নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বড়ই সাধ হয় বন্ধু

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪





মুখে আমারে যতই স্পেশাল কও
আমি তো জানি
আমি তোমার কাছে কতটা ফ্যালনা।
তোমার সমগ্র জীবনে আমার মতন কেহ নাই আর
পাবলিক বাসের মতন
ভাসমান ফেরিওয়ালার মতন
অফিসের পিয়নের মতন
কিংবা তার থেকেও তুচ্ছ।


প্রিয় আমার
আমি রোজ তোমার স্পেশাল খেতাব নিয়া
হেল্পারের ধাক্কা খাই।
ধাক্কা খাওয়ার গল্পও তোমারে শুনাই
শত বচ্ছর ধরে তুমি এই এক গল্প
শুনতে শুনতে বলো
পাবলিক বাসে চড়তে আসলে কেমন লাগে?
আমিতো কোনদিন চড়ি নাই।
কিন্তু তোমার কষ্টটা ঠিকই বুঝতে পারি।

এককোটি মাইল দূরত্বে বইসা তুমি বোঝো
বাসে উঠতে গিয়া হেল্পারের ধাক্কা খাইতে কেমন লাগে।
পার্পল কালারের সানগ্লাস দিয়া চোখ ঢাইকা
মার্সিডিজ ড্রাইভ করতে করতে হাসতে হাসতে
গান শুনতে শুনতে
গ্লাসের বাইরে বিদেশি মাইয়া দেখতে দেখতে
তুমি বোঝো
হেল্পারের ধাক্কায় কেমন লাগে?


এক মুখে তোমার কত রকম কথা।
ঐ একই মুখ দিয়া বলো রিক্সা খুবই কুৎসিত যানবাহন।
এতে মানুষ চড়ে ক্যামনে!!
নাহ,
রিক্সায় তো মানুষ চড়ে না,
মানুষ শুধু মার্সিডিজে চড়ে গো।
হাতে রোলেক্স ঘড়ি পইড়া
ঝকঝকা চেহারা নিয়া।
তারা স্বর্ণের রাস্তায় চলাচল করে।


তোমার সমবেদনায় আমি হাঁটতে হাঁটতে উল্টা দিকে যাই।
যাইতে যাইতে
থামি।
দাঁড়াই।
বড় বড় রাস্তাঘাঁট দেখি,
বিল্ডিং দেখি
অচেনা মানুষ দেখি
বাস আসে কিনা সেদিকে দেখি,
পেছনে সস্তা খাবারের উটকো গন্ধে
তোমার কথা মনে আসে।
এই পচা গন্ধের মধ্যে তোমারে হাত পা বাইন্ধা
ফেললে ভালো হইতো।

তুমি ও আমার কথা ভাবো
কফি মিটিং কমিউনিটি মিটিং করতে করতে
কোটি টাকার লাভ লস হিসাব করতে করতে
মারিয়ট হোটেলের ব্যালকনি দিয়া
সুইমিং পুলের বিকিনি পরা হুর পরী দেখতে দেখতে
তুমি তো আমার কথাই ভাবো।
আমি বিশ্বাস করি।

আমি দেখি কেম্ব্রিয়ান কলেজ
আমি দেখি দরিদ্র যুবতী মা
বাচ্চা কোলে
সেও আমারে দেখে
সেও আমার মত বাসের অপেক্ষায়
তারেও হেল্পার ধাক্কা দেয়।

প্রিয়তম
তোমার আমার সাথে
আসমান জমিনের ফারাক
আমি কোনোদিন আসমানে পৌঁছাইতে পারবোনা।
কিন্তু পাবলিক বাসের
হেল্পারের ধাক্কা খাওয়াইতে তোমারে
বড়ই সাধ হয়।

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

আটলান্টিক বলেছেন: হা হা হা হা আপু কবিতা দিয়ে কি প্রতিশোধ তুলছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: কবিতা দিয়ে প্রতিশোধ নেয়া সম্ভব ??

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার সবচেয়ে আশ্চর্য লাগে মাইনষে বাসে উঠে ঘুমায় কেম্নে ! ! ! আমার বাসে উঠলে মনে হয় আমি কোন বিষাক্ত জায়গায় আছি।

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: অনেক ক্লান্তি থেকেই মানুষ ঘুমিয়ে পড়ে। তাদের দোষ দিয়ে লাভ নেই ।।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

আইনুল বারী বলেছেন: ভালো লেগেছে। কিন্তু এমন প্রেমিক যে, তার সাথে কীভাবে প্রেম হয়, এমন মেয়ের?

