নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার নিউরো ডাক্তারের কাছে একটু আহ্ললাদি কণ্ঠে, অল্প কান্না ভাব এনে বললাম, আমি কিন্তু সহজে মরে যাবো মরে যাবো করতেছিনা, একটা ব্লগ সাইট আছে, সেইখানে আমার বোন মারা গেছেন বলে যেই পোস্ট দিয়েছিলাম,
সেইখানে এক ফেইক আইডি থেকে একজন বলে কি, আমি নাকি মরে যাব যখন তখন; আমি মরে গেলে সে হয়তো খুশি, বলে আমিও আপুর মতন রগ ছিঁড়ে মরে যাবো।
ডাক্তার আমার চেহারার দিকে তাকিয়ে আমার কথা একশো ভাগ সত্যি ধরে নিলো।
আমার চেহারার এই এক বিশেষত্ব, ভালো হোক, মন্দ হোক, যেমনই হোক, একটা নিষ্পাপ ভাব আছে, আর আমি চাইলে সেইটা আরও ইনোসেন্ট করতে পারি।
একবার বাস কিংবা সিএনজী না পাওয়ায়, মানুষের চিপা চাপার ভেতর দিয়া, একটা লোকাল বাসে উঠে বহু কষ্টে দাঁড়াবার জায়গা পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে না করতেই, এক মোটা লুঙ্গি পরা ছেলে ভণ্ড এবং আমারে ডিস্টার্ব করবার মনোভাব নিয়া আমার পাশে দাঁড়াইছেন,
এবং অন্য পাশে ধরার জন্য রড থাকা সত্ত্বেও আমি যে কোনা দিয়ে রড ধরে রাখছি, সে সেইখানেই আমার হাতের সাথে হাত লাগাইয়া ধরলেন এবং ধরেই থাকলেন।
আমি তাকে বললাম হাত সরান, অন্যখানে ধরেন, সে জবাবে আমার দিকে তার ভারী শরীর এগিয়ে দাঁড়ালেন এবং ইচ্ছাকৃত ভাবে হাতের উপর দিয়া রড ধরার চেষ্টা করছেন, এইভাবে আরও দুই বার আমার হাত ধরলেন।
ওয়েল আমার ভেতরে অনেক ভালোমানুষি আছে সেটা আমি জানি, এবং এই ভালোমানুষি হয় আমার অজান্তে, ইচ্ছাকৃত যে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ি তা না, ওইটা আমার কন্ট্রোলের বাইরের স্বভাব, আম্মুর মতে এটা খুবই খারাপ স্বভাব।
কিন্তু কন্ট্রোলের ভেতর প্রতিশোধ পরায়ন স্বভাবও মাঝে মধ্যে উঁকি দেয়, কি করবো! আমি তো আর ফেরেশতা না যে গুনাহহীন জীবন হবে।
ছেলের শরীর নিয়া আমার কাছাকাছি ঝুঁকে থাকলেও, এবং তার হাত আমার হাতের সাথে লাগালাগি হলেও, তার পা আমার থেকে বেশ দূ্রে। আমি ধীরে আমার পা তার পায়ের কাছাকাছি নিলাম। তারপর রাগী গলায় বললাম এই যে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, কয়বার পায়ে পাড়া দিছেন বলেন তো? পা সরান?
সে আকাশ থেকে পড়তে পড়তে বলে, কই আপনার পায়ে পাড়া দিছি! কি বলেন এইগুলা!
আমার পাশেই নায়কের মতন সাদা শার্ট আর কালো প্যান্ট পরা লম্বা অতি সুদর্শন এক ছেলে সাথে সাথে আমার পায়ের দিকে তাকালেন, আমার পা পোলার পায়ের তলায় পড়ছে এই রকম কাছাকাছি তো আগেই করে রাখছি। বাসের সব্বাই এক মুহূর্তের মধ্যে আমারে বিশ্বাস করে, হতবিহব্বল লুঙ্গি পরা নায়করে রাস্তার মাঝখানে বকাঝকা করে নামিয়ে দিলেন। এরপর সবার আমার জন্য এক্সটা মায়া হল, এক ভাইয়া উঠে আমাকে তার জায়গায় বসতে দিলেন। তিনিও মনেহয় অফিস থেকে ফিরছিলেন, তার হাতে ইয়া মোটা মোটা ফাইলপত্র, আমি আপন বোন আপন বোন কণ্ঠ করে বললাম, ভাইয়া ফাইল নিয়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে না ? আমাকে দিন না ধরি! ভাইয়া বলল না বোন আপনি আরাম করে বসেন, রাস্তা ঘাঁটে এইসব বেয়াদব ছেলেদের জন্য মেয়েদের যে কত কষ্ট করতে হয়।
ডাক্তারের কথায় আসি, সে আমার কথায় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চেহারা করে বলল কি বলেন আপনাকে এই কথা বলছে! এত রুড! এখন তো আমারি আপনার জন্য ভয় করছে, আপনি কালকেই টেস্টগুলা করেন তো। (এইগুলা আসলেই কিন্তু ব্লগে আমাকে একজন বলেছেন)
কথা হচ্ছে ভার্চুয়ালে আমি এই রকম অভিনয় করে, যারা আমাকে দেখতে পারেন না তাদের শায়েস্তা করতে পারিনা। ফলে মাঝে মাঝেই গায়ে পড়া আক্রমণকারীদের স্বীকার হতে হয়, সেই কবে সেই লুঙ্গি পরা ছেলেরে পায়ে পারা দিয়েছে বলে ব্লেইম দিয়েছিলাম সেই শাস্তি আমাকে এখনো ভোগ করতে হচ্ছে (আফসোস)।
