নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বুক ইনফো

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪




অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত আমার দুটি বই উপন্যাস "অন্বেষা" মূল্য ১৫০ টাকা আরেকটি গল্পগ্রন্থ "শঙ্কিত শহরে"
মূল্যঃ ১৯০ টাকা।

বই দুটি পেতে চাইলে প্রকাশনী: এক রঙা এক ঘুড়ির পেইজ বা গ্রুপে জানালে হবে অথবা ঘুড়ি প্রকাশনীরর নাম্বারঃ-
০১৯৯৫৫২৯৬৫৪
০১৭১১৩১০৪৭৬
এই দুটির যে কোন নাম্বারে ফোন করলেই কুরিয়ার করা হবে।
বিকাশে পেমেন্ট করা যাবে।

যারা দেশের বাইরে থেকে সংগ্রহ করতে চান, তারা ও একই উপায়ে বই সংগ্রহ করতে পারবেন তবে তাদের কুরিয়ার খরচ বেশি আসবে এই যা।। :) :)



লিলিয়ান আপুর ভালোবাসা তিনি এখানে আমার গল্পগ্রন্থ সম্পর্কে আলোচনা করেছেন



এই বার্তা কোলকাতার এক পাঠক দিয়েছেন।

বই মেলায় প্রথম যেদিন গেলাম ঘুড়ি স্টল থেকে কিছু বই কিনে বিল দিয়ে চেঞ্জ নেয়ার জন্য দাঁড়িয়ে আছি, এরকম সময় গোলাপি রঙের শাড়ি মাচিং জুয়েলারি পরা বেশ সম্ভ্রান্ত একজন এত এত সাজানো বইয়ের ভেতর আমার বইটি অত্যন্ত যত্ন নিয়ে ধরেছেন, তারপর একজনকে বলল আমি বইটি নেব, আমাকে এই বইটি দিন, স্টলে তখন আমার বইয়ের প্রকাশক নীল ভাইয়ার ওয়াইফ ছিল, সে স্মার্টলি আমাকে দেখিয়ে বলল এই বইয়ের লেখিকা সামিয়া ইতি ইনি, আপনি চাইলে তার অটোগ্রাফ নিতে পারেন, আপু কেন জানি নার্ভাস চোখে আমার দিকে চেয়ে বললেন আপনি somewhere in blog এ লিখেন? আপনি কিন্তু আমার প্রিয়তে আছেন জানেন?? সাথে সাথে আমি আপুকে জড়িয়ে ধরতে গেলাম, দুজন অপরিচিত যেন এক নিমিষে আত্মার আপন হয়ে গেলাম। এই ঘটনা আমার জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে, সেই ব্লগার আপু ছিল কামরুন নাহার বীথি আপু, এরকম বেশ কিছু কারনে আমি আপ্লুত। সবাই এভাবেই আমার পাশে থাকুন। ভালো থাকুন। কৃতজ্ঞতা প্রিয় এই ব্লগের প্রতি সবসময়।।

মন্তব্য ৬৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

ক্স বলেছেন: আপনি একজন লেখক - আপনার কাছ থেকে এরকম ভূল আসা কড়া জায়না।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: কোন টা??

২| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

ভুয়া মফিজ বলেছেন: পড়ার খুব ইচ্ছা হচ্ছে। কুরিয়ারের মাধ্যমে এখানে আনতে অনেক খরচ!!!!
আমি গরীব মানুষ, এত ট্যাকা কই পামু...... :(
দেহি, কেউ দ্যাশে গেলে তারে দিয়া আনামু।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: হাহাহা কেউ দ্যাশে গেলে তারে দিয়া আনামু এই কথাতেই আমি খুশি ।। :)
অসংখ্য ধন্যবাদ ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কারো প্রশংসায় ভেসে গেলে চলবেনা। আবার কারো সমালোনায় থেমে গেলেও চলবে না।

গুডসরিডসে বই গুলো এড করলে ভালো হত।

আর আপু বইয়ের মূল্য কত কাইন্ডলি জানাবেন। আর এই বইগুলো পড়ে কেউ রিভিউ লিখে থাকলে সেটার লিংক দিলেও ভালো হত।

ধন্যবাদ...

