নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রশিদ সাহেব সকাল সকাল ঘুম থেকে উঠেছেন, সত্যি বলতে কি রাতে একদম ঘুমাতে পারেনি কি সব দুঃস্বপ্ন দেখেছেন, ঠিক মত মনেও করতে পারছেন না, অথচ রাতে কি ভীষণ ভয়ঙ্কর লেগেছে সেগুলো, পানি পিপাশায় বুকটা একদম ফেটে যায় যায় অবস্থা। হাত মুখ না ধুয়েই বাসি মুখেই ঢক ঢক করে এক মগ পানি গিলে সে।
আয়নার সামনে দাঁড়িয়ে সেফ করতে করতে দেখে চেহারাটা একদম খটখটে দেখাচ্ছে, চোয়ালটা ঝুলে পড়েছে, চোখ দুটো লাল টকটকে অনেকটা গর্তে ঢুকে গেছে। কি অদ্ভুত যে লাগছে নিজেকে।
রশিদ সাহেব তৈরি হয়ে নেয়, কলেজে যেতে হবে, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের সাথে ক্লাস আছে তার। বিয়ে শাদী করি করি করে করা হয়ে ওঠেনি। বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে, ঢাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকেন। এক মহিলা এসে রোজ বিকেলে রান্না করে দিয়ে যায়। সেই খাবারই চলে পর দিন পর্যন্ত।।
ক্লাসে ঢুকেই রশিদ সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে, প্রতিটা ছেলে মেয়ে বক বক বক বক হাউকাউ চিৎকার চেঁচামেচি করে ক্লাসটাকে মাথায় তুলেছে। ডাস্টার টেবিলে পিটিয়ে তবেই কিছুটা শান্ত হয়েছে তারা, প্রথম বর্ষের ছেলেপেলে গুলো এমনি হয়, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হয়েছে না জানি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে।
পেছনের এক ছেলেকে ধমক দিয়ে দাঁড় করালো, চোখ দিয়ে ঝলসে দেয়ার দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইলো নাম কি?
- আপেল?
- কি নাম?
- স্যার আপেল স্যার
- বাবার নাম কি?
- লিচু স্যার?
- ওহ, মায়ের নাম কি কমলা?
- না স্যার তবে আমার ভাই এর নাম স্যার বেদানা
- বাহ বেশ নাম, তোমরা সবাই দেখছি ফল,
- জি স্যার আমার আব্বার ফল পছন্দ।
আচ্ছা বলো অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় অনেক তেজী হয় কেন? এই প্রশ্ন খুব সোজা, ক্লাস টেনে পড়ে এসেছ। বলো বলো---
স্যার অমাবস্যা তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর একই দিকে একই সরল রেখায় থাকে বলে পৃথিবীর একই স্থানে একই সঙ্গে চন্দ্র ও সূর্যের যৌথ আকর্ষণ কার্যকারী হয় । চন্দ্র ও সূর্যের এই মিলিত আকর্ষণে একই সঙ্গে মুখ্য চান্দ্র জোয়ার এবং মুখ্য সৌর জোয়ার হয় এবং তার বিপরীত বা প্রতিপাদ স্থানে একই সঙ্গে গৌণ চান্দ্র জোয়ার এবং গৌণ সৌর জোয়ার হয় । চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে সৃষ্টি হওয়ার জন্য অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে অনেক বেশি জোরদার হয় এবং সমুদ্রতলে অত্যধিক জলস্ফীতি ঘটে । এই জন্য অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে অনেক বেশি তেজী হয়।
ছেলেটা এত সুন্দর করে উত্তর দেয়ায় রশিদ সাহেবের মেজাজ কিছুটা ঠাণ্ডা হয়, বসতে বলে ধীরে ফিরে আসে তার জায়গায়, পুরো ক্লাসের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, নাহ এবারের ব্যাচটা যত খারাপ ভেবেছিলেন তত খারাপ নাহ।।
বাসায় ফেরার পথে, দুটা পেঁপে, লাউ শাক আর কুমড়া কিনে বাসায় ফেরে। অন্যদিনের তুলনায় আজ ক্লান্ত লাগছে বেশ, শরীরটা বিছানায় ছেড়ে দিতে পারলেই যেন বাঁচে, অনেক সময় নিয়ে তালা খুলে ভেতরে ঢোকে রশিদ সাহেব। ঢুকেই চক্ষু ছানা ভরা, সারা ঘরময় উলটপালট, যেন চোর ঢুকেছে ঘরে, তাড়াতাড়ি ভেতরে ঢোকে সে, অনেক পরীক্ষা নিরীক্ষা খোঁজাখুঁজি করে স্থির হয় উনি, নাহ ঘরের প্রতিটি জিনিষ ঠিক আছে। তাহলে ঘড় উলটপালট করলো কে? কেন? প্রশ্নের কোন কূল কিনারা করতে না পেরে হাত মুখ ধুয়ে কোনরকম শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে, কিসের একটা অস্বস্তি তাকে ঘিরে থাকে যেন।
এভাবে কতক্ষন ঘুমিয়েছে বলতে পারেনা, যখন ঘুম ভাঙ্গে জানালার ওপাশে তখন গাঢ় কালো অন্ধকার আকাশময়, আজ অমাবস্যা নাকি!! এত অন্ধকার কেন!?