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: আপনি বেদের মেয়ে জোছনা সিনেমা দেখেন নাই?
এইভাবেই বেদের মেয়েদের প্রেম হয় গো ভাইজান।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু কবিতা টা দারুন লাগলো ।
কবিতা যাকে নিয়ে লেখা বাস্তবে যদি তার অস্তিত্ব থাকে তাহলে বেশ ভালোই হবে এই কবিতা পড়লে , ভুলে ও আর বুঝতে পারে বলবে না ।
আর অয়ন ভাই বাস কিংবা রিকশা আমার ঘুম ভালো হয় , কিন্তু একা থাকলে ভয়ে জেগে থাকতে হয় ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সামিয়া বলেছেন: সুন্দর বলেছ ডিয়ার। হুম বাস্তবে তো অস্তিত্ব আছেই, কল্পনা করে এতটা বর্ণনা করা অসম্ভব।।

ধন্যবাদ। ভালো থেকো।।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জাহিদ অনিক বলেছেন:


কবিতাটা ভালো লাগলো, নিত্যদিনের নাগরিক জীবনে যেভাবে বাঁচি আমি; ঠিক সেইভাবে খুব ইচ্ছে হয় আমার মত করে তুমিও একবার বেঁচে দেখ; বাঁচাটা কত কঠিন, ভালোবাসাটা যে তাই তারচেয়েও কঠিন।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

সামিয়া বলেছেন: পুরো কবিতার সারমর্ম এটাইই,
তুমি বেশ বুদ্ধিমান ছেলে।।

ধন্যবাদ, ভাল থেকো।।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুপাঠ্য।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধটুকু পূর্ন হোক ;)

অনবদ্য প্রকাশে ভাললাগা

+++

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

সামিয়া বলেছেন: বাংলা কবিতায় সেইম আপনার মন্তব্য একজন করেছেন দেখেছি। :) :)

ভাললেগেছে যেনে অনুপ্রেরণায়য় কৃতজ্ঞতা।।

ধন্যবাদ, ভালো থাকুন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:





অসম প্রেমের ফাঁদে ফেলে নাগরিক কিছু অসঙ্গতি উঠে এসেছে । ভাল লেগেছে বেশ ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

সামিয়া বলেছেন: অসম প্রেম কিভাবে হল? অর্থ বিত্তকে কেন্দ্র করে যদি অসম প্রেম হয় তাহলে আমি বলবো এরকম ভাবনা আপনার ভুল! অর্থ বিত্ত কে কেন্দ্র করে অন্ততপক্ষে প্রেমকে অসম বলা যায় না, পাবলিক বাসে চড়া মানুষজজন কি সব ভিখারি আর মিসকিন?? আর ফাঁদ শব্দটা এখানে অপ্রয়োজনীয়।। এখানে নির্ভেজাল ভালবাসার অনুযোগ, ফাঁদের কোন ব্যপারই নেই।
ভালোললেগেছে যেনে খুশি হলাম।

ধন্যবাদ।।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২

কুঁড়ের_বাদশা বলেছেন: লাইক প্রদান করা হইল! আমি পড়ে বিমুগ্ধ !! :)

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ প্রদান করা হইলো, আমিও জানিয়া বিমুগ্ধ।। ;)

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P তোমার ছবি গায়েব হইল কেমতে?

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

সামিয়া বলেছেন: ছবি change করছিলাম।:)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

মলাসইলমুইনা বলেছেন: সামিয়া: কঠিন হয়েছে কবিতা ! কারো জন্য লিখলে লা জবাব হওয়া ছাড়া আমাদের এই নগরীতে আপনার সেই বন্ধুর কোনো পথ প্রান্তর নাই !! আমাদের আটপৌরে শহরের জীবনের একটা দারুন চালচিত্র যেন আপনার কবিতা | ভালো লাগলো খুব |

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

সামিয়া বলেছেন: আপনার মন্তব্যে আমার এক রাশ মুগ্ধতা। ঠিক যেমন করে বোঝাতে চেয়েছি তেমন করেই বোঝার জন্য মন ভালো বোধ করছে।।
ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ।।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাধারণ ব্যাপাগুলোকে অসাধাণভাবে উপস্থিত করায় ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

সামিয়া বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা।।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার আমারো অনেকরেই পাব্লিক বাসে হেল্পারের ধাক্কা খাওয়াইবার সাধ হয়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

সামিয়া বলেছেন: হুম বিশেষ করে ন্যাকা গুলারে জীবনে পাবলিক বাসে চড়ে নাই জীবনে রিক্সায় চড়ে নাই , এই ডায়ালগ গুলা নতুন সৃষ্টি হইছে।।

ধন্যবাদ , ভালো থাকুন।।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটি প্রতিবাদী! বাদী পক্ষই উকিল আবার বাদি পক্ষই জজ, শ্যাম রাখি না কুল রাখি অবস্থা ! তবে যাই বলি, কবিতা কিন্তু ভাল হয়েছে এটা ধ্রুব সত্য। তাই আমরা যতই কবিতার আমড়াগাছি করি না কেন কম হবে! কবির মনের সাধ পূর্ণতা পাক! সে আশাবাদ ব্যক্ত করি। শুভকামনা কবি!

