নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি সুন্দরও যদি নাহি হও

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২



সবার কম বেশি জানা আছে যে সোশ্যাল সাইটে ট্র্যাভেলারস অফ বাংলাদেশ নামে একটি ভ্রমন গ্রুপ আছে যেইখানে মানুষ দেশে এবং দেশের বাইরে আনাচে কানাচে এইদিক সেইদিক ঘুরাঘুরি করে মেম্বাররা পোস্ট দিয়ে থাকেন। সেই পোস্ট যেমন ভেনিস,ইতালির হতে পারে আবার ভিক্টোরিয়া জলপ্রপাতেরও হতে পারে, ফেইরি পুলস, স্কটল্যান্ড এর হতে পারে, তেমনি রাস্তার পাশের তুরাগ নদীর ও হতে পারে।
শুটিং করতে করতে পঁচাইয়া ফেলছে যেই জায়গাটা সেই দিয়া বাড়িরও হতে পারে আবার পূর্বাচলের জিন্দা পার্কও হতে পারে।

পূর্বাচলের জিন্দা পার্কে ভ্রমন করে আসা এক ভাইজানের ঝকঝকা ছবি ব্লগ দেখে আহাল্লাদিত মুগ্ধ হয়ে সেইখানে বেড়াতে গিয়ে ফেরত এসে আরেকজন মেম্বার খুব আক্ষেপ করে একদিন পোস্ট দিলেন এই বলে যে ভাইয়েরা আপনারা যারা খারাপ খারাপ জায়গায় গিয়া ভালো ভালো ছবি তুইলা নিয়া আসেন তারা প্লিজ পোষ্টের সাথে লিখা দিবেন জায়গাটা ছবির মতন না বরঞ্চ বিপরীত। খারাপ জায়গায় গিয়া নিজে ধোঁকা খাইছেন বইলা আরেকজনরে ধোঁকা দিবেন এইটা কেমন কথা!!

যাইহোক সব লোকেশন যে সুন্দর হবে ছবির মতন হবে তা তো নয়। ফটোগ্রাফারের কাজই হচ্ছে খারাপ লোকেশনে সুন্দর ছবি তোলা।
কেলসি ম্যাগগ্রার্ট নামের বাইশ বছর বয়সী এক ফটোগ্রাফার সম্প্রতি কিছু খারাপ লোকেশনে ভালো ভালো সব ছবি ক্যাপচার করেছেন।
তার ছবিগুলি শেয়ার না করে পারলামনা। এই যে-



খারাপ লোকেশন এবং মডেল।



awesome portrait


লোকেশন


ছবি


লোকেশন


রেজাল্ট


লোকেশন

ছবি

তার কাজ দেখে আমি মোটেও অবাক হয়নি কারন আমিতো থাকিই এই রকম লোকেশনে এই সবের ভেতরই ছবি তুলতে অভ্যস্ত আমরা। বিশেষ করে যারা ঢাকার মধ্যে ফটোগ্রাফি করি।।

আমার দুই একটা খারাপ লোকেশনের ছবি দিলাম
লোকেশন


ছবি


লোকেশন


ছবি ।

লোকেশন


ছবি ।

আসলে আমার সব ছবিই কম বেশি অত্যন্ত অত্যন্ত খারাপ লোকেশনের কেলসির মত কখনো নোটিশ করিনাই বলেই কোটি কোটি রেফারেন্স দেখাইতে ব্যর্থ হলাম।। :)
আপনিও কি আমার মতন খারাপ লোকেশনে দিনের পর দিন ফটোগ্রাফি করছেন? তাহলে দুঃখ করবেন না প্লিজ, খারাপ লোকেশনে ভালো ছবি তোলাই একজন ফটোগ্রাফারের দক্ষতা।।

