নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সবাইকে বসন্তের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

ছবিঃ আমার তোলা

এক সহজ সরল বড় ভাই গতবার পহেলা ফাল্গুনে তার বউ বাচ্চা নিয়া হাতিরঝিল ঘুরে এসে খুবই কনফিউস্ড হয়ে বললেন, আসলে এই সব ডে ফে কিছুই না, কি কারনে মানুষ এই রকম করে কিছুই মাথায় আসেনা, যেমন এই যে হাতির ঝিল বেড়াইতে গেলাম, গিয়া দেখলাম কি? কিছুই না, দূর থেকে দেখা যায় হাজারে হাজারে মানুষ ঈদের মতন নতুন পোশাক পড়ে ভীর করে আছে, মনেহয় কি জানি কি হইতেছে, আসলে কাছে গিয়া দেখা যায় খালি মানুষ আর মানুষ, দেখার মতন কিছু নাই এমনেই দাঁড়াইয়া আছে , সেলফি তুলতেছে, এই হইছে দেশের অবস্থা।।

আজ অফিসে আসতে আসতে দেখলাম প্রায় প্রতিটি মেয়ে হলুদ ড্রেস অথবা শাড়ি পড়ে বের হয়েছে প্রায় সবাইকে রূপবতী লাগছে। এই রূপবতী লাগাবার জন্য কমপক্ষে গত দুই মাস ধরে ছিল তাদের প্লান, কমছে কম এক মাস ধরে ছিল শপিং এবং পার্লার গমন। আর পার্লারে যে এই কাণ্ড কীর্তি শুধু মেয়েরা গিয়ে করে তাই ই নয় ছেলেরাও সেই একই পথের পথিক।
ইদানীং মেয়েদের মতন ছেলেরা ভ্রু প্লাগ আর ফেসিয়াল করতে করতে তাদের কারো কারো চেহারা মেয়ে মেয়ে হয়ে গেছে। পোশাক ছেলেদের কিন্তু মুখের দিকে তাকালে কনফিউস্ড হতে হয় এই ভেবে! আচ্ছা ছেলেটি কি মেয়ে!!!
কাজেই এসবের মানে কি আমিও সেই বড় ভাইয়ের মতন ভেবে পাইনা।

হতে পারে আমার জীবনের বসন্ত ফিঁকে হয়ে শেষ হয়ে গেছে।
হতে পারে আমাদের দেশের মানুষ অনেক বেশি আনন্দ প্রিয় হয়ে গেছে,
হতে পারে বেকারত্ব ও একটি কারন,
হতে পারে মানুষ নিজেকে ক্রমাগত মোটিভেট করার চেষ্টা করছে,
হতে পারে বর্তমানে মানুষ অনেক বেশি বিভ্রান্তিতে আক্রান্ত, কি করছে না করছে কিছুই বুঝতে পারছেনা,
হতে পারে তাদের জীবনে আনন্দ নাই বলে তারা মাথা খারাপের মতন আনন্দ খুঁজে বেড়াচ্ছে,
হতে পারে সবাই আধুনিক।
হতে পারে পারিবারিক কলহ থেকে বের হয়ে বাইরের এই ঘোরাঘুরির চেষ্টা।
তবু এত সব কিছু হতে পারের ভেতরেও সবার বসন্ত উৎসব এপ্রিসিয়েট করি, ভালো থাকাটাই বড় কথা, কারো ক্ষতি না করে যদি কেউ এইভাবে আনন্দিত থাকে তবে তাই ভালো।।

সবশেষে প্রিয় কবি ফররুখ আহমেদের কবিতার কিছু পংক্তিমালা--

একঝাক পাখি এসে ঐকতানে ,
গান গায় এক সাথে ভোর বিহনে,
অাচানক দুনিয়াটা আজব লাগে,
আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে,
লাল নয় কালো নয় সবুজ পাতা,
জেগে ওঠে একরাশ সবুজ পাতা


সবাইকে বসন্তের শুভেচ্ছা।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন: বসন্তের শুভেচ্ছা প্রদান করা হইল। ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ, পরীক্ষা নাই আজ?

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: শুভেচ্ছা রইলো ভাই।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ইতিমনি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় আপু
তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ইতিমনি ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: শুভেচ্ছা আপনাকেও

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: পরিক্ষা শেষ ! ;)

তোমার লেখাতে এতো হতাশার ছাপ কেন?
আজকের লেখা পড়ে গুটি বসন্তের মত লাগলো.....
এটা কি তুমি ইচ্ছা করে পাঠকদের সাথে নাটক করো? ;)
জানিবার বড় ইচ্ছা হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

সামিয়া বলেছেন: নাটক করেছি, আমি নিজেও হলুদ ড্রেস পড়ে এসেছি, দুপুরে বাইরে লাঞ্চ প্লান মেয়ে কলিগ নিয়া, সেলফি তুলবো ফুল কিনব কাজে ফাঁকি দেবো ।। আজকে তো মজাই মজা :) :) :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

একটি বালুকণা বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ,
আপনাকে ও শুভেচ্ছা।।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

করুণাধারা বলেছেন: দারুন লেখা- পড়ে ভাল লাগল।

শুভেচ্ছা নিয়ে আমিও শুভেচ্ছা জানাচ্ছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

শুভকামনা নিরন্তর।।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুলের ছবি যখন দেখেছি আজ বসন্ত ঠিকি। বসন্তের শুভেচ্ছা আপনাকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।।
শুভেচ্ছা ও শুভকামনা

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

পার্থ তালুকদার বলেছেন: একগুচ্ছ বসন্তিয় শুভেচ্ছা !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মুফীদ হাসান বলেছেন: মাছি উড়ুক আর না ই উড়ুক, আজকে মাছি দিবস। বসন্ত তো উদযাপন করি না, ঘরে বসে মাছি মারতেছি! আর আজকে মাছির পরিমাণ টা বেশী মনে হচ্ছে। Maybe আজকে মাছি দিবস! সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। মন থেকে নয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

সামিয়া বলেছেন: :) :)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

উম্মে সায়মা বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

সামিয়া বলেছেন: Thanks Sis

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




এই রাষ্ট্র , এই সমাজ আমাদের কিছুই দেয়নি । দিয়েছে কেবল যন্ত্রনা , দিয়েছে শ্বাসরূদ্ধ করা যতো দিন । তাই এই জটিল জীবনের ফাঁকে ফাঁকে মানুষ একটু স্বস্তির , একটু ভালোলাগার নিঃশ্বাস ফেলতে উন্মুখ হয়ে থাকে । তাই সামান্য কিছুতেই মানুষ এমনি করে ক্ষনিক আনন্দে মেতে ওঠে ।

বাসন্তী শুভেচ্ছা আপনাকেও ...........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

সামিয়া বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
শুভকামনা

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

আখেনাটেন বলেছেন: তবু এত সব কিছু হতে পারের ভেতরেও সবার বসন্ত উৎসব এপ্রিসিয়েট করি, ভালো থাকাটাই বড় কথা, কারো ক্ষতি না করে যদি কেউ এইভাবে আনন্দিত থাকে তবে তাই ভালো।। -- এইটাই শেষ কথা।

ফাগুনের অাগুনীয় শুভেচ্ছা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২১

জাহিদ অনিক বলেছেন:

বসন্তের শুভেচ্ছা আপু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

ভ্রমরের ডানা বলেছেন:

অনন্ত শুভেচ্ছা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.