নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে একই রাস্তা দিয়ে যাবার পথে একরকম দেখায় আবার সেই একই রাস্তা ফেরার পথে আরেক রকম দেখায়। এর কারন আমার চোখ কিংবা মনের দৃষ্টিভঙ্গি কিনা সেটা আমার কাছে পরিষ্কার না, কিন্তু একই রাস্তা যে সবসময় একইরকম দেখতে হয়না এইটা সিওর, রাস্তার রং পাল্টায় আকাশের রঙের সাথে, আবহাওয়ার সাথে, সন্ধার সাথে, সকালের সূর্যের সাথে, ব্যস্ত নগরীর সাথে।
মানুষের দৃষ্টি রহস্যময়, এই দৃষ্টি তৈরি হয় তার পরিবার, পরিজন, বেড়ে ওঠা পরিবেশ পরিস্থিতি ইত্যাদির উপর।
মানুষ এক জীবনে তার এই জন্মগত কিংবা জিনগত কিংবা পরিবেশগত পাওয়া দৃষ্টি দিয়া কত কিছু দেখেন। দেখে তার নিজের মতনই একটা ভালো মন্দ রেজাল্ট বের করেন, যা ভুল ও হতে পারে আবার সঠিক নাও হতে পারে, অর্থাৎ আমি সব মানুষের ভাবনা সঠিক সেইটা বলতে চাইছি না, এরমানে আমার মন ছোট, আর এই ছোট মনের কারনে চোখের দৃষ্টিভঙ্গি অটোমেটিক ছোট হয়ে গেছে। কথা বলতে গেলেই শুধু আমি আমি আমারটা, আমারটাই বেস্ট এই সকল দৃষ্টিভঙ্গি প্রায় সবার কেন হয় কি করে হয় আমার জানা নেই! মন যা দেখে চক্ষু তো তাই দেখবে, আর চক্ষু বিচক্ষণ মহান উদার মন ব্যতিত অন্যরে পজিটিভ দেখতে নারাজ, এই ধরনের উদার মানুষ নিজের ভুল উপলব্ধি, ভুল কথা, ভুল কাজ স্বীকার করে নেয়া মানুষ আসলে তো কম এটা তো মানতেই হবে।
যেই সকল প্রবাসীগণ বিদেশ ভালো বিদেশ ভালো বলে বলে ব্লগে পোস্ট দিয়ে গলায় রক্ত তুলে ফেলতেছেন তারা কি করতেছেন! খালি নিজে আর নিজেদেরটাই ভালো ভালো করতেছেন, দেশ খারাপ দেশের মানুষ খারাপ, দেশের মানুষের মন ছোট, বিদেশের মানুষের মন বড়, কিন্তু আফসোসের ব্যাপার তাদের নিজেদের মন এত বছর বড় বড় দেশের বড় বড় মানুষের সাথে থেকেও নিজ দেশের যাদের ছোট মন ওয়ালা মানুষ বলে চেঁচাইতেছেন তারাও তাদের মতন এত কুটনামী করেন না। দেশের মঙ্গল চাইতেছেন এই ভাব ধরে ক্ষণে ক্ষণে নিজের পুরা স্বজাতি তুলে গালি দিচ্ছেন সেই হুশ ও বা তাদের কোথায়!!
একদিন অফিসের এক ভাইয়াকে দেখি মুখ ভার করে বসে আছেন, নিশ্চিত কোন পলিটিক্স এর মধ্যে পড়ে অসুবিধাজনক অবস্থায় আছেন।
জানতে চাইলাম, কি হয়েছে?
জবাবে সে মৃদু হেসে বললেন--
ম্যাডাম আপনারে একটা প্রবাদ বলি। এক লোক একদিন দেখে এক মৃত ব্যক্তিকে অযথা মারধোর করছে, লোকটি জিজ্ঞেস করলো কিরে মরারে মারস ক্যান?
