নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ইলুশন ফটোগ্রাফি

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫



ইলুশন ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের অপটিকাল বিভ্রম বা ভ্রান্তি। এমন কিছু যা সবসময় চোখকে বিভ্রান্ত করে এবং দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতার কোন সামঞ্জস্য থাকেনা। অপটিক্যাল চিত্রগুলি মূল বাস্তবতা থেকে আলাদা। কিন্তু কিভাবে এই ফটোগ্রাফি করতে হয়? হুম কেবল কনসেপ্ট মাথায় রেখে সেই ভাবে সেট করে যেমন এই ফটোগ্রাফি করা যায় তেমনি অনেক সময় মিরাকল এমন কিছু প্রকৃতি করে যা অবাস্তব একটি দৃশ্য মানুষের চোখে ধরা দেয়। আর সঠিক সময়ে সঠিক ভাবে মেধা এবং প্রকৃতি মিলিয়ে তবেই ইলুশন ফটোগ্রাফি করা সম্ভব।

মূলত, এটা আমাদের মনের বিভ্রান্তিমুলক দৃষ্টিকেই প্রায়োরিটি দিয়ে ফটোগ্রাফির উপায় খুঁজে বের করে। প্রথম নজরে, আমরা এটির সর্বাধিক মৌলিক ও ঘনিষ্ঠ ব্যাখ্যা সহ চিত্রটি সংশ্লিষ্ট করার চেষ্টা করি। এছাড়া থাকে ক্যামেরা এবং ক্যামেরার সামনে থাকা মডেলদের কারসাজি। দেখুন---


ছবিটি দেখাচ্ছে এরকম যে তারা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কুকুরটি উল্টা হয়ে সে হেলান দেয়া দেয়াল দিয়ে হেঁটে আসছে।

বাস্তবিক তা্রাই শুয়ে ছিল রাস্তায়, কুকুরটি তার সঠিক অবস্থানে।


একই ভাবে উল্টা


অরিজিনাল :(



আবারো উল্টা আবারো অরিজিনাল :(

সূর্য নিয়া সব থেকে বেশি ফটোগ্রাফাররা ইলুশন ফটোগ্রাফি তৈরি করেছেন এবং আমি মনে করি এইটা ভ্রান্তি ছবি তুলবার জন্য সব থেকে সহজ কনসেপ্ট, এই কনসেপ্ট এ আমিও ফটোগ্রাফি করেছি, ছবি হাতের কাছে নাই থাকলে আমার তোলা ছবিগুলো দেখানো যেত।
সূর্যে পানি ঢালতেছে
সূর্য থেকে আলো সংগ্রহ করছে।
সূর্য ময়লা ফেলার টলিতে নিয়া যাবার উপক্রম করছে
সূর্য দিয়া বল খেলছে
সূর্য হারিকেন হয়ে গেছে।
দুরের জিনিসরে ধরবার চেষ্টা কিংবা ধরছে এই ধরনের ইলুশন ফটোগ্রাফি ও অনেক দিন ধরে অনেক ফটোগ্রাফার এক্সপেরিমেন্ট করেছেন।
প্লেন হাত দিয়া উনি ধরে রাখছেন, শক্তিশালী মানুষ।

অর্ধেক চন্দ্র ধরেছেন।

মানুষ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন।

মানুষ হাতের উপর নিয়ে বসে আছেন।
ঝর্নার পানি সোজা তার কাপে নিচ্ছেন অথবা কাপ থেকে কফি উড়ছে
দুই আঙুল দিয়ে পাথর ধরেছেন, এই কনসেপ্টটা সুন্দর আবার যদি সেন্টমার্টিন যাই আমি এই কনসেপ্টে অবশ্যই ফটোগ্রাফি করবো।
পিঁপড়ার মতন দুইটা মানুষ যেন পানির বোতল ধরে রাখার চেষ্টায় আছেন।

