নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বর্ণান্ধতা কিংবা কালার ব্লাইন্ড

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪



যিনি বর্ণান্ধ কিংবা কালার ব্লাইন্ড তিনি তার পুরো জীবন এই ভুলের ভেতরে থাকেন যে, তিনি যা কিছু দেখছেন যেইভাবে যেই বর্ণে দেখছেন তাই-ই সঠিক। কাজেই তিনি লাল রঙকে যখন সবুজ বা এই জাতীয় কোন রঙ বলবেন, নীল রঙকে বলবেন কমলা এবং হলুদ রঙকে বলবেন বেগুনী তখন দ্বিমত না করে বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়াটা হবে বুদ্ধিমানের কাজ কেননা যিনি এইরকম দেখছেন বলে থাকেন নিঃসন্দেহে তিনি একজন কালার ব্লাইন্ড এবং সম্ভাবনা নিরানব্বই ভাগ যে তিনি এই বাপারটা জানেন না।



একজন কালার ব্লাইন্ড ব্যক্তি তার সারাজীবন অতিবাহিত করে দেন এই জেনে যে তার রঙ দেখা সম্পর্কে কোন সমস্যা নেই, আসলে এর কোন চিকিৎসাও নেই। চিকিৎসকরা কোনটা কি কালার সেটা চিনতে শুধুমাত্র সাহায্য করে থাকেন। আমাদের চোখের ভিতরে রেটিনায় দুই ধরনের আলোকসংবেদী কোষ রয়েছে, এই কোষগুলো হল – রডকোষ ও কোন্কোষ। কোন্কোষ থাকার জন্য বিভিন্ন রং মানুষ দেখতে সক্ষম হয়। রঙিন বস্তু শুধু মাত্র কোন্কোষগুলোর জন্যই দেখা যায়। রডকোষগুলো শুধু দর্শনের অনুভূতি জাগায়, কিন্তু কোন ধরনের রং দেখতে সাহায্য সহযোগিতা করে না।

কোন্কোষ তিন ধরণের রঙ লাল, সবু্‌জ, নীল এই তিনটি রং সনাক্ত করতে পারে। চোখের রেটিনায় এই তিন প্রকারের যেকোন একটি, দুটি বা সবগুলির অনুপস্থিতি হলো বর্ণান্ধতার কারণ।
কোনো ব্যক্তির সবগুলো কোন ই যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে তিনি সব রঙকেই ধুসর দেখবেন।

ভাবছি কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ সারাজীবন ধুসর পৃথিবী দেখে কাটিয়ে দিয়েও জানতে ও পারবেন না যে তিনি পৃথিবীর সঠিক রঙ কোনদিনও দেখেননি!! তবে এরকম ব্যাপার খুব কম হয়, একজন বর্ণান্ধ মানুষের রেটিনার কোষ পুরোপুরি নিস্তেজ হয়ে যায় না। ।

যাই হোক, কালার ব্লাইন্ড না এটা বুঝতে পারবেন যদি নীচে দেয়া পাঁচটি ছবির ভেতর সংখ্যা দেখতে পান।

ছবিঃ ১



ছবিঃ ২



ছবিঃ ৩



ছবিঃ ৪



ছবিঃ ৫



আপনি যদি পাঁচটি ছবির সংখ্যাই সনাক্ত করে থাকেন তাহলে আপনি মোটেই কালার ব্লাইন্ড নন। থ্যাংকস টু আল্লাহ্‌।।


ইতালীয় এক ফটোগ্রাফার ডেভিড সাসো সম্প্রতি কালার ব্লাইন্ড লোকজন দুনিয়াদারি কিরকম বর্ণে দেখেন তা নিয়ে কিছু এক্সপেরিমেন্টাল প্রজেক্ট শেষ করেছেন, ছবিগুলো দেখে ভাবছি যারা কালার ব্লাইন্ড তারা তো আসলে সৌভাগ্যবান! দুনিয়ার ভেতর থেকেও কি রকম ড্রিমিং পৃথিবীতে বসবাস করেন।

ডেভিড সাসোর তোলা ছবিগুলো ।।



বর্ণীল বাড়ি, কে বলবে এটা কালার ব্লাইন্ড ভিউ !








