নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকে একটা ফটোগ্রাফি গ্রুপ আছে যেইখানে সারা দুনিয়ার ফটোগ্রাফাররা তাদের বেস্ট বেস্ট ছবি শেয়ার করেন কেননা সেখানে মেন্টোরস চয়েজ নামে বেস্ট ফটোগ্রাফি নমিনেশন এওয়ার্ড দেয়া হয়, পরবর্তীতে নমিনেট করা লোকজন নিজে একটি বাৎসরিক অনুষ্ঠান করে বিজয়ীকে পুরস্কার প্রদান করেন যার মূল্য এক লক্ষ টাকা।
এই রকম একজন মেন্টোরস চয়েজ বেস্ট ফটোগ্রাফি এওয়ার্ড প্রাপ্ত ফটোগ্রাফারের প্রোফাইলে যেয়ে দেখলাম তিনি তার একেকটি ফটোগ্রাফিকে ফিল্মের রুপ দিয়েছেন, একটা ছবির মাধ্যমে যে এত কিছু বলা যায় প্রকাশ করা যায় ব্যাপারটা দেখে অবাক।।
তার কিছু ওয়েডিং ফটোগ্রাফি দেখলাম হেলিকপ্টারে চড়ে রশিতে ঝুলে ক্যাপচার করেছেন, এক কথায় একেই বলা হয়ে থাকে ফটোগ্রাফির পেশাদারিত্ব।।
একটি ভালো ছবি তুলতে প্রত্যেক ফটোগ্রাফাররা জানেন তাদের প্রচুর কষ্ট করতে হয়, প্রথমেই দক্ষতা, কল্পনা শক্তি, পছন্দের মাধমে সেরা কনসেপ্ট এর পাশাপাশি একটি ভালো লেন্স, ক্যামেরা, ভালো জায়গা এবং প্রাকৃতিক অবস্থান। যেমন আলোর একটু এদিক সেদিকের জন্য ছবিটির রঙ কিংবা কনসেপ্ট সম্পূর্ণ পাল্টে যায়।।
আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ফটোগ্রাফি ব্যাপারটি কোন হিসেবের ভেতরই ধরেননা, আমি যখন ক্যামেরা হাতে বের হই এলাকার কারো কই যাও এর উত্তরে যদি বলি ছবি তুলতে তাহলে তারা বেশির ভাগ আশ্চর্য হয়ে জানতে চান ছবি তুলতে আবার বাইরে যেতে হয়? এইভাবে যাইতেছ কেন ? একটু ও সাজো নাই, কারে দিয়ে ছবি তোলাবা? আমি তুইলা দেবো??
এই সকল নানা বাঁধা বিপদ অতিক্রম করে তবেই ফটোগ্রাফি করতে হয়, আপনি ক্যামেরা হাতে দাড়াইছেন কারন ছাড়াই মানুষজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন। সাথের জন যদি ছবি তোলার পাগল হয় সে কারনে অকারনে শুধু এইখানে ওইখানে পোজ দিয়া দাঁড়াইবেন, ছবি তুলতে বলবেন, না শুনলে ধমক দিয়া বলবেন ছবি তোলো ছবি তোলো এইখানে তোলো ওইখানে তোলো।
ছবি তোলা যে আর্ট কিংবা শিল্প কিংবা এটাও যে একটা শারীরিক মানসিক পরিশ্রমের কাজ তেমন কাউকে খুব একটা বুঝতে দেখিনি অন্তত আমার আশেপাশের মানুষকে। ক্যামেরা হাতে থাকলে প্রত্যেকের ছবি আপনাকে বিনা বাক্য ব্যয়ে সময় অপচয় করে তুলে দিতে হবে এটা যেন প্রত্যেকের দাবি।
