নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিনের জানালায় আসন পেতেছি,
স্নিগ্ধ হাওয়া বৃষ্টিতে অন্যরকম।
ঘুটঘুটে অন্ধকার
মাঝে মাঝে বিজলির আলোকছটা
গাছের সবুজ পাতা ভালোবাসার রুপ।
মেঘের গর্জন ভুলিয়ে দেয়
মনভোলানো চির চেনা পথ।
হারিয়ে যাচ্ছি ক্রমাগত দূর হতে বহুদূর।
বৃষ্টির ঝংকার বেজে চলে মন্থর।
ঝুম ঝুম ঝুম।
পাগলা হাওয়া এসে দপ করে
ঘরের আলো নিভিয়ে দেয়,
আমায় নিয়ে ছুটে পালায় গগনের অনন্য চূড়ায়
হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে কেঁপে ওঠি।
একা,বড্ড একা আছি,
শুনছো?
হয়তো তুমিও আসন পেতেছো
সহস্র মাইল দূরের নগরীতে,
এমনি এক বৃষ্টিস্নাত রাতে।
এই মুহূর্তে সবটা জুড়ে তোমার বিচরণ।
এক ফোটা জলের কোমল স্পর্শে চেতনা ফিরে পাই,
চারপাশ কেবলি শূন্যতা।
ভালোবাসা আর বৃষ্টি দুটোই নাগালের বাইরে,
আমি জানালার এপাশে,
ওরা ওপাশে।
দর্শনে, মননে আর অনূভবে জড়িয়ে,
কাউকেই ছুতে পারি না।
বাদল নৃত্য বেড়েই চলে,
বুকে গাঢ় হয় তোমায় না দেখার কষ্ট।
বৃষ্টি অথবা তুমি,
দুজনেই কি খেলছো আমায় নিয়ে?
অপূর্ব লুকোচুরি খেলা।
আজ তোমার কাছে ম্লান
কিংবদন্তীর সকল উপাখ্যান।।
ছবি:গুগল
কবিতার নামঃ জেমসের গাওয়া গানের লিরিক্স।
০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:২৯
সামিয়া বলেছেন: Soulmate
২| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দরই তো।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪২
সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা! বর্ষা আমারও ভাল লাগে। একসময় বৃষ্টি আসলেই ভিজতে মন চাইতো! এখন ভয় লাগে! যেভাবে বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই দুড়ুম-দাড়াম বজ্রপাত শুরু হয়ে যায় ভয় না লেগে উপায় কি বলেন...
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭
সামিয়া বলেছেন: সুন্দর সব ভাবনা ধন্যবাদ ভাইয়া চিনি না
৪| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা! বৃষ্টি আমারও খুব প্রিয়। এখনও সময়সুযোগ পেলে ভিজতে চেষ্টা করি। কবিতার কথাগুলো মন ছুঁয়ে গেল!
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
বৃষ্টি এবং তুমি পারষ্পরিক গভীর সম্পর্কযুক্ত ।
কবিতা ভাল লেগেছে ।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৬| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা!
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৭| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০
স্বচ্ছ দর্পন বলেছেন: চমৎকার কবিতা
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা অবশ্যই আপনার ব্লগ ঘুরে আসব
৮| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২
আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,
বর্ষাবন্দনা । বর্ষার রিমঝিম আমেজের কথা মনে হলেই মনে পড়ে - এমন দিনে তারে বলা যায় , এমন ঘনঘোর বরিষায় ..।
"শুনছো ?" বলে যাকে শোনাতে চাচ্ছেন এমন দিনের কথা ।
বর্ষা আমারও ( সম্ভবত সবারই ) খুব প্রিয় । আপনার প্রিয় ঋতু বর্ষাকে নিয়ে আমার এই লেখাটি পড়ে দেখতে পারেন ---পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনও ....
ভালো লেগেছে কবিতাটি ।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অবশ্যই আপনার লিখাটি পড়ে দেখব।
৯| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন।।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩
কাওসার চৌধুরী বলেছেন: বর্ষার সেঁতসেঁতে আবহাওয়া আমার ভাল না লাগলেও বৃষ্টি আমার খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভাল লাগে। সামিয়া আপুর কবিতা বরাবরই ইউনিক। অনেক ভাল লাগা, আপু।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণায় বিশেষ কৃতজ্ঞতা শুভকামনা জানবেন ভাইয়া
১১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:১৭
জাহিদ অনিক বলেছেন:
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু চমৎকার ও দুর্দান্ত শিরোনামসহ গোটা কবিতাটাই দারুণ লাগলো।
কবিতার নামটা অনেক ভালো লেগেছে।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫
সামিয়া বলেছেন: কবিতার নাম এর ক্রেডিট আমি নিতে পারছি না তবু তোমার ভালো লেগেছে জেনে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা রইল
১২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: আপু ভালো কবিতা লিখেছেন।বর্ষা আমারও অন্যতম প্রিয় ঋতু। ছোট বেলায় স্কুলে যাবার পথে ইচ্ছা করে ভিজতাম , সবদিন ছুটি অবশ্য মিলতো না। আজ আপনার কবিতা পাঠ করে মনে হল যেন আবার একটু বর্ষায় ভিজি।
শুভেচ্ছা রইল আপু আপনাকে।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা রইল ভাল থাকুন সুস্থ থাকুন ও
১৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথেরও বর্ষা ভিষণ প্রিয় ঋতু ছিল।
০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৯
সামিয়া বলেছেন: হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথের বর্ষা প্রিয় ছিল আবার আমাদের দেশের হুমায়ুন আহমেদ স্যারের বর্ষা প্রিয় ঋতু ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
যদি কোন বাঁধন না থাকে, দুরের বাদ্য শুনে কি হবে!