নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে মানুষ থাকে, এই নির্দয় নিষ্প্রাণ দেশে,
এই লৌহপুরীতে?
এই শহরের ভিড়ে পাখিদের ওড়াউড়ি নেই,
গাভীর হাম্বা রব কখনো শুনি না;
শুধু অচেনা মানুষের কোলাহল, গাড়ির কর্কশ শব্দ
বাড়ির উঠানে এখানে ওঠে না চাঁদ, নদীময় তারাভরা
দেখি না আকাশ
জুড়ায় না ক্লান্ত দেহ দখিনা বাতাস
এখানে মানুষেরা এক সাথে হেঁটে যায় কেউ কাউকে চেনে না, মানুষ
এখানে থাকে?
— মহাদেব সাহা
গতকাল কোন পহেলা ফাল্গুন ছিলনা ।ভালোবাসা দিবস ও না তবু অনেকের মাথায় দেখলাম ঝাঁকে ঝাঁকে ফুল।।
কোন স্টল থেকে এই বই দুটির ছবি তুলেছি মনে নেই।। প্রচ্ছদটা সুন্দর ছিল।।
বইমেলায় বিভিন্ন লোকজনের গমন, ছবিতে দেখা যাচ্ছে মূর্ধন্য স্টল।।
একটু ফটোগ্রাফির চেষ্টা
গতকাল বইমেলা ছিল ভীরের রাজ্য
জীবনে ইনাদের ছবি কত কোটি কোটি যে তুলেছি তার হিসেব নেই।।
বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।— প্রতিভা বসু
আসুন ভীরের মধ্যে কাড়াকাড়ি করে বই কিনি। বই কিনে দেউলিয়া হই।।
প্রিয় লেখক।।
শব্দ শৈলী
স্টলে আমার বইগুলো আমার বই আবারো
আবারো
গতকাল বইমেলা ছিল ভীরের রাজ্যে বইমেলা গদ্যময় তাই স্টল গুলোতে ঢোকাই যাচ্ছিলো না, কাজেই ইচ্ছে থাকা সত্ত্বেও সব ব্লগারদের প্রায় তেমন বই সংগ্রহ করতে পারিনি, ঘুড়ির স্টলে বসে বসে যা যতটুক চোখে পড়েছে কিনে এনেছি।। বইগুলো নিয়ে ছবিও তুলেছি।।
ব্লগার সংকলন ঋদ্ধ ২ । এখানে এই ব্লগের সকল নামকরা লেখকরা আছেন।
ব্লগার আশরাফুল ভাইএর মিথস্ক্রিয়া
গল্পকার নুরুন নাহার লিলিয়ান আপুর জাপানি ভুতের গল্প
নীল সাধু ভাই এর সম্পাদিত গল্প গ্রন্থ মাতাল হাওয়া , এই বইয়ে আমার গল্প সহ আরও অনেক ব্লগারদের গল্প আছে দেখলাম।।
কিনেছি আরও কিছু বই যেগুলোর ছবি তুলিনি বলে দিতে পারছিনা।।
ফিরবার পথে বইমেলা যেন বাণিজ্য মেলা অথবা বিশ্ব ইস্তেমার মত আকার ধারন করেছিলো।।
যদিও ছবিতে অতটা বোঝা যাচ্ছিলো না।। ভালো ব্যাপার হচ্ছে মানুষ প্রচুর বই কিনছে।।
ভালো থাকুক সবাই ভালো থাকুক বইপ্রেমীরা।।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
সামিয়া বলেছেন: এটা ঠিক লেখালিখির থেকে ফটোগ্রাফিতে আমার আগ্রহ বেশি। লেখালিখি যে ইচ্ছে করে করি তা না, বিভিন্ন টপিক এসে মাথায় ঘুরপাক খায় ওগুলো মাথা থেকে মুক্ত করতেই লিখতে হয়, না লিখলে মাথা একদম নষ্ট।
ধন্যবাদ , ভালো থাকুন।।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: ্মনে হলো বই মেলা থেকে ঘুরে এলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
সামিয়া বলেছেন: জেনে ভালো লাগলো। ।
ভালো থাকুন ধন্যবাদ।।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
উম্মে সায়মা বলেছেন: ছবিগুলো দেখে খুব ভালো লাগলো আপু। সুন্দর এসেছে
আপনার বইগুলোর জন্য শুভকামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু।। শুভকামনা।।
ধন্যবাদ।।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পোষ্ট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকুন।।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
রিএ্যাক্ট বিডি বলেছেন: MOBILE CHOR || NEW BANGLA SHORT FILM 2018[Emotional] |
Link:- https://youtu.be/kcJnjzeg-mA
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০
জাহিদ অনিক বলেছেন:
বইমেলা প্রতিবেদন ভালো লাগলো সামিয়া আপু।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছ
ধন্যবাদ।।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪
লক্ষণ ভান্ডারী বলেছেন: বইমেলা দেখে মুগ্ধ হলাম। সংগ্রহ চমত্কার।
শুভ নব বসন্তের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
প্রতিনিয়ত ও সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা।।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
আকতার আর হোসাইন বলেছেন: বইমেলা নিয়ে পোস্ট।। ভালো লাগলো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
বেশ তো ব্যাস্ত ! বইলমেলার এই ভীড়ে অনেক গল্প কবিতা ঘুরে বেড়ায় !
