়বার দাঁড়াতে গিয়ে বুঝতে পারে ব্যর্থ চেষ্টা, বোধহয় পা মচকে গেছে।
পকেটমারকে তখনও দেখা যায় মানিব্যাগ হাতে, দৌড়ায়।

যুবক ভাঙা গলায় বিলাপ করে, ধরো ধরো আমার মানিব্যাগ নিয়ে পালাচ্ছে আটকাও ওকে আটকাও।
একটু দূরে রেস্টুরেন্টের সামনে দারোয়ান চেয়ারে বসে ঢুলছে, রিকশার হুড তুলে বসে বসে ঝিমায় রিক্সাওয়ালা, অদূরে দাঁড়িয়ে অগনিত যাত্রী বাসের অপেক্ষায়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ইফতারের সময় হয়ে এলো। ছাতা হাতে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ভাবলেশহীন।

যুবকটি আর চেঁচালো না, কিংবা কেউ তার চেঁচানো শুনলোনা, পড়ে রইলো একভাবে সে।
আমরা সবাই সবাইকে স্বার্থপর বলি। স্বার্থপর বলতে বলতে মুখে রক্ত তুলে ফেলি।

তবু এ শহরের অগনিত মানুষ প্রায়ই পা মচকে পড়ে থাকে রাস্তায়।
রোদে তাপে মহাসড়কের পিচ গলে পায়ের তলা স্পর্শ করে তাদের, গুটি কয়েকজন এসবের সাক্ষী।

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০

জুন বলেছেন: সামিয়া আপনার লেখার এমন গুন যেন চর্ম চোক্ষে পথে ঘাটের ঘটনাগুলো দেখতে পাই। বিশেষ করে দু নম্বরটি। জীবন যুদ্ধে ক্লান্ত আমাদের দেশের মানুষজন র‍্যাশনালী চিন্তা করতেও যেন ভুলে গেছে। পুরো জাতি আজ আলঝেইমারে আক্রান্ত।
ভালোলাগা রইলো চমৎকার লেখায় :)
+

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

সামিয়া বলেছেন: আপু অশেষ কৃতজ্ঞতা সুন্দর অনুপ্রেরণায়।
হাহা হুম ঠিকই বলেছেন আলঝেইমার রোগে আক্রান্ত।।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২

মিথী_মারজান বলেছেন: আমরা সবাই এসবে কমবেশি ভুক্তভোগী।
তারচেয়েও বেশি সাক্ষী হয়েই থেকে যাই।
সুন্দর লিখেছেন সামিয়া আপু।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু ভালো থেকো।

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: দুই-একজন এগিয়ে আসে, বেশির ভাগই তামাশা দেখে!!! তামাশা দেখার মানুষের অভাব নাই পথেঘাটে

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

সামিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন।

অনেক ধন্যবাদ।।

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

রোকনুজ্জামান খান বলেছেন: মহিলাটি নিজের ভুল বুজতে পারার পর তার ভাব খানা কেমন ছিল?
একটি ঘটনা কে ঘিরে এত গুলা ঘটনা হয়ে গেল।
ঐ মুহূর্তে আপনার অনুভূতি কেমন ছিলো?

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: মহিলাটি নিজের ভুল বুঝতে পারার পর তার ভাব খানা আনন্দ লজ্জিত বোকা ইত্যাদির মিক্সড একটা ফেইস হয়েছিলো, অদ্ভুত হলেও সত্যি সে আমাকে অলৌকিক ভাবতে লাগলেন, :) বার বার খুশি খুশি চোখে আমার দিকে তাকাতে লাগলেন, চলে আসবার সময় ব্যাকুল ভাবে আপনজনদের মতন জানতে চাইলেন আপনি কই যাবেন? আপনি কই যান? সহানুভুতির হাসি দিয়ে বললাম অফিসে যাই। তারপর বিদায়।

একটি ঘটনা কে ঘিরে এত গুলা ঘটনা হয়ে গেল কথাটা বুঝিনি।

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ময়নার মার পথঘাটের সব কিছুর দিকেই খুব খেয়াল।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: কানে কানে বলি, ময়নার মা'র মাথায় প্রচুর সমস্যা। B-)

৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

মীর সাজ্জাদ বলেছেন: আমিও সাক্ষী।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা

৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

শামচুল হক বলেছেন: বাস্তবতা নিয়ে খুব সুন্দর লেখা।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন আপু।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

৯| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকারভাবে চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরেছেন।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।