আমি গতবার সমুদ্র ভ্রমনে গিয়া আমাদের গ্রুপের প্রায় পাঁচশোটার মত ছবি এবং ৩ মিনিটের একটা ভিডিও মেক করে দিয়ে তার বদলে একটা শুকনা ধন্যবাদ ও পাই নাই, আমার যেহেতু ক্যামেরা ছিল কাজেই আমার ক্যামেরায় তাদের সমুদ্রে ঝাপাঝাপির ছবি পাওনা ছিল, আমি তাদের ছবি তুলে দিয়া ছোয়াবের কাজ করেছি।।
বন্ধুবান্ধবদের মধ্যেও অনেকে আছে যারা ফটোগ্রাফি কি সেইটাই বোঝেই না এবং নিরানব্বই ভাগ ছবি তোলার কাজে প্রচুর ব্যাঘাত ঘটায়। তাদের ধারণা ক্যামেরা হাতে থাকলেই আর লেন্স বরাবর ইস্ত্রি করা ভাজ ভাঙ্গা শার্ট পড়ে সোজা হয়ে দাঁড়ালেই বেস্ট একটা ছবি হয়ে যায়। শুধু শুধু বাঁকা চোখা হয়ে দাঁড়িয়ে লাভ কি!! আর যার হাতে ক্যামেরা থাকে সে মানুষ রেখে কেন আকাশ বাতাস ঘাস লতা পাতার ছবি তুলবে!! মাথা নষ্ট পাগল ছাড়া আর কিছু!! এরকম যারা ভাবে তারা কিন্তু বেশ আধুনিক ইয়ো টাইপ পোলাপাইন।।
কিছু রিস্কি ফটোগ্রাফি
এত সব বাঁধা অতিক্রম করেও যখন আপনি দুই একটা ভালো ছবি তুলে ফেলবেন দেখবেন সেই ছবিটায় সবার অধিকার, সেই ছবি না বলেই অনেকে কভার অথবা পিসি স্ক্রিন সেভারে ব্যাবহার করবে বলার প্রয়োজনই মনে করবে না।
কেউ কেউ আবার মাই ফটোগ্রাফি এ্যালবাম বানিয়ে তাতে সেভ করবে। বললে বলবে ভাললাগছে তাই দিছি এটা কি এমন বিগ ডিল।।
ওয়েল এত সব বৈরী পরিবেশেও আমাদের দেশে ভালো ভালো ফটোগ্রাফার তৈরি হচ্ছে, ভালো ছবি তুলছে। প্রত্যেক ফটোগ্রাফারের জন্য শুভকামনা।।
সবশেষে একটা লিঙ্ক দিলাম যেইখানে আমার ফটোগ্রাফি পোস্ট কপি করেছেন একজন অচেনা নারী। যদিও উনি আমার নাম ম্যানশন করে আমাকে উদ্ধার করেছেন।
Fisheye Effect My Photography
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
সামিয়া বলেছেন: আউটপুট ফটোওয়ালা একটা পোস্ট আমার আছে। আপনি দেখেছেন কিনা জানিনা, যাই হোক আপনার জন্য পোস্টটির লিংক আবার দেয়া হল। কিছু ইন্টারেস্টিং ফটোগ্রাফির পেছনের চিত্র
প্রথম কমেন্ট আপনার , সেই জন্য রেগুলার ধন্যবাদের সাথে একটা ধন্যবাদ ফ্রি।।
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ফোটোগ্রাফির কপিরাইট বিষয়টা বেশ কনফিউজিং।
যিনি ফোটো তুলেন তারই শুধু ছবির উপর কপিরাইট। তিনি ইচ্ছে করলে তা কোটি দামে বিক্রি করতে পারেন। তাতে যার ফোটো তোলা হচ্ছে তার কোন ক্রেডিট থাকে না। অথচ, ছবির মূল বিষয়বস্তু কিন্তু তারাই!!!