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: মূল্য যুক্ত করে দিচ্ছি। ধন্যবাদ সুন্দর সাজেশনের জন্য ।।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লিখিত বই দুইটার বহুল প্রচার কামনা করছি। যে যাই বলুক সামনে এগিয়ে যাবেন। বই দুইটাই সংগ্রহ করবো। ভাল থাকবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।।

শুভকামনা।।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

সৈয়দ তাজুল বলেছেন: বইগুলো কেনা হয়নি, পুনরায় পুস্ট করায় উপকার হল।

কেনে নেব ইনশাআল্লাহ।

অন্তত আপনাকে মলাটবদ্ধভাবে নিজের কাছে রাখতে পারব।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: বেশ কয়েকটা আক্রমণাত্মক কমেন্টের ভীরে আপনার এত সুন্দর কমেন্ট চোখ এড়িয়ে যাওয়ায় লেট রিপ্লে হল। অন্তত আপনাকে মলাটবদ্ধভাবে নিজের কাছে রাখতে পারব। কথাটা বেশ অনুপ্রেরনার ।। কৃতজ্ঞতা অশেষ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

ক্স বলেছেন: বই দুটি কি আপনার লিখিত নাকি প্রকাশিত?

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

সামিয়া বলেছেন: আপনি কি বলতে চাইছেন??

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মূল পাঠক কারা? ব্লগের বাইরে সাড়া কেমন পাচ্ছেন? এই পর্যন্ত কয়টি বই প্রকাশিত হয়েছে? বইগুলো কি প্রকাশক প্রকাশ করেছে নাকি আপনি অর্থ ব্যয় করে প্রকাশ করেছেন? লেখালেখি চর্চার জন্য ব্লগের কেমন ভুমিকা থাকতে পারে? আপনার নিজের দৃষ্টিতে আপনার দুর্বলতা কোথায় বা কোথায় নিজের উন্নতির প্রয়োজন আছে?

অনেক প্রশ্ন করলাম, অগ্রিম শুভ কামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

সামিয়া বলেছেন: আমার বইয়ের মুল পাঠক একদম অচেনা মানুষজন, আমার অফিস , আমার পরিবার আমার অন্ধু বান্ধব কেউ এসবের ভেতরে নেই। এই পর্যন্ত আমার একক ৪ টি একক বই প্রকাশিত হয়েছে। এছাড়া যৌথ ভাবে তিনটি বই প্রকাশিত হয়েছে। বই গুলো প্রকাশক প্রকাশ করেনি আমি অর্থ বায় করে প্রকাশ করেছি, এর কারন হচ্ছে আমার প্রকাশক কে আমার বই প্রকাশ করতে আগ্রহী এরকম কাউকে খুঁজে বের করার এবং পাণ্ডুলিপি অচেনা কাউকে মেইল করার মতন সিকিওর মনে হয়নি, স্ব শরীরে নিয়ে কোন প্রকাশকের সাথে দেখা করার মতন যথেষ্ট সময় ইচ্ছা হয়নি, নিজের টাকা দিয়ে বই প্রকাশ করার আরেকটা ব্যাপার বই এর মান নিয়ে পেইজ কভার অন্যান্য যা বলবো যেভাবে বলবো সেভাবেই হবে, নতুন রাইটার হিসেবে এই স্বাধীনতা অন্য প্রকাশকের কাছে পাবনা যদি তাদের খরচে বই হয়। লেখালিখি চর্চার জন্য ব্লগ একশোতে একশো ভাগ ভূমিকা রাখে, তবে অনেক সময় উল্টাটাও হয় সে ভিন্ন বিষয়। আমার নিজের দৃষ্টিতে আমার দুর্বলতা লেখায় আমার যথেষ্ট সময় দেবার অভাব, এইতো-----------

সব প্রশ্নের জবাব দিলাম, অসংখ্য ধন্যবাদ রইলো।।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: যৌথ ভাবে আরেকটি বইয়ের কথা বলা হয়নি, এক রঙ্গা এক ঘুড়ি থেকে প্রকাশিত গল্প গ্রন্থ মাতাল হাওয়া। কোলকাতা থেকে প্রকাশিত যৌথ ভাবে প্রকাশিত বই কাঁটাতারের এপার ওপার ছাড়া আর কোন যৌথ বইয়ের জন্য টাকা দিতে হয়নি। বই কিনতেই হবে এমন কোন শর্ত ও ছিল না।