কিছু কিছু মানুষ পৃথিবীটাকে এরকম দেখে ভাবতেই অবাক লাগে।
আমি ফটোগ্রাফার ডেভিড সাসোর মতন আমার তোলা তিনটি ছবিকে এক্সপেরিমেন্ট কালার ব্লাইন্ড ভিউ করেছি।







আমাদের কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর নাকি কালার ব্লাইন্ড ছিলেন।।


মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
আসলেই তো স্বপ্নিল !!!! দারুন
কিন্তু সব সময় স্বপ্নের জগত ও ভালো নয় ;আলহামদুলিল্লাহ আমি কালার ব্লাইন্ড না ।

ডেভিড সাসোর গুলো 'র মত তোমার গুলো ও চমৎকার এসছে , যদিও তোমার টাতে নীলের আধিক্য বেশি ।তবুও সুন্দর তাই সুন্দর।

শুভ কামনা ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

সামিয়া বলেছেন: দারুন সুন্দর করে বললে কথাগুলো, মন্তব্য পড়ে মন শরীর ঠিক হয়ে গেছে। :) আজ অফিসে যেমন কাজের প্রেশার গেছে তেমনি বাসায় ফিরতে অনেক অনেক কষ্ট হয়েছে,হুম আমার ছবি তিনটায় একটা কালারই হাইলাইট হয়েছে জাস্ট দুই মিনিট টাইম বের করেছিলাম ছবি তিনটি এডিট করতে, এত অল্প সময়ে এর থেকে আর বেশি কিই বা হবে বলো!! :)
তবু তুমি ভাললেগেছে বললে এতেই আমি খুশি :) :)
ভাল থেকো আপু।
অনেক অনেক ধন্যবাদ।।।

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: আহা কালার ব্লাইন্ড হওয়াই তো বেশি ভালো ছিলো। কি সৌন্দর্য্যময় পৃথিবী!!!!!!! :)

আমি শুনেছি মেয়েরা নাকি কালার ব্লাইন্ড হয় না শুধুই ছেলেরা হয় আর আরও শুনেছি ষাড় বা বুল নাকি কালার ব্লাইন্ড! :P

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

সামিয়া বলেছেন: মেয়েরা  কালার ব্লাইন্ড হয় আপু তবে তুলনামূলক কম হয়ে থাকেন, হুম একদম ঠিক বলেছো ষাড়  কালার ব্লাইন্ড হয়, গরু হয়, কুকুর হয় এমনকি মৌমাছি ও  কালার ব্লাইন্ড হয়ে থাকে, এই ব্যপারে আরেকটা কথা জানি সেটা হচ্ছে মানব শিশু চার মাস বয়স পর্যন্ত কালার ব্লাইন্ড থাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থেকো।।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৭, ২৬, ১৫, ৭৩, ১২
ইয়াহু আমি বর্ণান্ধ না

সুন্দর পোষ্ট আপি ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

সামিয়া বলেছেন: কি বলো তুমি!! সব কটা সংখ্যা উলোট পালোট বলতেছো!! তোমার চোক্ষুর এই অবস্থা!!!!!! ;) ;) ;) এখন কি হবে!!!!
খুব খারাপ লাগছে, খুবি খারাপ লাগছে ;) ;)


ভয় পাইছো!!!!

থ্যানক্স আপু :) ভাল। থেকো।।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P পোষ্টখানা পড়িয়া বুঝিলাম আমি বর্ণ কানা না। ;)
এ সুন্দর পোষ্ট খানাতে একখানা লাইক প্রদান করা হইল। :)

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

সামিয়া বলেছেন: আরেকজনের চোখ ও গেছে!! আমি শুরুতেই লিখেছি, বর্ণ কানারা বোকার স্বর্গে বসবাস করে, তারা চিরকাল এই জানেন যে তারা বর্ণ কানা না। তারা যা দেখতেছেন তাই ই সত্য ;) :)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টি আগে জানা ছিল না।
ধন্যবাদ আপু।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

