নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমার এক বন্ধু আমাকে বলল-তুমি photography করো? কই আমি তো তোমার কোন ফটোগ্রাফি দেখিনি!! তোমার প্রোফাইলে ফটোগ্রাফী সংক্রান্ত একটা অ্যালবাম ও নেই। সে আরো বললেন এত সবকিছু তুমি কিভাবে করো কাজে ফাঁকি দাও!!? আমি বললাম, না, প্রাইভেট জবে কি কাজে ফাঁকি দেয়া যায়? কিন্তু মনে হলো সে বিশ্বাস করলেন না!! তার মতামতেই আমি যারপরনাই আরো আহত হলাম, light paint ফটোগ্রাফী সংক্রান্ত একটি লেখা আমি অনেক আগেই ব্লগে লিখব বলে ঠিক করেছিলাম, কিন্তু তা আর লেখা হয়নি, গতকাল তার কথা আমার মাথায় চেপে বসল এবং আমি ভাবলাম এখন থেকে আমি আরো বেশী এক্টিভ হবো, অনেক অনেক লিখবো এবং অনেক অনেক ফটোগ্রাফি করবো, কাজ করবো,কাজ আমি না চাইলেও করতে হবে, যারা চাকরী করেন তারা জানেন চাকরিতে ফাঁকি দেয়া যায়না সেখানে কাজের পাহাড়।
মূল প্রসঙ্গে আসি,আজকে আলোচনার বিষয় light paint ফটোগ্রাফি,ব্যাপারটা একটু ক্রিটিকাল হলেও সহজ সরল এবং ইন্টারেস্টিং। অন্তত লাইটের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর লাগে। মনেহয় এনিমেশনের ছবি একেকটা।
বরাবরের মতই দুর্দান্ত সব Light paint photography ছবি দিয়ে সাহায্য করেছেন ফয়সাল ভাই। তবে আমিও কিছু ছবি এক্সপেরিমেন্ট করে তুলেছি।
Light paint ফটোগ্রাফি করতে যা যা লাগবে!
যথারীতি light painting ইন্সট্রুমেন্টের ছবিগুলোও ফয়সাল ভাইয়ের কাছ থেকে পাওয়া, instrument দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এগুলো বিভিন্ন ধরনের লাইট laser light,torch light, color light এইতো, এই সবই।
এছাড়া লাইট ফটোগ্রাফির জন্য যা যা লাগবে তা হলো ট্রাইপড, remote, ফিল্টার ব্যবহার করা যেতে পারে।
Light paint ফটোগ্রাফির জন্য প্রথমেই ক্যামেরা সেটআপ করে নিতে হবে, লং এক্সপোজারে ছবি তুলতে হবে, সাধারনত আমরা খুব তাড়াতাড়ি ছবি তুলে থাকি কিন্তু লাইা ফটোগ্রাফির ক্ষেত্রে lense long time খোলা রাখতে হবে যেন ক্যামেরাবন্দী করতে পারে দীর্ঘক্ষন ধরে, ক্যামেরার শাটার যদি ওপেন থাকে তখন শুধুমাত্র camera light কে capture করবে প্রধান subject হিসেবে কাজ করবে, এর আশেপাশে যদি কোন মানুষ থাকে তাকে capture করবে না অথবা অন্য কোন উপাদান capture করবে না যেটা অন্ধকারে অর্থাৎ photography করবার জন্য প্রথমেই একটি অন্ধকার ঘর প্রয়োজন, সবুজ গাছগাছালি ও ব্যবহার করা যেতে পারে যেখানে আছে প্রকৃতি, প্রকৃতির সাথে যদি কিছু করা যায় তাহলে ফটোগ্রাফি আরো সুন্দর হয়।
এই ছবিটি তুলবার সময় লং শাটার এক্সপোজার ব্যবহার করা হয়েছে ক্যামেরা শাটার তিরিশ সেকেন্ড অথবা আরো বেশি সময় সেটআপ করে উপরের দিকে লাইট ঘোরানো হয়েছে ফলে camera শুধুমাত্র লাইটটাকে capture করেছে।
