নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবন প্রাচীন সভ্যতার পূর্বেও জটিল ছিল, সভ্যতার উত্থানের সাথে সাথে মানুষ নানা জটিলতা দেখেছে এবং বর্তমানেও যত আধুনিকতা ততই জটিলতা, প্রাইজ হাই তো কোয়ানটিটি ডিমান্ডও হাই এইটাই তো স্বাভাবিক তাই না!! এই বিষয় নিয়ে আধুনিকতার সাথে সাথে সমাজের পরিবর্তন অভ্যাস জীবনযাপন পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে কিছু চিত্রশিল্পী অসাধারণ ভাবে তাদের আঁকা চিত্রে তা আলোকপাত করেছেন।
তারা মৌখিক ভাষা বা এমনকি লিখিত শব্দে না বলে তাদের কথাগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন।তাদের নির্বাচিত অভিব্যক্তির চিত্র রুপগুলো নিয়েই এই পোস্ট।।
জম্বি রহস্যোদ্ঘাটন।। শিল্পী ক্রেডিট: স্টিভ কাটস
ভয়াবহ ক্ষুধার্থদের জন্য খাবার ।। শিল্পী ক্রেডিট: জন হোলকোফট
ইনি পেশায় একজন বিজনেসম্যান।। শিল্পী ক্রেডিট: জন হোলকোফট
যে মেয়ে যত সুন্দর তার নজরে বদ লোক ভালোমানুষ।। শিল্পী ক্রেডিট : লুইস
সমাজের ধনী মানুষের চোখে গরীবরা অদৃশ্য প্রায়।। শিল্পী ক্রেডিট: Paweł Kuczyński
উঁচু শ্রেণীর মানুষের সামনে পৃথিবীতে কোন মানুষের কোন অভাব নেই। না আছে পানির অভাব, না খাদ্যের অভাব কিংবা বাসস্থানের অভাব।। Artist credit: Paweł Kuczyńskii
ইনারা পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করে এবং বিভিন্ন সিদ্ধান্ত নেয়।।শিল্পী অজানা
সময় কারো জন্যই থেমে থাকেনা।। শিল্পী ক্রেডিট: Paweł Kuczyński
যুদ্ধ কখনো কারো জন্যই কল্যাণ বয়ে আনেনা।। শিল্পী ক্রেডিট: পাওয়েলের কুচিনস্কি
অন্যায় করা এবং অন্যায় উপভোগ করা দুটোই অন্যায় করারই সামিল। শিল্পী অজানা
রাজনীতিবিদদের ভোটের আগে যে সকল উন্নয়নের প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেয় এবং ইলেকশন জেতার পর তাদের সেই প্রতিশ্রুতির যা হয়।। শিল্পী ক্রেডিট: পাওয়েলের কুচিনস্কি
'ফাঁদ' শিল্পী অজানা
বর্তমান যুগের প্রতিনিধি ।। শিল্পী অজানা
স্বাধীনতা ; শিল্পী ক্রেডিট: পাওয়েলের কুচিনস্কি
চিত্র এবং তথ্য ক্রেডিট গুগল এবং ফেইসবুক।।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকুন।।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো বেশ ভাল লাগল। সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ আপু।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।। বি হ্যাপি।।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যে মেয়ে যত সুন্দর তার নজরে বদ লোক ভালোমানুষ।। শিল্পী ক্রেডিট : লুইস - এটা কি সত্যি?