সামিয়া বলেছেন: জেনে ভালো লাগলো ভাই,
শুভকামনা এবং ধন্যবাদ।।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অস্বাভাবিক যদিও ভালো কারো লাগে না । তারপরও কালার ব্লাইন্ড ভিউ গুলো অন্য রকম সুন্দর লাগলো ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

সামিয়া বলেছেন: তাই বুঝি!! ভিউগুলো সুন্দর লেগেছে!? চিমটি তবে :) :)
হাহা ধন্যবাদ।।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
রবীন্দ্রনাথ কিন্তু কালার ব্লাইন্ড ছিলেন।

তিনি সবুজ রঙ চোখে দেখতেন না।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

সামিয়া বলেছেন: আমি সেই কথা সবশেষে উল্লেখ করেছি ভাইয়া।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কিংবদন্তির জার্নাল বলেছেন: সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন। ভালো হয়েছে।

শুনেছি প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ আছে Pingelap, ওই দ্বীপের সব মানুষ সাদা-কালো ছাড়া আর কোন রঙ দেখতে পায় না।


শায়মা বলেছেন, //আমি শুনেছি মেয়েরা নাকি কালার ব্লাইন্ড হয় না শুধুই ছেলেরা হয়//

এটা ভুল কথা

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

সামিয়া বলেছেন: এই তথ্য আমার জানা ছিল কিন্তু পোষ্ট লেখার সময় মনে ছিলনা বলে এ্যাড করা হয়নি, মনে করিয়ে দেয়ার জন্য এবং মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য কৃতজ্ঞতা রইলো।
ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর একটা পোষ্ট। ভালো তথ্য বহুল।

হ্যা এটা সত্য কবিগুরু কালার ব্লাইন্ড ছিলো। রাজীব ভাই বাকিটা বলে দিয়েছেন।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

সামিয়া বলেছেন: পোষ্টটি পড়ার জন্য এবং মতামত জানানোর জন্য ধন্যবাদ এবং শুভকামনা।।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কিংবদন্তির জার্নাল বলেছেন: নারীর চেয়ে পুরুষে বর্ণান্ধতা বেশি পরিলক্ষিত হয়। বর্ণান্ধ মায়ের ছেলেসন্তান সবসময় বর্ণান্ধ হয়। মা-বাবার উভয়েই বর্ণান্ধ হলে, তাদের মেয়েসন্তান বর্ণান্ধ হয়।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

সামিয়া বলেছেন: হুম একদম ঠিক বলেছেন, আবারো ধন্যবাদ।।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জানার আছে কত্ত কিছু ;)

যাক ডাক্তারের ভিজিট ছাড়াই শিউর হলাম আমি বর্ণিল :)
আপনাকে ধন্যবাদ

দারুন পোষ্টে +++

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

সামিয়া বলেছেন: কিভাবে শিওর হয়েছেন? কই আমাদের তো একটা সংখ্যা ও পড়ে জানান নাই।। বলেন বলেন সংখ্যা বলেন আমরা ও জানি চোখ ঠিক আছে কিনা ;) ;)
হাহা :)
শুভকামনা এবং ধন্যবাদ ভাইয়া।।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

নাদিম আহসান তুহিন বলেছেন: ইন্টারে বায়োলজি বইতে ৪র্থ ছবিটা ছিলো সম্ভবত। তখনই প্রথম কালার ব্লাইন্ড ব্যাপারটা জানতে পেরেছিলাম। আচ্ছা ১ম আর ৪র্থ ছবিতে সং্খ্যা কত দেয়া আছে?

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

সামিয়া বলেছেন: ১ম আর ৪র্থ সংখ্যা দেখতে পাইতেছেন না?? আপনার চোখ তো একদম পারফেক্ট আছে :) :)
হাহা ধন্যবাদ।।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

আটলান্টিক বলেছেন: যারা কালার ব্লাইন্ড তারা তো আসলে সৌভাগ্যবান! দুনিয়ার ভেতর থেকেও কি রকম ড্রিমিং পৃথিবীতে বসবাস করেন।
হায় হায় এতোদিনে তোমার কালার ব্লাইন্ড হওয়ার ইচ্ছা হলো? :( :( :(
আমি কিন্তু খুব খুশি যে আমি কালার ব্লাইন্ড না :) :) :)

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সামিয়া বলেছেন: ক্যামনে বুঝছো তুমি কালার ব্লাইন্ড না, ছবিতে দেয়া সংখ্যা গুলা গুনে গুনে বলো দেখি? বলো বলো!!  