যাই হোক সোশ্যাল সাইটগুলো এখন তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে, জীবনের আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, সমস্তটাই মিশে আছে সোশ্যাল সাইটে, কারন সেইখানে আছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, কলিগ, প্রিয় সেলিব্রেটি সবাই।
বলা যায় বেশির ভাগ ভার্চুয়াল লাইফই সব কিছু, রিয়েল জীবন তাদের কাছে লোকাল বাসের মতন জঘন্য, যেই গুলার সীটের কভার হাতে লাগলে সেই হাত ডেটল সাবান দিয়ে ধুলেও জীবানু মুক্ত হয়না, এমনি কষ্ট তাদের বাস্তবতা।আমি ব্লগের যার সাথেই চাট করেছি দেখেছি ব্লগের বাইরে তারা কিছু ভাবতেই পারেন না, সব টপিকে তাদের মুখে ব্লগ চলে আসে, যে ফেইসবুকের সে ফেইসবুক নিয়ে কথা বল্বেই, যে ইউটিউবের সে ইউটিউব ছাড়া কথাই বলতে পারেন না, তাদের ভার্চুয়াল লাইফই জীবন, মরন, শান্তি, সুখ সব।
আচ্ছা আচ্ছা এটা হতেই পারে, কিন্তু আমরা অপর একজন পরিচিত অপরিচিত কিংবা যে কারো সাথে কথা বলার সময় ওহ আমিতো ভার্চুয়ালে কথা বলছি, এই লোকের সাথে তো আমার ইহ জিন্দেগীতে দেখা হবার সম্ভাবনা নাই। কাজেই এরে যা খুশি বলতে পারি, চাইলে গালি ও দিতে পারি , অপমান করতে পারি, ছোট করতে পারি, এই মনোভাব নিয়ে কথা না বলে, ভার্চুয়ালে কথা বলা, পোস্ট করা, ব্লগিং করা, কমেন্ট করা, রিপ্লে করার সময়, অপর মানুষটিও যে একজন মানুষ এবং সে আর সব মানুষের মতন, হাত, পা, মাথা এবং হৃদয় সম্বলিত ব্যথা বেদনা পেয়ে থাকেন, সেই ব্যাপার মাথায় রেখে কি কথা বললে খুব গুনাহ হবে?
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
সামিয়া বলেছেন: Well said.....
Thanks.
২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কথা বলাটা সম্পর্কের উপর নির্ভরশীল। তবে দৃষ্টিকটু হওয়া অনুচিত। আর কবিতা আসমানী জিনিস।অনেক সময়ই ব্যাকরণেরও উর্দ্ধে সেখানে অনেক কিছু জায়েজ ।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
ধন্যবাদ ভাইয়া
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: ভার্চুয়াল জগত টা যেমন ভালো, আবার তেমনই মন্দ। মন্দের ভাগই ভালো।
খুব হিসাব করে মেপে মেপে কথা বলা দরকার।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
সামিয়া বলেছেন: বেশ ভালো বলেছেন ভাইয়া।।
ধন্যবাদ
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ব্যতিক্রম লাগলো +++
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোটা, কোটা, কোটা চাই
লেখকদেরও কোটা চাই!!
বি. দ্রঃ সারাদিন কোটা নিয়ে কথা বলায় মাথা খারাপ।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
সামিয়া বলেছেন: হাহাহাহা মজা পেলাম
ধন্যবাদ
৬| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭
নীলপরি বলেছেন: ভীষণ ভালো লিখেছেন । শেষের লাইনগুলো খুব ভালো লাগলো । +++++
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১
সামিয়া বলেছেন: ধন্যবাদ ডিয়ার।। শুভকামনা।
৭| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬
সাহসী সন্তান বলেছেন: আপনার চেহারার মধ্যে যে একটা নিঃষ্পাপ ভাব আছে, বিশ্বাস করেন সেটা আমিও বিশ্বাস করি! তবে এই নিঃষ্পাপ ভাবের বেশির ভাগটাই যে খুনসুটি করে বেঁচে যাওয়ার মনোভাবের জন্য সেটাও বিশ্বাস করি...
কারণ ছাড়া অন্যায় করে নিজেকে বাঁচাতে হুট করে আকাশ থেকে পড়ার ক্ষমতা সবার থাকে না। আপনার আছে! এটা আপনার এক্সট্রা নলেজ। আর এইটা থাকা খারাপ না। সময় অসময়ে কাজে লাগানো যায়।
পোস্ট ভাল্লাগছে! মাঝে মাঝে কিছু পান্স লাইন পড়ে না হেসে পারলাম না। শুভ কামনা সামিয়া আপু!
