নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে আমাদের কোম্পানির সুপার সপে অডিট করতে করতে হঠাৎ উনার দিকে চোখ গেলো, কি সুখেই না এইদিক ঐদিক ঘুরঘুর করে বেড়াচ্ছেন, একলা জীবন যে এত নির্ভাবনার আর সুখের জীবন উনি তার জলজ্যান্ত প্রমান, হাতের পেপারগুলো সুপারভাইজারকে দিয়ে ছবি তোলার জন্য এগিয়ে গেলাম।
উনি একজন ছোট কচ্ছপ ছানা, আমাকে দেখে ঘাড় বাড়িয়ে সামনে পেছনে হেলে দুলে চলাফেরা করে ছবি তোলার কাজে প্রচুর ব্যাঘাত ঘটালেন।
ওসবের দেখাশোনা করে যে ছেলেটি সে অতি উৎসাহে জানালো গতকাল অথবা গত পরশু থাইল্যান্ড থেকে আরও তিনশো টরটোইজ আসতেছে, এইগুলা ফরেইনারদের অনেক পছন্দ উনারা টরটোইজ গুলো আসার দুই তিন দিনের মধ্যে সব কিনে শেষ করে ফেলে,আপনি গতকাল এইগুলার ছবি তুলতে আইসেন ম্যাডাম।
সাদাসিধা নিষ্পাপ চেহারার ছেলেটার কাছে গতকাল আর গত পরশুর কথার মধ্যে কোন ভুল নাই এইটা নিশ্চিন্ত হয়ে বললাম গতকাল না পারলে গতপরশু অবশ্যই আসবো।।
মাঝে মাঝে জীবন বড়ই সুন্দর।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯
সামিয়া বলেছেন: আসলেই।। Unimart Super Shop of Gulshan-2 পাওয়া যাবে।।
ধন্যবাদ বনসাই
২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপু মাঝে মাঝে জীবন বড়ই সুন্দর। সত্যি অনেক সুন্দর।
ছবি গুলা কিউট হইছে।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০
সামিয়া বলেছেন: আসলেই এইগুলো দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে সকালে, ধন্যবাদ ভাই।।
৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ফটোপোস্ট
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।
৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
খালিদ আহসান বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন, শুভকামনা।।
৫| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: কচ্ছপের ছবি ভাল লাগল
একোরিয়ামে এগুলারে পালা যায় নাকি
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সামিয়া বলেছেন: হ্যাঁ পালা যায়। ধন্যবাদ। ভালো থাকুন।।
৬| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬
রাতু০১ বলেছেন: সুন্দর পোষ্ট এবং ভাললাগা।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।
৭| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছবি সাথে বিবরণ পাঠে ভাল লাগল।
অনেক শুভেচ্ছা রইল ।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।।ভালো থাকুন।।
৮| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ক্লে ডল বলেছেন: কচ্ছপের ছবি দেখে খরগোশ আর কচ্ছপের গল্প মনে পড়ে গেল।
শুভকামনা আপনার জন্য।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সামিয়া বলেছেন: জানেন কচ্ছপ এক মুহুর্ত চুপ থাকেনা সারাক্ষন অস্থির!! খরগোশের গল্পটা একে দেখলে ভুল মনে হবে।।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।
৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +
ভালো আছেন নিশ্চয় !!!
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।। আমি ভালো আছি।।
১০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি স্বচ্ছ পানি!! ছবিগুলো সুন্দর তুলেছেন। ভালো লাগলো।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
সামিয়া বলেছেন: ধন্যবাদ নয়ন ।। বি হ্যাপি।।
১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: পৃথিবীর প্রকৃতিগত সকল কিছু সুন্দর- জীব, জন্তু, জানোয়ার, পশু, পাখি, কীট, প্রতঙ্গ, বৃক্ষ, লতা, পরজীবী, জল, মৃত্তিকা, আকাশ, মেঘ, সমুদ্র, পাহাড়, শৃঙ্গ, বন, জঙ্গল, বাতাস, রৌদ্র, মেঘ, কুয়াশা, বৃষ্টি.....!
ছবি ব্লগ, চমৎকার হয়েছে । ক্যাপচার দারুণ ।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭
সামিয়া বলেছেন: হাহা ১০০% রাইট কথাকথিকেথিকথন ।। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।
১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।।
১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২
সিনবাদ জাহাজি বলেছেন: সব মিলিয়ে সুন্দর।
চমৎকার ছবি আর প্রানবন্ত বর্ননা।+ +
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
সামিয়া বলেছেন: থ্যাংকস জাহাজি ভাল থাকুন।।
১৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৪
ওমেরা বলেছেন: খুব সুন্দর আপু !
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: থ্যাংকস মাই ডিয়ার,
১৫| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২
উম্মে সায়মা বলেছেন: সুন্দর তো!
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০
সামিয়া বলেছেন: আসলেই থ্যাংক ইউ ।।
১৬| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
এডওয়ার্ড মায়া বলেছেন: সুন্দরী কচ্ছপ
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
সামিয়া বলেছেন: হুম ধন্যবাদ। ভালো থাকুন।।
১৭| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪
নাগরিক কবি বলেছেন: ওয়াও, এমেজিং
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২
সামিয়া বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি । ভালো থাকুন।।
১৮| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আরে বাহঃ! সুন্দর পোস্ট!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ সাধু ভাই । ভালো থাকুন।।
১৯| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।।
২০| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: ছবি এবং বর্ননা দুটোই ভাল লেগেছে।।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী। ভালো থাকুন।।
২১| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
আমি ইহতিব বলেছেন: আমার এক পরিচিত ভাইয়ের বাসায় দেখেছি বাচ্চাদের বাথটাবে পালতে। ভালোই লাগে।
এটাও সুন্দর।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন আপু, শুভকামনা।।
২২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
সুন্দরের প্রতি তেমন আকর্ষণ থাকলে তবেই কাজ ফেলে এমন নিরীহ প্রানীর ছবি তোলা যায় ।
ভালো লাগলো ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
সামিয়া বলেছেন: হাতের পেপারগুলো সুপারভাইজারকে দিয়ে ছবি তোলার জন্য এগিয়ে গেলাম বাক্যটির মুল কথা হচ্ছে, হাতের পেপারগুলো দিয়ে কাজ করতে সুপারভাইজারকে অর্ডার দিয়ে ছবি তোলার জন্য এগিয়ে গেলাম। '' অর্থাৎ আমার কাজ ওখানেই শেষ, অহংকার প্রকাশ হতে পারে এই ধরনের শব্দ থেকে নিজেকে কন্ট্রোল করার জন্য ঐ বাক্যটি ছিল। কাজ ফেলে যাইনি
ভালো থাকুন ভাইয়া, ধন্যবাদ।।
২৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: সামিয়া আপু! তোমার সবগুলো পোস্টই অসাধারণ ও ইউনিক! আলাদা করে কিছু বলার নেই। তুমি আমার খুব প্রিয় একজন ব্লগার ও মানুষ!
দোয়া করি সবসময় ভালো থেকো, সুখে থেকো!
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১
সামিয়া বলেছেন: এই যে ছোট্ট বাবু কুট্টি বাবু আমার পোস্টের থেকে তোমার পোস্ট অনেক অনেক অনেক গুন বেটার অসাধারন বুঝলা তুমি
আর তুমিও আমার খুব প্রিয় একজন।। বি হ্যাপি ।।।
২৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
রানার ব্লগ বলেছেন: কচ্ছপ আমার ভালোই লাগে।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা ।।
২৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: ছোট্ট বাবু কুট্টি বাবু
আপুউউ! কত সুইট তুমি! এতদিন ব্লগে থেকে সবার অনেক আদর পেয়েছি, তবে আজকের এই কথাটা সত্যিই অনন্য। কুট্টি বাবু লাভস আল্লাদ! থ্যাংকস!
হ্যাঁ বুঝলাম, বুঝলাম যে তুমি অনেক বিনয়ী! এত বিনয়ের দরকার নেই। তুমি অসাধারণ ব্লগার! তোমার মতো হতে দেরী আছে।
ভালো থেকো আপু!
২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬
জুন বলেছেন: এইগুলা ফরেইনারদের অনেক পছন্দ উনারা টরটোইজ গুলো আসার দুই তিন দিনের মধ্যে সব কিনে শেষ করে ফেলে,
আমার জানতে ইচ্ছে করে ফরেনাররা নিরীহ শান্ত কচ্ছপ ছানাগুলো কিনে কি করে !! এদের জীবন কি ফরেনারদের উদরেই শেষ হয় ? তাহলে ব্যপারটি বেশ মর্মান্তিক বলতে হবে। থাইল্যান্ডে দেখি বিভিন্ন উৎসবে মানুষ পাখি বা কচ্ছপ কিনে উড়িয়ে দেয় বা উন্মুক্ত জলাশয়ে ছাড়ে মনোবাসনা পুরন করতে। কচ্ছপকে এরা পবিত্র জ্ঞ্যান করে। মাছ মুরগীর পাশাপাশি বিশাল সাইজের ব্যাং বিক্রী করতে দেখি বাজারে, কিন্ত কচ্ছপ দেখিনি কখনো।
ভালোলাগা রইলো অনেক ইতি সামিয়া
+
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
সামিয়া বলেছেন: ওরা তো খাওয়ার জন্য নেয় না আপু , পেট অ্যানিম্যাল হিসেবেই কেনে কালার ফিশের মত।
আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য কৃতজ্ঞতা,
ভালো থাকুন, সুস্থ থাকুন।।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪
বনসাই বলেছেন: খুব কিউট!
কচ্ছপগুলো কোথায় পাওয়া যাবে?