light paint ফটোগ্রাফির জন্য tripod আবশ্যক কারণ লাইটের ছবি তুলবার জন্য ক্যামেরা বিন্দুমাত্র সেইক করা যাবে না এমনকি শাটার বন্ধ করবার জন্য রিমোট ব্যবহার করতে হবে।
এটা দেখতে পারেন
এইখানে একটি টায়ারের সাথে লাইট এডজাস্ট করে ঘোরানো হয়েছে ক্যামেরার সামনে, এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে রাখলে একটি সুন্দর light paint photography সম্ভব, camera tripod এর উপরে রেখে এবং লং এক্সপোজার setup করে একটি সুন্দর light in photography পাওয়া সম্ভব ঠিক এইরকম
এখানে খোলা মাঠে শটটি নেয়া হয়েছে।
light paint photography মূলত লাইটটাকে capture করে elite এর আশেপাশের উপাদানগুলোকে উইথড্র করে লাইটটাকে capture করে থাকে আমি recent কিছু চলন্ত জাহাজের উপর লাইটের ছবি নেয়ার চেষ্টা করেছি, কারণ রাতের বেলা জাহাজে অনেক লাইট শো করে থাকে এবং সেটা এত দ্রুত নড়াচড়া করে আমি শাটার exposure long করে এবং apature বাড়িয়ে কমিয়ে চেষ্টা করেছি যদিও আমার ছবিগুলো প্রফেশনালদের মত সুন্দর হয়নি।
লাইট পেইন্টের উপর তোলা আমার ছবিগুলো----
জাহাজ:-১
জাহাজ:-২
জাহাজ:-৩
জাহাজ্:-৪
জাহাজ:-৫
এই হচ্ছে ,Light paint photography পোস্টটি আমার সেই ফ্রেন্ডকে উৎসর্গ করা হলো যে আমি ফটোগ্রাফি করি সেই ব্যাপারটি জানেনা এবং তার চোখে কখনো আমার কোন ফটোগ্রাফি পড়েনি। ধন্যবাদ সবাইকে পাশেই থাকুন।
০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন কৃতজ্ঞতা
২| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৬
তারেক ফাহিম বলেছেন: ছবি এবং বর্ণনা ভালো হয়েছে।
আপনার বন্ধুটিকি ব্লগিং করে?
০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৮
সামিয়া বলেছেন: হ্যাঁ সে ব্লগিং এখন করে কিনা জানিনা তবে আগে করতো, অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: ভাল লেগেছে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৪| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট, ভাল লাগল।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল
৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:০৭
সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: অসম্ভব সুন্দর লাগলো আলোকচিত্র গুলো।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
সামিয়া বলেছেন: অসম্ভব ভালো লাগা রইলো মন্তব্যে ভাল থাকুন শুভেচ্ছা এবং শুভকামনা
৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৩
শায়মা বলেছেন: লাইট দিয়েও পেইন্ট!!!!!!!!!!
