নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্য জঙ্গলার মাঝে আমার এইখানে ঘর,ভাইয়ো নাই বান্ধবও নাই মোর, কে লইবো খবর হায়রে......তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম,থুইয়া বাড়ি ঘর,বন্ধু তোর লাইগা রে........... ছবির এইটা আমি নিজে, আহা ওইখানে সত্যি সত্যি যদি একটা ঘর হত আমার।।
দুই তিন দিন আগে এক সকালে অতিরিক্ত আনমনে বেশ হাল্কা মুডে থাকতে থাকতে অধিনস্ত একজনকে বললাম গতকাল যে পেপার গুলো দিয়েছি এক্ষুনি নিয়ে আসুন। উনি আকাশ থেকে পড়ছে এমন চেহারা করে চোখ বড় বড় করে অতিরিক্ত নিরীহ ফেইস করে বলে কি পেপার ম্যাম!!!!!!!!
কি পেপার ম্যাম!!!!
শুনে আমার চারপাশে আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে অনুধাবন করলাম এর মত অলস আর কাজে ফাঁকিবাজ দ্বিতীয়টি নাই! এরে ক্যামনে কীভাবে বের করে দেয়া যায় তার একঝলক কু চিন্তা মাথায় ঘোরাতে ঘোরাতে বললাম কদিন হইছে চাকরী করেন(জবাব শুনলাম না, শুনতে চাই ও নাই) আমি পাঁচ মিনিটের ভেতর আপনাদের ব্যাক অফিস ঘুরে আসতেছি, এসে যেন দেখি পেপার হাতে) তারপর এক মুহূর্ত তার দিকে না তাকিয়ে তাদের অফিসে গিয়ে কাজ শেষ করে তিন মিনিটের ভেতর ফিরে আসতে আসতে উনি ছুটতে ছুটতে মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে পেপার কাঁপতে কাঁপতে বাড়িয়ে দিতে দিতে বলল আমার সেকশনে গতকাল কোন অডিট হয়নি ম্যাম, এটা অন্য সেকশনের। নিজের অমনোযোগ এর জন্য সরি ধরনের হাসি দিয়া ফিরে আসতে আসতে ভাবলাম এইটা কি বেশিরভাগ মানুষের জন্মগত স্বভাব যে নিজের ভুলের দায় অন্যজনের ঘাড়ে ফেলে দিয়ে নিজেকে নিষ্কলঙ্ক নির্ভুল ভাবা!!!
আমার বড় ভাগ্নিটা খুব এক্সাইটেড হয়ে গতকাল এসে বলে যে সে মেঘডুবি নামক একটি স্থানে আমাকে বেড়াতে নিয়ে যেতে চায় , সেখানে অনেক অনেক বিশাল সাইজের শাপলা ফুটে আছে এবং অত্যন্ত সুন্দর সেই স্থান। যেহেতু গতকাল আমার ছুটির দিন ছিল আমি তাকে ক্যামেরার ব্যাটারি চার্জ দিতে দিতে বললাম চল। সে খুশি এবং কিছুটা চিন্তিত হল। চিন্তিত হবার কারন গিয়ে দেখলাম সেখানে কোন শাপলা ফুল নেই,ভয় ভয় মুখ করে আমায় জানানো হল শাপলা ফুল আগে অনেক ছিল এখন কেন জানি নাই। প্রথমে মন চাইলো তাকে ধাক্কা দিয়ে ডোবার পানিতে ফেলে পেছনে না তাকিয়ে ফেরত চলে আসি।
এরপর ধীরে ধীরে আমার ভালো ব্রেন মনে করিয়ে দিলো যে ভাগ্নি আমাকে ভালোবেসে ভালোর জন্যই ঘুরাতে নিয়ে আসছে, আর শাপলা ফুল নেই তো কি হয়েছে জায়গাটা তো আসলেই সুন্দর।
যাই হোক এই ধরনের খিট খিটে স্বভাব থেকে নিজেকে নিয়ন্ত্রনে আনার জন্য সকলের এরকম প্রকৃতির কাছাকাছি গিয়ে রিফ্রেস হওয়া আবশ্যক।
ঢাকা বাইপাসের সড়ক ধরে এগিয়ে গাজীপুরের পুবাইলে মেঘডুবি অবস্থিত।। নামের মতই জায়গাটা অনেক সুন্দর, সবুজ আর নয়নাভিরাম, গাড়ি নিয়ে, বাইক নিয়ে অনেকেই সেখানে বেড়াতে যায় দেখলাম। তারপর ও অনেকটাই ফাঁকা পড়ে থাকে।
সবুজ আর সতেজতা