১০| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার পথে-ঘাটে অভিজ্ঞতা পড়ে
গত শুক্রবারের একটা বাজে অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল।

উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য গাড়ীর জন্য অপেক্ষা করছিলাম,
তখন এক ভিক্ষুক এসে বলল
- স্যার কিছু দেন
তখন আমি ১০ টাকা দিয়েছি ।
-সে বলে এটা কী দিলেন স্যার?
ঈদের জন্য ১০০ টাকা দেন।
- আমি বললাম ১০ টাকা না নিলে
দেন আরো ২ টাকা সাথে যোগ করে একটা আমি বিড়ি কিনে খাই। ;)
আপনি ভিক্ষা করতে আসেননি ( লোকটা ছিল বয়স্ক)
এসেছেন চাঁদাবাজি করতে। সে ১০০ টাকা ছাড়া সেখান থেকে যাবে না।
(ঠিক চাঁদাবাজীর মত এক বিব্রতকর পরিস্থিতিতে পরে গেছিলাম।)
এ কথা বলাতে মনে হচ্ছিল তার চোখে
আমি অপরাধী।।
-মেজাজটাই খারাপ হয়ে গেছিল
পরে তাকে বললাম সরকারি ভাবে ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা না চাইলে
এখন থেকে চলে যান। পরে লোকটা ১০ টাকা নিয়ে চলে গেল।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: হুম খারাপ অভিজ্ঞতা, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন।
ভালো থাকুন,

১১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাস্তবতার কষাঘাতে আমাদের
বিবেক ও বোধ শক্তি ভোঁতা হয়ে গেছে
তাই এখন আর কারো দুঃখে বা কষ্টে
হৃদয়ের টনক নড়েনা!!

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: সত্যি এবং মূল্যবান কথা গুলোই বলেছেন ভাইয়া।
আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে থাকবে।

ভালো থাকুন, ধন্যবাদ।

১২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাস্তবতার নিত্যকার ঘটনাপ্রবাহ, সুন্দর বলেছেন

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

১৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: আমাদের মেয়েরা আজকে জিতবে। আজকে হবে বাঘীন বাঘীন নাচ....

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: ভাইয়া বাঘীন বাঘীন নাচ শব্দটা শুনেই হাসি পেয়ে গেলো। হাহাহাহাহা

ভালো থাকুন, ধন্যবাদ।

১৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: বস্তবতাকে নিয়ে আরো লেখা চাই।
সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ।
তবে, “ মধ্যবিত্তের পুরুষগুলো মতিষ্কশুন্য হয়ে যাচ্ছে” বলতে কি বুঝিয়েছেন বুঝলাম না, খটকা লেগেই আছে।

আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইল।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সামিয়া বলেছেন: তেমন কিছু বোঝাতে চাই নাই, মধ্যবিত্ত বলতে আমি বোঝাতে চেয়েছি যারা প্রতিদিন বাসে আসা যাওয়া করে তাদেরকে, ওই শ্রেণীর ভিতর রিক্সাওয়ালা যেমন পড়ে না তেমনি যারা গাড়িতে চলাফেরা করে তারাও পরে না, এই তো, যাইহোক যদি কথাটায় মনে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। আমি মধ্যবিত্ত কথাটি তুলে দিচ্ছি, অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন। শুভকামনা।

১৫| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

ক্স বলেছেন: ইফতারের সময় কাছিয়ে এলে সবার মাথা খারাপ হয়ে যায়। গাড়িগুলো উচ্চস্বরে হর্ন বাজাতে থাকে, বাসগুলো বেপরোয়াভাবে চলতে থাকে, বাসের যাত্রীরা পাগলা কুত্তার মত হাঁকডাক করতে থাকে - অস্থির অবস্থা।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সামিয়া বলেছেন: আমি আপনি অল্প কথায় রোজার দিনের প্রেক্ষাপট নিখুঁতভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ শুভকামনা।

১৬| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

ইতি আপু ভাগ্যিস তুমিই ছিনতাই হয়ে যাও নাই,
গেলে প্রারাণে ব্যথা পাইতুম। :)
কারণ,তুমি আমার পূর্বজন্মের ভালোবাসার একটি মাত্র খালতো বইন:P

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: আমার প্রিয় ছোট ভাই মিস ইউ