হাহা ধন্যবাদ।।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

জুন বলেছেন: পরীক্ষায় পাশ করলাম । যাক বাপু বর্নান্ধ নই এটা শতভাগ কনফার্ম হোলাম ইতি সামিয়া ।
+

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

সামিয়া বলেছেন: উহু চিটিং চিটিং পরীক্ষা আমাদের শুনিয়ে দেননি আপু, আমরা কিভাবে বুঝবো পাশ করেছেন না ফেল করেছেন!?? হুহুহুহুহু :) :) :)
ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবি, বলে দিছে সবি ;)

তাই আর কপি পেষ্ট করি নাইক্যা :P

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

সামিয়া বলেছেন: ছবি আপুর উত্তর ও কিন্তু বলে দিছি!! :) :) তাই আমিও কপি পেস্ট করছিনা :) :) :)

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

আমি মুরগি বলেছেন: কালার ব্লাইন্ড কাউওকে কি আপনি চেনেন? খুব দেখার ইচ্ছে!!

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

সামিয়া বলেছেন: আমার বড় ভাইয়া রেডকে বলে নীল, সে সম্ভবত কালার ব্লাইন্ড।। :)

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

মিথী_মারজান বলেছেন: ৭, ২৬, ১৫, ৭৩, ১২।
আলহামদুলিল্লাহ্, পৃথিবীর সব রঙের সৌন্দর্য অনুভব করতে পারি জন্য।

খুব সুন্দর পোস্ট আপু।
এই বিষয়ে অনেক কিছু জানলাম।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার মিথী।।
ভাল থাকুন।।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: বর্ণান্ধতা কিংবা কালার ব্লাইন্ড সমন্ধে পড়ে তো বড়ই টেনশনে পড়ে গেলাম। এখন ভাবছি আমি নিজেই কালার ব্লাইন্ড কিনা :( :(
কারণ, ব্লগে লিখতে গেলে আমার প্রচুর টাইপিং মিসটেক বা বানান ভুল হয়, (যদিও লেখার অক্ষরগুলো কালো) কিন্তু আমার কাছে তো মনে হয়, যে আমি ঠিক লিখেছি। আর চিন্তা করে কি লাভ;যেহুতু এ রোগের ঔষধ নাই, আর কি করা। পোষ্টে ভাল লাগা রেখে গেলাম। আশা করি, ভাল আছেন আর ভাল থাকুন সবসময়।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: আপনার এত দুশ্চিন্তা করার কিছু নেই, টাইপিং মিস্টেক আর কালার ব্লাইন্ড দুইটা ভিন্ন ভিন্ন জিনিশ। আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।। আপনি ও ভাল থাকুন। শুভকামনা এবং ধন্যবাদ।।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তিন বার পোস্টে ঢোকেও পড়ি নি ভয়ে কালার ব্লাইন্ড কিনা। আজ সাহস করে পড়ে নিলাম। এক্সপ্রিমেন্ট করে দেখলাম ঠিকি আছি। পোস্টের জন্য একখানা লাইক ও ধন্যবাদ না দিলে যেনো কেমন কিপ্টামী হয়ে যায়।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।।

শুভেচ্ছা এবং শুভকামনা।।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন: কবিগুরুকেকে ঐ সারিতে দেখেবিব্রত লাগছে না, এই বিষয়ে আগেই ওয়াকেফহাল থাকায়।


ধন্যবাদ। সুন্দর সুন্দরই। তবে তোমার গুলোতে মসলা কম দিলেই পাড়তে!

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: হাহা মশলা যা দেয়ার দিয়ে ফেলেছি ভাইয়া :) :)
ভাল থাকুন।

শুভকামনা ও ধন্যবাদ।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

জাহিদ অনিক বলেছেন:


উপরের মন্তব্যে দেখলাম মিথি আপু আর ছবি আপু লিখেছে ৭, ২৬, ১৫, ৭৩, ১২

ইগুলো কি জিনিস আপু? কোন গুপ্ত কোড?

