নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

গতবছরের কয়েকটি হিট ব্লগ এবং কমেন্ট (প্রথম রম্য)

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

কবিতাঃ কোনদিকে তাকাইও না।
লিখেছেনঃ জাহিদ অনিক


উহু ঐ দিকে তাকাইও না
ডানে তাকাইও না
বামে তাকাইও না
পেছনে তাকাও
পিছনে আমি আছি।

উহু সামনে তাকাইও না
পাশে তাকাইও না
কোনদিকে তাকাইও না
পাশে দুষ্ট পোলা আছে।।

উহু
তুমি চোখ বুজে থাকো
হাল্কা তেড়ছা করে চাও
বল আমাকে কি দেখতে পাও?
শুধু আমায় ??


মন্তব্যঃ
আহমেদ জি এস বলেছেনঃ
প্রিয় অনিক
সে যখন এদিক ওদিক তাকাবেই জানো
তবে তার চোখ এখনো খোলা রেখেছ কেন
চোখ গামছা দিয়া শক্ত করে
বাইন্ধা দাও মিয়া।।
লেখক বলেছেনঃ

সত্যিই এমন করা যায়!


অনেক ধন্যবাদ জী এস সাহেব।



কিউরিয়াস কেস অ্যাবাউট কুদ্দুস। কুদ্দুস মশার কয়েল নিয়া গেলো কই??
লিখেছেনঃহাসান মাহবুব


কয়েলটা এই মাত্র আমার সামনেই জ্বলতে দেখলাম! এখন কই সেটা? তবে কি কুদ্দুস মশার কয়েলখানা নিয়া ভাগছে?
ঘটনার সুত্রপাত আমার বাসার টিভির রুমের টেবিলের কোনা থেকে। আমি সারাদিন অফিস করে ঘর্মাক্ত কর্মক্লান্ত হয়ে বাসায় ফিরে যেই মাত্র টিভি ছেড়ে বসেছি দেখি টেবিলের কর্নার থেকে মাছির মতন আকৃতি নিয়ে মশারা আমার কানের কাছে বিনা অনুমতিতে গুনগুন গুনগুন করে গান শুনাইতেছেন।।

আমি বিরক্ত হয়েও মশাকে সেটা বুঝতে না দিয়া তাকে উপযুক্ত হেদায়েত হাতেকলমে দেয়ার জন্য ভিতর বাড়ির দিকে তাকিয়ে হাক দিলাম বউ গেলা কই এরোসল নিয়া আসো।
বউ এসে জানাইলো এরোসলের ডিব্বা আমার মেয়ে দেয়ালের সাথে বাইরাইতে বাইরাইতে ব্যাকা করে ফেলছেন এখন ওটা আর ব্যবহার উপযুক্ত নাই।
বিরক্ত হইয়া বললাম মশার কয়েল আছে না? নাকি তাও আমার আম্মাজান ভাইঙ্গা ফেলছেন? বউ বলল আছে আছে এত অধৈর্য হইও না,
এরকম সময়ে বাসায় কুদ্দুস এসে আমার পায়ের কাছে একটি পরিত্যক্ত টুলের উপড় বসে পড়েছে যেটায় কয়েল রাখবার কথা ছিল।বউ ততক্ষনে কয়েল জালাইয়া নিয়া আসতেই কুদ্দুসকে বললাম তুমি কয়েলের টুলে বসিয়াছ, এখন আমার কয়েলের গতি করিবে কে??

কুদ্দুস বলল কোন চিন্তা নাই কয়েল আমি হাতে নিয়া বসিব। কথা মত কুদ্দুস কয়েল নিয়া বসিল তো ঠিকই কিন্তু খানিক পড়েই একটু আসতেছি ভাইজান বলেই; আমি কিছু বুঝবার আগেই হাতে করে কয়েল নিয়া সে ধুপধাপ করে বাহির হয়ে গেলো, ঘটনার আকস্মিয়তায় আমি কিংকর্তব্যবিমুঢ়।
কুদ্দুস কয়েল নিয়া সেই যে ভাগিলো আর ফিরিবার নাম নাই। আমি মশার কামড় খাইতে খাইতে ত্যক্তবিরক্ত।
আসলে যা বলতে চাইতেছি কুদ্দুস মশার কয়েল নিয়া গেলো কই??
মন্তব্যঃ
কাল্পনিক ভালোবাসা বলেছেনঃ
হাসান ভাই, আসলে ধন্যবাদ দেব না কি বলব ঠিক বুঝতে পারছি না। যে পরিস্থিতি আপনি আমাদের সকলের সামনে তুলে ধরলেন, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমাদের সকলের জন্য বিব্রতকর। কুদ্দুস মশার কয়েল নিয়া গেলো কই??