১৭| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

গরল বলেছেন: শুধু মধ্যবিত্ত পুরুষদের কথা বললেন, উচ্চবিত্ত পুরুষদের জন্য কি দূর্বলতা আছে নাকি? আমি মধ্যবিত্ত তাই গায়ে লাগলো, আপনি ঠিকই বলেছেন মস্তিষ্ক থাকলে গাড়ি নিয়ে চলাফেরা করতাম।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সামিয়া বলেছেন: আপনি তো তাও মধ্যবিত্ত, আমি তো গরিব।
এখানে মধ্যবিত্ত শব্দটা ব্যবহার করেছি যারা রোজ বাসে উঠে চলাফেরা করে তাদের বর্ণনা করতে, উচ্চবিত্তের প্রতি আমার আলাদা কোনো মোহ নেই, প্লিজ মনে কষ্ট নিবেন না,এই গরিবের জন্যে একটু দোয়া কইরেন যেন বাসে নিরাপদে চলাফেরা করতে পারি, ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা।

১৮| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

জে আর সিকদার বলেছেন: লেখায় বাস্তবতা আছে, ভালো লেগেছে।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

১৯| ১১ ই জুন, ২০১৮ রাত ২:৩৩

শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি তোমার জীবনকে দেখার চোখ আছে। আমরা অনেকেই ব্যস্ত শহরে পথ হাঁটি কিন্তু হয়তোবা এমন করে জনারণ্যে মানুষকে, মানবিকতাকে খুঁজে ফিরি না। কেউ কেউ ভিড় এড়িয়ে মানুষকে দেখে। তুমি দেখো।

ভালো থেকো আর জীবনকে, মানুষকে এমনটাই ভালোবেসো। ভালোবাসা ও আদর ইতিমিতি মনি।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শিখাপু ভালো থেকো।

২০| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:২০

কাওসার চৌধুরী বলেছেন: "তেমন কিছু বোঝাতে চাই নাই, মধ্যবিত্ত বলতে আমি বোঝাতে চেয়েছি যারা প্রতিদিন বাসে আসা যাওয়া করে তাদেরকে, ওই শ্রেণীর ভিতর রিক্সাওয়ালা যেমন পড়ে না তেমনি যারা গাড়িতে চলাফেরা করে তারাও পরে না, এই তো, যাইহোক যদি কথাটায় মনে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। আমি মধ্যবিত্ত কথাটি তুলে দিচ্ছি, অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন। শুভকামনা।"....... আপু আমি আপনার সাথে একমত।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

২১| ১১ ই জুন, ২০১৮ ভোর ৫:২৮

কিশোর মাইনু বলেছেন: নিষ্টুর বাস্তবতার বিষাক্ত ছোবলে মানুষ আজ আবেগমুক্ত।
বিলুপ্ত হয়ে যাচ্ছে আন্তরিকতা।সেখানে জায়গা করে নিচ্ছে স্বার্থপরতা।
স্বার্থপর মানুষের দুনিয়ায় দ্রুত বেগে বেয়ে চলা এই আবেগহীন জীবনে সময় কোথায় আরেকজনের দিকে নজর দেওয়ার???

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

২২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের নারী ক্রিকেটারদের এশিয়া কাপ জয় নিয়ে দেশের বাইরের গণমাধ্যম কেমন কভারেজ দিয়েছে জানতে অনেক ব্রাউজিং করলাম..হতাশ হলাম..ভারতের মূল ধারার পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ সমূহে তেমন কোন নিউজ পাওয়া গেলোনা.. পাকিস্তানের কাগজগুলোতেও নাই এই খবর..

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৩

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা হুম

২৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৪

সামিয়া বলেছেন: আমার লেখা তুচ্ছ ।।
ধন্যবাদ, ভালো থাকুন।

২৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২৫| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন আপু। আমরা যখন প্রতিনিয়ত এরকম ঘটনা দেখে উন্নাসিক হই, তখন অন্তত এহেন পোষ্ট কিছুটা হলেও উপস্থিতকালে আমাদের বিবেককে জাগ্রত করবে।

শুভ কামনা আপুকে।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

২৬| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ঘটনাগুলোর বেশিরভাগই আমরা আনন্দলাভের বস্তু হিসেবে ব্যবহার করি।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৫

সামিয়া বলেছেন: ঠিক
অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

২৭| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

হাঙ্গামা বলেছেন: চমৎকার।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ,

২৮| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




চলমান দিনের গল্প । সূর্য ওঠে আবার ডুবে যায় । আমরা শুধু চলতেই থাকি চোখ খুলে, আলো থেকে অন্ধকারে; দেখিনে কিছুই ।
সহব্লগার জুন এর কথাটি ধার করে নিয়ে বলতে চাই -- পুরো জাতি আজ আলঝেইমারে আক্রান্ত।

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.