নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ নীল ঘন পরিষ্কার অশান্ত সমুদ্রের জলে ওরা ভাসছে। মাথার উপরে গাঢ় টকটকে তামাটে চোখ ঝলসানো সূর্য, সূর্যের নিষ্ঠুর তাপ, মাইল মাইল জুড়ে লবণাক্ত আশ্চর্য সবুজ নিলাভ অতল মৃত্যু ফাঁদ, একটা ইঞ্জিন বিকল হয়ে যাওয়া স্পীড বোটে ভাসছে ওরা।
ওদের মৃত্যু আসন্ন।
ওরা আজ ৪ দিন ধরে ভাসছে সমুদ্রে, ওরা দুজন স্বামী স্ত্রী, এসেছিলো ওদের বিবাহ বার্ষিকী উদযাপন করতে, বিবাহের ৯ বছর। হতে পারে ওদের ভালোবাসা আর আগের মত নেই, হতে পারে তা সময়ের সাথে সাথে ফ্যাকাসে ধুসর হয়ে গেছে, হতে পারে ধৈর্য ধারন করে ক্লান্ত হয়ে গেছে সঙ্গিনী নিরু। হতে পারে ওদের ঘর আলো করে ওদের কোন সন্তান এখন পর্যন্ত আসেনি পৃথিবীতে!
তবু কিছু একটা তো ছিল, সেই কিছু একটা শেষ হয়ে যাবে, ভীষণ দুর্ভোগের মাধ্যমেই শেষ হয়ে যাবে। আহ জামান তুমি কত কষ্ট করেই না ছুটি ম্যানেজ করলে! আর তোমার বসের প্রাইভেট পোর্ট থেকে নেয়া ওই প্রাইভেট জাহাজটি যেটা ডুবে গেলো প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে!
- নিরু তোমার কি বেশি খারাপ লাগছে!?
- লাগছে কিংবা লাগছে না! অনুভূতি মরে যাচ্ছে!
- আমি হতভাগা তোমার জন্য কিছুই করতে পারছিনা; দীর্ঘশ্বাস ছাড়ে জামান।
- তুমি তো নিজের জন্য ও কিছু করতে পারছোনা!
- আমার কাছে একটা জিনিষ আছে নিরু, ভয়ঙ্কর জিনিষ, ভ্রমণের শুরুতে মনেই হয়নি এটি কোন কাজে আসবে,
- কি সেটা
- একটা পিস্তল
- পিস্তল!
- সেফটির জন্য নিয়েছিলাম, বস বলেছিল বউ নিয়ে জাহাজে বেড়াতে যাচ্ছ, এটা রাখো, কিছু একটা সেফটির জন্য সাথে থাকা ভালো।
- বুলেট আছে?
- হ্যাঁ দুটি মাত্র!
- জাহাজটা এভাবে কেন ডুবে গেলো! আরও কদিন বাঁচতে ইচ্ছে হয়!
- আমি শুনেছি মানুষ খাবার এবং পানি ছাড়া খুব বেশি হলে ৫ থেকে ৬ দিন বাঁচে!
- সেই হিসেবে আমাদের হাতে আর ১ কিংবা ২ দিন সময় আছে হাতে!?
- হ্যাঁ
- কি করতে চাও তুমি জামান?
- নিরু; প্রিয়তমা চল আমরা নিজেদের মেরে ফেলি, এভাবে কষ্ট কম হবে।।
নিরু চুপ করে থাকে শো শো সমুদ্রের গর্জন আর ছিটকে ওঠা সবুজ লবণাক্ত জলের ঝাঁপটা নিরুকে বাঁচতে প্রেরণা দেয়! ও বাঁচতে চায়! এই পৃথিবীর তেমন কিছু তো দেখাই হল না! তবু এখুনি মরে যেতে হবে! বিশ্বাস হয়না! চোখের সামনে ভেসে ওঠে নিরুর নিজ হাতে সাজানো ঘর! ঘরের ঠাণ্ডা সুশীতল মেঝে, মেঝের মাঝ বরাবর বিছানো সবুজ মখমলের কার্পেট। জানালা ঘেঁষে ঝুলে থাকা সবুজ স্নিগ্ধ লতা। একটা দুটা পাখির কিচিরমিচির; আহ কি শান্তি ! আহ ঘর এত আপন ঘর!! আর কি দেখতে পাবো না! কেঁদে ওঠে কিনা নিরু বুঝতে পারেনা জামান! চারদিনের তাপদাহ, সমুদ্রে জলহীন আহারহীন চারদিন কাটিয়ে দেয়ার পর এখন আর সেই ভাবে শব্দ করে কথা বলার শক্তি নেই দুজনের!
- চল লাফ দেই পানিতে; বলে নিরু
- তাতে তো মৃত্যুই হবে!
- নাও তো হতে পারে, আমরা কোন ভাবে ভেসে ভেসে পৌঁছে যেতে পারি ভুমিতে।
- হবেনা, দেখো সমুদ্র দেখো আশেপাশে কোথাও ভুমির ছিটেফোটা ও নেই, বিন্দুর মত ও না।
সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে পড়তে বিস্তর আলো ঢেলে দেয় ওদের চোখে মুখে কপালে!চোখ অনেকটাই ঝলসে গেছে এই চারদিনে, আরও ঝলসে যাচ্ছে যেন, জামান পকেট থেকে বের করে নিয়ে আসে যন্ত্রটা।
- তোমাকে শেষবারের মত একটু চুমো দেই প্রিয়তমা!