আপনার এফবি স্ট্যাটাস থেকে জানতে পারলাম কুদ্দুস আপনার মশার কয়েল নিয়ে পালিয়েছে। তাৎক্ষনিকভাবে আমি খুবই মর্মাহত হয়ে পড়ি খবরটা শুনে, পরবর্তীতে হঠাৎ বিদ্যুতের গতিতে আমার মনে পড়ে যায় আরে! কুদ্দুস তো আমার পকেটেই আছে। সাথে সাথে পকেট থেকে মোবাইল বের করে কল করি। ওপাশ থেকে হুবহু কুদ্দুসের মত না এরকম একজনের গলার আওয়াজ পাই, বললাম হ্যালো হ্যালো কুদ্দুস কুদ্দুস কথা বলু্‌ন, আমি আপনাকে কট করে ফেলেছি কথা বলুন,
আমি তাকে কট করে ফেলেছি কথাটায় সে ঘাবড়ে যায় এবং ধীরে লো ভলিউমে বলে হেলোওওওও,
আমি বললাম কুদ্দুস আপনি কি টয়লেটে? কুদ্দুস বলে হ্যাঁ আমি টয়লেটে। তখন আমি কথা ঘুরিয়ে নাম পরিবর্তন করে প্রশ্ন করি হ্যালো মোখলেস আপনি কি ওয়াশ রুমে?কিছুক্ষন কিছুই শোণা যায়নি তারপর ধীরে লো ভলিউমে বলে জী না ওয়াশ রুমে না, দেখুন যখন আমি তাকে টয়লেটের কথা বললাম সে তখন হ্যাঁ বলল কিন্তু যেই মাত্র আমি কথা ঘুরিয়ে বললাম, সে তখন সবকিছু বেমালুম অস্বীকার করলো! আমার আর কিছুই বলার নাই। বিচার আপনাদের হাতে।

লেখক বলেছেনঃ আমারো আর কিছুই বলার নাই। বিচার আপনাদের হাতে।

চিরুকুট বলেছেনঃ কাল্পনিক ভালোবাসা কুদ্দুস ওয়াশ রুম অর্থ জানে আমি সাক্ষী।

কবিতাঃ করিয়া রুদ্ধদ্বার ঘুচাইবো মনের ভার
লিখেছেনঃ কি করি আজ ভেবে না পাই।


ভাবিতে ভাবিতে
ছন্দ ত্রাশে
ধুলোবালি ময়লা
দুই চোখে ভাসে।

মাইয়াগো রাস্তায়
দেখা মোর হবি,
হাঁটে চলে যাই করে
ভালো লাগে সবি।

কি করি ভেবে না পাই
গুনগুন গান গাই।

এক মেয়ের কাছে গিয়া
দাঁড়ায়েছি সবে,

চারদিকে ভালোবাসা
উড়াউড়ি কত আশা
এই বুঝি সেই গো
কি আছে ভবে
এক মেয়ের কাছে গিয়া
দাঁড়ায়েছি সবে।

পাষাণী আমারে
ঠেলিয়া যায়,
মাড়িয়ে ভুভুক্ষ পায়।

তবু আমি পিছে ঘুরি
রুপ দেখে মরি মরি
ধ্যান জ্ঞানে স্মরি স্মরি
কি করি কি করি।

মুচকি হাসিয়া সে কহে
এ জগত সংসার,
শুধু বৃথা দুখ ভার
সারা পেলে কুকুরেরা তবে;
করিবে ভক্ষ তোমায়
তখন কি হবে?