ধীরে উঠে বসে, কাজের বুয়া আসেনি, কিংবা বন্ধ দরজা ধাক্কাধাক্কি করে চলে গেছে, গভীর ঘুমে থাকার কারনেই হয়তো শুনতে পায়নি। ঘড়িতে রাত দশটা।
সারা ঘরে বেশ কিছু মাছি উড়ে বেড়াচ্ছে। ভন ভন শব্দ ছড়াচ্ছে, হাত দিয়ে জোরে জোরে মাছি তাড়াবার চেষ্টা করেন রশিদ সাহেব, কিন্তু কাজ হয় না, একটা মাছি ও সরে না, আরও যেন বেড়ে যায়।
ভেতরের ঘরে খুট করে একটা শব্দ হয়! তারপর আবার! আবার! ঐ তো আবারো, নিশ্চিত চোর ঢুকেছে ঘরে, হাতের কাছে একটু খুঁজতেই একটা হাতুড়ি পেয়ে যায় সে, ওটা দিয়ে গতকালই পেরেক ঠুকেছিল দেয়ালে, ধীরে; নিঃশব্দে উঠে দাঁড়ায়, আজ চোরকে দেখে নেবে।
এই মুহূর্তে রশিদ সাহেব তার স্টাডি রুমে বসে আছেন, তার ফ্লাটে অনেকগুলো রুম, একা বলেই নিজের মত করে ভালো ভাবে থাকতে পারছেন, নিজের মত করেই বেড রুম, স্টাডি রুম, ডাইনিং রুম, গেস্ট রুম সাজিয়ে নিয়েছেন।
কলেজের প্রথম বর্ষের ছেলেমেয়েদের নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে রশিদ সাহেবকে স্পীচ দিতে হবে সেটাই গুছিয়ে লিখছেন, আগেভাগে স্পীচ লিখে আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার প্র্যাকটিস করতেই হবে, তাহলে মঞ্চে দাঁড়িয়ে স্পীচ দেয়ার সময় অস্বস্তিটুকু আর থাকেনা। বাণিজ্য মন্ত্রী আসবেন নাকি কাজেই একটু প্রিপারেশন না নিলেই না।
কিন্তু সেই তখন থেকে বসে আছেন অথচ প্রথম কয়েকটি লাইন লিখে আর এগোতেই পারছেন না। লিখেছেন সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কলেজের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকমণ্ডলী ও অনুষ্ঠানে আসা সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি।
এই, ঠিক এই মুহূর্তে কে যেন তার হাত থেকে কলমটা কেড়ে নিলো! লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে, কলম ছিটকে পড়লো মেঝেতে,
মেঝে থেকে কলম তুলতে যেই ঝুকেছে
নীচে কার যেন দুটি পা! অথচ ঘরে কেউ নেই! মাথা তুলে চেয়ে দেখে কিছু নেই। পাগল হয়ে যাচ্ছি নাকি ভাবে রশিদ সাহেব।
তখনি ভেতরের ঘরে খুট করে শব্দ হয়, হাতুড়িটা হাতের কাছেই ছিল।
বসে বসে অনেকখানি লিখে ফেলেছে সে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কলেজের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকমণ্ডলী ওঅনুষ্ঠানে আসা সম্মানিত সুধীবৃন্দ।
আবার খুট করে শব্দ
হাতুড়িটা হাতের কাছেই ছিল,
ঝন ঝন করে ফোন বেজে ওঠে।
ঘড় ভর্তি মাছি ভন ভন ভন ভন করছে।
কাজের বুয়া আজ ও এলোনা,
অনেকখানি লিখে ফেলেছে সে, সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি,
কলমটা ছিটকে পড়ে হাত থেকে, যেন কেউ ছুঁড়ে ফেলে দিলো,
খুট করে শব্দ হয় ভেতরে,
হাতুড়িটা হাতের কাছেই ছিল,
জোরে জোরে সাইরেন বাজতে বাজতে দ্রুত এগিয়ে আসে শব্দটা,
দরজায় কলিংবেল সঙ্গে লাথি
খুট করে শব্দ হয় ভেতরের ঘরে
হাতুড়িটা..........
