নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা মিনিটে মিনিটে
সেকেন্ডে সেকেন্ডে
তোমাকে ভাবতে ভাবতে
ধূসর দিনগুলো শুরু হয়।
দিন অতিবাহিত হয়।
দিন দৌড়ায়;
আমি থেমে থাকি।
তুমি কিন্তু থেমে নাই প্রিয়।
সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছো,
এত দ্রুত দৌড় তোমার!
বিশ্রামহীন!!
ক্লান্ত লাগেনা?
নিঃশ্বাস বন্ধ হয়ে আসেনা?
বুক ভারী হয় না?
মাথা ব্যাথা করে না?
একা লাগে না?
কান্না আসেনা?
এত রিস্কি দৌড়ে আহত তো হতে পারো!
মরেও যেতে পারো!
ভয় হয় না?
এত মনের জোর তোমার!
কোত্থেকে পাও প্রিয়?
আমাকে দেখো;
আমার মনের জোর তুমি।
তুমি আছো!
এই শব্দ দুইটার উপর নির্ভর করে
আমি রোজ ঘুম থেকে উঠি;
রোজ তোমার মতনই
ছুটতে চেষ্টা করি।
কিন্তু আমি ক্লান্ত হই খুব।
নানা কারনে ক্লান্ত হই;
তুমি পাশে না থাকায় ক্লান্ত হই।
তোমায় অযুত নিযুত বছর দেখিনা বলে ক্লান্ত হই।
আমার সমস্ত পৃথিবী তুমি বলে ক্লান্ত হই।
প্রতিনিয়ত রোগ শোকে ক্লান্ত হই ।
দিন দিন পরাজিত হচ্ছি বলে ক্লান্ত হই।
একটা কথা বলি?
এই জগতে তোমাকে আর পাবার আশা করিনা।
মরনের পরে কি হবে তাও ধারনার বাইরে
আমাদের কবর পাশাপাশি হলে কেমন হবে প্রিয়?
দূরত্ব কমে যাবে না?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
সামিয়া বলেছেন: আপনার প্রিয় হোক জান্নাতে আপনার সারির যাত্রি।
একদম মনটা কেঁপে উঠলো এই লাইনটি পড়ে।।
অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য ও।
ভালো থাকুন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
তারেক ফাহিম বলেছেন: শুভ কামনা উভয়ের জন্য।
কবিতায় ++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেয়নায়।।
ভালো থাকুন।।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড্ড কষ্টের নির্যাস কবিতার কথাগুলো।
ভালো লাগলো। শেষ কথাটার সাথে মিশে আছে না জানি কতশত দীর্ঘশ্বাস।
শুভকামনা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬
সামিয়া বলেছেন: চমৎকার অনুধাবনের জন্য কৃতজ্ঞতা।।
ভালো থাকুন সবসময়।।
ধন্যবাদ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
হাফিজ বিন শামসী বলেছেন:
বর্তমানের এই দূরত্ব যদি আপনাকে আমাদেরকে সুন্দর সুন্দর কাব্য উপহার দিতে সহায়তা করে তবে যেন দূরত্ব অটুট থাকে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
সামিয়া বলেছেন: এহেহেহেহে এটা কিন্তু অভিশাপ হয়ে গেলো!!
হাহা ধন্যবাদ এবং শুভকামনা রইলো।।
ভালো থাকুন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম। কবিতা পাঠে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবিকে বিগত শহীদ ও মাতৃভাষা দিবসের রক্তিম অভিনন্দন জানাই।
শুভকামনা রইল সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা এবং শুভকামনা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে+
শুভ কামনা রইল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ রইলো
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: সহজ সরল প্রেমের কবিতা সামিয়া যা মনকে খুব করে নাড়া দিয়ে গেল ফাগুন বাতাসের মতই ।
অনেক ভালোলাগা জানবেন
+
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ মাই ডিয়ার আপু অনুপ্রেরণায় কৃতজ্ঞতা।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মরণের পরে...
শেষ দু'লাইন সুন্দর ছিল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
সামিয়া বলেছেন: অন্য সাইটের লোকজন অবশ্য পুরো কবিতাটির ই প্রসংশা করেছেন।। দেখো
ধন্যবাদ
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
সামিয়া বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার !
শেষ দুই লাইন তো অনবদ্য !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
সামিয়া বলেছেন: ধন্যবাদ অনিক
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৬
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ রইলো।। শুভকামনা।
১৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
মর্মস্পর্শী কবিতা!
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮
সামিয়া বলেছেন: ভালো থাকুন সবসময়।।
ধন্যবাদ।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
Puspen বলেছেন: Bengali Poem
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২
সামিয়া বলেছেন: পুস্পেন আপনি কে? শুধু আমাকে কমেন্ট করে চলে গেছেন-----------------------
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
Puspen বলেছেন: Bengali Poem
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
Puspen বলেছেন: আমাদের সাইটটি তে ভিসিট করার আমন্ত্রণ রইল
https://bengali-poem.website
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার প্রিয় হোক জান্নাতে আপনার সারির যাত্রি। দু'জগতে শুভকামনা আপনাদের জন্য।
কবিতা ভাল হয়েছে।
প্লাস+++