আমার মাস্টার্সের একটা কোর্সের এসাইনমেন্টে ট্রিপ্স নিয়ে আলোচনা করতে গিয়ে এটা উল্লেখও করেছিলাম।
আর, ছবি বা লেখার রেফারেন্স উল্লেখের ব্যাপারে একটা আন্তর্জাতিক নিয়ম আছে।
ছবিগুলো বেশ অর্থবহ। ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
সামিয়া বলেছেন: বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কমেন্টে তুলে ধরেছেন। আসলে বিষয় গুলো ভীষণ সেনসেটিভ।।
অসংখ্য ধন্যবাদ।। ভালো থাকুন।।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: আমাদের দেশে ফটোগ্রাফিতে নানা বাঁধা হতাশা
আমাদের দেশেও এখন ফটোগ্রাফিতে অগ্রসর হচ্ছে।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
সামিয়া বলেছেন: আমাদের দেশেও এখন ফটোগ্রাফিতে অগ্রসর হচ্ছে। শুধু অগ্রসরই না অগণিত হারে বেড়েই চলে চলেছে।।
এবং বেশ কয়জন ফটোগ্রাফার বিশ্বের নামী দামী ফটোগ্রাফারের পাশে নিজেদের জায়গা করে নিয়েছেন।।
কমেন্টের জন্য ধন্যবাদ, ভালো থাকুন।।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ছবি তোলা নিয়ে আমাদের সমাজে যে দৃষ্টিভঙ্গি আছে তা পরিবর্তন দরকার।
সুন্দর একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ সামিয়া আপু।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
সামিয়া বলেছেন: সুন্দর একটা কমেন্টের জন্য তমাকেও ধন্যবাদ ভাইয়া।।
ভালো থাকো।।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
পার্থ তালুকদার বলেছেন: ছবি গুলো দেখে মজা পেলাম। আপনি ছবি তোলেন জেনে ভালো লাগলো।
শুভকামনা জানবেন।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
সামিয়া বলেছেন: আমি ছবি তুলে জেনে আপনার ভালো লাগলো কেন?? আমি ছবি তুল্লে আপনার কি??
হাহা আই এ্যাম জোকিং
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। বি হ্যাপি।।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লেখাও ছবি। ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রথমকথা ভালো থাকুন।।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোস্ট। পোস্টটি সামহোয়্যারইন ব্লগের ফেসবুক অফিসিয়াল পেইজে শেয়ার করা হলো।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সামহোয়্যারইন ব্লগের ফেসবুক অফিসিয়াল পেইজে শেয়ার করা হয়ে থাকলে এটা আমার বেলায় প্রথমবারের মত হল, ওহফ মিষ্টি খাওয়ানো দরকার তো!!!!!!!!
অসংখ ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফটোগ্রাফি তেমন একটা বুঝি না। আমার মনে হয় প্রফেশনালরাই এ ব্যাপারে ভাল বলতে পারবেন। পোস্ট পড়ে ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট শুভকামনা রইলো।।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
কামরুননাহার কলি বলেছেন: হা আপু আমাদের সমাজে যারা কিছু বুঝেনা কিংবা বুঝতে চায় না তাদের কথা আর কি বলবো। যাগগে বাদ দেন ওসব কথা। হাহহাহাহা তবে হেব্বি দারুন দারুন ছবি পোস্ট করেছেন আপু।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
সামিয়া বলেছেন: আপনার হাসি দেখে মনে হচ্ছে মজা পেয়েছেন
যাক আমার পোস্ট দেয়া সার্থক।।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
কামরুননাহার কলি বলেছেন: উপর থেকে ৫নং এবং ৯নং ছবি দুটো দেখে তো আমি হেসেই কুটি কুটি হাহাহাহা।
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
সামিয়া বলেছেন: ইভাবেই হাসতে থাকুন আনন্দে থাকুন। শুভকামনা রইল্ বি হ্যাপি।।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা কত কায়দা, কসরত করে ভাল ছবি তোলা।
শেয়ারের জন্য ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯
সামিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।। ভালো থাকুন।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: আমার মনের কথা গুলো লিখেছেন।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯
সামিয়া বলেছেন: তাই বুঝি!!!!! ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
গরল বলেছেন: ফেসবুক গ্রুপটার নাম বললে কৃতার্থ হতাম, ধন্যবাদ একটি ভাল পোষ্টের জন্য।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১