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: কথাটি তো আর এমনি আসে নাই,ছবির মত সুন্দর!
সব কিছু যেমন ছবির মত সুন্দর নয় আবার কিছু কিছু সৌন্দর্য ছবিতেও ধারন করা খুবই কঠিন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

সামিয়া বলেছেন: আসলেই ভাই।
অনেক ছবির পেছনেই অনেক অনেক সময় দিয়ে তারপর একটি ভালো ছবি তোলা যায়।সেক্ষেত্রে ফটোগ্রাফি এডভেঞ্চার ও।

অনেক অনেক ধন্যবাদ ।।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার প্রথম ছবির লোকেশন শাহবাগ না? লোকেশন দেখে হাসি পেল অনেক! =p~

আপনারা ফটোগ্রাফাররা তো বেশ বুদ্ধির অধিকারী!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

সামিয়া বলেছেন: আমার প্রথম ছবির লোকেশন ছিল রমনা পার্ক ।।
বুদ্ধির অধিকারি ঠিক বলা যায় না , ডিপেন্ড করে কার কেমন রুচি।।

অসংখ্য ধন্যবাদ ।।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: আগামী শুক্রবার পরিবারের সবাই মিলে জিন্দা পার্ক যাবো। আসলে আমার উদ্দেশ্য কিছু ছবি তোলা।
তবে ছবি গুলো অবশ্যই ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করবো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

সামিয়া বলেছেন: জিন্দা পার্ক নাকি বৃষ্টির দিন বেশি সবুজ বেশি নয়নাভিরাম।।
তবে শীতের এই হাল্কা আমেজে ও ভালো ভালো ছবি তুলতে পারবেন আশা করি,
শুভকামনা ও ধন্যবাদ।।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন: ছবি দেখি আমি অতীব মুগ্ধ ! ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: কেমন আছো বাদশা??

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পোষ্ট, ছবিগুলো ভাল লাগলো আপু

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের সাথে সম্পূর্ণ একমত। আমার তোলা কিছু ছবি B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

সামিয়া বলেছেন: সম্পূর্ণ একমত শুনে আনন্দিত হলাম। আপনি তো দুর্দান্ত ফটোগ্রাফার।। অসাধারণ ছবি তুলেন দেখি। গ্রেট।।

ধন্যবাদ। শুভকামনা।।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
চমৎকার ; অনেক সুন্দর ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপু।
আমায় তো আজ ইতিমনি বলে ডাকলে না । :(

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: দিদিভাই,আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক একটি পোস্ট করার জন্য।যদি কিছু না মনে করেন তাহলে বলি সুন্দর ছবির পিছনে স্থানের গুরুত্ব অবশ্যই আছে,তবে ফটোগ্রাফার যে দৃষ্টিতে দেখছেন,সেটাই আসল।আর এ কারনেই একই জায়গা এক জনকে আনন্দ দিলেও অপর জনকে নিরাশ করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

সামিয়া বলেছেন: আপনি খুবই প্রয়োজনীয় মূল্যবান কথা বলেছেন দাদা। এতে কিছু মনে করার কিছুই নেই। তবে আমার আজকের বিষয় ছিল খারাপ লোকেশনে ভালো ছবি তোলা নিয়ে।।

ধন্যবাদ এবং শুভকামনা।।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

মিরোরডডল বলেছেন: nice work sis!

you can check my one. Just casually captured while driving

http://www.somewhereinblog.net/blog/MirroredDoll/30228636

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

সামিয়া বলেছেন: Thanks a lot dear okay I will check your post ,

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন:


কুঁড়ের বাদশার প্রতিদিন ঈদের দিনের মত ছিল কিন্তু
এস,এস,সি পরীক্ষার কারণে বাদশাহ ভাল নাই। :(
এখন এক-একটা দিন, মনে হচ্ছে অগ্নি-পরিক্ষা চলছে,
এ পরিক্ষা না দেওয়াই ভাল ছিল। সব আমার পোড়া কপাল, :(
এখন এ পরিক্ষায় পাস করমু না ফেল করমু। তাও জানি না,
তুমি একটু আমার ভবিষৎ বাণী করতো,
আমি এ পরিক্ষায় পাশ করমু না ফেল করমু??:-B