জবাবে মৃত লোকটিকে পিটাইতে পিটাইতে বলে মরায় নড়ে ক্যান, অনেকক্ষণ ধইরা নইরা চইরা আমার কাজে ব্যাঘাত ঘটাইতেছেন।
যদি কেউ দেশের দশের আশেপাশের যে কারোর দোষ ধরতে চান দোষের অভাব হবেনা।
একদিন প্রখর রোদ্রে ঢাকা ইউনিভার্সিটির ভিসির জমিদার ধরনের সাদা দেয়াল ওয়ালা বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য শুটিং এ গেছি, তখন ব্যাপারটা কেমন হতে পারে এই ঝোঁকের বসে দুই চারটা টিভি প্রোগ্রাম উপস্থাপনা করেছি। বৈশাখি টিভির মেকআপ আর্টিস্ট যুবক এক ছেলে আমার গালে হাত লাগিয়ে চোখে কাজল আঁকতে আঁকতে তার ঘন নিঃশ্বাস আমার মুখ মণ্ডলে পরতেছে এমন অবস্থায় আমায় বললেন আপনাকে খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে জনম জনমের চেনা, আমি মেকআপ রেখে লাফ দিয়া উঠে দাঁড়িয়ে গেলাম, অনুষ্ঠানে অংশ নেবার জন্য সব আর্টিস্ট অবাক হয়ে তাকাতে লাগলেন, পরিস্থিতি সামলাতে আমি বললাম পানি খাব পানির পিপাসা পেয়েছে, কেবল অনার্স প্রথম বর্ষে পড়ি, প্রতিবাদ বা কি করবো তাৎক্ষনিক মাথায় আসেনি,
সেই অনুষ্ঠানে কবিতা পাঠ করবে এরকম এক আর্টিস্ট আমাকে হাত ধরে ডেকে নিয়ে একটি গাছের নীচে দাঁড়িয়ে তার অপূর্ব গলায় সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন ,আমার মন কিছুটা শান্ত হল, হতে পারে মেকাপ ম্যানের কাছে আমার চেহারা আসলেই পরিচিত, আর মেকাপ করাতে গেলে মুখের দিকে তো ঝুকতেই হতে পারে।।
সে মেয়েটির কবিতাটা কি ছিল এতদিন পড়ে আর মনে করতে পারিনা, অনেকটা এরকম হয়ে থাকতে পারে---
জীবনকে তুমি যেভাবে দেখবে জীবন তেমনি,
তুমি যদি জীবনকে দেখো প্রখর রোদের মত তপ্ত তৃষ্ণার্ত, তবে তুমি আর তৃষ্ণা এড়াতে পারবেনা,
যদি দেখো এক আকাশ উড়ে চলা গাঙচিলের মতন স্নিগ্ধ তবে তোমার হৃদয় শান্ত হবে,
উত্থাল সাগরের চোখে জীবনকে দেখো না, জীবনকে জীবনের মত শান্তিতে থাকতে দাও।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বইন আমার
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭
ভুয়া মফিজ বলেছেন: প্রবাসীদের উপর আপনার অনেক রাগ দেখছি... !
এরা অন্য দেশের সাথে নিজের দেশের তুলনা করতে পারে দেখেই সমালোচনা একটু বেশী করে। বি পজিটিভ!!!
আমাদের দেশের মানুষের অনেক সমস্যা.....অস্বীকার করার তো উপায় নাই, তাইনা!!!