বলিলাম ভালোবাসা
চিরকাল বৈরি
তুমি যদি রাজি থাকো
আছি আমি তৈরি।।

মেয়ে বলে ঈষৎ ভেংচাইয়া
আয়নায় দেখে নিও
নিজেরে চাহিয়া।

কথা শুনে মললাম
আজ তবে চললাম
করিয়া রুদ্ধদ্বার
ঘুচাইবো মনের ভার।

মন্তব্যঃ
মনিরা সুলতানা বলেছেনঃ

আবার আসিবে নতুন ধারা
সে অবশ্যই দিবে সারা
সময়ের স্রোতে
হাঁটিতেছে একাকী পথে।

লেখক বলেছেনঃ
হাটুক ঐ কালনাগিনী
মায়া লক্ষ্মী হতচ্ছাড়ি
বলেছে কুত্তায় কামড়ায়
ভাবা যায়? ভাবা যায়?

রাবেয়া রাহিম বলেছেনঃ
ভালো হয়েছে
লেখক বলেছেনঃ
ভালো ভালো বলে বুবু
করিয়াছ নিঃস্ব
কি করিয়া দেখিব
নিখিল এ বিশ্ব।

শায়মা বলেছেনঃ

তুমি একটা সোনার খনি
আমার ভাইয়ামনি
কুকুর তোমায় কামড়ালে
ঐ মেয়েরে মারবো গালে।

লেখক বলেছেনঃ
কাঁটা ঘায়ে লবন ক্যান দাও
বুঝিনা কি ভেবেছ পাম দেও?

শায়মা বলেছেন
লেখক বলেছেন
শায়মা বলেছেন
লেখক বলেছেন
শায়মা বলেছেন
লেখক বলেছেন
শায়মা বলেছেন
লেখক বলেছেন
চলবে.................................



আমার হাজবেন্ড একটা রোবট
লিখেছেনঃ শায়মা


একদিন আমি আর আমার অলস হাজবেন্ড বাসা থেকে বের হয়ে, যেহেতু সে অলস তাই গাড়ি আমি নিজে চালাইয়া আমার বারিধারার বাড়ি থেকে বের হইয়া গুলশানের ৯০ নং রোড দিয়ে ঘুইরা বনানী কবরস্থানের পেছনের রাস্তা দিয়া লাস্ট ঘুরান দিয়া গুলশান দুই এর জারার কাছাকাছি যাইতেই সে বিরক্ত হইয়া বলিলেন তুমি বেহুদা এত ঘুরো কেন?? তার কথা শুনে আমি রিয়ালাইজ করলাম যে আমার হাজবেন্ড একটা রোবট(চলিবেক)
মন্তব্যঃ

আহমেদ জি এস বলেছেনঃ ব্লগটা কে সতেজ রাখতে আপনার জুড়ি নেই ব্যাহেণ
লেখক বলেছেনঃ হাহাহাহাহাহাহাহাহাহাহা হাসি চলিবেক।।
কথাকেথিকথন বলেছেনঃ তোমার রোবট জামাইরে কুয়াশার শুভেচ্ছা
লেখক বলেছেনঃ থ্যাংকস দিবো না ধন্যবাদ দিতে হবে বলুন তো?


সবশেষে আমার ফ্লপ পোস্ট এবং মন্তব্য

গল্পঃ১
লিখেছেনঃ সামিয়া

চাঁদগাজী বলেছেনঃ গল্প দুর্বল
লেখক বলেছেনঃ ধন্যবাদ ভাইয়া

গল্পঃ২
চাঁদগাজী বলেছেনঃ বাজে লিখেছেন
লেখক বলেছেনঃ ধন্যবাদ ভাইয়া।

গল্পঃ৩
চাঁদগাজী বলেছেনঃ দুর্বল প্লট
লেখক বলেছেনঃ ধন্যবাদ ভাইয়া

গল্পঃ৪
চাঁদগাজী বলেছেনঃ আপনি খুবই খারাপ লেখেন
লেখক বলেছেন ধন্যবাদ ভাইয়া

গল্পঃ৫
চাঁদগাজী বলেছেনঃ আপনাকে দিয়ে হবেনা
লেখক বলেছেনঃ ধন্যবাদ ভাইয়া

গল্পঃ৬
চাঁদগাজী বলেছেনঃ খুবই বাজে খুব বাজে খুব খুব বাজে।।
লেখক বলেছেনঃ ধন্যবাদ ভাইয়া
(চলবে)