লেখক লিখেছেন, যাই হোক, কালার ব্লাইন্ড না এটা বুঝতে পারবেন যদি নীচে দেয়া পাঁচটি ছবির ভেতর সংখ্যা দেখতে পান।
-- আমি কোন সংখ্যা টংখ্যা দেখতে পাই নাই। তাইলে আমি কি বর্নান্ধ! আমি কি তাইলে সরকারী ভাতা পাব?


[ আপনি মাঝেমাঝে আর্টিকেল লিখেন, মনে হয় ধুর আমিও কবিতা লেখা বাদ দিয়ে আর্টিকেল লিখব, মানুষজন এইগুলা বেশি খোঁজে; এতে অনেকের উপকার হয়-- কবিতায় কারো কোণ উপকার হয় বলে শুনি নাই বাপের জম্মে]

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: ইয়ে অনিক! ভাই আমার! তুমি কোন সংখ্যা দেখতে পাচ্ছো না!!! কোন সমস্যা নেই, তোমার চোখ বিলকুল ঠিক আছে, এসব নিয়ে একদম ভেবনা তো। আরে আমি তো মজা করেছি ছবির ভেতরে কোন সংখ্যা নেই তো।। ছবি আপু মিথি ওরা এম্নিই ফান করেছে।। তুমি ভেবোনা।।




( ইয়া আল্লাহ!!! আমাদের অনিক কালার ব্লাইন্ড ;) :) ;)
চুপ চুপ কেউ যেন না শুনে :))


অনিক তোমারর চোখ একদম পারফেক্ট।। আমি বলছি। সিওর। :)



সবশেষে জীবনে সবকিছুর দরকার আছে, যেমন article এর দরকার, তেমনি কবিতার ও।।

অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

সোহানী বলেছেন: পরীক্ষায় পাশ করেছি.... মিষ্টি কাকে খাওয়াবো............হাহাহাহা

খুবই প্রয়োজনীয় একটা পোষ্ট দিয়েছ। আমাদের দেশেতো এ নিয়ে মনে হয় না কেউ ভা্বে। কালার ব্লাইন্ডরা নিজের মতো করে দুনিয়ার রং সাজিয়ে নেয়.... একদিক দিয়ে ভালো। ++++++++

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, ভাল থেকো,
শুভকামনা।।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা কালার ব্লাইন্ড তাদের জন্য দুঃখ হয়।

পোস্ট ও ছবি দারুণ।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা।।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

পার্থ তালুকদার বলেছেন: দারুণ পোস্ট।
তো কবিগুরু কালার ব্লাইন্ড ছিলেন !!

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ।।
হুম আমাদের কবিগুরু কালার ব্লাইন্ড ছিলেন। অনেক জায়গায়ই এই কথা পড়েছি।।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

তারেক ফাহিম বলেছেন: কোষ সম্পর্কে ধারণা পেলাম।

আপনার প্রদত্ত ৫টি চিত্রেই সনাক্ত করতে পেরেছি।

আলহামদুলিল্লাহ।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

সামিয়া বলেছেন: যাক আপনি তাহলে কালার ব্লাইন্ড না।।
ধন্যবাদ।।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

আনু মোল্লাহ বলেছেন: বর্ণান্ধতা নিয়ে টুকিটাকি জানতে পেলাম। সাসোর পাশাপাশি আপনার ছবিগুলো ভাল লেগেছে।
রবীন্দ্রনাথ বর্ণান্ধ ছিলেন এটা আগেও শুনেছি। কতটুকু সত্য সেটা অবশ্য জানিনা।
শুভেচ্ছা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

সামিয়া বলেছেন: ছবিগুলো নিয়ে আরেকটু সময় দিলে হয়তো ভাল হতো।

মতামত জানানোরর জন্য আন্তরিক ধন্যবাদ।।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P ব্লগে তোমার ইতি নামখানা ইতি হইয়াছে কিভাবে? :)

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

সামিয়া বলেছেন: ইতিরা এমনি এমনিই ইতি হয় bro....