তুমি কেমন আছো? :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

সামিয়া বলেছেন: আজকে পরীক্ষা নেই?? তুমি পরীক্ষার ভেতর ব্লগে এসেছ কেন?
আর আমার ভবিষ্যৎ বানী করতে হবেনা এখন তো পরীক্ষা দিলেই এ প্লাস।।
যাই হোক আমি ভালো আছি আমি ভালো নেই এই দুই অবস্থায় আছি। ডোন্ট ওরি ভাই আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ।। :(

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর লাগলো ছবিগুলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।। শুভকামনা।।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

পার্থ তালুকদার বলেছেন: বাহ্ !! একেই বলে গোবরে পদ্মফুল !! খারাপ লোকেশনে ভাল ছবি !! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: হাহা মজার মন্তব্য ।।

ধন্যবাদ ।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:


হু, এটা ফটগ্রাফারের দক্ষতা বটে। তবে অনেক ফটোগ্রাফার আছেন মসল্লা দিয়ে কুৎসিত চেহারাকে অতিকায় রূপে নিয়ে যান।


ধন্যবাদ আপনাকে। B:-/

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সামিয়া বলেছেন: আচ্ছা ফটোশপের মেকঅাপ এডিটরের কথা বলছেন, যতই এডিট করুক nature বিউটোন তো দিতে পারেনা।।
ধন্যবাদ।। শুভকামনা।।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

জাহিদ অনিক বলেছেন:




তুমি সুন্দর যদি নাহি হও তাই বল কি বা যায় আসে প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে
বাহ আমার খুব প্রিয় একটা গান।

খারাপ ছবির লোকেশন নিয়ে ভাল পোষ্ট! ফটোগ্রাফাররা অনুপ্রাণিত হবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

সামিয়া বলেছেন: হুম অনেক সুন্দর গান এটা।।

ধন্যবাদ তোমাকে, শুভকামনা।।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

অয়ি বলেছেন: পর্যবেক্ষন ভাল হলে সবই সম্ভব ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

সামিয়া বলেছেন: একদম ঠিক।।
ধন্যবাদ।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

করুণাধারা বলেছেন: ভাল লাগল ছবি আর পিছনের ছবির গল্প।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।
ভাল থাকুন।।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খারাপ লোকেশনের কিছু দেখলাম না । সব গুলি ছবিই ভাল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সামিয়া বলেছেন: সবগুলো ছবির আগে তো লোকেশন দেখানো হয়েছে, সেটি খারাপ লোকেশন যা ছবিতে আসেনি।।
ধন্যবাদ ভালো থাকুন।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কাছের-মানুষ বলেছেন: ফটোগ্রাফাররা যেকোন লোকেশনকেই সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন তাতে সন্দেহ নেই।
তবে আমার কাছে ছবিগুলো চমৎকার লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সামিয়া বলেছেন: ধন্যবাদ কাছের মানুষ।।
শুভকামনা।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,



আমার তো মনে হয় লোকেশনটা তেমন কোনও ব্যাপার নয় । ব্যাপারটা হলো "ফ্রেমিং" । যেমন আপনার শেষের ছবিটি । ক্লোজ ফ্রেমে মা ও সন্তানের মুখ । আবার মাথায় ফুলের মালা দেয়া ছবিটি যদি তাজমহলের সামনেও তুলতেন লার্জ ফ্রেম বা লং ডিসট্যান্সে তবে তাও আপনার এই ক্লোজ ফ্রেমের ছবির চেয়ে মনে হয় সুন্দর হতোনা কিছুতেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

