নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়া দাগ কেটে চলতি পথের
পায়ে এঁটে যাওয়া ধূলোয়
এঁকে দিলাম স্মৃতি,
সেই পথ, সেই মাটি, নিশ্চল ছায়াও যে,
একদিন আমার ছিলো।
তোমার জানা আছে কি গন্তব্য?
চিন্তার বাইরে পা দেবার?
ইচ্ছের বিরুদ্ধে হাত বাড়াবার?
অথচ-
আমি গন্তব্য জানিনা, ছিলোও না ইচ্ছে জানার।
স্বীকার করছি;
ইচ্ছের বিরুদ্ধেও বাড়িয়েছি হাত-
শুধু তোমার ছায়ায় নিজেকে মিশিয়ে স্থাপন করতে একটি সংসার মুর্তি।
তোমার কাছে এটা ভালোবাসা নয় কি?
তোমার কাছে এটা প্রেম নয় কি?
তোমার কাছে এটা অসীম চূড়া জয় নয় কি?
তোমার কাছে এটা অন্য এক পৃথিবী নয় কি?
২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
নিশাচড় বলেছেন: সুন্দর হয়েছে ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০০
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুভেচ্ছা ভাল থাকুন
৩| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মৌরি হক দোলা বলেছেন: চমৎকার
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০১
সামিয়া বলেছেন: তাই বুঝি অনেক ধন্যবাদ মৌরী
৪| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৫| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সৈয়দ ইসলাম বলেছেন: একরাশ মুগ্ধতা।
কবিতা ভাল লেগেছে।
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৫
সামিয়া বলেছেন: আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে আমারও একরাশ মুগ্ধতা রইলো ভাইয়া ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
৬| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
অনেক দৃঢ়তা ও অনেক প্রত্যয় নিয়ে প্রেমের কবিতা, ভালোই।
কোনজন ব্লগার সামিয়া, কোন জন 'ইতি সামিয়া', নাকি ২ নিকই একজনের?
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৪
সামিয়া বলেছেন: আজ আমার জীবনের সবথেকে আনন্দের দিন কারণ আপনার কাছ থেকে আমার কোন একটা লেখার সম্পর্কে ভাল মন্তব্য পেলাম, এটা বিশাল অনুপ্রেরণা
ইতি সামিয়া, সামিয়া একটাইতো আইডি, আমার নাম প্রথমে ছিল ইতি সামিয়া পরবর্তীতে সমস্যাজনিত কারণে এই নামটি কে সামিয়া করা হয়েছে,ভাইয়া ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা।
৭| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
বৃষ্টি বিন্দু বলেছেন:
কবিতার প্রতি চরণে একধরণের টান রয়েছে। যা প্রত্যেক পাঠককে মুগ্ধ করবে নিশ্চিত।
প্লাস++++
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৬
সামিয়া বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম, ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং শুভকামনা রইল।
৮| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সামিয়া চমৎকার কবিতার জন্য।
তবে আমি কনফিউজড,
কে ইতি সামিয়া, আর কে শুধু সামিয়া!!
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৯
সামিয়া বলেছেন: কবিতা চমৎকার লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া, আশা করি আপনি ভাল আছেন,আমিই সামিয়া, আমিই ইতি সামিয়া, প্রথমে আমার আইডি ছিল ইতি সামিয়া পরে পরিবর্তন করে নাম সামিয়া হয়েছে, সবসময় পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ শুভকামনা রইল।
৯| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সামু পাগলা০০৭ বলেছেন: অভিমানগুলো প্রশ্ন হয়ে তীরের মতো ছুটে যাচ্ছে ভালোবাসার মানুষটির দিকে। সেই তীরে কি মানুষটির মন একটুও কেঁপে উঠবে?
অনেক সুন্দর কবিতা সামিয়া আপু। লাইক!
২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৩
সামিয়া বলেছেন: তুমি কেমন আছো! অনেকদিন নাই হয়েছিলে! আমি তোমার জন্য চিন্তিত ছিলাম! কোন ওয়ে ছিলনা যে তোমার খোঁজ কারও কাছ থেকে জানবো। এভাবে সবাইকে চিন্তায় ফেলা কি ঠিক? প্রিয় বোন আমার, সুন্দর মন্তব্য করবার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি তুমি ভালো আছো, ভালো থেকো।
১০| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০২
কাইকর বলেছেন: ভাল লাগলো
২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
১১| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
অলিভিয়া আভা বলেছেন: ইচ্ছের বিরুদ্ধে মাঝেমাঝে হাত বাড়াতে ইচ্ছে করে না তা নয়, ইচ্ছে অবশ্যই করে।
সেটা ভালোলাগা থেকেই হোক আর ভালোবাসা থেকেই। কবিতার কথাগুলোর মতই বলতে ইচ্ছে করে,
তোমার কাছে এটা ভালোবাসা নয় কি?