রহস্যময় বনাঞ্চল।।
বিস্তীর্ণ বিল।
দুই বন্ধু বেশ গল্পে মশগুল।
সতেজ পাতার ডগায় তখনো বৃষ্টির জল টলমল করছে।
সবুজ পেয়ারা
দিগন্ত জুড়ে ভালোলাগা
সবুজ সব সবুজ
রাস্তাগুলো এরকম খালিই থাকে
আমার সেই ভাগ্নির ডোবার পানিতে প্রতিকৃতি ।।
সবুজের মাঝে পাখিটা একটা বিন্দু যেন
আমাদের পিচ্চু ভাগ্নিটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।
সবুজ কুড়ি সবুজ কুড়ি
এই যে নদী , নদীর জোয়ার
নৌকা সাড়ে সাড়ে
একলা বসে আপন মনে
বসে নদীর দারে
এই ছবিটি চেনা।
----স্বদেশ. আহসান হাবীব
মেঘডুবি নাম শোনার পর থেকে মনে হচ্ছিলো এই নামে কি কোন বই কিংবা কবিতা আছে কিনা, লিখতে লিখতে মাথায় এলো মেঘ ডুবি না মেঘদূত নামে মহাকবি কালিদাস রচিত একটি কাব্যগ্রন্থ আছে।
২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১
সামিয়া বলেছেন: হাহা
ধন্যবাদ ভাই।।
২| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি লিখা কি ছবি হেথা
মুগ্ধতা পাঠে;
নামে নয় এ লেখিকা
ভারেও যে কাটে।
২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০
সামিয়া বলেছেন: ভারেও যে কাটে ;
কথাটা ঠিক কি ??
অর্থ বলে যান
সুকুমার জি।।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫
আ: হাকিম বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে...।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৪| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
মনিরা সুলতানা বলেছেন: লেখা ও ছবিতে অনেক অনেক ভালোলাগা !!
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু।।
৫| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১
মিস্ত্রি সর্দার উরফে বিরাট বিশাল ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন:
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৪
সামিয়া বলেছেন:
৬| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
তপোবণ বলেছেন: একটা ভালো ক্যামেরা কিনতে হবে, খুব ছবি তুলতে ইচ্ছে করছে।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬
সামিয়া বলেছেন: কিনে ফেলুন।। এতে প্রচন্ড আত্মতৃপ্তি পাওয়া যায়।।
৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০২
কথাকথিকেথিকথন বলেছেন: খিটখিটে মেজাজের জন্য যথেষ্টই বটে ! সাম্প্রতিক বৃষ্টির ছোয়ায় যেন সবুজগুলো ধুয়ে মুছে তকতকে হয়ে গেছে । ছবিগুলোর ক্যানভাস খুব সুন্দর ।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯
সামিয়া বলেছেন: আসলেই বৃষ্টির জন্যই সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর গাঢ় সবুজ। অসংখ্য ধন্যবাদ।কথাকথিকেথিকথন ।
৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে আরেহ..
আমার কুট্টিকালের জায়গা থেকে বেড়িয়ে এলেন.....!!!!েআরেকটু এগিয়ে গেলেই আমার শৈশব কাটানো স্থান
সেই দিগন্ত খোলা মাঠ, বালু নদী, ব্রীজ থেকে নদীতে লাফিয়ে পড়া..
