নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার ভাই বোনের বিচ্ছু ছেলে মেয়েদের বলি আমি মরে গেলে খবরদার যেন কাউকে কাঁদতে না দেখি!! যদি কাউরে কাঁদতে দেখি তাইলে তোদের একেকটার খবর আছে!! চড় মেরে দাঁত ফেলে দেবো মনে রাখিস।
এখন জীবিত আছি ফিরেও দেখিস না! আর মরার পর কান্দন!!
আমার এই জোকগুলারে নাম দিয়েছি সস্তা জোক কারন এই সকল জোকে তেমন কেউ হাসেনা, বরং একটা কান্না কান্না পরিবেশ হয়!! আম্মা ছল ছল চোখে বলে তুই এই রকম মরার কথা কেন বলিস! কেন বলিস তুই!! তুই কি আমাকে মারতে চাস!!
আসলে বাবা মা হচ্ছে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার। পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ সুন্দর ভাবে সন্মানের সাথে আল্লাহ্ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক সেই কামনা।
আমার মেঝ আপু মারা গেছেন আজ তিন মাস উনত্রিশ দিন। এমন একটা দিন নেই, এমন একটি রাত নেই, এমন একটা মুহূর্ত নেই তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি, সে হঠাৎ এমনি আশ্চর্যজনক ভাবে কিছু বুঝে ওঠার আগেই চলে যাবেন কিংবা গেছেন কিছুতেই বিশ্বাস হয়না।
জীবন বড়ই ঠুনকো নড়বড়ে অনিশ্চিত এবং মিথ্যা এবং অতি অল্প সময়ের জন্য একটি অপশন মাত্র। যখন মানুষকে দেখি জীবন নিয়ে নিজের পরিবার পরিজন নিয়ে নানা স্বপ্ন আর প্ল্যানিং খুব হাস্যকর লাগে! হাস্যকর লাগে কাউকে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে দেখলে নিজেকে পৃথিবীর সেরা ভাবতে দেখলে '' নিজেকে এত সেরা ভাবার আসলেই কিছু নাই। মাটির নীচে ঘর প্রস্তুত! ওটা যে কোন সময় যে কাউকে টেনে নিতে পারে।
একটা মানুষ মরে গেলে হাজারো মুখে হাজারটা প্রসংশা! অথচ জীবিতকালে কেউ তার দিকে ফিরেও তাকায় না।। তার কি প্রয়োজন ভুল করেও কেউ জানতেও চায় না।।
মানুষটির বেঁচে থাকাকালীন এই প্রশংসা করলে কি হয় যা তার মরার পর করছে।? কি হয় একটু কেয়ার করলে? বিপদে একটু পাশে দাঁড়ালে! সাহায্য না হোক অন্তত হেসে একটু কথা বললে কি হয়?
সেদিন এইচ আর হেড এর কাছ থেকে আর্জেন্ট ডাক এসেছিলো আমার আর ইন্টার্ন এক মেয়ের, তার রুমে ঢুকে দেখি ইরা আপু, উনার সাথে সমুদ্র ভ্রমণের পর আগের মত আর দেখা হয়না, সে কদিন আগে বিয়ে করেছেন দীর্ঘ ঝড় তুফান আর বিরহের পর সুখী সুখী চেহারা, আজকাল উনি উনার ওড়নার আঁচল উড়িয়ে পরীর মতন ঘোরা ফেরা করেন অফিসে, তবু এত আনন্দের জীবনেও উনার অন্যকে নিয়ে মাথা ঘামানোর জন্য বিস্তর জায়গা আছে। এইচ আর হেড ম্যাডাম পঞ্চাশোর্ধ সৌম্য শান্তি চেহারার একজন কোমল মানুষ হয়েও সেদিন চেহারায় খানিকটা রাগী ভাব।
আমাদের দেখে ঝট করে ইরা আপু আঁচ করলো কিছু একটা হতে যাচ্ছে! কাজেই যে করেই হোক আশেপাশেই থাকতে হবে কিন্তু ম্যাডাম তাকে নিরাশ করে বলল ইরা তুমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাও এখন!
উনি দরজা ভেতর দিয়ে বন্ধ করে রুমের মাঝে উনার গুরুত্বপূর্ণ অবস্থান নিলো। কিচ্ছুতেই কিছু খেয়াল নাই।
ম্যাডাম প্রশ্নবোধক চোখে আর আমি একটা গাধা দেখতেছি সেই চোখে উনার দিকে তাকিয়ে রইলাম, ইরা আপু হঠাৎই যেন ঘটনা বুঝতে পারলো বুঝে সরি বলে নিতান্ত অনিচ্ছায় স্লো মোশনে পা দুইটা লোহা হয়ে গেছে কিছুতেই নাড়ানো যায় না এই গতিতে বের হয়ে গেলো, ম্যাডামের সামনের চেয়ারটায় বসতে বসতে দেখি ইরা আপুর ফোন! হায়রে ইরা জাতি!!! উনি এই ফোন নেবার বাহানায় ৫ মিনিটের বেশি রুমে আসা থেকে নিজেকে বিরত রাখতে পারবে বলে সন্দেহ! উনি তাই করলেন! এইবার ম্যাডাম প্রচণ্ড বিরক্ত আর আমি নির্বোধ বাচ্চা দেখতেছি সেই লুক দিলাম, উনার মিশন আজ ব্যর্থ।
যাই হোক আমাদের অপরাধ হল আমরা নামাজ ঘর ক্রস করার সময় জোরে জোরে কথা বলেছি, আসলে ঐ সময় ইন্টার্ন মেয়েটি তার আইডি কার্ড হারিয়ে দিশেহারা ছিল এবং আমাদের ফ্লোরের সমস্ত কোনা কাঞ্চিতে তার আইডি কার্ড খুঁজতেছিল, ঘটনাক্রমে আমি সেই পথ দিয়ে আসার পথে আমাকে পেয়ে যারপরনাই খুশি হয়ে কিছু একটা বলছিল!!
ইন্টার্ন মেয়েটিকে দেখলাম অতিরিক্ত ভয়ে অথবা লজ্জায় অথবা দুঃখে কাঁপছে।
উনার কাঁপাকাঁপি কয়েক মুহূর্ত দেখে ম্যাডামের দিকে চেয়ে বললাম ম্যাডাম কথা শুধু আমি বলেছি ও কিছু বলে নাই, ভুল আমার হয়ে গেছে, আই এ্যাম সরি এরকম আর হবেনা কথা দিচ্ছি।
ম্যাডাম বিচক্ষণ, সে আসল ব্যাপারটা বুঝতে পেরে অন্যান্য আলোচনা করে ছেড়ে দিলো! ইন্টার্ন মেয়েটি বের হয়ে বার বার সরি বলতে বলতে জানালো যে সে সত্যিই দুঃখিত হয়েছে যে আমি তার দোষ আমার ঘাড়ে নিয়ে ম্যাডামকে সরি বলে আসছি!
এই রকম ঘটনা আমার জীবনে বহুবার ঘটেছে যেমন এক সকালে বাসে উঠে মনটাই ভালো হয়ে গেলো কেননা জানলা দিয়ে এত ঝরঝরে বাতাস! আনন্দের সাথে জানলার এক তৃতীয়াংশ খুলে দিয়ে বসে আছি, হঠাৎ পেছন থেকে জানালার কাঁচ প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিয়ে আমার সাইট বন্ধ বন্ধ অবস্থা, জানালার কার্নিশে হাত রেখেছিলাম সময় মত না সরালে কেটে যেত, ভাবলাম ব্যাপারটা ভুলে হয়ে থাকতে পারে আবার জানলার কাঁচ খুলে দিলাম, এবং সাথে সাথেই আ্যকশন , পেছন থেকে চড়া গলায় চিৎকার করে ধমক দিলো একটা মেয়ে! সে ঠিক আমার পেছনে বসেছিল!
উনার কথা হচ্ছে বাতাস তো সবার দরকার তাই উনার সাইটে বেশি খোলা থাকবে ! একটা মানুষের মন নিমিষেই খারাপ করে দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা কতই না সহজ! আমি জানালার কাঁচ পুরোটা আমার দিকে টেনে নিলাম, খাও যত ইচ্ছা বাতাস খাও।
কাজটা করেছিলাম আবেগে কষ্ট পেয়ে, পড়ে দেখলাম সে আমার সাইড দিয়ে যাবার সময় মাথা নিচু করে চলে গেলো! সে তার খারাপ ব্যবহারের জন্য অনুতপ্ত।
কিংবা দুইটা ঘটনাই হল যুদ্ধ শুরুর আগেই অস্ত্রহীন সৈনিকের উপর হামলা করে লজ্জিত কিংবা অনুতপ্ত অনুভব করা।
কিছু মানুষের স্বভাবে এই ধরনের আচরণ জন্মগত স্বভাবজাত। নিজেকে বড় এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্যে তার নামে বাজে ধারণা পোষণ এবং সমালোচনার মধ্যেই এক ধরনের তৃপ্তি পেয়ে তাদের অক্ষমতাগুলো থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে।
এই জন্য প্রকৃতি হচ্ছে সব থেকে ভালো বন্ধু ।
এই অসুস্থ মানুষজনের থেকে দূরে মাঝে মাঝে প্রকৃতির কাছে গিয়ে মনের কষ্ট বেদনা গ্লানি বিসর্জন দেয়া যেতে পারে।।
কয়েকদিন আগের এক নৌকা ভ্রমনে ছবি তুলেছেন লেখক নিজে।।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সামিয়া বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন। শুভকামনা।।
২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে কাজের পরিবেশ ভালো নয়, এক ধরণের দাসত্বের পরিবেশ।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সামিয়া বলেছেন: এটা অধিকাংশ প্রাইভেট জবের ক্ষেত্রে।
ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
মোস্তফা সোহেল বলেছেন: এলোমেলো কথা গুলো মোটেও এলোমেলো মনে হয় নি। বরং খুব ভাল লেগেছে।
ছবি গুলিও অনেক সুন্দর হয়েছে।
আপনার আপুর কথা আগের লেখাতেও পড়েছি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আচ্ছা আপু আপনার আপুর কি হয়েছিল?
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।।
আপু ব্রেন স্ট্রোক করেছিলো। এটা শুনে এই ব্লগে একজন মন্তব্য করেছিলো আপুর সংসারে কোন প্যাঁচ কিংবা ঝামেলা ছিলেন কিনা। আসলে ক্যানসার এর মত ব্রেন স্ট্রোক ও মহামারি আকারে ছড়িয়ে যাচ্ছে , যে কোন বয়সের যে কেউ অনেক সময় ঘুমের মধ্যে ও স্ট্রোক করে মারা যাচ্ছে ।।
৪| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর ঝরঝরে লেখা।
ছবি গুলোও খুব সুন্দর।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।।
৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪
চি র কু ট বলেছেন: মরার পরে আপনি কিভাবে আপনার ভাই বোনের বিচ্ছু ছেলে মেয়েদের চড় মেরে দাঁত ফেলে দেবেন? লেখা এবং ছবি, দুইটাই সুন্দর।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সামিয়া বলেছেন: হাহা বলেছি তো ডিয়ার
সস্তা জোক
ধন্যবাদ রইলো।।
৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এলোমেলো কথাগুলি বেশ গুছিয়ে লিখা হয়েছে
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।।
৭| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের চূড়ান্ত সত্য গভীর বোধকে দারুন সাবলীলতায় সহজতায় তুলে ধরেছেন।
মোহাবিষ্ট মন বুঝেও বুঝতে চায়না, মায়া, ভ্রম ঘিরে থাকে অর্হনিশি.. নিকটজন কেউ চলে গেলে ধাক্কা খায়..
কয়েকদিন মনটা নরম থাকে! আবার বদলে যায় পাথরের পাষঅনের চেয়েও যেন বেশি কাঠিন্যে..
ভাল লাগল কথনিকা। সবাই যদি সত্যকে ভাবত এমন সহজ করে...!!!
++++
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছেন প্রিয় কবি।। ভালো থাকুন সব সময়। ধন্যবাদ।।
৮| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
কথাগুলো বেশ ভাল । আন্তরিকতাই মানুষকে মানুষ করে তোলে । আজ আছি তো কাল নেই । তাই কারো মনে খারাপ প্রভাব বিস্তার করাটা নিজেকেই হীনমন্য করা ।
ছবিগুলো সুন্দর । আমি অনেক আগে একটা কবিতা লিখেছিলাম, সেখানে একটা লাইন ছিলো - 'শুনেছি প্রকৃতি কোন অপরাধ করে না ' !
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সামিয়া বলেছেন: কবিতার লাইনটি বেশ সুন্দর । আর শাশ্বত সত্য।
অনেক ধন্যবাদ ভালো থাকুন।।
৯| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: কিছু বাস্তবতা মেনে নিতে না চাইলেও নিতে হয় ! আপু নাহয়, একটু আগে চলে গেছেন ! আমরা সবাই একদিন (আগে-পরে) চলে যাবো......
ভালো থাকুন ।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সামিয়া বলেছেন: বাস্তবতা মানি কিন্ত মন ওসব বুঝতে চায় না।।
ধন্যবাদ ভালো কিছু কথার জন্য।। ভালো থাকুন।
১০| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
একটি মৃত্যুকে স্মরণ করে ( ঐ অংশটুকু টাচি ) কিছু লিখতে গিয়ে যা বললেন তাতে একটা কথাই বলা যায় -- মানুষ আসলেই মস্তবড় হিপোক্রেট ।
আর এই হিপোক্রেসী থেকে বাঁচার পথটি বলে চমৎকার যে সব ছবি দিয়েছেন তা মুগ্ধকর ।
প্রকৃতির চেয়ে অকৃত্রিম বন্ধু আর কেউ নেই !!!
২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭
সামিয়া বলেছেন: চমৎকার মন্তব্য এবং বিশদ বর্ননায় অনুপ্রেরনা পেলাম।। অনেক অনেক ভালো থাকুন সব সময়।।ধন্যবাদ।।
১১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ একটি পোস্ট আপু! মন ভরে গেল পড়ে। ভীষন সরলতায় এত কঠিন সব কথা বলেছ! সবারই মনে এসব এলোমেলো ভাবনার ট্রেইন চলতে থাকে। কিন্তু এত গুছিয়ে কজনই বা তুলে আনতে পারে?
আর ছবিগুলো তো অসাধারণই!
আমি আমার ভাই বোনের বিচ্ছু ছেলে মেয়েদের বলি আমি মরে গেলে খবরদার যেন কাউকে কাঁদতে না দেখি!! যদি কাউরে কাঁদতে দেখি তাইলে তোদের একেকটার খবর আছে!! চড় মেরে দাঁত ফেলে দেবো মনে রাখিস।
এখন জীবিত আছি ফিরেও দেখিস না! আর মরার পর কান্দন!
এটুকু পড়ে ভীষন হাসি পেল।
তবে অনেক সিরিয়াস একটি বিষয় তুলে এনেছ। মানুষের বেঁচে থাকতে কদর করিনা আমরা, আর মরার পরে যতসব কেয়ার, প্রশংসার মালা গাঁথি! সবাইকে একটু করে ভালোবাসলে কি হয়? সব সম্পর্ককে আগলে ধরে রাখা, সবার সাথে ভালো থাকা হোক সে প্রফেশনাল বা পারসনাল লাইফে, খুব কি কঠিন? আমরা মানুষেরা নিজের হাতে জীবনটাকে জটিল করেছি। প্রকৃতিকেও নিজ স্বার্থে বিষিয়ে দিচ্ছি! তবে এতসবের মধ্যেও চলতে ফিরতে ভালো মানুষগুলোকে দেখলে ভালো লাগে। তোমার মতো ভালোমানুষ আপু!
অনেক ভালো থেকো। যা হারিয়েছ তাকে ভুলে, যা আছে তা নিয়ে।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৩
সামিয়া বলেছেন: অনেক ভালো ভালো কথা বললে!! ভালো লাগলো! তবে আমি আর পারফেক্ট ভালো মানুষ আর হতে পারলাম কই!
অনেক ধন্যবাদ আমার প্রিয় সুইট পিচচু বোনটা। শুভকামনা দোয়া।।
১২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮
উদাস মাঝি বলেছেন: ছবিগুলো অসাধারন লেগেছে আর আপনার লেখা পড়ে মনটায় খারাপ হয়ে গেল ।
মানুষগুলা সব দিন দিন কেমনজানি আবেগশুন্য হয়ে যাচ্ছে ।
ভাল থাকবেন ।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
সামিয়া বলেছেন: উদাস মাঝি আপনাকে বোধহয় আমার ব্লগে প্রথম পেলাম। স্বাগতম ধন্যবাদ ও শুভকামনা ।।
১৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
ক্লে ডল বলেছেন: একেবারেই এলোমেলো কথা নয়, গুছিয়ে নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। ছবিগুলোও সুন্দর!!
আপনার আপুর আত্মার মাগফিরাত কামনা করি।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার।। বি হ্যাপি ।।
১৪| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৯
সোহানী বলেছেন: কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু হারানো, কিছু নতুন আনন্দের মাঝে জীবন.....
অনেক ভালোলাগা.........
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন।।
১৫| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: একটা মানুষ মরে গেলে হাজারো মুখে হাজারটা প্রসংশা! অথচ জীবিতকালে কেউ তার দিকে ফিরেও তাকায় না।। তার কি প্রয়োজন ভুল করেও কেউ জানতেও চায় না।।
মানুষটির বেঁচে থাকাকালীন এই প্রশংসা করলে কি হয় যা তার মরার পর করছে।? কি হয় একটু কেয়ার করলে? বিপদে একটু পাশে দাঁড়ালে! সাহায্য না হোক অন্তত হেসে একটু কথা বললে কি হয়? ---- কথাগুলো খুব ভাল লাগলো। যদিও পুরোটা পড়া হয়নি স্বল্প সময়ের কারণে ।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
সামিয়া বলেছেন: যতটুকই পড়েছেন মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এতেই অনেক ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আর ভালো থাকুন।।
১৬| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ইতি
সুন্দর কাটুক সময়গুলো
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন।।
১৭| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখাটুকু অনেক সুন্দর। ভাল লাগলার সবটুকু। ভাল থাকুন সেই কামনাই।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন।।
১৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯
রাতু০১ বলেছেন: জীবনের কথা, বরাবরের মতই অনবদ্য। ভাল থাকুন সেই কামনাই।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। বি হ্যাপি ।।
২০| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩
তারেক ফাহিম বলেছেন: প্রাইভেট সেক্টরের জব হলে এমনই হয় স্বাভাবিক।
অসভ্য সভ্যতায় এর ব্যাতিক্রম হলে অসভ্য সভ্যতা, সভ্যই হবে।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
জুন বলেছেন: অসুস্থ মানুষজনের থেকে দূরে মাঝে মাঝে প্রকৃতির কাছে গিয়ে মনের কষ্ট বেদনা গ্লানি বিসর্জন দেয়া যেতে পারে।
এই থেরাপিটি আমি খুবই ব্যবহার করে থাকি । প্রায়ই চলে যাই কোন পার্কে বা লেকের ধারে । কেউ জিজ্ঞেস করেনা কি হয়েছে ? একা কি করেন ? করলে এই ছবিটার মতই বলতাম "তাদের সাথে যারা আমাদের ভালোবাসে। তাদের সাথে যাদের আমরা ভালোবাসি"।
অনেক ভালোলাগা রইলো ইতি সামিয়া মন ছুয়ে যাওয়া ছবিগুলোও আমার মায়ের, আমার দেশ মাতৃকার ।
+
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
সামিয়া বলেছেন: বাহ কি চমৎকার আর আপনের মত কথা বলে গেলেন। কমেন্টে ভীষণ অনুপ্রাণিত হয়েছি। অনেক অনেক ভালো থাকুন ডিয়ার রাইটার। সব সময় শুভকামনা।।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার। ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।