নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা সাধারণ কিছু ছবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩




চমৎকার এই গ্ল্যাডিওলাস ফুলের চিত্র তুলেছি লালবাগ কেল্লার উত্তর দিকের বাগান থেকে। ঝকঝকে রোদের জন্যই কিনা কে জানে ছবির ফুলগুলো ঝকঝকে আকর্ষণীয় লাগছে, বাস্তবে কিন্ত অর্ধ মৃত এবং আকর্ষণ বিবর্জিত।।




অনেকক্ষণ থেকে দেখলাম উনি নানা ভাবে নানারকম পোজ দেখিয়ে দিচ্ছেন ছবির এই বেবিকে মাঝে মাঝে কোলে নিয়ে অন্য জায়গার দাড় করিয়ে নতুন উদ্যমে নতুন পোজে নতুন ভাবে ছবি তুলছেন, ছবি তোলা শেষ করে বেবীকে আদর করছেন নাক মুখের ঘাম মুছে দিচ্ছেন, আইস্ক্রিম কিনে খাওয়াচ্ছেন , অনুমান করলাম সে শিশুটির বাবা, সুখী বাবা। আর নিঃসন্দেহে শিশুটি পৃথিবীর ভাগ্যবতী শিশুদের একজন।।



উনারা খোলা ছাউনির নীচে দাঁড়িয়েছেন একটু নিরিবিলি কথা বলার জন্য। দিয়া বাড়ির পরিচিত দৃশ্যপট।।



র‍্যানডম লালবাগ থেকে তোলা ফুলের ছবি





















একবার আমি একসাথে অনেক কাজ করতে করতে ইউনিতে অনিয়মিত হতে হতে হঠাৎ একদিন আমার বান্ধবী নামের শত্রু লিপির ফোন পেলাম উনি টিভি উপস্থাপিকার স্বরে বললেন আমাদের বোর্ড টেস্ট এক্সাম হয়ে গেছে, তুই তো দিতে পারিস নাই, শুনেছি যারা ফাইনাল টেস্ট দেয়নি তাদের বোর্ড এক্সাম দিতে দেয়া হবেনা, তাছাড়া এটা থেকে ৩০ মার্ক ফাইনাল পরীক্ষায় এড হবে, যেহেতু তুই পরীক্ষা দিস নাই তুই তো এই মার্ক ছাড়া ভালো নাম্বার তুলতে পারবিনা। কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, সারাদিন অফিস করে ফিরে কেবল একটু ঘুমাইছি, ঘুমের মধ্যেই ফোন ধরে মাথায় আকাশ ভেঙ্গে পড়া কথা শুনতে শুনতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম তোর না পরীক্ষার ডেট জানানোর কথা?? ইউনিতে কাউরে আমি ফোন নং দেইনাই তুই ছাড়া, লিপি অ্যা উ জাতীয় কোন শব্দ করার আগেই আমি ফোন কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে ইউনিতে রওয়ানা দিয়া ডিপার্টমেন্ট হেড এর কাছে গিয়া দাঁড়াইলাম,
ডিপার্টমেন্ট হেড, আমার অতি প্রিয় মাসুদ স্যার' এবং অন্যান্য ম্যাডাম আমাকে একা পেয়ে প্রচুর বকতে থাকলেন বকা খাইতে খাইতে খাইতে রুমের কোনার জানলা দিয়া পাশের বিল্ডিঙের দেয়ালের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম এই বছর আমার কপাল পুড়ছে, ভাবতে ভাবতে বেদিশার মত সেদিক থেকে চোখ সরিয়ে যখন স্যার এর দিকে তাকালাম দেখি উনি মুখ আড়াল করে চোরা হাসি হাসছেন আর বকছেন, উনার সেই চোরা হাসিতে আমার অমাবস্যার অন্ধকার আকাশ আলোকিত হয়ে গেলো, বুঝলাম কানের পাস দিয়া গুলি গেছে, স্যার এখন আর ইউনিতে নেই সম্ভবত সচিব হয়েছেন। অনেকদিন পর স্যার এর সেই চোরা হাসি দুই বোনের মধ্যে ছোটটির মুখে দেখে ক্যামেরায় তুলতে চাইতে চাইতে প্রয়োজনের সীমানার বাইরে চলে যাওয়ায় তেমন করে উনার হাসি বন্দি করতে পারিনি। আফসোস। শিশুটি তার অজান্তেই সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে গেলো।।