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার কাছে শোন, ইতিরা সবসময় একটু ঘাড়ত্যড়া হয় । :)
এখন যাই কও না কেন,তোমার ইতি নামটা আমার বেশ পছন্দের ছিল। :( ;)

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: ইতি নামের মধ্যে পছন্দের কিছু নাই।
ইতি শুনলেই মানুষ বলে শ্যাষ শ্যাষ শ্যাষ শ্যাষ

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭

কালো যাদুকর বলেছেন: আমি অনেকদিন পর্যন্ত জানতাই না যে আমি কালার ব্লাইন্ড। ততদিনে পড়াটরা শেষ করে, কাজ/অকাজে ব্যাস্ত। কালার না দেখতে পারাটা আসলে কোন ব্যাপার না, বরং সুবিধা, কখোনো সখোনো....

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

সামিয়া বলেছেন: আচ্ছা তাই বুঝি।।

কালার ব্লাইন্ড অনেক রকম হয় , কম কালার ব্লাইন্ড বেশি কালার ব্লাইন্ড :) এরকম অনেকরকম । :)

ধন্যবাদ।।

৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

হাসান রাজু বলেছেন: আমি কালার ব্লাইন্‌ড না কিন্তু আমার নাকি কালার জ্ঞান নাই । ফিরোজা, মেজেন্ডা, ক্রিম কালার ইত্যাদি চিনিনা বলে বদনাম আছে ।আমার কেন জানি মনে হয়, এর আগে যেটাকে ফিরোজা কালার বলা হয়ে ছিল সেটা এখন যেটাকে ফিরোজা দাবি করা হচ্ছে দুটো এক রং না !!!! কিন্তু একটা জিনিষ আমি ক্লিয়ার না যে, আকাশী রং কে ফিরোজা বলার মানে কি??? যাইহোক, এই বর্ণবৈষম্য আমি মনে মনে মানি না, কিন্তু স্বীকার করে চাপ সামলে নেই । বুঝতেই পারছেন অভিযোগকারি কে?

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

সামিয়া বলেছেন: হুম বুঝতে পারছি।।

ধন্যবাদ।।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

জাহিদ অনিক বলেছেন:


( ইয়া আল্লাহ!!! আমাদের অনিক কালার ব্লাইন্ড ;) :) ;)
চুপ চুপ কেউ যেন না শুনে :))
-- হা হা হা

মনে হচ্ছে কালার ব্লাইণ্ড হলে ভালোই হত!

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

সামিয়া বলেছেন: :) :) :)

৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: আমরা যাদের কালার ব্লাইন্ড বলি তারাই হয়তো পৃথিবীর আসল রঙটা দেখতে পায়! হয়তো তারাই দূর্লভ ব্যক্তি স্রষ্টা যাদের প্রকৃত রঙ দেখার গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সংখ্যাগরিষ্ঠতার জোরে তাঁদের বর্ণান্ধ বানিয়েছি!

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

সামিয়া বলেছেন: বেশ সুন্দর বলেছেন।
আপনার কমেন্ট পড়ে একটা গল্প মাথায় এলো।
লিখবো লিখবো ।

ভালো থাকুন। ধন্যবাদ।।

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

গরল বলেছেন: ভাবতে অবাক লাগছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কালার ব্লাইন্ড হয়েও কিভাবে ছবি আকতেন, ঠিক যেমন মোযার্ট কানে না শুনেও কি সুন্দর সুর সৃষ্টে করেছেন। আর আমরা পরিপূর্ন মানুষ হয়েও কিছু করতে পারলাম না। আমরাই আসলে অপূর্ণ আর উনারাই পূর্নাঙ্গ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

সামিয়া বলেছেন: বাহ।। চমৎকার বলেছেন।।

ধন্যবাদ ।।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
অনেক কিছুই জানলাম! বিশেষ করে কবি গুরুর বিষয়টি!

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা

শুভকামনা

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার পোস্ট। কালার ব্লাইন্ড ভিউগুলো আসলেই সুন্দর। :)

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

শুভকামনা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.