সামিয়া বলেছেন: গ্রুপটার নাম ক্যামারিনা একাডেমী ।।
ধন্যবাদ।।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার দুই ছেলের মধ্যে বড়টির বয়স যখন বারো তের বছর এবং ছোটটির বয়স চার পাঁচ বছর ( ১৯৯৭ সালের দিকে ), তখন ওদের দুই ভাইয়ের একত্রে তোলা একটি ছবি দেখে আমরা বাবা মা সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, এই ছেলেরা কী সত্যিই আমাদের পাপন ও পিয়াস? (বাচ্চাদের নাম)। একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে ঢাকার বিখ্যাত চিত্রগ্রাহক মকসুদ জামিল মিন্টু আমাদের অনুরোধে ছবিটি তুলে দিয়েছিলেন। এর আগে ওদের অসংখ্য ছবি তোলা হয়েছে, কিন্তু অত সুন্দর ছবি কখনো হয়নি। কী অসাধারণ সুন্দর ছবি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না।
আমি ফটোগ্রাফি সম্পর্কে তেমন কিছু জানি না। এ ব্যাপারে বলতে গেলে আমি একেবারেই অজ্ঞ। কিন্তু এটা বুঝতে পারি যে সবাই মনে রাখার মতো ছবি তুলতে পারে না। আর ছবি তোলার কাজটা মোটেই সহজ নয়। 'আয়, তোর একটা ছবি তুলে দিই' (যেমনটি আপনি এই পোস্টে বলেছেন), এই ধরনের ফটোগ্রাফাররা মহা বিপজ্জনক। এরা আমার ও আমার স্ত্রীর অনেক কুৎসিত ছবি তুলে আমাদের পারিবারিক এ্যালবামের বারোটা বাজিয়ে দিয়েছে। বাস্তবে আমরা দু'জন কিন্তু অতটা কুৎসিত নই। আর এক শ্রেনির আঁতেল কিসিমের ফটোবাজ আছে, যারা ফটোগ্রাফি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু অনেক জ্ঞান দেওয়ার পর একটা যাচ্ছেতাই ছবি তুলে দিয়ে কৃতিত্ব জাহির করার চেষ্টা করে। মানে পর্বতের মুশিক প্রসব আর কি!
আপনার এই পোস্টটি খুব ভালো লাগলো। পোস্টটি সামুর অফিসিয়াল ফেসবুক পেজে ঠাঁই করে নেওয়ায় আপনাকে অভিনন্দন।
অনেক ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
সামিয়া বলেছেন: আপনার ছেলেদের সেই সুন্দর ছবিটা দেখতে ইচ্ছে করছে।
আতেল কিসিমের কিংবা সবজান্তা কিসিমের এবং ভাব নেয়া ফটোগ্রাফার আমাদের দেশে অগণিত।
আপনার বিশ্লেষণী মন্তব্য পড়ে ভাললেগেছে।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন ।।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
নিয়াজ সুমন বলেছেন: সময় লাগবে তবে আশাকরি অচিরেই সবার মানসিকতা পরিবর্তন হবে ফটোগ্রাফী সমর্পকে।
ধন্যবাদ আপনাকে সাথে অপেক্ষায় আছি ব্লগে আপনার সুন্দর সুন্দর ফটোশুট দেখার জন্য।
[প্রথম কমেন্ট এ ভুল হয়েছে] অনুগ্রহ পূর্বক মুছে দিবেন।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
সামিয়া বলেছেন: আপনাকে এফ বি তে দেখেছি, ছবিতে আপনার নামের লেগো বড় করে লেখার জন্য এক এডমিন আপনাকে সম্ভবত নিষেধ করেছিলো।।
সে অন্য কথা।
যাক গে অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।।
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
করুণাধারা বলেছেন: চমৎকার পোস্ট, কিন্তু আমি চমৎকৃত হয়েছি লিংক ধরে গিয়ে আপনার তোলা ছবি দেখে। অতুলনীয়। এই ছবিগুলো তোলার গল্প নিয়েও একটা পোস্ট দিতে পারেন।
আমাদের যুগের ছবি তোলা নিয়ে আমার একটা পোস্ট আছে- ছবি তোলার দিন। পরে দেখবেন, যদি সময় হয়।
ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
সামিয়া বলেছেন: আপনি লিংক দিলে এখুনি পড়ে ফেলতে পারতাম, যাই হোক বলেছেন যখন খুঁজে বের করে পড়ে নেবনে।
আমার ঐ পোষ্টের ছবি এখানে আলাদা আলাদা পোষ্টে অলরেডি শেয়ার করে ফেলেছি। আপনার ভাললেগেছে জেনে ভাললাগলো।
ভালো থাকুন ধন্যবাদ।।
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকুন।।
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮
আরণ্যক রাখাল বলেছেন: আমি টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি নিয়ে পড়তে চাচ্ছি। কিন্তু বাড়ি থেকে দিচ্ছে না। আমি গুগোল করে বাংলাদেশে ফটোগ্রাফির ক্যারিয়ার নিয়ে ভালো কিছুই পাইনি। আর পরিচিতও কেউ নেই সেই পেশায় যাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারবো।
আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে, এ সম্পর্কে জনেন। ধারণা দিতে পারবেন একটু?