চমৎকার ছবি । ভাল লেগেছে বেশ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা।।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে বই মেলার ছবি ব্লগ । বিভিন্ন ধরনের অপরুপ ফুলের মালা পরিহতাদের ছবি গুলি মনে হয় বাসন্তি আমেজ ছড়িয়ে দিয়েছে সমস্ত মেলা প্রাঙ্গন জুরে , দেখে ভাল লাগল ।
লেখালেখির সাথে ছবি তুলার হাতটিউ বেশ সুন্দর বলে প্রতিভাত হয়েছে । কিছু কিছু স্টলের সুন্দর নামগুলি ছবিতে ভেসে উঠেছে। এই মহুর্তে দেশের বাইরে থাকায় মেলায় যাওয়া হয়ে উঠেনি । মেলাটির প্রবেশ তোরনের একটি ছবি দেখতে পারলে ভাল লাগত । এবারের বই মেলার বিশেষ কোন থিম আছে কিনা তা এখনো জানতে পারেনি ।
মনে পরে বিশ্বকবির সার্ধশততম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ২০১১ সনে বই মেলার বিশেষ থিম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তাঁর জীবন এবং সহিত্যকর্ম নিয়ে মাসব্যাপী বই মেলায় ছিল আলোচনা, অনুষ্ঠান, প্রদর্শনীসহ নানা আয়োজন৷ । তবে . 'একুশে আমাদের পরিচয়' এই স্লোগান নিয়ে ৫২'র ভাষা শহীদদের স্মরণে ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমী আয়োজন করে আসা থিমটাই এখনো চালু আছে কিনা তা মেলা আয়োজনকারীদের পরিস্কার করে দেয়া প্রয়োজন বলে মনে করি । যাহোক অমর একুশে বই মেলাটি দিনে দিনে এখন বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে ৷ পরিণত হয়েছে মননশীলতার প্রতীকে৷ এই ব্লগ পোষ্টে এই চিত্রগুলি দেখে ভাল লাগল ।
এবারে বই মেলা প্রসঙ্গে বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত কথামালা দেখতে পাচ্ছি তাতে একটি কথা মনে বড় বাজে । আমাদের বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় বিশেষ কোন পরিবর্তন নেই , প্রকৃত বৃদ্ধি নেই, লক্ষ্য-উদ্দেশ্যের কোনো বালাই নেই, ব্যবস্থাপনা সেই আগের মতই । দীর্ঘদিন ধরেই এই বই মেলার আয়োজন নিয়ে মৌসুমী কিছু মৃদু কথাবার্তা হয় এবং ফেব্রুয়ারি শেষ হলেই সেই আলোচনা পরবর্তী বছরের জন্য মুলতবি হয়ে যায়। কিন্তু আমার মনে হচ্ছে, এই আলোচনাটা আরেকটু জোরগলায় করার সময় এসেছে। এই বই মেলাটার পরিধিকে আরো বাড়িয়ে তোলাটা আমাদের সবারই দায়িত্ব। বাংলাদেশে বছরে মাত্র চার থেকে পাঁচটি বইমেলা হয়। ঢাকা আন্তর্জাতিক বইমেলা, হেমন্তের বইমেলা, বর্ষার বইমেলা এ ধরনের গোটা পাঁচেক বইমেলা সারা বছরে হয়ে থাকে মাত্র । তাদের প্রচার পরিধিও তেমনটি নেই । প্রসঙ্গক্রমে ফ্রাঙ্কফুর্ট বইমেলার কথা বলা যায় , মেলাটির বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আন্তর্জালে ক্লিক করা মাত্র পাওয়া যায় , বাংলা একাডেমী বইমেলার তথ্য তেমনটি পাওয়া যায়না । ফ্রাঙ্কফুর্ট বইমেলা মূলত প্রকাশক ও লেখকদের মেলা, পাঁচ দিনের মেলায় দর্শকসংখ্যা তিন লাখকেও ছাড়িয়ে যায় , গড়-দৈনিক প্রায় ষাট হাজার, একশোর বেশী দেশ মেলায় অংশ নেয় , সাত /আট হাজারেরও বেশি প্রতিষ্ঠান, প্রায় একশতটি দেশের হাজার দশেক সাংবাদিক মেলায় অংশ নেয় । বই কিনতে সেখানে সাধারণ পাঠকদের চেয়ে বই এর পৃষ্ঠপোষকদের সংখ্যাধিক্য বেশী থাকে ।তারাই সারা বছর ধরে বিশ্বজুরে লেখক লেখিকাদের জন্য বিভিন্ন ধরনের প্রনোদনা যোগায় , সমৃদ্ধ হয় বই প্রকাশনা শিল্প , লেখক লেখিকা দের মননশীলতায় ও বানিজ্যিভাবে , বই মেলার মুল উদ্দেশ্যটি হয় সাধন । আমাদের দেশেও বই মেলার সার্বিক লক্ষ্য এরকম হলে অনেক উপকার হয় বই এর সাথে সংস্লিস্ট সকলের জন্য।