লেখাটা অনেকটা রাজীব নুর মার্কা..... ভালো লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
সামিয়া বলেছেন: রাজীব নুর মার্কা তার লেখা আমি পড়েছি তার লেখা জুড়ে থাকে তার স্ত্রী সুরভী ভাবীর নাম। আর সে অনেকটা হুমায়ুন আহমেদ এর মতন লিখেন, আমার লেখায় সে রকম কিছু পেয়েছেন?? দৃষ্টিভঙ্গি প্রসারিত হোক বৎস
জয় সামিয়া পীরের জয়!!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আসলে যার যার ব্যক্তিগত। প্রত্যকেরটা একরকম হবে না। খালিচোখে আমরা যা দেখি তাতেই পুরো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। লেখা ভাল লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০
সামিয়া বলেছেন: খুব ভালো বলেছেন। ধন্যবাদ।।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪
ভুয়া মফিজ বলেছেন: না, মিল টা সেখানে না। একটা টপিক থেকে লাফ দিয়ে অন্য টপিকে চলে যাওয়া...... মিল টা সেখানে।
জয় সামিয়া পীরের জয়!! মার্কেটে নতুন মহিলা পীরের আগমন, শুভেচ্ছা স্বাগতম!!!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯
সামিয়া বলেছেন: দৃষ্টিভঙ্গি প্রসারিত হোক সবার প্রতিটি প্যারাতে ঘটনাতে এই এক টপিকেই ছিলাম।।
এর আগের পোষ্টে বলছেন আমি সাধু চলিত ভাষা মিক্সড করে লিখি। হুম মনে হচ্ছে সমালচনায় আমার লেখক জীবন ধ্বংস হয়ে যাবে।
আবারো ধন্যবাদ ভাইয়া। তবে আপনি কিন্তু খুব ভালো লিখেন। শুভকামনা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: কী আর করা যাবে আপু, হাতের পাঁচটি আঙ্গুল তো আর সমান নয়।গ্রহণ /বর্জন করেই আমাদের চলতে হবে।আপনার বই এর খবর কী? শুভেচ্ছা নেবেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১
সামিয়া বলেছেন: বই এর খবর তো প্রকাশক ভাই কিছুই বলতে চায় না। আমার নিজের বই আমার কাছে এক কপি ও নেই।
অনেক ধন্যবাদ ভালো থাকুন।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কিছু চিন্তাভাবনা যোগ করেছেন। আমার ভালো লাগলো আপনার আলোচনা সমালোচনাসহ।
আমার কাছে মনে হয় কিছু মানুষ কখনওই তৃপ্ত হতে পারেনা, তাদের কাজই পরের উপর দোষ চাপিয়ে নিজের ভুলকে ঢেকে রাখা। এরা জীবনের শেষদিন পর্যন্তও নিজেকে চিন্তে পারেনা, নিজেকে পাল্টাতে পারেনা।
আমি জীবনে বিশ্বাস করে ঠকেছি বহুবার, তবুও বিশ্বাসযোগ্য বিবেচনায় ভুল হয়েই যায় ছোটখাটো। তখন অনেকটা কষ্টে নিজেকে বোকা ভেবে নিজেকেই গালি দেই, নিজের মনকেই গালি দেই। কিন্তু, তবুও বিশ্বাস হয়েই যায়। সব বিশ্বাসই কিন্তু ভুল হয় না, তবে অনেকসময় ভুল হয়। তাইবলে যদি মানুষ মানুষকে বিশ্বাস না'ই করতে পারে তাহলে পৃথিবী চলবে কেমনে! আর বিশ্বাসহীন মানুষ পৃথিবীটাকে নরকে পরিণত করবে এটা নিশ্চিত হয়েই বলা যায়। কারণ, বিশ্বাসহীনতাই হিংস্রতার সৃষ্টি করে।
কিছু লোকের তো দেশের সবকিছুতে এলার্জি, দেশের সবকিছু তাদের কাছে হাস্যকর মনে হয়! তারা দেশকে মুখেই ভালোবাসে অন্তরে হয়তো থাকে ভিন্ন কিছু।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
সামিয়া বলেছেন: কিছু লোকের তো দেশের সবকিছুতে এলার্জি, দেশের সবকিছু তাদের কাছে হাস্যকর মনে হয়! তারা দেশকে মুখেই ভালোবাসে অন্তরে হয়তো থাকে ভিন্ন কিছু। ভালো বলেছেন ভাই।। অসংখ্য ধন্যবাদ।।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দৃষ্টি ভঙ্গী প্রসারিত হলে পৃথিবীর হানাহানি কমে আসবে নিশ্চিৎ......শুভেচ্ছা
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১১
সামিয়া বলেছেন: খুব ভালো বলেছেন, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: সত্যিই দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায় !!