টাওয়ারটা তিনি দুই হাত দিয়া ঝাপটে পড়ে যাওয়া থেকে শেষ রক্ষা করেছেন।

এক আঙুল দিয়ে লেক এর পানিতে ঢেউ তুলেছেন।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা হাত দিয়ে বলের মতন সূর্য ধরেছেন।
সিধী দিয়ে রাস্তা চলে গেছে।
এয়ার ফ্রেসনার দিয়ে মেঘ বানানো হচ্ছে
মুখ দিয়ে রঙধনু বের হচ্ছে


এই সকল ছাড়াও ইন্টারনেট ঘেঁটে আরও ইলুশন ফটোগ্রাফি পাওয়া সম্ভব, আমি ছবি গুলো সংগ্রহ করেছি পাণ্ডা ওয়েব থেকে। এছাড়া টিনসিড , হাইস্পিড, ইফারেড, প্যারানোমিক, ফিস আই , লাইট পেইন্ট, ম্যানিপুলেশন, ছবি এবং ছবির মডেল রোটেট করেও ইলুশন ফটোগ্রাফি করা যায়।
আমার কাছে ইলুশন ফটোগ্রাফি অনেকটা পাজল গেমস এর মতন, প্রথমে কিছুই বোঝা যায় না, পড়ে আসল রহস্য উদ্ঘাটন করে দারুন আনন্দ হয়।

ছবি সংগ্রহঃ
40 Incredible Examples of Optical Illusions in Photos

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন আইডিয়া।

১নাম্বার ছবিটা প্রথম যেদিন দেখেছিলম, ভয় ধরে গিয়েছিল।

আপনার ক্লিকিং এর খবর কী?

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: ক্লিকিং লেখালিখি সব ই চলছে :)
ধন্যবাদ ও শুভকামনা।

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ভালো লেগেছে আপু B-)
মজাদার ছবি গুলি B-)

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন,

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফটোগ্রাফির ব্যাপারে তেমন অভিজ্ঞতা নেই। তবে ছবিগুলো দারুণ লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, শুভকামনা।।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

আরইউ বলেছেন: বিষয়টা ঠিক ইল্যুশান ফোটোগ্রাফি নয়। টেকনিকেলি সঠিক শব্দ হতে পারে অপটিইকাল ইল্যুশান ইন ফোটোগ্রাফি এবং/অথবা ফোর্সড পার্সপেক্টিভ।

ভালো থাকুন সামিয়া।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

সামিয়া বলেছেন: Illusion Photography

এটাকে অপটিক্যাল ইলুশন তো বলা যায় কিন্তু ইলুশন ফটোগ্রাফি কথাটি ও ভুল নয়।
ধন্যবাদ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

হাসান রাজু বলেছেন: " সিধী দিয়ে রাস্তা চলে গেছে। " - জটিল আইডিয়া ।

কিন্তু প্রথম ছবিটি অসাধারণ ।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

সামিয়া বলেছেন: আহাহা ছবির কৃতিত্ব আমার নয় , আফসোস।

ধন্যবাদ,

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আবারো ছবি দেখে মুগ্ধ!! ক্যামেরা আসলেই একটা দারুন জিনিস, কি বলেন?

পিসার টাওয়ার পড়ে যাওয়া ঠেকিয়ে রাখা একটা ছবি আমারও আছে!! :P

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: আপনার ছবিটা আপত্তি না থাকলে শেয়ার দিয়েন, রেফারেন্স হিসেবে পোষ্টে ইউজ করি।

ভালো থাকুন, ধন্যবাদ।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার উপস্থাপনা। যদিও প্রায় সবগলিই আ্গে দেখা।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

সামিয়া বলেছেন: হ্যাঁ এগুলো তো ভাইরাল পিক, আগে দেখাই স্বাভাবিক। ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭

বনসাই বলেছেন: বিদেশী জিনিস আর ভালো লাগে না। আমাদের দেশে ফটোগ্রাফির বয়স কত হলো? আজও কি দেশীয় কোনো ছবি নমুনা হিসেবে উপস্থাপনের সুযোগ নেই!
অস্তগামী সূর্যকে নিয়ে খেলার ছবি কক্সবাজার-কুয়াকাটায় যেয়ে প্রায় প্রত্যেকেই তুলেছেন। সেখানে থেকেও তো শেয়ার করা যায়ই।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: আপনার আবেগ আমি বুঝতে পারছি, আমার নিজের তোলা ছবি দিয়েই রেফারেন্স দিতে পারতাম, কিন্তু এই পিক গুলা হাতের কাছেই পেয়ে গেলাম তাই, ভবিষ্যতে ব্যাপারটা মাথায় থাকবে। ধন্যবাদ।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু । ভালো থেকো।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজার মজার ছবি সবে দারুণ অভিজ্ঞতা।

