নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার সুখই আমার সুখ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০২



তুমি বলেছিলে ঐ যে দূরে সবুজ শ্যামল বন
বনের কিচিরমিচির পাখিদের কলতান মুখর সন্ধ্যা
সাথে একটি নিরিবিলি রবীন্দ্র সঙ্গীত গাইবে শুধু আমার জন্য।
ভাবলাম বাহ!

আরেকদিন দেখলাম দুই হাত ভরে হাজারটা স্বপ্নের ঝুলি নিয়ে
দাঁড়িয়ে থাকলে চৈত্রের প্রখর খরায়!
চোখমুখে ভালোবাসা উপচে পড়া আনন্দ আর সলজ্জ হাসি।
হাঁটতে হাঁটতে বুনো ফুল সব কুড়িয়ে এনেছ আমার জন্য।
ভাবছি জীবন কত সুন্দর।

তারপর আমাকে অবাক করে
একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বললে,
এই নাও; লিখে দিলাম আমার মনের রাজ্য তোমার নামে।
বললাম এত সব কিছুর দরকার ছিলনা,
তুমি শুনলেই না সে কথা; সমস্ত রাজ্য তখন আমার নামে।।

তারপর অসংখ্য রাত জেগে জেগে
গোলকধাঁধায় আলোকিত রাজ্য দেখতে দেখতে
চোখের দৃষ্টি ক্ষীণ; রাজ্য ঘোলাটে; তো কি হয়েছে!
রাজ্যটা তো আমারই ।

একদিন ওটার সীমানা অতিক্রম করে
কঠিন পরিখার সামনে দাঁড়াতেই;
লক্ষ লক্ষ সুসজ্জিত সৈন্যসামন্ত আমায় লক্ষ্য করে ছুঁড়ে দিলো;
অসংখ তীর আর গোলাবারুদ;
আহত আমি; জানলাম ওটা আমার রাজ্য নয়।

মাটিতে মিশে যেতে যেতে দেখলাম অবজ্ঞায় ভরা তোমার মুখ,
যন্ত্রনায় নিস্তেজ আমি; ভাবছি ঠিক আছে; ঠিক আছে,
আজ থেকে তোমার সুখই আমার সুখ।।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা, সুন্দর গড়েছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন।।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল লেগেছে। ছবির কথাগুলো একদম সত্য। কেন যে এমন হয়....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে ব্লগে প্রথম পেলাম, স্বাগতম মোহেবুল্লাহ অয়ন ।।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:


কারো প্রতি প্রেম,ভালোবাসা,মায়া ও মমতা অপর পক্ষে কখনো বিচার করে না। !:#P আবার কখনো কখনো কোন ঘটনা প্রবাহে ভালবাসার দেবতা কখন যে থাবা মেরে বসে- ঠিক বোঝা যায় না ; :)তবে হতাশ হয়েন না।ভালোবাসা কোন ঠুনকো জিনিষ না।



কবিতা ভালো হয়েছে +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন কবি।।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




সুন্দর কবিতা হয়েছে, ভাবে ও শরীরে ।
এমন কবিতার গায়ে হাত বুলিয়ে সাথে থাকা ছবিটির রেশ ধরে এটা বলাই যায় ------
" ডোন্ট লেট সামওয়ান বিকাম আ প্রায়োরিটি ইন ইওর লাইফ, হোয়েন ইউ আর জাষ্ট এ্যান অপশান ইন দেয়ার লাইফ......."

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: ইউ নো মাই নেম অনলি, নট মাই স্টোরি ব্রো।।
ভাল থাকুন সুস্থ থাকুন, কেয়ারিং কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



স্বপ্ন আর বাস্তবতার অভিজ্ঞান....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ডানা

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
কবিতাটি গতকাল দ্রুত পড়ে যাওয়ায় বুঝতে পারিনি কবিতায় কতটা কষ্ট লুকিয়ে রেখেছেন।
দারুণ বলেছেন কবি




শূন্যতা চারিদিক
সুনসান নিঝুম রাত্রির গায়ে
লেগে থাকা কলঙ্কের কালি।
প্রিয়জন অবহেলিত হৃদয়ে
মেঘ গর্জন বিজুলির,
নয়নে কষ্ট-স্রোত
আঁধারের বুকচেরা বরিষণ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: আরেহ বাহ!! দারুন কবিতা কমেন্ট, অসাধারন।
অনেক অনেক ধন্যবাদ।।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

জাহিদ অনিক বলেছেন: এই নাও; লিখে দিলাম আমার মনের রাজ্য তোমার নামে।
বললাম এত সব কিছুর দরকার ছিলনা,



ভাবছি ঠিক আছে; ঠিক আছে,
আজ থেকে তোমার সুখই আমার সুখ।।




দুই স্তবকের লাইনগুলো কবিতায় বেশ ভালভাবেই প্রতিফলিত হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনিক, শুভকামনা!!।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আশার চোখে শূণ্যতা
আমি দুঃখ গিলে খাই
স্বপ্নেরা বার্ধক্যে উপনীত হয়
আমি বয়ে চলি তাদের মৃত্যু...

কবিতা ভাল লেগেছে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: আপনার কমেন্ট তো আমার কবিতার থেকেও বেশি সুন্দর। কমেন্ট আরো বেশি ভাল লেগেছে, শুভকামনা এবং অনেক ধন্যবাদ।।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ লাগলো কথা মালা ;
তাজা আবেগ _

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: অনেক অনেক অনেক ভালোলাগা কমেন্টে, ভালো থাকুন সব সময়।।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নীলপরি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.