ভাল লিখেছেন পড়ে ভাল লাগলো ।।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১১
সামিয়া বলেছেন: Well said....
Thanks..
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ভুয়া মফিজ বলেছেন: মেকআপম্যানের ঘটনার সাথে আগের ঘটনার উল্লেখযোগ্য যোগসূত্র খুজে পাইনি। তবে জানেনই তো আমি টিউবলাইট ক্যাটাগরীর মানুষ! হয়তো আরো ২/১ বার পড়লে বুঝতে পারবো!!!
সাধু চলিত ভাষা মিক্সড করে তো এখানেও লিখেছেন, তবে এটাই আপনার স্টাইল......তাই ঠিক আছে।
মনে হচ্ছে সমালচনায় আমার লেখক জীবন ধ্বংস হয়ে যাবে। সমালোচনায় লেখক জীবন ধ্বংস হয় না, আরো পোক্ত হয়।
তবে আপনি কিন্তু খুব ভালো লিখেন। হুহ, আমিও একটা লেখক, তেলাপোকাও একটা পাখী!!!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
সামিয়া বলেছেন: Well you can read this type of blog I think আমারে সাধু চলিত blame দেয়া বন্ধ করবেন। shamprotik
এখন ভাইয়া লেখার ধরন পরিবর্তনন হচ্ছে, সেই আগের যুগ তো নাই যে dictionary দেখে দেখে মানুষ লিখবে, যেভাবে যত সহজ ভাবে লেখা বোধগম্য হয় তত ভালো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বাংলা সাহিত্য article টা কি পড়েননি?? সেখানে কিন্তু তিনি বার বার বলেছেন সংস্কৃত শব্দ সাহিত্যে ব্যবহার করে পান্ডিত্য জাহির না করে যেন। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাবে লিখতে। সবশেষে আপনি আমার থেকে অনেক ভালো জানেন আমি বিলিভ করি। ভালো থাকুন।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দৃষ্টভেঙ্গি জীবন বোধ গঠনে বিশাল নিয়ামক!
ভাল লাগল ভাবনা সবচে ভাল শেষের কবিতাংশ টুকু
+++
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
সামিয়া বলেছেন: শেষের কবিতা আমি লিখেছি, তিনি কি আবৃত্তি করেছেন মনে নেই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা।।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা মানুষ আমাদের বৈচিত্রতা থাকবে যেমন সত্য মানুষের দৃষ্টিভঙ্গিতেও ফারাক থাকবে। তবে চিন্তারা সত্যি দুর্লভ যে যেমন চিন্তা করেন তেমনি ভাবেন। তবে মানুষ শিখছেতো। মাছে মধ্যে এখন কিন্তু দেখতে পাই রাস্তার মোড়ে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ঘর্মাক্ত পথিকের জন্য। বিপদগ্রস্থকে সাহায্যে করতে দেখা যায়।
এভাবেই একদিন বদলে যাবে .....।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
সামিয়া বলেছেন: ঠিক বলেছেন দিন বদলে যাচ্ছে, কেউ কেউ প্রচণ্ড ভাবে নিজের জীবন বিপন্ন করে দিচ্ছে অপরকে সাহায্য করতে।।
ভালো থাকুন, শুভেচ্ছা , ধন্যবাদ।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
রাফা বলেছেন: চমৎকার ও গুছিয়ে লিখেছেন।
সর্টকাট বলি নেগেটিভ চিন্তা ধারার মানুষের ভাবনাগুলো বেশিরভাগ নেগেটিভ হয়।আর যারা পজেটিভ চিন্তা করেন তারা নেগেটিভিটির মধ্যেও পজেটিভ কিছু না কিছু খুজে পান।এটাই মুল পার্থক্য।
ধন্যবাদ,সামিয়া।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
সামিয়া বলেছেন: আপনার সুন্দর সৃজনশীল কমেন্টের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭
ভুয়া মফিজ বলেছেন: আমারে সাধু চলিত blame দেয়া বন্ধ করবেন। না, একেবারেই ব্লেইম দেইনি। সাধু-চলিত মিশ্রনের ব্যাপারটা একবারই বলেছি। একবার বলা আর ব্লেইম দেয়া এক কথা হলো? আপনি বলেছেন যে, অাপনি এভাবেই লিখেন..... ব্যাস, ওখানেই শেষ।