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

দিবা রুমি বলেছেন: প্রচ্ছদ তো খুবই শৈল্পিক হয়েছে। মনে হয় ভেতরে রত্ন আছে।

"এক রঙা এক ঘুড়ি" প্রকাশনীর কোন স্থায়ী লাইব্রেরি বা আফিস থাকলে বলেন। সরাসরি নিয়ে আসবো।

আপনার জন্য শুভকামনা থাকলো অফুরান।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: শুক্রাবাদ একরঙা এক ঘুড়ির অফিস আছে। আমি ডিটেইল ইনফো জেনে জানিয়ে দেবো।।
অনেক অনেক ধন্যবাদ।।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

ক্স বলেছেন: আমি যা বলতে চাইছি কাল্পনিক ভালবাসা তা বুঝিয়েছেন।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

সামিয়া বলেছেন: হায়রে!!!!!! কাল্পনিক ভালোবাসার উত্তরটা দেখে নিন।। বই নিজের টাকায় বের করার কারন লেখার মান খারাপ এরকম ভাবা ভিত্তিহীন। মনটাকে টেনেটুনে একটু বড় করেন না ভাই।।

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনিতো অনেক বই লিখেফেলেছেন! সাধুবাদ আপনাকে

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ , শুভকামনা ।।

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

ক্স বলেছেন: আপনি বুঝেন নি আমি কি বলতে চেয়েছি।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: আপনার মতন আমার মাথায় তো এত বুদ্ধি নাই । কথা ভেতর থেকে বের করে দিন তো , অপমান করতে চাইলে করতে পারেন আই ডোন্ট মাইন্ড।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

অর্ক বলেছেন: আপু আপনার মতো প্রখর বুদ্ধিসম্পন্না প্রতিভাবান নারী ব্লগারের সাথে ব্লগিং করতে পেরে কী যে ভালো লাগছে! ইচ্ছা করছে, এখুনি অটোগ্রাফসহ বইদুটি সংগ্রহ করি। কিছু মনে করবেন না দুটো বিষয় জানবার ছিল, বইয়ের লেখাগুলো কী সম্পূর্ণ মৌলিক নাকি বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে।

যাই হোক, জয় বাংলাদেশের নারী লেখিকা ইতি সামিয়ার জয়। আমি ধন্য আপনার সঙ্গে এক প্লাটফর্মে ব্লগিং করতে পেরে। শুভেচ্ছা গ্রহণ করুন হে মাননীয়া।

আপনি ধন্য। আপনি ধন্য।

(আগের মন্তব্য তাড়াহুড়োয় ভুল হয়েছে। ডিলিট করতে পারেন।)

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: আমার জীবনে কোন কাজে কোন অনুকরণ নেই।।
আপনি আমার প্রশংসা করলেন না মজা করলেন বুঝলাম না।। আমার ধন্য হবার কিছু নেই ভাইয়া, মানুষ কবরে গেলো এখন আর মানুষের কাছে ভালো হতে পারে না।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার সাফল্য কামনা করছি।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ। আপনি সব ব্লগারের মঙ্গল কামনা এবং যথেষ্ট সাপোর্ট করেন ।।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

অর্ক বলেছেন: আপনার সারল্যে আমি সত্যি মুগ্ধ আপু। যাই হোক সংশয় নিয়েও মন্তব্য ডিলিট না করে যে উত্তর দিয়েছেন, সে জন্য অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা। এই মন্তব্যে কোনও সংশয় রাখবেন না আপু!

এগিয়ে চলুন...

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: আমি বাস্তবিকই অনেক সহজ সরল, এটা আমার ভালো মানুষীর জন্য, এই যুগে ভালো মানুষদের বোকা বলে জানেন তো, সেই অর্থে আমি একশতে একশো ভাগ বোকা।
অসংখ্য ধন্যবাদ।।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

নীহার দত্ত বলেছেন:

সুন্দর ভালো লাগলো।
লেখক পাঠক মিলনমেলা জরুরী।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

ক্স বলেছেন: আমি স্পষ্ট করে বলছি, শিরোনামে লিখেছেন 'আমার প্রকাশিত বই' আবার পোস্টে লিখেছেন 'আমার বই'। তার মানে দাঁড়ায় আপনি হয় বইয়ের প্রকাশক অথবা বইয়ের গ্রন্থস্বত্ত্ব আপনাকে দেয়া হয়েছে। তাহলে প্রশ্ন হল বইয়ের কাভার পেইজে আপনার নাম কেন?