প্রফেশনাল ফটোগ্রাফারদের ক্যারিয়ার কেমন এদেশে?
(আমি বাধার কথা নাই আনলাম। চাইলে ওসব ইগনোর করাই যায়)
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
সামিয়া বলেছেন: টেলিভিশন, ফিল্ম অথবা ফটোগ্রাফি সম্পর্কে তেমন ভালো জানা আমারও যে আছে ঠিক তা নয়। ডি ইউ তে ফিল্ম , নাটক ও নাট্য তথ্য বিষয়ক শাখা আছে। এ বিষয়ে পড়ে কে কতটা সাফল্য পেয়েছেন সে বিষয়ে জানা নেই।
ফটোগ্রাফি আমাদের দেশে সবচাইতে ওয়েডিং ফটোগ্রাফি লাভজনক একেকটা বিয়ে প্রোগ্রামে ঘণ্টা প্রতি ২০ থেকে শুরু করে লাখ টাকা পযন্ত কন্টাক্ট হয়ে থাকে।
এই বিষয়ে ঢাকায় বেশ কিছু ভালো ভালো প্রশিক্ষক গ্রুপ আছেন। এছাড়া ভালো ক্যামেরা বিভিন্ন রেঞ্জ এর লেন্স কমপক্ষে দুই আড়াই লাখ টাকা বাজেট ক্যামেরার জন্য । সব মিলিয়ে আগে অনেক টাকা হাতে থাকতে হবে।
ধন্যবাদ।।
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
ঠিক-ই বলেছেন , ছবি তোলা একটি শিল্প । আমাদের দেশেও ফটোগ্রাফিকে আর্ট হিসেবে নিচ্ছেন অনেকেই । এই ব্লগেই আছেন মুষ্ঠিমেয় কজন যারা তেমন ছবি তোলেন ।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
সামিয়া বলেছেন: ভালো বলেছেন ভাইয়া।।
ধন্যবাদ
ভালো থাকুন।।
২০| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
ওমেরা বলেছেন: সামনে এগিয়ে যান এই কামনা রইল আপু আপনার জন্য।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার কিউট ওমেরা।
বি হ্যাপি।।
২১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
জাহিদ অনিক বলেছেন:
টাকা পয়সা জমাতে পারলে একটা ক্যামেরা নিব। আপনার কয়েকটা ছবি দেখলাম। ফটোগ্রাফির উপর আপনার কাছে কোর্স করার ইচ্ছে রইলো।
আমি বুঝি না, কেনই বা বিয়ে করা আর কেনই বা এত ঝামেলা করে ছবি তোলা !
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
সামিয়া বলেছেন: খুব ভালো হবে, বিলিভ ডিয়ার ফটোগ্রাফি বেশ আনন্দের। তবে আমি খুব ভালো ছবি তুলি তা কিন্তু নয়।
ভালো থেকো ভাই শুভকামনা।।
২২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
জাহিদ অনিক বলেছেন:
টাকা পয়সা জমাতে পারলে একটা ক্যামেরা নিব।
আমারও একটা ক্যামেরা কেনার প্রবল ইচ্ছা আছে, কিন্তু অর্থ-কড়ির অভাবে তা আর আগামী ২০৫০ সালেও হবে বলে,মনে হয় না। এখানে আমারও হতাশার গল্প বলে গেলাম।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
সামিয়া বলেছেন: ইচ্ছে থাকলে ২০৫০ ২০১৭/১৮ তে পরিবর্তিত হতে কতক্ষন???