আকাশে উড়ছে পরাধীন ঘুড়ি ।।




এইটার নাম ডল হাউজ বোট, দিয়া বাড়ির লেকে উনাকে পাওয়া যাবে এবং যখন ইচ্ছা ভ্রমন করা যাবে, সামনা সামনি দেখতে এটা পুরান আর নোংরা।।





বৃষ্টি ভেজা ফুল







ঈদ র‌্যালি







র‍্যানডম কার্জন হল

















সবশেষের ফুলটি "নাগালিঙ্গম" উদ্ভিদের।।

মন্তব্য ৬০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: ফুল, প্রকৃতি, অবুঝ শিশু, রোমান্টিক জুটি, নিষ্পাপ শিশু, টলটলে জল সব মিলে মিশে একাকার!:)

সুন্দর ছবি ব্লগ!

+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন।।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

বাহ ! খুব সুন্দর ছবি ব্লগ।



+++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ ।। ভালো থাকুন।।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন: আকাশে উড়ছে পরাধীন ঘুড়ি ।। - এটা অনেকদিন মনে থাকবে মনে হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাই ।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার লোকেশনে
সুন্দর হাতের কাজ,
ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন নূরু ভাই ।।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

শাহেদ খান বলেছেন: ভাল লাগল সবুজের সমারোহ; ফুল, পাতা, জল ও মানুষ!

শুভেচ্ছা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকুন শাহেদ খান ।।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সব ছবি
ভাল লাগল গো বইন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সামিয়া বলেছেন: থ্যাংকস আপু।।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

রায়হান চৌঃ বলেছেন: ভাই, সর্ব শেষ ছবি টা "নাগালিঙ্গম", আমার জানা মতে এটা পরজীবী উদ্ভিদ নয়, বলতে পারেন অনেক টা বর্ষজীবী উদ্ভিদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সামিয়া বলেছেন: থ্যাংকস ইনফরমেশন দেয়ার জন্য। ভালো থাকুন ভাইয়া।।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক ভাল লাগল ।
ধন্যবাদ আপু কিছু সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার ভাই। । মোস্তফা সোহেল ।।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

আখেনাটেন বলেছেন: নিটোল চমৎকার কিছু ছবি চোখে প্রশান্তি এনে দিলো।

কোন ক্যামেরায় তোলা?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

সামিয়া বলেছেন: nikon D5100 lance 55 to 200 mm
ধন্যবাদ আখেনাটেন ।।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ,ভালো থাকুন।।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

জেরার্ড পিকে থ্রি বলেছেন: আপনার তোলা ছবির সবগুলো জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল।

বাস্তবিকপক্ষে, আপনার তোলা ছবি গুলো আরও আকর্ষণীয় বলে মনে হল, আপু।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

সামিয়া বলেছেন: হ্যা এটা ঠিক অনেক সময় বাস্তব দৃশ্যের চেয়ে ছবি সুন্দর।। অনেক ধন্যবাদ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন লাগিয়ে করলে যে কোন কাজই সুন্দর হয়ে ওঠে। বোঝা গেল লেখকের একটা সুন্দর মন আর সেই মনের আহবানে আরও সুন্দর কিছু সৃষ্টি করার সুপ্ত বাসনা লুকিয়ে আছে। সবকিছুই সুন্দর। পোস্টে প্লাস।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

সামিয়া বলেছেন: বাহ এত সুন্দর করে বলার জন্য আন্তরিক ধন্যবাদ।।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ ছক ছকে ছবি। দেখে নয়ন জুড়ালো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার ঝকঝকে ছবিগুলো ভাল লাগল। পোস্টে ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন।।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার তোলা অসাধারণ কিছু ছবি দেখলাম। সাথে মুখরোচক স্মৃতির ঘাঁটাঘাঁটি । ভালোই লেগেছে ছবির সাথে একটুখানি গল্প ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

সামিয়া বলেছেন: আপনি এমন ভালো ভালো কথা বলেন যে একদম আনন্দিত হয়ে যাই।। অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন সবসময়।।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া,