- আমার ওঠার শক্তি নেই একদম, পা এর কাছে একভাবে ভাবান্তরহীন পড়ে থাকে নিরু।
তারপর নিস্তব্ধ পরিবেশ আর সমুদ্রের শো শো শব্দের ভেতর বুলেটের পর পর দুইবার শব্দ বিকট ভাবেই ছড়িয়ে পড়ে আকাশে, চারপাশে, দূরে; বহু বহু দূরে।
- তুমি পিস্তল চালানো কোথায় শিখেছ! টার্গেট একদম ভালনা! এই যে বুকের ডান পাশ দিয়ে শুধু রক্ত ঝরে যাচ্ছে মরে যাচ্ছি না তো! জামান। দুর্বল আর ক্ষীণ কণ্ঠে বলে নিরু, জামান ও দুর্বল নিরু কি বলে ঠিক শুনতে পায়না সে, শুধু অনুমানে সে ও দুর্বল গলায় বলে;
- আমি তেমন ভাবে কোথাও শিখিনি, বস পিস্তলটি হাতে দেয়ার সময় শুধু দেখিয়ে দিয়েছিল!
- আরও গুলি কর মরে যাচ্ছিনা! শুধু কষ্ট হচ্ছে কষ্ট!
- আর গুলি নেই, দুটা বুলেট ছিল তোমায় তো বলেছি! ধীরে ধীরে রক্তে ভরে যায় বোটের মেঝে।
হঠাৎ শো শো সমুদ্রের গর্জনকে বিদীর্ণ করে একটা বোটের শব্দ কানে আসে ওদের, তারপর আরও কাছে আরও কাছে এগিয়ে আসে বোটটা তাতে কমলা সাদা পোশাক পরা দুজন লোক।
নৌকায় দুই দিকে দুজন পরে আছে ওরা, নিরু চোখের কোন দিয়ে দেখে বুঝতে পারে কোস্ট গার্ড।
টেনে টেনে বহু কষ্টে বলে জামান; নিরু নিরু তুমি কি কিছু দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বোটের ইঞ্জিনের শব্দ? নিরু নিরু নিরু?
আমি কিছু শুনতে পাচ্ছিনা আমি কিছু শুনতে পাচ্ছি না।। ফিস ফিস করে উত্তর দেয় নিরু।। সে কথা সমুদ্রের গর্জনের ভেতর ঢেকে যায় সম্পূর্ণ ভাবে।
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
সামিয়া বলেছেন: গল্পটি লেখার সময় মাথা ব্যাথা ছিল তাই শারীরিক কষ্টের বর্ণনা দিতে কম অসুবিধা হয়েছে।
আসলে মৃত্যু এমনি, এমন হঠাৎ শেষ হয়ে যায় যে বড় ধরনের আফসোস একটা থাকেই।।
ধন্যবাদ , ভালো থাকবেন।।
২| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১
কল্লোল পথিক বলেছেন:
নিদারুণ!
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সামিয়া বলেছেন: ফাঁকা গুলি করা উচিত ছিল , আসমানে
৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আহারে!
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
সামিয়া বলেছেন: পুরোপুরি আহারে না কোস্ট গার্ড এসে পড়েছে তারা বাঁচিয়ে ফেলতেও পারে।।
ভালো থাকুন অনিকেত। ধন্যবাদ।
৪| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট পেলাম জামান সাহেব নিরুর নির্বুদ্ধিতা দেখে!! তাদের ফাকা গুলি করা উচিৎ ছিল, তাতেই কোষ্ট গার্ড এসে তাদের উদ্ধার করতে পারতো, এভাবে মরে যাওয়ার কোন মানেই হয় না।
বুঝতে পারলাম না আপু গল্পের মূল বিষয়বস্তু কি! এটাকি পারিবারিক কষ্টের সাগর বুঝাননিতো! গুলি করা মানে বিচ্ছেদ? নাহ! তাও মনে হচ্ছে না তাদের কথোপকথনে।
যা হোক, ভালো লিখেছেন গল্প, ভালো লাগলো।
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০১
সামিয়া বলেছেন: মরেই যে যাবে সেটা কিন্তু না বাঁচার অপশন একটু রেখেছি তো, কোস্ট গার্ড দ্রুত হসপিটালে নিলেই হবে।
সব গল্পের পারিবারিক কেন্দ্রিক ব্যাখ্যা থাকেনা। হতে পারে এটা রহস্য গল্প হতে পারে একটু থ্রিলার হতে পারে পাঠক যে ভাবে নেই সেটাই।
ধন্যবাদ ভাই।
৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: নিয়তির কাছেই সবকিছু ছেড়ে দেওয়া ভাল ছিল।
গল্প ভাল লেগেছে।
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২
সামিয়া বলেছেন: সেটাই নিয়তি মানতেই হয়। বাধ্যতামূলক।
অনেক থ্যাংকস সুন্দর কমেন্টের জন্য।।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন মৃত্যুর গল্প!
ইশ... এমনও হয়..
আর একটা দিন অপেক্ষা করলে কি হতো?
গল্পে ++++