বিঃদ্রঃ শ্রদ্ধেয় ব্লগারগন আপনাদের নাম দিয়ে ব্লগ এবং মন্তব্য নিয়ে রম্য লিখেছি নিছক ভালোলাগা থেকে, আশাকরি কেউ ভুল বুঝবেন না।। শুভকামনা সবার জন্য।।

মন্তব্য ৬৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: বেশ।
মজার।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

সামিয়া বলেছেন: আহা ভাইয়া সুরভি ভাবিকে নিয়েও আপনার একটি ব্লগ লেখার কথা মাথায় ছিল। কি করে যেন ভুলে গেছি!!!!!!!! :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P রম্য লিখিয়া তুমি ব্লগে র্কুঁড়ের বাদশার ভাত মেরে দিলা! :( :(

আমার রম্য কেহ আর পড়িবে না। :P

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: তোমার রম্য সব সময় হিট থাকবে।। :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: রম্য মোটামুটি হয়েছে আপু।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

সামিয়া বলেছেন: মোটামুটিই হবে ভাইয়া, প্রথম রম্য বলে কথা। :)

ধন্যবাদ।।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





হিটলার বলছেনঃ মজা লেগেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

সামিয়া বলেছেন: লেখক বলেছেনঃ তাই বুঝি তাই বুঝি :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার ছিল

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

সামিয়া বলেছেন: হাহা :)
ধন্যবাদ :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


গল্প হলো সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা; গল্প যেন পাঠককে শেষাবধি ধরে রাখে, এ ব্যাপারটা আমি লেখকদের বুঝাতে চেষ্টা করেছি ।

রম্যাকারে লেখা, আপনার পোষ্ট কয়েকজন ব্লগারের চরিত্র কিছুটা ফুটে উঠেছে; প্রতিটি ব্লগার নিজস্ব স্বত্বা আছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

সামিয়া বলেছেন: আমি বুঝিতো ভাইয়া, যে আপনি আমার ভালোর জন্যই বলেন।।

ভাল থাকুন। ধন্যবাদ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

আটলান্টিক বলেছেন:
পানি পড়া নিবেন?

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

সামিয়া বলেছেন: ক্যানো??????

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: :P

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

সামিয়া বলেছেন: আপু রাগ করোনিতো? :)

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ধ্রুবক আলো বলেছেন: বেশ মজার ছিলো।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আনু মোল্লাহ বলেছেন: পুরো ব্যাপারটাতে মজা পাইছি :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ অনেক অনেক।।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মলাসইলমুইনা বলেছেন: নামে ইতি টেনে রম্যের শুরু ! তবুও খারাপ হবে না মনে হয় | সকালের আকাশইতো সারা দিন কেমন যাবে তার পূর্বাভাস দেয় |

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

মনিরা সুলতানা বলেছেন: মাবুদ মাওলা !!!!!
আমারে কেউ পাঠাও থুক্কু উঠাও =p~

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সামিয়া বলেছেন: হাহাহা আপু ভাল্লাগছে?? :)
আমার তো এখন আফসোস হচ্ছে আরেকটু টাইম নিয়ে আরো কিছু ব্লগ নিয়ে লিখতাম যদি। জাস্ট অফিসে বসে তিরিশ মিনিট অবসরে লিখেছি।
ভাল থেকো অনেক অনেক।
ধন্যবাদ।।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: এখন রম্য পড়িয়া লাইক প্রদান করা হইল। :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

সামিয়া বলেছেন: লাইক পাইয়া একটুকরা হাসি প্রতিদান দেয়া হইলো।। :)