তোমার কাছে এটা প্রেম নয় কি?
তোমার কাছে এটা অসীম চূড়া জয় নয় কি?
তোমার কাছে এটা অন্য এক পৃথিবী নয় কি?
খুব সুন্দর গুছিয়ে লেখা কবিতা।
২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৪
সামিয়া বলেছেন: বেশ চমৎকারভাবে বলে গেলেন, কথাগুলো ভালো লাগলো, সুন্দর মতামত দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভাল থাকুন অলিভিয়া।
১২| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারণ , মুগ্ধ হ্লাম ।
২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৫
সামিয়া বলেছেন: সত্যি!! ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ....
১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,
কোনও গন্তব্যই , গন্তব্য নয় যদি না সেখানে পৌঁছে যাওয়া যায় !
ভালো হয়েছে কবিতা ।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
সামিয়া বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
১৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: আর বলবেন না আপু। আমার মা খুব অসুস্থ্য ছিল। মায়ের খেয়াল রাখা, বাড়ির কাজ, পড়াশোনা সবমিলিয়ে ভার্চুয়াল লাইফ থেকে পুরোপুরি সরে গিয়েছিলাম। এখন মা ভালো আছে। আমিও ভালো আছি।
চিন্তায়, ভালোবাসায় আমাকে রেখেছেন জেনে ভালো লাগল। আই অলসো মিসড ইউ আপু।
একটা কথা বলি, জীবনে যখন যখন ভালোথাকা কঠিন হয়ে যাবে, তখনো জীবনের সাথে যুদ্ধ করে ভালোথাকা কে কেড়ে নেবেন। আমি জানি আমার আপুটা কত ভালো এবং ভিন্ন চিন্তার মানুষ! সবার জন্যে ভাবেন, ঠিক আছে, তবে সবচেয়ে বেশি নিজের জন্যে ভাববেন। আপনি পৃথিবীর সকল আনন্দ ডিসার্ভ করেন।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
সামিয়া বলেছেন: সবার সুখই আমার আনন্দ এবং এই আনন্দটাই আমার প্রয়োজন ভালো থেকো ডিয়ার।
১৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৩
কাইকর বলেছেন: ভাল লাগলো কবিতা পরে
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ , শুভকামনা রইল
১৬| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: কমপ্লেক্স সুন্দর+
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫০
সামিয়া বলেছেন: তাই বুঝি? ধন্যবাদ প্রান্তর পাতা,,,,
১৭| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবির মতো লেখাটি গাঢ় লাল।
শুভ কামনা।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫১
সামিয়া বলেছেন: আপনি এত সুন্দর করে বললেন যে আমার মনটা আনন্দে ভরে গেল অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রিয় লেখক
১৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ শুধু নিজে জানে।যতটা সে পৃথিবীকে জানে,তার মধ্যে দিয়েই নিজেকে জানে এবং পৃথিবীকেও জানে সে নিজের মধ্যেমে,
এখানে সংসার হল শতকীয় রীতি ও বাস্তব রীতির ধরণ; আপনার কবিতা বলছে, দুটি আত্নচেতনার গতি ও বাধাবন্ধতাহীন এক প্রেমময় কবিতার কথা। সুতরাং আপনার তার কাছে প্রশ্নগুলো ভিত্তিহীন।।
কবিতা ভালো লিখেছেন++
শুভ কামনা রইলো ।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫২
সামিয়া বলেছেন: সহজ কথা কি যায়না বলা সহজে? এত প্যাঁচানো কথা বোঝা কি যায়? একটু সহজ করে বললে হয়না? মন্তব্যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ,
১৯| ২৭ শে মে, ২০১৮ সকাল ৭:১২
Sujon Mahmud বলেছেন: নান্দনিক ভাবনা। ভালো লাগলো
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা
২০| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
সামিয়া বলেছেন: সত্যিই !! জেনে ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ শুভকামনা
২১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৫
আকতার আর হোসাইন বলেছেন: অত্যন্ত সুন্দর হয়েছে। যদিও শেষের দিকে প্রশ্নের মতো চারটি লাইন দৃষ্টিকটু লেগেছে তবুও অনেক অনেক ভালো লেগেছে
০২ রা জুন, ২০১৮ দুপুর ২:১৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সনেট কবি বলেছেন: সুন্দর