সামিয়া বলেছেন: ফ্রেমিং আলাদা ব্যাপার।

লোকেশন ভালো হলে তখন অন্য টেকনিকে ফটোগ্রাফি করা হতো।।

ভালো থাকুন ভাইয়া। ধন্যবাদ।।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

দীপঙ্কর বেরা বলেছেন: ভালো লাগল
ভালো থাকুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আমি ডাকি বা না ডাকি তুমি তো আমার ইতিমনি ই -
ভালোবাসা ভালোবাসা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: থ্যাংকুশ আপুনি।। তোমাকে এক সমুদ্র ভালোবাসা।।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

সোহানী বলেছেন: ছবি তোলা ডিপেন্ড করে যার যা প্রয়োজন, সাবজেক্ট, পছন্দ বা রুচির উপর, লোকেশান কোন ফ্যাক্টর নয়। কারন ফোকাসের বাইরে কি আছে তা দেখার বিষয় নয়।

যাহোক মাঝখানে ফটোগ্রাফির ভুত চেপেছিল তাই কোর্স টোর্স করে পয়সা আর সময় নষ্ট করে এখন সে শখ পালিয়েছে....হাহাহাহা

ছবিগুলো চমৎকার হয়েছে...+++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

সামিয়া বলেছেন: তুমি ফটোগ্রাফির উপর কোর্স করে এরকম বাচ্চাদের মতন কথা বললে কীভাবে হবে হুম?
একটি আউটডোর পোর্টরেট এর জন্য একটি ভালো লোকেশন অবশ্যই অবশ্যই জরুরী। সাবজেক্ট পছন্দ রুচি যদি পোর্টরেট ঘিরে হয় তবুও তাকে লোকেশন নিয়ে ভাবতে হবে।
এছাড়া যত রুচিই থাকুক যথেষ্ট পরিষ্কার আকাশ, সূর্য , স্বাচ্ছন্দ্য, প্রয়োজনীয় ছায়া বাতাস প্রকৃতি ছাড়া এবং ক্যামেরা হ্যান্ডেল এর দক্ষতা যদি না থাকে কখনোই ফটোগ্রাফি সম্ভব নয়, কোর্স করেও না, ডি ইউ তে এই বিষয়ে প্রায়ই কোর্স হয় কতজন কোর্স করে বাজে বাজে ছবি তোলে , ক্রিয়েটিভিটি কখনো কোর্স করিয়ে শেখানো সম্ভব নয়, আমি তো পারিনি শেখাতে, ক্যামেরাই সোজা করে ধরতে জানেনা বোঝেই না ব্যাপারটা কি।।

অনেক ধন্যবাদ । ভালো থেকো আপু।

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

রানার ব্লগ বলেছেন: ছবি দেখে ভালো লাগে কিন্তু এর আড়ালের ক্যারিকিচ্চি আমি কিছুই বুঝি না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ।।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
খারাফ লোকেশানে ভালো ছবি তোলা আপনার নিকট থেকে শিখতে চাই, শেখাবেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ।।খারাপ লোকেশনে ভালো ছবি তোলা নিজে নিজে শিখতে হয়।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৯

মুফীদ হাসান বলেছেন: খারাপ লোকেশন বলতে তো আমি অন্য কিছু বুঝতাম! :-/ যাক, আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য আপনাকে ... আ ...আ... অভিনন্দন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

সামিয়া বলেছেন: নতুন নিকে পরিচিতের মতন কমেন্ট।।
ওয়েল, ওয়েলকাম টু দি ব্লগ।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

গরল বলেছেন: ভালো ছবি তোলার জন্য ভালো মডেলও একটা গুরুত্বপূর্ণ বিষয়..... =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

সামিয়া বলেছেন: এই পোষ্টে কথা হচ্ছে খারাপ প্লেস নিয়ে ।।

ধন্যবাদ

২৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

জে আর সিকদার বলেছেন: চমৎকার !

০২ রা জুন, ২০১৮ দুপুর ২:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.