শাপলা শালুক তোলা, আনারস বনের ভেতর বাদর দৌড়ানো দ্বীপ মতো জঙ্গলে পিকিনিক খেলা..
আহা...
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১
সামিয়া বলেছেন: আহা !!!!!! তাই বুঝি!!!!!! তাহলে তো একটা ধন্যবাদ পাওনা হয়ে গেলাম, আপনার গ্রাম দেখানোর জন্য।। আপনার কুট্টিকালের জায়গা অনেক ভাললেগেছে।।
ভালো থাকুন । অনেক ধন্যবাদ।
৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯
সনেট কবি বলেছেন: পোষ্টে একরাশ মুগ্ধতা।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি
১০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট, ছবিগুলো দারুন, +++
আপনি কি জব করেন?! এটা জানা ছিলো না।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫
সামিয়া বলেছেন: আমি তো বাচ্চা কাল থেকে জব করি হিহিহি ।। আসলে আমি একটু জেদি মেয়ে একবার আব্বুর সাথে কথা কাটির এক পর্যায়ে ঘোষণা দিলাম পড়াশুনার খরচ তার কাছ থেকে নেবনা। তারপর থেকে আর নেইনি। তখন আমি ইন্টারে পড়ি। আমার প্রথম কর্মস্থল ছিল স্কুল আর টিউশনি।
প্লাসের জন্য অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ।।
১১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৪
ধ্রুবক আলো বলেছেন: গাজীপুরের পুবাইলে মেঘডুবি গত বৃহস্পতিবার ঘুরে আসলাম।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৭
সামিয়া বলেছেন: তাই বুঝি!!! হুম ঘুরে আসার মতই নিরিবিলি জায়গাটা। সব থেকে বড় কথা প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়।
আবারো ধন্যবাদ।।
১২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: মেঘডুবিতে তাহলে একদিন যেতে হয়..........
ছবিগুলো খুব সুন্দর হয়েছে +
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
সামিয়া বলেছেন: হু হু ঘুরে আসুন ভালো লাগবে।।
প্লাসের জন্য অনুপ্রেরনা পেলাম। ধন্যবাদ।।
১৩| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি ব্লগ। অনেক ভাল লাগল আপু। পোষ্টে +++
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১৪| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩
জুন বলেছেন: ইতি সামিয়া এ জায়গায় আমি বহুবার ঘুরতে গিয়েছি । এখানকার প্রকৃতি দেখে মুগ্ধও হয়েছি।
কিন্ত আপনার মত এত সুন্দর করে ধরতে পারিনি । অনেক ভালোলাগা রইলো ।
বেচারা ভাগ্নী শাপলা নাইবা দেখাতে পারলো, আমিই নাহয় দিলাম তার বদলে
টাঙ্গুয়ার হাওর দেখতে যাবার সময় ভোর সকালে চলন্ত অবস্থায় তাহিরপুরে মাইলের পর মাইল জুড়ে এমন লাল শাপলার বিল ।
সিএঞ্জি ওয়ালাকে থামতে বল্লে জানালো ফিরে আসার সময় যেন তুলি। কিন্ত বিকেলে সে শাপলা ঘুমিয়ে গেছে চিরতরে।
আর এটা ব্যংককের রামা নাইন পার্ক থেকে একটা শ্বেত পদ্ম আপনার জন্য ।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪
সামিয়া বলেছেন: ওয়াও!!!!!!!! সো সারপ্রাইজিং কমেন্ট! কত গুলো শাপলা!!!! আর কি সুন্দর!!! শ্বেত পদ্মটাও !! দারুন! দারুন!!
আপনি বিদেশে থেকেও এই জায়গা আমার আগে দেখেছেন বলে আফসোস হচ্ছে!! আই এম টু লেট উহুহুহুহুহুহু !!!
অনেক ধন্যবাদ প্রিয় লেখিকা অনেক শুভকামনা!!!!!
১৫| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০০
সাদা মনের মানুষ বলেছেন: ঘর ছাড়ার ব্লগ। মানে এমন ছবি দেখলে ইচ্ছে করে ঘর ছেড়ে পালাতে.............ভালোলাগা জানিয়ে গেলাম।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন।
১৬| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৩
গার্থ বলেছেন: বিউটিফুল বাংলাদেশ এর ২ টা ছবি দিলাম।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
সামিয়া বলেছেন: সমুদ্রে দাঁড়িয়ে কি আপনি নিজেই!! দারুন ঢেউ।।
শেষের ছবিটা অনেক আগেই দেখেছি, বিডি ফটোগ্রাফি গ্রুপে।।
অনেক ধন্যবাদ।। ভালো থাকবেন।
১৭| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৪
সানহিমেল বলেছেন: সুন্দর পোষ্ট, ছবিগুলোর সাথে লেখাটাও ভালো লাগছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
সামিয়া বলেছেন: মতামত জেনে অনুপ্রেরণা পেলাম।। অনেক ধন্যবাদ। শুভকামনা।।
১৮| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন আপি
মন ভরে গেলো
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু।।
১৯| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯
ভুয়া মফিজ বলেছেন: সত্যি সত্যি খিট খিটে স্বভাব হলে মেডিটেশান করেন আর এনিগমা শুনেন, কাজে দিবে। অন্ততঃ আমার দেয়।
Here the link goes: https://www.youtube.com/watch?v=Fk0HXT_f7qM
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮
সামিয়া বলেছেন: হ্যাঁ ভাই সত্যি সত্যি খিটখিটে মেজাজ হয়েছে আমার ইদানীং!! আপনার সাজেশন ফলো করে দেখবো সময় করে।
উপকারী সাজেশন আর কমেন্টের জন্য কৃতজ্ঞতা ।।
২০| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিটা চমৎকার হয়েছে, তবে পায়ের নিচে মেটো পথ থাকলে আরো ভালো লাগতো।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১১
সামিয়া বলেছেন: প্রথম ছবিটা আমি নিজে, তুলে দিয়েছে ভাগ্নি। পা এর নীচে মেঠো পথ থাকলে ভালো হত ঠিকই কিন্তু সেদিন বৃষ্টির দিন থাকায় কাঁচা মেঠো পথে পা দেয়ার সাহস হয়নি। আবারো ধন্যবাদ ভাইয়া।।
২১| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
ধুতরার ফুল বলেছেন: অসাধারন ছবি ব্লগ। সাথে বর্ননাও ভালো লেগেছে। +++++++ দিয়ে গেলাম।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধুতরার ফুল ।। প্লাসে অনুপ্রাণিত।। শুভকামনা ডিয়ার।।
২২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯
রাতু০১ বলেছেন: সুন্দর ভাললাগা।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ ডিয়ার।।
২৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯
বিজন রয় বলেছেন: আমাদের আনাচে-কানাচের দৃশ্যগুলি কতই না মনোরম!!
হৃদয়ে সবসময়েই দোলা দিয়ে যায়।
"মেঘডুবি" নামটি অন্যরকম অনুভূতির।
আপনার ভাগ্নির প্রতিকৃতি ছবিটা বিস্ময়ের।
আর প্রথম ছবিটি, যেটি আপনার নিজের, তাহলে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন না!
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকবেন। চুল স্ত্রেট কাট নাতো। চুলের কাট এর জন্য এলোমেলো লাগছে হয়তো, তাছাড়া সৌন্দর্যের ব্যাপারে তেমন সময় দেইনা। আমি তো আর মডেল না।
ভাগ্নির ছবি তোলার সময় আমাকে সেখানে বেড়াতে আসা অন্য এক দলের ছেলেরা সাইট টক করছিলো কেন তাদের ছবি না তুলে এমন কি ভাগ্নির ছবি না তুলে পথে জমা নোংরা পানির ছবি তুলছি।।
২৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: চুল যেহেতু পোস্টের বিষয় না, তাই ও প্রসঙ্গ বাদ যাক।
আপনার ব্লগবাড়িটা কিন্তু অনেক সৌন্দর্যের।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮
সামিয়া বলেছেন: সেটাই বিষয়ের বাইরে কথা তোলা ঠিক না।
ব্লগ বাড়ি সৌন্দর্যের কেন বুঝিনি!!!!!
যাই হোক ধন্যবাদ।
২৫| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
আখেনাটেন বলেছেন:
দু-একটা ছবি বাদে বাকিগুলো খুব একটা অাকর্ষন করল না।
তবে আপনার কিছু আবিষ্কারের অাগ্রহটা বেশ ভালো লেগেছে। শহরের চার দেয়ালের মাঝে শুষ্ক কাঠ হয়ে থাকার চেয়ে মাঝে মাঝে এই রকম ঝটিকা সফর জীবনের সঞ্জীবনীর রসদ সরবরাহ করে।
ভালোলাগা পোষ্টে।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: এটাই স্বাভাবিক, ছবি গুলো সাধারণ আকর্ষণের তেমন কিছু নেই তো। যারা নেচার লাইক করে তাদের ভাললাগবে। ধন্যবাদ আখেনাটেন ভালো থাকুন।।
২৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: হু, হু মানে কি? ইংরেজী না- বাংলা !! কে,কে এটা বোঝাতে চেয়েছেন ?
(আপনারে কিছু বলতে ডর লাগে ; কারণ আপনার নামে আমার এক বন্ধবী ছিল। ওর ভীষণ রাগ ছিল কিন্তু সে খুব ভালো । এখন এই নামগুলোর মেয়েরাগুলোর রাগ বেশি কিনা জানি না। উপরের শুধুমাত্র ঐ শব্দটার মানে জানার জন্য প্রশ্ন করা ; মাইন্ড করবেনা, প্লিজ )
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: হু হু মানে হ্যাঁ হ্যাঁ
২৭| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ।
২৮| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
ওসেল মাহমুদ বলেছেন: বেশ ভালো ! ছবিগুলোর সাথে লেখাটাও ভালো লাগছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯
সামিয়া বলেছেন: মন্তব্য পড়ে আমারও ভাললাগলো।
ভালো থাকুন সুস্থ থাকুন, শুভকামনা এবং ধন্যবাদ।।
২৯| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
জাহিদ অনিক বলেছেন: খিটিখিটে মেজাজ দূর করার জন্য সবুজের কাছে যাওয়াটা বেশ দরকার । আমার নিজেরই যাওয়া দরকার । সময় পাচ্ছি না ।
আপনার পোষ্ট দেখে আবারো ইচ্ছে জাগল ।
শুভ কামনা ।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
সামিয়া বলেছেন: পোস্ট সার্থক জাহিদ অনিক ।। ভালো থাকুন। ধন্যবাদ।
৩০| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনে বলছি,
ছবি গুলো অনেক সুন্দর
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
সামিয়া বলেছেন: আপনার সাদা মনের কথা শুনে আমার মন আনন্দিত ভাই।
ভালো থাকুন। ধন্যবাদ।।
৩১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
নিয়াজ সুমন বলেছেন: অনেক কায়দা করে সুন্দর ছবি তুলতে পারেন। সুন্দর ছবিতে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইলো।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। ভালো থাকুন। ।।
৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
সাইফুল১৩৪০৫ বলেছেন: সকাল থেকে আপনার ছবিব্লগগুলোই দেখতেছি। অসম্ভব সুন্দর হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
সামিয়া বলেছেন: কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা এত সুন্দর অনুপ্রেরনার জন্য। ভালো থাকুন।।
৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬
মাকার মাহিতা বলেছেন: মেঘডুবি থেকে ভাদুন কতদুর?
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭
সামিয়া বলেছেন: সরি নো আইডিয়া।।
ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপুর ছবি ব্লগে দেয়া ছবিগুলোর সাথে চারিদিকে আগুন জ্বলা কথাগুলো। খুব সুন্দর করে বলেছেন।
পোষ্টে একরাশ মুগ্ধতা।