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! একটু ব্যতিক্রমধর্মী রম্য লিখেছেন। :) পড়ে ভালো লেগেছে। আপনি দেখি অলরাউন্ডার,গল্প,কবিতা,ছবিব্লগ ও রম্য সহ অনেক কিছু লিখতে পারেন। ব্লগে আপনার বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি।অথচ আমি বোকাই রয়ে গেলাম,অকবিতা ছাড়া আর কিছু লিখতে পারিনা। :( ভালো থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

সামিয়া বলেছেন: পোস্ট ভাললেগেছে জেনে ভালোলাগলো।। আমি অলরাউন্ডার কথাটা এই প্রথম লেখার ক্ষেত্রে শুনলাম। বাস্তবে অনেক বেশি শুনি সেটা অন্যান্য কারনে।
যাই হোক এই ব্লগের বাইরেও তো লেখার জগত থাকতে পারে তাই না??
আর আপনার কবিতা কিন্তু আমার যে কোন লেখার থেকে পপুলার।।
ভালো থাকুন। ধন্যবাদ।।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,



লেখিকা সামিয়া ;
রম্যখানি পড়িলাম
থামিয়া থামিয়া । ;)

নিজের নামখানা দেখিয়া
রম্যের লিষ্টে
গামছাটা বান্ধিলাম আষ্টেপৃষ্ঠে ! :P

চোখ তো থাকিবেই খোলা
অনিক তো বদ একটা পোলা । ( @অনিক, এ্যান এ্যাফেকসনেট কমপ্লিমেনট । টেক ইট ইজি !)
এইদিক না সেই দিক না
তবে সে তাকাইবে কোনদিক ?
সে জন্যেই তো অনিক এখন বেদিক !
তারে ভালোবেসে
বলিতেই হইলো শেষে-
বান্ধো মিয়া চোউক
যা হওয়ার হউক । B-))

ব্লগারদের নিয়া
লিখেছেন জানি,
কিন্তু তাদের
দিয়াছেন কি
কোনও সম্মানী ? X((

চলিবেনা , চলিবেনা
শুধু ফাও খাওয়া
দিতে হবে ধরে কিছু
আমাদেরই পাওয়া ! :|



১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: সব ঠিক ঠাক বলিলেন
শেষে কেন লেজ খানা লাগাইলেন।
তাহাদের নিয়া লিখিয়াছি তাই দিতে হবে সন্মানী
ইহা হইলো আপনার একতরফা বানী।

আমার সাধনা যত হেরি
ব্লগারদের জীবন ঘেরি ;
যাঁহা মূরতি স্মরণ করি,
সকল আকাঙ্ক্ষা হৃদয়ে ধরি,
শত শত লোক প্রেরণা পায়-
আমার বেলায় উল্টা ক্যান ভাই??

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
মজার ছিল আপু।
বিশেষ করে শেষের পার্টটা আমার সবচেয়ে মজার লেগেছে।

শাহরিয়ার কবীর ভাইয়ার সাথে সুর মিলিয়ে আমিও আপনাকে একজন সফল অলরাউন্ডার বলব।
শুভ কামনা রইল আপু। :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

সামিয়া বলেছেন: থ্যাংকস মাই ডিয়ার সুইট বইনটা।।

শুভকামনা অনেক অনেক।।

ধন্যবাদ।।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: =p~

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

সামিয়া বলেছেন: B:-/

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহাহা.............. হাসতে হাসতে আমি ফিট............. মনিরার মতো আমারে ও উঠাও!!!!!!!! B-))

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

সামিয়া বলেছেন: :) :) :) উঠাইছি আপু। ওরে এত ভারী ক্যানো!! :)
আপু তুমি দেখি আগের থেকে মোটা হয়ে গেছো!!!!!!! :)

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

জোকস বলেছেন: গাজী ভাইয়ের পাঁজী মন্তব্ব গুলো মজাই মজা :P

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: আর বইলোনা ভাই গাজী ভাই আমারে ফ্লপ বানাইয়া ফেলছেন, যেই পঁচান পঁচাইছেন এইবার বইমেলায় কেউ আমার একটা বই ও কিনবেন না শিওর।। :)

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৬

জাহিদ অনিক বলেছেন:

শুরুতেই অনেক অনেক ধন্যবাদ সামিয়া আপু এরকম একটা পোষ্ট শুরু করার জন্য।
আগে দেখতাম ব্লগে ব্লগারদের নিয়ে নানা রকম হাসি ঠাট্টা রম্য পোষ্ট হত।
সেখানে অনেক আলোচনা হত। পরে দেখা গেল কেউ কেউ ভাবছেন যাকে বা যাদেরকে নিয়ে লেখা হচ্ছে তারা বুঝি সামুতে সিন্ডিকেট তৈরী করছে। তাই এই ক্যাচাল এড়াতে সেইসব পোষ্ট এর প্রচলন হারিয়ে যায়।
আবার কেউ কেউ মনে করত এগুলো নাকি তেলবাজি!

সে যাইহোক, এরকম ব্লগারদের নিয়ে পোষ্ট আমি ব্লগে আরও আশা করি। এতে ব্লগারদের ধরন ও লেখনী সম্পর্কে সচেতন থাকা যায়। পাশাপাশি নিজেকে অনেকটা ঝালিয়ে নেয়া যায়।

সবগুলই মজার ছিল। যাদের নিয়ে লেখা হয়েছে তাদের লেখার স্টাইল সব আমার পরিচিত তাই বেশ মজা পেয়েছি।
আপনি যে সবাইকে বেশ মন দিয়ে পড়েন বা পড়েছেন সেটা বোঝাই যাচ্ছে। স্পেশাল ধন্যবাদ তাই।

চোখ তো থাকিবেই খোলা
অনিক তো বদ একটা পোলা । ( @অনিক, এ্যান এ্যাফেকসনেট কমপ্লিমেনট । টেক ইট ইজি !)
-- আমি জানি জী এস সাহেব স্নেহ করেন বলেই তো অধিকার নিয়ে লিখেছেন। এমন আদরে আমি আরেকটু বাঁদর হলাম।

ধন্যবাদ আবারও।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

সামিয়া বলেছেন: বেশ কিছু ব্যাপার তুলে ধরেছ।।

ধন্যবাদ অনিক। শুভকামনা।।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভাললাগসে ইতিমনি !!
আধা ঘন্টায় যদি এই হয় !!!!
পুরো ঘন্টা পাইলে তো মাৎ .....
খুব খুব মজার হইসে :)



এই তো পেয়েছি আজ
ঘুচবে আধার আজ
যা ছিলো ব্লগারদের আকাশে !!!!
যোগ্য নেতা জী এস ভাই
তার সাথে কুক্ষনে গাই
চলিবেনা এই ফাও খাওয়া
দিতে হবে ঘি গাওয়া
ব্লগার কি কেবল খায় হাওয়া ?????

দিতে হবে তাদের সম্মানী
ফর সারাদিন ব্লগে ঝিমানী :P :P :P


১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

সামিয়া বলেছেন: কথা শুনিয়া আপু হৃদয়ে
বহিল নূতন ধারা,
মনে প্রাণে বাজিল সাড়া;
আনন্দ স্রোতে
খুঁজে পেলাম নূতন পথে।
চিন্তা চেতনে যত্ন ভরে
এই সকল লেখা গড়ে।

ওদিকে আবার কেহ বলেে
খাওয়াতে হবে আপন দলে।
চিন্তা থেকে বাঁচালে স্মরি
উপযুক্ত জবাব করি,
ভগ্ন মনে ফিরে পাই প্রান
তোমাকে দিলাম বুক ভরা গান।।

:) :) :) :)

তুমি এত সুন্দর করে ইতিমনি বলে ডাকো একদম মন ভরে যায়।।

অনেক শুভকামনা রইলো আপু।। ধন্যবাদ।।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