সাধারণ কিছু ছবির ভেতর অসাধারণ লাগলো এইটা ----

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

সামিয়া বলেছেন: এর মানে আপনি প্রকৃতি অনেক পছন্দ করেন এবং সবুজ।।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , ভালো থাকুন।।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

নাদিম আহসান তুহিন বলেছেন: ছবির সৌন্দর্যে মনের সৌন্দর্য ফুটে উঠে,,,

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কথা বলার জন্য।। বি হ্যাপি।।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার সব ছবি- মুগ্ধতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ।।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। +++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো, প্লাসে কৃতজ্ঞতা। ভালো থাকুন।।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর সব ছবির মাঝে কি একটু "নিজের কথা"ও শুনলাম!! তবে বুড়ির চেয়ে বুড়ির পিতার সৌভাগ্যকেই আমি প্রাধন্য দেই।। আমারও কিন্তু এমন একটি "বুড়ি" আছে।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সামিয়া বলেছেন: ওয়াও তাই বুঝি তাহলে তো আপনি বেশ সুখী, আপনার বুড়ির জন্য রইলো অনেক দোয়া স্নেহ ও ভালোবাসা।।
অনেক ধন্যবাদ ভালো থাকুন।।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবিই সুন্দর । পোষ্টের শেষ দিকে থাকা নাগালিঙ্গম ফুলের ছবিটা আমার দৃষ্টি আকর্ষন করেছে ।
এটা অাজিব একটি ফুল, গাছের কান্ড ফুরে বের হয় ।

এই গাছের ফুলের দারুন অদ্ভুত মাদক সুগন্ধ রয়েছে , এর আরো বহুবিধ গুনাবলীও আছে ।

অনেক শুভেচ্ছা রইল

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সামিয়া বলেছেন: চমৎকার তথ্য পূর্ণ মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ।।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: উত্তরা ৬ নম্বর সেক্টরে নাগালিঙ্গম গাছের ফুলসহ গাছ দেখছি। সেদিন চিনতে পারিনি। আজ চিনলাম।
ছবিগুলো অনেক সুন্দর হইছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

সামিয়া বলেছেন: ৬ নম্বর সেক্টরে কোথায় এই গাছ? পার্কে তো দেখছি বলে মনে পড়ে না।
ছবি গুলো ভাললেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ অ্যান্ড বি হ্যাপি।।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

ম্যাক্সিম বলেছেন:
সত‌্যিই অনেক সুন্দর।
ছবি দেখেই মন ভালো হয়ে যায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

সামিয়া বলেছেন: তাই বুঝি মাক্সিম।
ভালোলাগলো আপনার কমেন্ট দেখে আমারও তো মন ভালো হয়ে গেলো।।
ধন্যবাদ , ভালো থাকুন।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ছবিগুলো ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভালো থাকুন।।

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: রাজউক উত্তরা মডেল কলেজের পরে একটা হাসপাতাল আছে। সম্ভবত কুয়েত মৈত্রী হাসপাতাল। ওটার ভিতরে আছে গাছটা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ইনফরমেশনের জন্য।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি ভাল ফটোগ্রাফি করেন তবে আরো ভাল হওয়া উচিত ছিল!

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

সামিয়া বলেছেন: ফটোগ্রাফির ক্ষেত্রে কখনো আরও ভালো হওয়া উচিৎ বাক্যটি মানায় না।
কারন একেকজনের চোখের ভালোলাগা একেকরকম। যেই ছবি আপনার চোখে সাদামাটা ভুল ত্রুটিতে ভর্তি হতে পারে সেটিই কোন জনপ্রিয় গ্রুপে বেস্ট পিকচার নির্বাচিত।
ধন্যবাদ , ভালো থাকুন।

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



ঠিকই বলেছেন। কবিতার ক্ষেত্রেও তাই। সবাই দেখলাম আপনার ফটোগ্রাফির শুধু প্রশংসা করছে তাই আমি ভাবলাম একটু ক্রিটিকস করি। শুনেছি কারো সমালোচনা করলে কোন না কোন সময় তার সেরাটা বেড়িয়ে আসে। যাকগে কিছু মনে করবেন না। আমি ফটোগ্রাফি তেমন বুঝিনা... কিছু ছবি আমারো অনেক মনে লেগেছে। যেমন এটা...