ছবিগুলো ভাল লেগেছে। সময়োপযোগী পোস্ট।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
সামিয়া বলেছেন: ওটা তো আমার কথা না ডিয়ার চিত্রশিল্পী লুইস এর ধারণা। তবে আমি দেখেছি মেয়েরা টাকা , দামী উপহার গাড়ি বাড়ি এসবে পটে যায়।। হাহাহা ।। ধন্যবাদ
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে এসব মেয়েদের থেকে দূরে থাকাই ইহকালীন ও পরকালীন কল্যাণ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১
সামিয়া বলেছেন:
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
উদাস মাঝি বলেছেন: ওয়াও ! ভাল লেগেছে ম্যাম
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ উদাস মাঝি।।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ কালেকশন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই, শুভকামনা।।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪
ভুয়া মফিজ বলেছেন: অনেক ভালো কালেকশান। 'জম্বি রহস্যোদ্ঘাটন' দিয়ে শিল্পী কি বোঝাতে চাইলো?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
সামিয়া বলেছেন: শিল্পী বোঝাতে চেয়েছেন সারাক্ষন সামাজিক মাধ্যম গুলোতে অথবা ইন্টারনেটে সময় দিতে দিতে জম্বি হয়ে গেছে মানুষ গুলো, খাওয়া নাই দাওয়া নাই হুশ নাই ঘুম নাই , শুধু মাথা ঝুকে নেশাগ্রস্থের মত মোবাইল নিয়ে পড়ে থাকতে থাকতেই এরকম জীবিত আর মৃতের মধ্যম অবস্থায় রুপান্তর হয়েছে তারা।।
ধন্যবাদ ভালো থাকুন।।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
ডার্ক ম্যান বলেছেন: নিজের কোন আঁকা নাই?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০
সামিয়া বলেছেন: নো , নিজের আঁকা শুধু নিজের ডাইরীর জন্য ।।
ধন্যবাদ।।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩
ডার্ক ম্যান বলেছেন: আপনার তো অনেক প্রতিভা । ছবি আঁকেন, কবিতা লেখেন। ভাল আবৃত্তি করেন ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০
সামিয়া বলেছেন: কবিতা আবৃত্তি তেমন একটা সুবিধার না, ছবি আঁকাও না,
যাই হোক আমার আবৃত্তির কথা কেউ তো জানেনা, আমিতো আমার সব প্রতিভা লুকিয়ে রাখছি এখানে
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩
ভুয়া মফিজ বলেছেন: দারুন ব্যাখ্যা!!!! 'জম্বি রহস্যোদ্ঘাটন' এর শিল্পীর মাথায় তো দারুন বুদ্ধি আছেই, আপনিও কম যান না.......... ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
সামিয়া বলেছেন:
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! দারুণ,আপনার কল্যানে কিছু আধুনিক চিত্র দেখার সৌভাগ্য হচ্ছে!
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০
সামিয়া বলেছেন: আমার কল্যাণ ছাড়াও কিন্তু গুগলের মাধ্যমে দেখা সম্ভব।।
অসংখ্য ধন্যবাদ।।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯
জাহিদ হাসান বলেছেন: অসাধারন ! ভাল লাগল। এইমাসের সেরা সামু পোস্ট আপনিই দিলেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: তাই!!!
তাই!!!!!!
তাই!!!!!!!!!!
সেরা হোক না হোক কমেন্ট পড়েই হ্যাপি আমি।।
অনেক ধন্যবাদ জাহিদ হাসান। অনুপ্রেরনার জন্য।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬
জাহিদ হাসান বলেছেন: আমি জাহিদ অনিক নই , আমি জাহিদ হাসান শিশির !
চোখটা ডলা দেন , ঘুম-ঘুম চোখে গাড়ি থুক্কু ব্লগ চালাবেন না !
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪
সামিয়া বলেছেন: ঠিক করে দিয়েছি।
বেশ কদিন জাহিদ অনিক কমেন্ট করেছে তো তাই জাহিদ এর পাশে অনিক লিখে ফেলেছি , সো সরি।।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। খুব ভালো লাগল।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।। ভালো থাকুন।।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কালেকশনে কৃতজ্ঞতা
সত্য বলারও কেউ কেউ আছেন তাহলে! স্বস্তি পেলাম সব নষ্ট হয়ে যায়নি বলে।
++++
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭
সামিয়া বলেছেন: আপনি বেশ সুন্দর সব মন্তব্য করেন অনেক ইন্সপায়ার হই।। অসংখ্য ধন্যবাদ।।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
প্রিয়তে গেলো ।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭
সামিয়া বলেছেন: অগণিত ধন্যবাদ আপু। ভালো থাকুন শুভ কামনা।।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯
সোহানী বলেছেন: অনেক ভালোলাগা.............
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮
সামিয়া বলেছেন: আপনার কমেন্টে ও অনেক অনেক ভালোলাগা আপু । শুভকামনা আর অনেক ধন্যবাদ রইলো।।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
ছবি বা চিত্র মানেই তো রেখার ভাজে ভাজে অনুক্ত কথা ।
সুন্দর পোস্ট ।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন বেশি বেশি।।
শুভ কামনা।।
২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১০
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর !!
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।। ভালো থাকুন।
২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার পোষ্ট। খুব ভালো লাগল।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল আমি।। নাইস নিক।।
২২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: ওহ ! সবগুলোই দারুণ ! দারুণ ! দারুণ !
১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনিক । শুভ কামনা
২৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগলো,
কিছু চিন্তার খোরাক যোগান দেবার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। শুভকামনা।।
২৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: বেঁচে থাকার কী সূক্ষ আর শৈল্পিক প্রকাশ কার্টুনগুলোতে! বাস্তবের থেকেও বাস্তব!
আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য।
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ ডিয়ার ্ৎঁৎঁৎঁ।। নাইস নিক ।।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬
কামরুল হুদা দুর্জয় বলেছেন: ভালো লাগলো ।