তাসবীর হক বলেছেন: ব্লগে দশ বারো দিন ঘুরে যা বুঝলাম, এইখানে বড় বড় মানুষেরা বিভিন্ন পোস্ট লিখেন আর সেখানে পোস্টের চাইতেও গম্ভীর গম্ভীর টাইপের কমেন্ট করতে হয়।এক আপুর পোস্টে কমেন্ট করা নিয়ে আমার একটা করুণ কাহিনীও আছে।ফানটা উনি সহজভাবে নিতে পারেননি।আর অন্য এক ভাইয়া তার বেদনায় সমব্যথী হয়ে আমাকে খুব খারাপ একটা কথা বললেন। আপনার রম্য পড়েও অনেক মজার কিছুই মাথায় আসছে।কিন্তু কমেন্টে লিখতে সাহস পেলাম না।গম্ভীর টাইপের রস কষহীন কিছুই না হয় বলি,"হাহাহা, অসাধারণ।অনেক মজা পেলাম..হ্যাপি ব্লগিং!"

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

সামিয়া বলেছেন: অনেক মজার কিছু মাথায় এলে মন খুলে বলবে, কে কি বলল তাতে তোমার সত্তা তোমার স্বাধীনতা তোমার ইচ্ছাকে বিসর্জন দিতে যেওনা। তবে যারা মাইন্ড করবে তাদের এ্যাভয়েড করে চলবে। এছাড়া আর কি ই বা করার আছে।।


পোস্ট ভাললেগেছে জেনে ভালো লাগলো।।
শুভকামনা।।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

নীল-দর্পণ বলেছেন: হা হা হা...অনেক মজা পেয়েছি। ভাল লেগেছে খুব। :#)

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: তাই বুঝি!!!!!:)

যাক তবে,
আমার লেখা সার্থক।।

অসংখ্য ধন্যবাদ।।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

ওমেরা বলেছেন: ভালই মজা পেলাম ! ধন্যবাদ আপু

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: =p~ ধন্যবাদ ডিয়ার

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দুর্বল প্লট
-ধন্যবাদ ভাইয়া।

বাজে লেখা
-ধন্যবাদ ভাইয়া!

মজার পোস্টটি আরেকটু দীর্ঘ হলে ক্ষতি কী ছিল?

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: বুঝিনিতো সবাই পছন্দ করবে, আমি পোস্ট দিতে দিতে ভাবছিলাম আমাকে হয়তো এই পোষ্টের জন্য ধমক খাইতে হতে পারে ।। :)

ধন্যবাদ ভাইয়া।।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন রকম রম্য ধারনায় ভাললাগা :)

আসলেই অল্প সময়ে ভালইতো বানালেন টক ঝাল ঝালমুড়ি :P

+++

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: হুম সময় দেয়ার দরকার ছিল আপনাদের অনেকের পোস্ট বাদ পড়ে গেছে। =p~

ধন্যবাদ অনেক অনেক।।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

পার্থ তালুকদার বলেছেন: দারুণ আইডিয়া তো।
পড়ে মজা পেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: তাই বুঝি!! ;)

ধন্যবাদ ধন্যবাদ

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: হাসান ভাইয়ের গল্প টা দারুন মজা পেলাম । :)
চাঁদগাজী ভাইয়ের মন্তব্য ও মজার লাগলো । ওনিও হয়তো মজাই পান ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

জাহিদ হাসান বলেছেন: ইতিহাসের সবচেয়ে প্রাচীন লাঠালাঠির গল্প
এই শিরোনামে কিছু একটা পোস্ট দিতে যাচ্ছিলাম। আমি নিশ্চিত, এই পোস্টই হতো সামুর পোস্ট অব দ্যা মান্থ, কিন্তু সম্পূর্ন পোস্ট তৈরির পরেও আমি তা পাবলিশ না করে মুছে ফেলেছি। কারন আমি বেচেঁ থাকতেই বরং বেশি ভালোবাসি। হিট পোস্টের চাইতে জীবনের মূল্য অনেক বেশি।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

সামিয়া বলেছেন: হিট পোষ্টের জন্য এটা লিখেছি এইরকম ভাবনা তো ভুল। ব্লগে হিট পেতে চাইলে ছবি ব্লগই যথেষ্ট। এবং ছবি ব্লগ চাইলে আমি ঘণ্টায় ঘণ্টায় পোস্ট করতে পারি মানে ঘণ্টায় ঘণ্টায় হিট পোস্ট। সেটা কিন্তু আমি করিনি।।