২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: হাহা এই তাহলে ব্যাপার!!!!!!! :D :D :D
আমাকে মোটিভেট করার চেষ্টাটা ভালো লেগেছে।।
হুম শুভাকাংখী মানুষ , শুভ কামনা।। :-B

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

মলাসইলমুইনা বলেছেন: বিউটিফুল ! শুধু খারাপ লাগলো কার্জন হলের ফটোটা দেখে | বহু বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে মনে হয় ক্লাসেরই পার্ট হিসেবে আমরা দুই বন্ধু কার্জন হলের এই পুকুরের পাশে একটা চা কফি স্ন্যাকের ছোট একটা দোকানকে প্রজেক্ট হিসেবে প্রপোজ করেছিলাম | আমাদের কোর্স টিচারকে খুব ইমপ্রেস করতে পারিনি | আপনার ফটোটা দেখে আবারো মনে হলো এই চমৎকার পুকুর পারে দাঁড়িয়ে ছেলে মেয়েরা চা কফি স্ন্যাক খাবেনা? প্রজেক্টটাতো মনে হয় ভালোই ছিল ! চমৎকার ফটোর সাথে অনেক আগের স্মৃতি মনে করিয়ে দিলেন |ধন্যবাদ !

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

সামিয়া বলেছেন: ঢাকা ভার্সিটির কতজন মালিক!!! শত মুখে শত মতামত। ক্লাস টিচারের আর দোষ কি! সে আপনাদের পারমিশন দিয়ে আবার কিনা কি বিপদে পড়ে যেত। যাই হোক পুকুর পাড়ে কিন্তু আমরা কফি খাই, সেদিন ও খেয়েছিলাম। আপনাকে নস্টালজিক করে দিলাম ভেবে ভালোই লাগছে, ভালো থাকুন, শুভকামনা।। ধন্যবাদ অনেক অনেক।।

সেদিন কফির কাপের একটা ছবিও তুলেছিলাম্‌।।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: ওয়াও আপু! সাধারণ ছবিই এত অসাধারণ। তাহলে অসাধারণ বললে কেমন হবে!
খুব ভালো লাগল....

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাই ডিয়ার।
শুভকামনা ও সুস্থতা কামনা করছি। বি হ্যাপি।।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মলাসইলমুইনা বলেছেন: ওটা ছিল আমাদের একটা ক্লাস প্রজেক্ট | পলিসি এনালিসিস ক্লাসের | আপনার মন্তব্য আর পুকুর পাড়ের কফি কাপের ফটো দেখে আমি এখন শিওর আমাদের প্রজেক্ট প্রপোজালটা আন্ডারগ্রেডেড হয়েছিল |আপনি যদি স্বাক্ষী দিতে রাজি থাকেন তবে (আপনার কফি আড্ডার সব বন্ধু সহ) আপনাকে স্বাক্ষী আর এই লেখাটাকে এভিডেন্স হিসেবে প্রেজেন্ট করে আমি বহু বছর আগের প্রপোজালটাকে রিইভালুয়েট করাতে চাই | বাই দ্যা ওয়ে, আমাদের সেই টিচার আর কিছুদিনের মধ্যেই হয়তো রিটায়ার করবেন তাই ব্যাপারগুলো করতে হবে দ্রুত | আমার প্রস্তাবে আপনার হ্যা বা না জানার অপেক্ষায় রইলাম |

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

সামিয়া বলেছেন: কফি খেয়েছি চা কফি বিক্রেতা মানে হকারদের কাছ থেকে এর সাথে আপনাদের প্রপোজালের কোন সম্পর্ক নেই। এই হকার মামারা চা কফি টিএসসি সহ পুরা এরিয়ায়ই বিক্রি করে। এটা তো বহু বছর ধরে চলে আসতেছে। আপনি ঐ এরিয়ায় যাননি কত যুগ হল?? যাই হোক আপনাদের প্রজেক্ট এর জন্য আমার ছবি কিংবা আমার সাক্ষী কিংবা আমার বন্ধুদের সাক্ষীর প্রয়োজন দেখিনা, আপনি ঐ দিকে গেলে বহু হকার এবং হকারদের কাছ থেকে কফি কিনে পান করতেছে এমন বহু মানুষ পাবেন।
ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.