বইয়ের নামের নিচে কারো নাম থাকলে ধরে নেয়া হয় তিনিই বইয়ের লেখক যদিনা তার আগে অনুবাদ বা সম্পাদনা লেখা না থাকে।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

সামিয়া বলেছেন: এটা তো প্রথমেই বলতে পারতেন। যাক বই এর লেখক আমিই এবং গ্রন্থ ষত্ব আমার প্রকাশক এক রঙ্গা এক ঘুড়ি, আমি কি আমার লেখা প্রকাশিত বই বলে আইন লঙ্ঘন করেছি?? আমার লেখা বই প্রকাশিত হলে সেটা কে কি বলতে হয়?? আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশি বুঝে বেশি বেশি প্রশ্ন করার জন্য।।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক সফল হউন, শুভ কামনা রইলো।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।
ভালো থাকুন সব সময়।।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার বইয়েরই তথ্যা দিলেন!


তাও যোগাযোগ করার চেষ্টা করবো!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ। ওটা প্রকাশনীর সাথে যোগাযোগের নাম্বার।

১৯| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

ক্স বলেছেন: স্যরি আপনাকে অনেক উত্যক্ত করলাম। আপনার লেখার ধরণ দেখে আমার বড় বোনের কথা মনে পড়ে গেল যে এখন ইউএসএ তে আছে। যখন আমাদের সাথে থাকত, তখন এরকম উল্টপাল্টা বলে মজা নিতাম আর সেও আপনার মত উত্তর দিত। আমার মন্তব্য অনেকটা চ্যাটের মত হয়ে যাচ্ছে, তাই এই পোস্টে আর কোন মন্তব্য করব না। ফোনে যোগাযোগ করতে অস্বস্তি লাগছে। কোন দোকানের ঠিকানা দিন, কাউকে পাঠিয়ে বই দুটো সংগ্রহ করে নেব। অথবা রকমারি ডট কমে সেল দিতে পারেন।

শিরোনাম কি আমার কথায় পাল্টালেন? স্যরি এগেইন - বারবার বিব্রত করার জন্য। আর করব না।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সামিয়া বলেছেন: ফোন নং আমার না, প্রকাশনীর মেম্বারদের। আমি আসলে গেঞ্জামে যেতে চাচ্ছিলাম না, যেন আর এটা নিয়ে কথা না বলেন তাই শিরোনাম পাল্টানো হয়েছে। বিব্রত হয়েছি কথা সত্য, এইখানে এই রকম দুই একজন থাকেই তাই অবাক হইনি।। আপনার বোনের আর আপনার জন্য শুভকামনা।। ভালো থাকুন।

২০| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখকের খাতায় নাম লিখে ফেললেন ! এর অনুভুতি মনে হয় খুব চমৎকার....

আপনার লেখক জীবন উপভোগ্য হোক ।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

২১| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই সংগ্রহ করবো; আপনার সাফল্য ব্লগারদের উৎসাহিত করছে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

সামিয়া বলেছেন: না গো ভাইয়া আপনি সংগ্রহ করবেন না প্লিজ, আপনার সমালোচনা আমি সইতে পারবো না :( :( :(
হাহা ধন্যবাদ ভাইয়া।

২২| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

শার্লক_ বলেছেন: বাহ আপনার বই। অবশ্যই সংগ্রহ করবো। কিন্তু অটোগ্রাফ কই পাবো, অটোগ্রাফ লাগবে যে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: অটোগ্রাফ লাগলে বাসায় গিয়া দিয়া আসবো :) :)
হাহা ধন্যবাদ, ভালো থাকুন।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কাছের-মানুষ বলেছেন: আপনি সফল হোন। এগিয়ে চলুন সামনে। আমার শুভ কামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।। ভালো থাকুন।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সময়ের অভাবে আপনার আজকের পোস্টটি আপু আগে পড়া হয়নি।তবে এখন পড়লাম।দেখলাম আপনার সাধনার ফল।কিছুটা তো উপর ওয়ালার উপর নির্ভর করছে।এপার বাংলায় আমাদের বইটি পাওয়ার কোন ব্যবস্থা করেছেন? তবে যাইহোক আপু যেকোন বড় কাজে বাঁধা থাকবেই।আপনি যেন সমস্ত বাঁধা অতিক্রম করতে পারেন,এই কামনাই করি।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