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।।
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
Mysterious Mystery বলেছেন: ভালো লাগলো, এবং ছবির পেছনের কথাও জানলাম :-) আপনার রুচিশীল সেটারও প্রমান পেলাম।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ Mysterious Mystery
বি হ্যাপি
২৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৩
ফাহমিদা বারী বলেছেন: আপনার ফটোগ্রাফী নিয়ে দুটো পোস্টই খুব ভাল লাগল।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো।।
২৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
রাসেল উদ্দীন বলেছেন: সময়কে ধরে রাখা যায় না, তবে ছবিতে সময়ের বিশেষ কিছু মুহুর্তকে আটকে রাখা যায় আজীবনের জন্য। সময়কে আটকে রাখার এই কৌশলটি হলো ফটোগ্রাফ। পারিবারিক বা ব্যক্তিগত - যেকোনো ধরনের ছবি স্মৃতির ধারক ও বাহক। এসব ছবি নানা ধরনের ফটোফ্রেমে সাজিয়ে ঘরে রাখলে তা পরিবেশকে আবেগময় করে তোলে।
উপহার হিসেবেও এসব ফটো কিন্তু দারুন চয়েস l যাকে গিফট করবেন সেই খুশি হবে!
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছেন।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা।।
২৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যামেরা নিয়ে দিগ-দিগন্তে ছুটে বেড়াতে ইচ্ছে করে!
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
সামিয়া বলেছেন: বাহ
চমৎকার ইচ্ছে।
ধন্যবাদ, ভালো থাকুন।।
২৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি তুলি, কিন্তু ফটোগ্রাফির কিছুই জানিনা, এটা আমি সব সময়ই বলি। আপনার পোষ্টের কিছু ছবি দেখে সত্যিই মনে হচ্ছে আমাদের মতো মানুষদের ক্যামেরা টেপাই উচিৎ না।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
সামিয়া বলেছেন: আল্লাহ্ পোস্ট দিলাম সবাইকে অনুপ্রেরণা দেয়ার জন্য একী উল্টা রিএকশন!!!!
আপনি এত এত ভালো জায়গায় ঘুরেছেন এত সুন্দর করে ছবি তুলেছেন ক্যামেরা লেন্স যদি উন্নত হত আপনার প্রায় ফটোগ্রাফি দিয়ে এ্যাওয়ার্ড পেতেন।।
যাই হোক আরও ভালো ভালো ছবি তুলুন।
হ্যাপি ক্লিক।।
ধন্যবাদ।
২৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লেখাটি পড়ে মজা পেলাম তবে ছবি গুলো বেশী ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক
২৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১
বিলিয়ার রহমান বলেছেন: ফটোগ্রাফির ক খও জানিনা!! তবে ভালো একটা ফটো অনেক কিছুই বলে/বলতে পারে সেটুকুন বুঝি!!
আপনার ফটোগ্রাফির হাত আরো ভালো হতে হতে সেরা হয়ে উঠুক সে কামনাই করছি!