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩
সামিয়া বলেছেন: আপনি তো আমার মতন কথা বলেন।। দারুন কমেন্ট।
ধন্যবাদ।
আপনি গতকাল এফবিতে ছিলেন??
৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভার্চুয়াল জগৎ বাংগালীদের জন্য নতুন, খ্রমেই ভালোর দিকে যাচ্ছে! ব্লগিং'এর শুরুটা নিশ্চয় "বি ব্যাং"এর মতো বিস্ফোরণ ছিলো।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো বলেছেন।
৯| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০
ভুয়া মফিজ বলেছেন: অভিনয়ও আপনি দেখি ভালোই পারেন। আগেই বলেছিলাম, আপনি বহুমুখী প্রতিভার অধিকারী!!
আসলে ভার্চুয়াল জগতের আদব-কায়দা শিখতে আমাদের আরও সময় লাগবে।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
সামিয়া বলেছেন: নাআঅাঅাঅা আমি অভিনয় করতে পারিনা, আমি ভালো মেয়ে।
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।
১০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪
সাহসী সন্তান বলেছেন: ছিলাম কিছুক্ষন! ইদানিং ফেসবুকে একটু বেশি পরিমানে এ্যাক্টিভ থাকা পড়ছে এই চলমান আন্দোলনের আপডেট পাওয়ার জন্য!
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
সামিয়া বলেছেন: আমি কি আপনার সাথে কথা বলছিলাম?? এফ বি তে??
১১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১
সাহসী সন্তান বলেছেন: আপনি তো আমার ফ্রেন্ড লিস্টেই নেই, কথা বলবেন কিভাবে? তবে হঠাৎ এ প্রশ্ন কেন বুঝলাম না!
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩
সামিয়া বলেছেন: এই same আপনার S profile pic থেকে reqst accept করে দুনিয়ার গল্প করার পর বলে সাহসী সন্তান কে!! খাইছি ধরা, সাথে সাথে ব্লক দিয়েছি।
১২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
মাআইপা বলেছেন: ভার্চুয়াল বা বাস্তব সব জায়গাতেই ভাল ব্যবহার সবাই আশা করে এবং এটাই হওয়া উচিৎ।
কেউ যদি ভাল ব্যবহার করে তাহলে সবাই বলবে ছেলেটা/মেয়েটা খুব ভাল।
আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে মানুষ তাকে সহ তার চৌদ্দগুষ্টিকে নিয়ে কথা বলবে,“এর বংশই খারাপ”।.
তাই নিজের কারণে যেন পূর্ব পুরুষকে গালি শুনতে না হয় সেই অনুযায়ী কথা বলা উচিৎ।
শুভ কামনা রইল।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সামিয়া বলেছেন: বেশ ভালো বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
ভুয়া মফিজ বলেছেন: খারাপ মেয়েরাই শুধু অভিনয় করে এই ইনফর্মেশান আপনাকে কে দিলো? তাছাড়া, পরিস্থিতির প্রয়োজনে অভিনয় করা দোষের কিছু না। এই জগতে আপনি, আমি, আমরা সবাই এক একজন অভিনেতা, শুধু ক্যামেরার সামনে দাড়াই না, এই যা তফাৎ.....
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সামিয়া বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।। ভাল থাকুন। ধন্যবাদ।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ভার্চুয়াল লাইফে আমাদের মনে হয় ভদ্রতা জ্ঞান কম!
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সামিয়া বলেছেন: একদম ঠিক।
ধন্যবাদ ভাই।
১৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কথা বলা যদি দৃষ্টি কটু হয় তাহলে না বলাই ভালো।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সামিয়া বলেছেন: ভালো মন্দ বুঝে নিলেই হয়।
ধন্যবাদ।
১৬| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাঠে-ঘাটে, রাস্তায়-বাজারে, বাসে কিংবা আফিসে যেখানেই মানুষ মানুষের সাথে মিশবে তখন তার খেয়াল করা উচিৎ সে একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিশছে। তবেই কিচ্ছা খতম। জগতে সবাই যে পুণ্যবান হবে না তাও ঠিক। তবে সবাই যদি একটু সচেতন হতো পারতাম।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সামিয়া বলেছেন: ভালো বলেছেন। অনেক ধন্যবাদ। শুভকামনা।
১৭| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫
তারেক ফাহিম বলেছেন: প্রয়োজনের অতিরিক্ত কথা না বললেই ভালো।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সামিয়া বলেছেন: ঠিক।
ধন্যবাদ।।
১৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩
প্রশ্নের কারখানা বলেছেন: মহামহিম ভীষ্মের কথা মনে পড়ে, "নিজের চরিত্রের পরীক্ষা হয় অপরিচিত মানুষের সংস্পর্শে এলে।" কি দুর্ভাগ্য!!!
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সামিয়া বলেছেন: সৌভাগ্য নয় কেন??
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
লাল পাথর বলেছেন: আসলেই ভার্চুয়াল জগতে কথা বলার সময় নূন্যতম ভদ্রতা বজায় রাখা উচিত