সামিয়া বলেছেন: এপার বাংলা থেকেও সংগ্রহ সম্ভব, সে ক্ষেত্রে কুরিয়ার খরচ বেশি পড়বে আর কি। ধন্যবাদ, ভালো থাকুন দাদা।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সোহানী বলেছেন: শুভ কামনা সবসময়ই সামিয়া। প্রকাশের পর থেকেই আগ্রহ সংগ্রহ করার কিন্তু এ মুহূর্তে কঠিন। শুধু তোমার না, সকল ব্লগারদের বই সংগ্রহ করার ইচ্ছে সবসময়ই। নেক্সট বইমেলার আগে বা সময়ে দেশে আসতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপুনি।। ভালো থেকো।।

২৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

সৈয়দ তাজুল বলেছেন: ফিরত কৃতজ্ঞতা সাথে অশেষ দু'আ। :)

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

নীলপরি বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ।

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি

২৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

বনসাই বলেছেন: আজ মনে হয় কোনো কারণে আপনার মন অস্থির। লেখাটা তাই খুব গোছানো মনে হলো না। মন্তব্যেও আপনার উচ্ছ্বলতা আজ নেই। অথচ কত আনন্দের এক সংবাদ শেয়ার করেছেন; নিজের অর্থে বই প্রকাশে নবীন লেখকের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে- ভাবনা জাগানিয়া বিষয় তুলে ধরেছেন এখানে। এভাবে আমি চিন্তা করি নি আগে।

আপনার লেখার সাথে আমরা পরিচিত, তাই নিশ্চিন্তে বলা যায় পাঠকের জন্যে ভালো রসদ আছে বই দু'টিতে।

'অণ্বেষা'র প্রচ্ছদের চোখ মনে করিয়ে দিয়েছে সামু ব্লগে চোখ আঁকা নিয়ে সেই ক্যাচালকে।

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: হুম মন অস্থির যাচ্ছে!!!!

অন্য সময় হলে অনেক ফ্যান করতাম, মজা করে তর্কের জবাবে তর্কের উত্তর দিতাম, এত দূর থেকে আমার মনের বিক্ষিপ্ততা কীভাবে ধরলেন!!!?? আশ্চর্য!!

আন্তরিক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

২৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: সামনে বই মেলায় অন্তঃপক্ষে আপনার লেখা পাঁচটি বই চাই !!! !:#P

আরো লিখতে থাকুন.....

প্রিয় লেখিকার জন্য অনেক অনেক শুভ কামনা রইল!!

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: পাঁচটি বইয়ের স্পন্সর কে করবে শুনি!! অতো টাকা আমার নেই।।

বাই দা ওয়ে থ্যাংকস ।।

৩০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আগ্রহ নিয়েই বইটি সংগ্রহ করবো।

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৩

কল্পদ্রুম বলেছেন: বই লেখার জন্য আপনাকে অভিনন্দন।আচ্ছা নিজের লেখা কোন বই হাতে নেওয়ার অনুভূতি খুব দারুণ,না?
আমার বেশির ভাগ সময়ই পুরাতন লেখকদের বই পড়া হয়।সমসাময়িক লেখকদের কোন বইয়ের প্রতি কেন যেন টান পাই না।আপনার 'শঙ্কিত শহরে' উপন্যাসটার নাম পছন্দ হয়েছে।কিছু মনে না করলে উপন্যাস দুটোর কাহিনীর প্রেক্ষাপট জানতে পারি?

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: আপনি উপড়ে দেয়া লিলিয়ান আপুর ইউটিউব রিভিউ দেখে অনেকটা জানতে পারবেন, এই সম্পর্কে আমার ও কিছু পোস্ট আছে, আসলে বই সংক্রান্ত আবেগ আমার ভেতরে নাই, হতে পারে আমি একই সঙ্গে লিখি , ফটোগ্রাফি করি, চাকরী করি, স্টাডি করি , হতে পারে আমার মন যান্ত্রিক।।

আন্তরিক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।

আপনার সাথে একই ফ্ল্যাটপর্সে ব্লগিং করতে পেরে অনেক অনেক গর্ভিত।

আপনার জন্য শুভ কামনা।

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.