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

সামিয়া বলেছেন: বাদী পক্ষই উকিল আবার বাদি পক্ষই জজ হাহা কথাটা সুপার হিট।।
হুম মাঝে মাঝে উকিল জজ দুইটা একত্রে হওয়া ভালো কিন্তু।।

ধন্যবাদ কবি আপনার প্রতি ও রইলো অজস্র শুভকামনা।।
অনেক অনেক ভালো থাকুন।।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, পড়তে খুব ভালো লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: জেনে আনন্দিত হলাম,

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি যে অর্থে মন্তব্যের ব্যবচ্ছেদ করলেন আমি সে অর্থে বলি নি । আমি বলেছি, অর্থবিত্তের যে মানুষটাকে এখানে তুলে ধরেছেন তার সাথে কবিতার নায়িকার অসঙ্গতিগুলো প্রকাশ পেয়েছে । কারণ তার লাইফস্টালের সাথে কবিতার নায়িকার লাইফস্টাইল ম্যাচ করে না । কিন্তু নায়িকা নাছোড়বান্দা এবং তার একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে চায়, সে তার উক্ত প্রেমিককে তার নিত্যনৈমিত্তিক নাগরিক কষ্টগুলো দেখাতে চায় এবং উপলব্দি করাতে চায় এবং অভিজ্ঞতা দিতে চায় যেন সে বুঝে জীবনের স্তর অর্থবিত্ত দিয়ে ভাগ করা যায় না, জীবনের স্তর ভালবাসা দিয়ে ভাগ করা হয় । দু'জন দু'জনকে এমনভাবেও জেনে নেয়া যায়, উপলব্দি করা যায় একে অপরের হৃদয়ের কষ্টগুলো । সত্য প্রেম কিংবা ভালবাসা যাই বলেন, এর স্থান অর্থভিত্ত বা নিম্নবিত্ত কোনটাই দিয়ে নির্ধারণ করা যায় না । যখন কেউ ভালবাসার টানে নিজের বিলাসী জীবন ছেড়ে তার প্রিয়জনের সাথে কুঁড়ে ঘরে বসবাস করতেও অভ্যস্ত হয়ে যায় তখন তাকে বলতে হবে সত্য প্রেম । প্রেম প্রকাশ হয় স্থান, কাল, পাত্র ভেদে একে অপরের সান্নিধ্যে থাকার মাধ্যমে। যেমন আপনার কবিতায় নায়িকার ব্যাপারগুলো উপলব্দি করে নায়ক যদি নায়িকার সাথে নায়িকার প্রতিদিনকার ঝক্কি ঝামেলাগুলো পোয়াতে অভ্যস্ত করে ফেলে তখন বুঝতে হবে নায়কের কাছে সত্য প্রেম আছে নায়িকার জন্য ।

আর এই ফাঁদ শব্দটা আমি নায়িকার ফাঁদের কথা বলি নি, বলেছি কবিতার ফাঁদের কথা । আপনি হয়তো কবিতায় অন্য কনসেপ্ট ব্যবহার করেছেন, কিন্তু আমি আরেকটি কনসেপ্টে বলেছি যে এই কবিতায় নায়িকার আক্ষেপ জড়ানো ভালবাসাগুলো ছাড়াও আরেকটি ব্যাপার লক্ষণীয় তা হলো সাধারণ মানুষের নিত্যদিনের প্রবাহমান সমস্যাগুলো । তাই বলেছি প্রেমকাব্যের মত করে এই ব্যপারগুলোও আপনার কবিতায় ফুটে উঠেছে । এ জন্যই বলেছি, প্রেমের কবিতার ফাঁদে ফেলে নাগরিক ঝঞ্জাটের বর্ণনা ।

আমি দুঃখিত । আপনি মন্তব্যের ভাবার্থ ধরতে পারেন নি এটা আমার ব্যার্থতা । যা প্রকাশ করতে চেয়েছি তা সঠিকভাবে প্রকাশ করতে পারি নি ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: আপনার বিশদ ব্যাখা আমার ভুল ভেঙ্গে দিয়েছে। আপনার আগে আরেক ভাইয়া এই রকম মন্তব্য করেছিলো সেটি তৎক্ষণাৎ উত্তর দিলেও পরবর্তীতে ডিলেট করে দিয়েছি। হয়তো ঐ কথাগুলোর এফেক্ট থেকে আপনাকে না বুঝতে পারা।।

অনেক অনেক ধন্যবাদ ভুল ভেঙ্গে দেয়ার জন্য। আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ কবি। সর্বদা ভালো থাকুন।। শুভকামনা।।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

জাহিদ হাসান বলেছেন: বাংলা বেশি বুঝি না। বুঝার চেষ্টা করছি।
আলেক্সান্দ্রো দো রোঁসা
বেলমোপান,বেলিজ

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা

ধন্যবাদ।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

তারেক ফাহিম বলেছেন: কবিতায়++
অাকাঙ্খার পূর্ণতা কামনা করছি।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

সামিয়া বলেছেন: :)

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

যান্ত্রিক এ শহরে ভালবাসা পাওয়া বড় দায়
সব সুখ থাকে ঐ অভিজাত পাড়ায়...... :)


সবাই দেখি খুব সুন্দর করে, আপনার কবিতা ব্যখ্যা করে দিয়েছেন...
আমি আর কি বলব....
ভাল লিখেছেন,
শুভ কামনা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা।।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

তপোবণ বলেছেন: ভালো লাগল। একেবারে সরল ভাষায় লেখা আমাদের প্রাত্যহিক নগর জীবনের প্রতিচ্ছবি।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.