ধন্যবাদ।।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: =p~
=p~
=p~
=p~
=p~
=p~

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

সামিয়া বলেছেন: #:-S B:-)

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইতিমনি করেছ কি
পুরো খেনু টাসকি; B:-)
ক্লাসিক ঐ ছড়া দিয়ে
চামে দিলে বাঁশ কি? /:)

বুঝালে কি আজতক
যা লিখেছি তূচ্ছ? :(
লাজে মরি,ঢাকি মোর
শাখামৃগ পুচ্ছ। |-)

হেলাতেই বাঁধলে যা
জাদুকরি ছন্দ; #:-S
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ। :)

তোমার ছন্দত্রাসে
মনে ভয় জাগলো;
ইতিমনি শেষে বুঝি
মোরে ভাতে মারলো!! :-<

বাদ বাকি লিখাতেও
যা দেখালে ভেলকি;
উস্তাদি এরে কয়
ভানুমতি খেল কি।

ভালো কথা ''ইতিমনি''
স্রেফ আপু ডাকেনা;
আমিও যে ডাকি প্রায়
সে কি মনে থাকে না? X( X((

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

সামিয়া বলেছেন: কি যে বল ভাইয়া
বাঁশ দেব তোমারে!
কোথাও শুনেছ কি
আঘাত করে আপনেরে?

ছন্দের বস তুমি
যাদুকরী মন্ত্র
কার কি সাধ্য
করে ষড়যন্ত্র!!

হেলাতে হেলাই হয়
জাত কবি হয় না
মিছে এত শান্তনা
হৃদয়ে যে সয় না।

ভয় টয় করোনা তো
ইতিমনি কোন ছাড়
এ যুগের সুকুমার
ঝেড়ে ফেলো মন ভাড়।

যা লিখেছি ফাউ ফাউ
দিবেনা কেউ এর দাম
উল্টা খাওয়াতে বলে
দেখনি জিএসভাই দিচ্ছে পাম।।

মনে থাকে মনে থাকে
নাম দিয়েছি সুকুমার।
সব ভুলেটুলে গেলেও
ভুলোনা দেয়া নাম আমার।।

৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রম্য যে ভাল পাই এই চির সত্য
কিভাবে লিখবো বল, দিও কিছু পথ্য!
চাঁদগাজীর মিশন ছিল, রাগানোর খেল!
তোমার কাছেতে তিনি নির্ঘাত ফেল! =p~

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে করা মন্তব্য পড়ে ভালোলেগেছে।।

চাঁদগাজী ভাইয়া ভালোর জন্যই বলেন , কিন্তু এতে কারো কারো মন ভাঙ্গে লেখালিখির ইচ্ছে নষ্ট হয় এবং অপরের সামনে ছোট করা ও হয়। কিন্তু যারা একটু পুরানো ব্লগার এবং তার সাথে ভালো সম্পর্ক তাদের সাথে উনি এরকম করেন না তখন ঠিকই তেল মেরে কথা বলেন, যে নিজেকে সৎ হিসেবে নিজেকে জাহির করেন তার অবশ্যই সবার সাথেই সমান থাকা উচিৎ।।

ধন্যবাদ ভাইয়া।।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা... চলবে !

যদিও আমি সবাইকে আপনি সম্বোধন করি ! তাই আপনার রম্যে তুমি দেখিয়া চমকে ঊঠলাম ! আমি ভাবছিলাম কবে আমি আবার তুমি বলিয়া সম্বোধন করা শুরু করিলাম !! পরে বুঝলাম এ তো আপনার নির্ঘাত রম্য !!

মশার কয়েলেরটা বেশি চমৎকার ।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন

ভালো থাকুন সব সময়।।

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১১

নাসির ইয়ামান বলেছেন: আফামনি সামিয়া
রম্য তো লিখেছেন ব্লগারদের নিয়া
এদিকে আমি প্রেমিকা
খুঁজতে খুঁজতে উঠেছি ঘামিয়া
ভাবি এবার প্রেমিকার নিয়োগ দিবেন
আমারে ধন্য করিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.