সার্বিকভাবে মেলায় উপস্থাপিত সকল বই/পুস্তক সেই সাথে বিশেষ করে আপনার লেখা বইগুলির উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
বসন্তের শুভেচ্ছা রইল
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
সামিয়া বলেছেন: আপনার বিশদ জ্ঞানপূর্ণ মন্তব্য পড়ে অনেক কিছু জানতে পারলাম, এবং আপনার সমস্ত কথার সাথে একমত পোষন করি।। ভাল থাকুন, ধন্যবাদ এবং শুভকামনা।।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মক্কার মানুষ হজ্ব পায়নার মতো হয়ে যাচ্ছে!
দু সপ্তাহ পেরিয়ে গেল- মেলায় যা্ওয়া হলো না!
আহা! কি দারুন প্রাণের মেলা। ছবি ভ্রমনে মেলায় বেড়ানোর আমেজ ছূঁয়ে গেল
+++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
সামিয়া বলেছেন: এখনো মেলায় যান নাই!!!! এটা কোন কথা হলো!!
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
বেশ বই মেলা বই মেলা লাগছে পোষ্ট এ এসে;
অনেক ধন্যবাদ ইতিমনি ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপু। শুভকামনা।।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেলায় প্রচুর বই বিকিকিনি হচ্ছে জেনে ভাল লাগলো ।
ঋদ্ধ দেখে আরো ভাল লাগলো ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া।।
ভালো থাকুন।।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: বই মেলার ছবিগুলো দেখে খুব ভাল লাগলো++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ ।।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
বিজন রয় বলেছেন: অনেক এন্জয় করছেন!
শুভকামনা রইল।
লেখালেখি অব্যাহত রাখুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
সামিয়া বলেছেন: লেখালিখি অব্যাহত রাখুন কথাটি এই প্রথম কারো মুখে শুনলাম। ভালো লাগলো কথাটি।।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাথে সাথে বইমেলা ঘোরা হয়ে গেল!
ছবি গুলো অনেক সুন্দর।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা।।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার! বইগুলোর রিভিউ পারলে দিয়েন!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
সামিয়া বলেছেন: বুক রিভিউ কখনো লিখিনি। এর কারন বই আমার অতি প্রিয়, অতি প্রিয় জিনিষ লিখে কিংবা কোন শব্দ দিয়ে বর্ণনা আমি পারফেক্ট মনে করিনা।
ধন্যবাদ , শুভকামনা।।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বইপ্রেমীরা ভাল থাকুক সেই সাথে লেখকরাও (লেখিকাসহ) ভাল থাকুক। আপনার ফটোগ্রাফিতে এত আগ্রহ থাকতে লেখিকা হলেন কীভাবে?