পোস্টে ++
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
সামিয়া বলেছেন: সো সুইট অফ ইউ ভাইয়া।
সুন্দর কমেন্টের জন্য কৃতজ্ঞতা
এবং ধন্যবাদ।।
শুভকামনা রইলো।।
৩০| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্টে ভাল লাগা রইল আপি
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থেকো শুভকামনা।।
৩১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
দি রিফর্মার বলেছেন: চমৎকার সব ছবি দেখতে কার না ভাল লাগে। আবার এই চমৎকার ছবির পিছনের ছবি গুলো দেখতে আরো ভাল লাগে। সেই সাথে সুন্দর একটি পোষ্ট। সব মিলিয়ে ভাল লাগল। আপনার নিজের তোলা কিছু ছবিযুক্ত করলে মনে হয় আরো মজাদার হত।
ধন্যবাদ।
শুভ কামনা রইল।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
সামিয়া বলেছেন: সুন্দর বিশ্লেষণী মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
বি হ্যাপি।।
৩২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট। ধন্যবাদ
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।।
৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
নীল-দর্পণ বলেছেন: আজকাল হাতে একটা DSLR থাকলে যে কেউ ই ফটোগ্রাফার হয়ে যায়। আর ঝকঝকে এডিটেড, স্মুদ স্কিনের ছবি পেলে মেয়েরা খুব খুশি হয়ে যায়! আমার ভাইয়া ফটোগ্রাফির একটা কোর্স করেছিল ওর কাছ থেকে খুবই সামান্য যা শুনতাম তাতেই বুঝি কেবল ক্লিক করলেই ছবি হয় না।
সবচাইতে মজার ব্যাপার হল এক ফটোগ্রাফারকে ভাড়া করেছিলাম বান্ধবিরা কনভোকেশন এর ছবি তুলতে। ছেলেটা ওয়েডিং ফটোগ্রাফার। ছবি দেখে কান্না কাটি লেগে গেছিল! আমার মনে হয়েছে ন্যূণতম কম্পোজিশন জ্ঞানটা নাই ছেলেটার! এই হচ্ছে ফটোগ্রাফার!
পোষ্টের ছবিগুলো চমৎকার।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
সামিয়া বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ।।
ভালো থাকুন।
শুভ কামনা রইলো।।
৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ইচ্ছে থাকলে ২০৫০ ২০১৭/১৮ তে পরিবর্তিত হতে কতক্ষন???
কোন এক কবি বলেছেন,ইচ্ছা থাকিলে উপায় কিন্তু আমার ইচ্ছার শেষকৃত্য হয়ে গেছে বহুকাল আগে। যদিও আবেগের কোন বয়স হয় না,তারপরেও। এখন বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে পৃথিবী যে ভাবে আগাচ্ছে।তাতে এই পুরাতন ‘‘হ্যামিলনের বাঁশিওয়ালা” হয়ে আর লাভ নেই । আর কাঁধে করে এই DSLR নিয়ে ঘোরার সময় কোথায় !!!একজন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স গবেষক বলছেন যে, পৃথিবীতে ২০৫০ সালে পরে রোবটের সংখ্যা বেড়ে যেতে পারে। তখন মানুষের জীবন যাত্রার মান আরো সহজ হবে। এখন সেই আশায় আছি।। এখন আপনার DSLR দিয়ে তোলা সুন্দর সুন্দর ছবি দেখছি। দেখছি না তাতো না।। একই কথা। আর যদি আমার চেহারা খানা সুন্দর হতো তখন না, হয়। আপনার কাছে আবদার করতুম নিজের একখানা ফটো তুলে দেওয়ার জন্য। যেহতু, আমার শরীরে মেলালিনের পরিমাণ বেশি তাই আমার চেহারাও কালো। এই কালো চেহার লোকদের ছবি তুলতে নেই ।
এবার যাই....