ভালো লাগলো ছবি ও কলাকুশল

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা।।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার তোলা ছবি নিয়ে পোস্ট দিন।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

সামিয়া বলেছেন: আচ্ছা দিবো,
থ্যাংকস এগেইন ভাই।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কিছু কাজ লেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

সামিয়া বলেছেন: জেনে ভালো লাগলো।
শুভকামনা ও ধন্যবাদ।।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ইলুশন ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ !! ভাল লাগলো :)



আমি মটু হওয়ার কারণে কোন ফটোগ্রাফার আমার ছবি তুলতে চায় না;
সবাই বলে যে আমার চেহারা নাকি ক্যমেরায় ধরবে না.....! :( ;)
এ থেকে নিস্তার পাওয়ার কোন উপায় আছে কী সামিয়া ফটোগ্রাফার? :)

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

সামিয়া বলেছেন: এখন দেখতে হবে যে অন্যান্য ফটোগ্রাফাররা আসলেই শুধু মটুর জন্য ছবি তুলতে চায় না, নাকি দেখতে ও তেমন সুবিধার না!! =p~ B:-) =p~

ধন্যবাদ।।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন সব ছবি!
শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

সামিয়া বলেছেন: ছবির ক্রেডিট আমার না ভাই।। :D
ধন্যবাদ ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: অাইডিয়াগুলো দারুন ! শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ ।

শুভ কামনা রইলো

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু, শুভকামনা।।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো !!!
চমৎকার !!!
তোমার ভাবনাগুলো অনেক নান্দনিক।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার আপু। শুভকামনা।।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


ফটোগ্রাফারদের অনেক কষ্ট দেখছি। ফটো দেখতে তেমন ভালো লাগে না

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সামিয়া বলেছেন: হুম ভাইয়া।
ধন্যবাদ, শুভকামনা।।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে এখনব মাথা ঘুরছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সামিয়া বলেছেন: হাহা আচ্ছা আচ্ছা! :)

২০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখে মুগ্ধ হলুম।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন,

২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: পোষ্টে একখানা লাইক প্রদান করা হইল। :)

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ পিচ্চি :)

২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

স্যামতত্ত্ব- সিয়ামুজ্জামান মাহিন (স্যাম) বলেছেন: B-)) B-))কুল!!

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯

সামিয়া বলেছেন: থ্যাংকস ডুড B-))

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৪

ভুয়া মফিজ বলেছেন: আপনার ছবিটা আপত্তি না থাকলে শেয়ার দিয়েন, রেফারেন্স হিসেবে পোষ্টে ইউজ করি। ছবিতে তো আমার চেহারা দেখা যায় :( ! আমি পর্দা করা মানুষ, চেহারা দেখাতে চাই না =p~ =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: হাহাহ আচ্ছা আচ্ছা :)

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০০

বিদেশে কামলা খাটি বলেছেন: অসাধারণ লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন,

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি বরাবরের মতোই সুন্দর লেখা। আমার ছবি দেখতে ভালো লাগে। ছবিগুলোও খুব সুন্দর। অনেক ভালোবাসা ও শুভকামনা থাকলো।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: থ্যাংকসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস আপিইইইইইইইইইইইইইইইইইই

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

তারেক ফাহিম বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভালো থাকুন,

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: চমৎকার

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন,

২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

পার্থ তালুকদার বলেছেন: খুব সুন্দর !!

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সামিয়া আপা ফটোগ্রাফি জ্ঞান দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ । সত্যি খুব ভাল লাগল ।

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: thanks apu

৩০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৮

জসীম অসীম বলেছেন: Photographer=Jashim Ashim=2001

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

সামিয়া বলেছেন: সুন্দর ছবি।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.