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: এটা দারুণ একটা ব্যাপার, তুমি তোমার কল্পনাকে বাস্তবে তুলে ধরবে, light দিয়ে ভাযেবে তুমি আকতে চাও ঠিক সেভাবেই তুমি আকতে পারবে, এবং এটাকে শিল্প বলা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো
৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নতুন বিষয় জানতে পারলাম। ধন্যবাদ। পথে ঘাটে সিরিজটাও চালিয়ে যান।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮
সামিয়া বলেছেন: তাই এটা আপনার কাছে নতুন বিষয়, হ্যাঁ পথে-ঘাটে পর্ব চালিয়ে যাবো , অনেক ধন্যবাদ ভালো থাকুন শুভেচ্ছা এবং শুভকামনা।
৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:২০
আবু শাকিল বলেছেন: অনেকদিন হয় ব্লগ থেকে জ্ঞান আহরণ করি না - আজ মুনে অয় ব্লগ দিয়া নেট চালাইয়া ভালই লাভবান হইলাম।ফটোগ্রাফির জন্য লাইট ফটোগ্রাফি মচৎকার সাবজেক্ট- বাইচ্চা থাকলে ট্রাই দিমু ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৯
সামিয়া বলেছেন: হাহাহা প্রশংসা করলেন না তিরস্কার করলেন বুঝতে পারলাম না!! যাই হোক best of luck ভবিষ্যতে ট্রাই করার সুযোগ হয় যেন, শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন ধন্যবাদ
৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:১৯
মাআইপা বলেছেন: অসম্ভব সুন্দর একটি পোস্ট। light paint বিষয়টা জানতাম না। টায়ারের ভিডিওটাও দেখেছি।
মোটামুটি ধারণা হলো।
শুভ কামনা রইল
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ মাইপা আপনি সবসময় আমার পোস্টে আপনার মতামত জানিয়ে আমাকে উৎসাহ দিয়ে থাকেন আপনার কাছে কৃতজ্ঞতা অশেষ।
১০| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: নাইট ফোটোগ্রাফীতে একজন ফোটোগ্রাফারের দক্ষতার পরিচয় পাওয়া যায়।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১
সামিয়া বলেছেন: হ্যাঁ একদম ঠিক বলেছেন ভাইয়া সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভালো থাকুন শুভেচ্ছা শুভকামনা
১১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪২
ভুয়া মফিজ বলেছেন: বড়ই কঠিন বিষয়। অর্ধেকও বুঝলাম না ।
তবে ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। আমাকে দিয়ে হবে না। আপনারা তুলে পোষ্ট দেন, আমরা দেখি!
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১
সামিয়া বলেছেন: এটা একদম সহজ বিষয় কঠিন আর কিছু নেই তো ভাইয়া আমি চেষ্টা করলেই পারবেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা
১২| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: লা্ইট পেইন্ট ফটোগ্রাফির উপর সুন্দর পোস্ট। বর্ণনা ও ছবি মিলে বেশ হয়েছে ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২
সামিয়া বলেছেন: মূল্যবান এবং উৎসাহ প্রদান করে মতামত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া
১৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
নতুন ফটোগ্রাফি সম্পর্কে পড়তে ভালই লাগল
চলুক আপনার এক্সপেরিমেন্ট! আর আমরা দেখী আর শিখি
+++
০৮ ই মে, ২০১৮ রাত ১:০৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
১৪| ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: নতুন ফোটোগ্রাফি পড়তে খুব ভাল লাগলো।।
০৮ ই মে, ২০১৮ রাত ১:০৪
সামিয়া বলেছেন: মিথ্যা বলা মহাপাপ
১৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৪
সমুদ্রচারী বলেছেন: ন্যাশনাল জিওগ্রাফিতে একটা অনুষ্ঠান ছিল ফটোগ্রাফির উপর, ওখানে প্রথম দেখেছিলাম লাইট পেইন্ট ফটোগ্রাফির ব্যাপারে । শুভকামনা রইল।
০৮ ই মে, ২০১৮ রাত ১:০৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
১৬| ০৮ ই মে, ২০১৮ রাত ১:২০
শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি তুমি যে বিষয়েই লিখো তা এমন সাবলীল আর সহজ করে লিখো যে আমার মতো মানুষ, যে কিনা ফটোগ্রাফির কিছুই জানে না, তারও বুঝতে অসুবিধা হয় না। সুন্দর ছবি আর বর্ণনা।
অনেক ভালোবাসা আর আদর থাকলো।
০৮ ই মে, ২০১৮ সকাল ৯:১৫
সামিয়া বলেছেন: মূল্যবান এবং উৎসাহ প্রদান করে মতামত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপুনি। লাভিউ_________
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: লাইট পেইন্ট ছবি এবং বর্ননা ভালো লাগল।