একটা উদাহরন দেই, আপনি প্রবাসীদের নিয়ে যা বলেছেন তাতে অামি যদি বলি, আপনি প্রবাসীদেরকে ব্লেইম দিচ্ছেন, তাহলে কি আমার ঠিক বলা হবে? একেবারেই না। কারন, আপনি যা বলেছেন এটা যেমন ঠিক, তার উল্টাটাও ঠিক। এগুলো আসলে প্রসঙ্গক্রমে বলা কথা।
তারপর কিন্তু এই মিশ্রনের কথা আবার এই পোস্টে আপনিই তুলেছেন। নতুন ট্রেন্ডের ব্যাপারটা আমি জানি। তাছাড়া, ফারুকী তার 'ব্যাচেলর' সিনেমায় সর্বপ্রথম এই স্টাইল ব্যাবহার করে। তারপর থেকে নাটকে তো বটেই অনেক সিনেমাতেও এটা দেখা যায়। কাজেই এটা নিয়ে আপনাকে ব্লেইম দেয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া, আপনি সামুতে আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম, শুধু শুধু ব্লেইম কেন দিবো বলেন তো!!!
আশা করি, ব্যাপারটা ব্যাখ্যা করতে পেরেছি। আর যদি এখনও সন্তুষ্ট না হন, বলেন....আবারও ব্যাখ্যা করি ।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা এই কমেন্টের রিপ্লেতে একটা বাক্যই হবে আই লাআআআআআআআআআআআআভ ইউউউউউউউউউউউউ ভাআআআআআআআইইইইইইইইইয়াআআআআআআআআ , কথা হচ্ছে ভাবি যেন এই কমেন্ট দেখে চিন্তায় না পড়ে, এইটা হল ছোট বইনের পিওর লাভ।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫২
দিবা রুমি বলেছেন: আমাদের দৃষ্টি আমাদের। আর আমরাই পারি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার দ্বারা মনের পরিধি বাড়াতে।
সকলের শুভ বুদ্ধির দরজা খুলুক।
সবাই ভাল থাকুক।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১
সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছেন ডিয়ার। শুভেচ্ছা, শুভকামনা।।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭
ভুয়া মফিজ বলেছেন: ভাবি যেন এই কমেন্ট দেখে চিন্তায় না পড়ে পড়বে না, ও আপনাদের সবাইকেই চিনে, মানে আমি যেভাবে চিনি আরকি! তাছাড়া ও জানে আমার চরিত্র ফুলের মতোই পবিত্র.....
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন:
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
তাপস ভৌমিক বলেছেন: ভালো লাগলো।আসলে দৃষ্টিভঙ্গি টাই সকল কিছুর মূল বলে আমি মনে করি।যার যার দৃষ্টভঙ্গিতেই তার ব্যাক্তিত্ব ফুটে ওঠে।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: ভালো থাকুন, শুভেচ্ছা , ধন্যবাদ।
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩
শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি কঠিন কথা এমন সহজ করে কিভাবে যে বলো!! ভালো লেগেছে। ভালোবাসা আর শুভকামনা।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
সামিয়া বলেছেন: লাভ ইউ আপুমনি
অনেক অনেক ভালো থেকো, শুভেচ্ছা , ধন্যবাদ।
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর আশাবাদ ।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
সামিয়া বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।
২০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
সাকলাইন শরিফ বলেছেন: ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন,
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
কামরুননাহার কলি বলেছেন: ঘোলাটে হয়ে গেলাম আপি, তবে লেখাটি অনেক সুন্দর।