দরজা ভেঙ্গে পুলিশ ঘরে ঢুকেছে, ভেতরে একটি ষোল সতেরো বছরের ছেলের পঁচা গলা লাশ, হাতুড়ি দিয়ে মাথা ভাঙ্গা, ভন ভন করে মাছি উড়ছে, সম্ভবত ছেলেটি নেশাখোর অথবা চুরি করতে ঢুকেছিল, খুন হয়েছে বেশ কদিন আগে। ছড়িয়ে পড়েছে গন্ধ।
সোসাইটির লোকজন পুলিশ ডেকেছে। ২৪১-ক ধারায় হত্যাকাণ্ডের অপরাধে রশিদ সাহেবকে গ্রেফতার করা হলো।।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ ছোট ভাই।।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
Sujon Mahmud বলেছেন: ^_^ ভালো লাগলো
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ সুজন ।।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
নীল আকাশ বলেছেন: প্লটের ধারাবাহিকতা আরেক টু আস্তে আস্তে নিয়ে গেলে ভালো হতো। বিশেষ করে লাস্ট পার্টে বেশী তাড়াতাড়ি করেছেন। বাবার নাম লিচু কেনো হলো ? বাবার বাবা কি ফল পছন্দ করতো ? ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১
সামিয়া বলেছেন: আমার এক ক্লাস মেট ছিল আপেল নামে, বাকিটা তো বানিয়ে লিখছি কেন হল সেটা ভেবে বলতে হবে।।
তাড়াহুড়া বলেন আর যাই বলেন আমার লেখার ধরন এমনই , আর রহস্য গল্প তো হঠাৎ করে শেষ না করলে রহস্য হবে কি করে।।
অনেক ধন্যবাদ, সময় করে আমি গল্পটি আবার পড়ে দেখবো।।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
আটলান্টিক বলেছেন: আপু তোমার লেখার হাত দারুণ। তবে হুট করে শেষ হয়ে যাওয়ায় কিছুটা হতাশ।রহস্য গল্প তাই মেনে নিলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: হাহাহা আচ্ছা আচ্ছা
ধন্যবাদ ডিয়ার
বি হ্যাপি
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
আনু মোল্লাহ বলেছেন: বেশ ভাল লিখছেন আপনি।
অনেক শুভেচ্ছা রইল।
আমার ব্লগে আসার আমন্ত্রণ রইল। আপনি আমার গল্প পড়বেন কথা দিয়ে আর পড়েন নি। আশাকরি এবার পড়বেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
আচ্ছা আচ্ছা আমি অবশ্যই পড়বো এবং মন্তব্য করে আসবো।।
ভালো থাকুন।।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
জাহিদ অনিক বলেছেন:
আমারও মাঝেমধ্যে হাতুড়িপেটা করতে ইচ্ছে হয়
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
সামিয়া বলেছেন: হাহা্, কাকে??
আমার পিস্তল পছন্দ
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় লেখিকা ইতি সামিয়ার গল্প পড়তে পড়তে অল্প সময়ে গল্পে ইতি (শেষ) টানতে ইচ্ছে করছিল না। তবুও ইতি টানতে হল, কারণ,গল্পে লেখিকার বড্ড বেশি তাড়াহুড়া ছিল। যাক কোন সমস্যা নেই ।পরে আবার অনেক সময় নিয়ে আপনার অন্য কোন গল্প পড়া যাবে। এ গল্প পড়ে ভাল লেগেছে।ধন্যবাদ,ভালো থাকুন।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গল্প হিসাবে ঠিক আছে। তবে উনার মত মানুষ ঐ ছেলেকে মেরে ফেলার পর পুলিশে খবর দিতে পারতেন...
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
সামিয়া বলেছেন: ইলুশন হয়েছে তো , খুন করে মাথা উলট পালট হয়ে গেছে
ধন্যবাদ
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
অর্ধ চন্দ্র বলেছেন: সত্যিই কি অদ্ভুত লাগছে নিজেকে!
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
সামিয়া বলেছেন: লাগছে লাগছে!!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: ফুটু দেখিয়া ও গল্প পড়িয়া ডর খাইছি ! সামাজিক সচেতনতার গল্প ভালো হয়েছে।