ভাল থাকুন।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
সামিয়া বলেছেন: কমেন্ট পড়ে মজা পেয়েছি।।
সুন্দর প্রতি মন্তব্বের জন্য আবারো ধন্যবাদ।।
ভালো থাকুন।।
শুভকামনা।।
৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪২
মলাসইলমুইনা বলেছেন: বন্ধুবান্ধবদের মধ্যেও অনেকে আছে যারা ফটোগ্রাফি কি সেইটাই বোঝেই না এবং নিরানব্বই ভাগ ছবি তোলার কাজে প্রচুর ব্যাঘাত ঘটায়। তাদের ধারণা ক্যামেরা হাতে থাকলেই আর লেন্স বরাবর ইস্ত্রি করা ভাজ ভাঙ্গা শার্ট পড়ে সোজা হয়ে দাঁড়ালেই বেস্ট একটা ছবি হয়ে যায়। এটাতো বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্যও কিন্তু সত্যি | এখনওতো ফটোগ্রাফি শিখবার প্রফেশনাল কোনো ব্যবস্থা নেই দেশে | দেশের কোনো ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি শিখবার কোনো সুযোগ মনে হয় এখনো নেই |যদিও পেপারে ফটো জার্নালিস্ট আছেন কিন্তু মনে হয় এদের বেশিরভাগেরই প্রফেশনাল ডিগ্রি নেই | বাংলাদেশে এখনো মনে হয় কেউ ভাবেনা ফটোগ্রাফার বা ফটো জার্নালিস্ট হবে প্রফেশনে | একটা কালচারাল বাধাও আছে মনে হয় এব্যাপারে | আমি বাংলাদেশের খ্যাতিমান ফটো জার্নালিস্ট রশিদ তালুকদারকে ব্যক্তিগত আর পারিবারিক ভাবেই চিনতাম |আমি খুব কাছে থেকে উনার ফটোগ্রাফির কাজ দেখেছি | নিজে অনেক কিছু শিখেছি উনার কাছ থেকে | তাই জানি ফটো তোলা কোনো সোজা বিষয় নয়| তাই আপনার আক্ষেপগুলো বুঝতে পারছি | এই অক্ষেগুলো দূর করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে |আমার মনে হয় সে সময় আসতে এখনো অনেক দেরি আমাদের দেশে | সুন্দর লেখার জন্য আর ব্লগের ফেসবুকে লেখা নির্বাচিত হবার জন্য শুভেচ্ছা !!
০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
সামিয়া বলেছেন: বেশ সুন্দর নিজের অভিজ্ঞতা সহ গুছিয়ে বিশ্লেষণী পর্যালোচনা মুলক মন্তব্য পড়ে ভালোলেগেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সব সময় শুভকামনা।
ভালো থাকুন।।
৩৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
থার্মোমিটার বলেছেন: সৃজনশীল কাজে উৎসাহ না দেয়াটা গাছের গোড়ায় কুড়াল মারবার মত, যাইহোক আগ্রহ হারাবেন না, পারলে ইনষ্টাগ্রাম, ন্যাশনাল জিয়োগ্রাফিক ইত্যাদি ফটো কনটেষ্ট এ সময় দিয়েন ( সিরিয়াস হলে)।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৩৭| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
করুণাধারা বলেছেন: একটা কথা মনে পড়ল তাই আবার ফিরে এলাম। জানতে ইচ্ছা করল এই বাঁধা আর হতাশা কি মেয়ে হবার কারণে একটু বেশি হয়! কেন যেন মনে হয় ক্যামেরা হাতে মেয়ে ফটোগ্রাফার দেখতে আমরা এখনো তৈরি হইনি। সত্যজিৎ রায়ের ফটোগ্রাফার সাইদা খানম ছাড়া এদেশে তেমন মেয়ে ফটোগ্রাফারের নামও শুনিনি। যাহোক, আপনার জন্য শুভকামনা।
আমার যে পোস্ট পড়তে বলেছিলাম তার লিঙ্ক Click This Link
১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
সামিয়া বলেছেন: শুধু মেয়ে হিসেবে পুরাপুরি বলা যায় না। ছেলেরা ও এসকল বাঁধা ফেইস করে, তবে মেয়েদের তো সব কিছুতেই বাঁধা।
লিংক দেয়ার জন্য ধন্যবাদ আপু। ভাল থাকুন।
৩৮| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
আখেনাটেন বলেছেন: স্মার্টফোনের জোয়ারে ছবিতোলাকে সবাই এখন ডাল-ভাত মনে করে।
এটাও যে একধরণের কঠিন অার্ট। এর জন্যও পঠন-পাঠন প্রশিক্ষণ দরকার অনেক শিক্ষিত লোকেরও তা মনে হয় না। অাপসোস।
বেশ ভালোভাবে তুলে ধরেছেন ব্যাপারটা।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন।
শুভকামনা।।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
ভুয়া মফিজ বলেছেন: ফটো তোলার কায়দা-কানুনগুলো দারুন!! আউটপুট ফটোগুলো দেখতে পারলে ভালো হতো। যারা ফটো তোলা বলতে শুধুই মানুষের ফটো তোলা বোঝে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো....