নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনভর আমি দিগবিদিক কণ্টক বিদ্ধ
ত্রিশূলের আঘাতে জর্জরিত নিষ্ঠুরের দেশে;
যখনি জপি নাম শান্তির মহিমা হয়ে
তোমার মুখখানি তখনি ওঠে ভেসে।
জানো;
তোমার মুখখানি তীব্র তাপে
এক গ্লাস ঠাণ্ডা জল;
ক্লান্তিতে একটি আরামদায়ক আশ্রয়;
ব্যর্থতায় একমাত্র শান্তনা;
আর এক টুকরো স্বর্গ ।
প্রিয়;
কোথায় তুমি ভাবিনাতো আর;
থাকুক দূরত্ব করিনা ভয় এই মহাকাল পারাপার।
হৃদয়ে যে মিশে আছো থাকো তুমি যতই সুদুরে,
আছো শ্বাসে- প্রশ্বাসে অক্সিজেনে আমার চারপাশ জুড়ে।
তুমি আছো তুমি আছো
আছো তুমি এই শান্তনায়;
সাতটি আকাশ সম;
দুজনের ব্যবধানে ব্যর্থতায় ।
কি আসে যায়।।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০
সামিয়া বলেছেন: ঈশ্বরের তো আকার আকৃতি মুখমণ্ডল নেই।
২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: তুমি আছো তুমি আছো
আছো তুমি এই শান্তনায়;
সাতটি আকাশ সম;
দুজনের ব্যবধানে ব্যর্থতায় ।
কি আসে যায়।।
কবিতা সুন্দর হয়েছে +
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১
সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: তাহলে নিশ্চয়ই প্রেমিক।
কিন্তু প্রেমের কোন আকার নেই, আকৃতি নেই, ঠিক ঈশ্বরের মতোই।
এজন্য প্রেমিকের ধ্বংস অনিবার্য।
আপনার ই কবিতাটির একটি উচ্চ স্তর দৃশ্যমান, যেটা আমার ভাল লেগেছে।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০
সামিয়া বলেছেন: কিন্তু প্রেমিকের ধ্বংস চাইনা, কিছুতেই না।।
ধন্যবাদ।।
৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: সেটা কখনো সম্ভন নয়, বললাম তো সেটা অনিবার্যভাবে সত্য।
তবে প্রেমিকের ধ্বংস হলেও প্রেমের ধ্বংস হবে না।
এটাই সান্ত্বনা।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
সামিয়া বলেছেন: হুম। ধন্যবাদ আবারো। ভালো থাকুন সবসময়।
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সামিয়া আপু।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০
ভুয়া মফিজ বলেছেন: আমি বোকা-সোকা মানুষ, কবিতা ততটা বুঝি না। তবুও ভালোই লাগলো!
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
সামিয়া বলেছেন: কবিতা বোঝাবুঝির কিছু নেই , পড়তে আরাম হলেই হল!!
হাহা ধন্যবাদ ভালো থাকবেন।।
৭| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
সামিয়া বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকুন।।
৮| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
৯| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা নিয়ে গেলাম। আপনাকে নিরন্তন শুভেচ্ছা।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুজন
১০| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল কবিতা
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
১১| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
সামিয়া বলেছেন: থ্যাংকস ভাইয়া। ভালো থাকুন।
১২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল কবিতায়। অনেক ভালোবাসা, অনেক বিরহবেদনায় ভরা কথামালা। কাব্যে মুগ্ধতা রইল
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন । ভালো থাকুন সবসময়।
১৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৩
জুন বলেছেন: দুজনের ব্যবধানে ব্যর্থতায় ।
কি আসে যায়।।
এটাই হলো আসল পয়েন্ট ইতি সামিয়া ।
অনেক ভালোলাগা রইলো ।
+
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় রাইটার। ভালো থাকুন, সুস্থ থাকুন।।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: জীবনভর আমি দিগবিদিক কণ্টক বিদ্ধ
ত্রিশূলের আঘাতে জর্জরিত নিষ্ঠুরের দেশে;
যখনি জপি নাম শান্তির মহিমা হয়ে
তোমার মুখখানি তখনি ওঠে ভেসে।
............... কে সে?
ঈশ্বর অথবা প্রেমিক!!!