নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লেখকের/লেখিকার কাছ থেকে মানুষ কি আশা করে? সুন্দর সব বানী? রোমান্টিক অথবা থ্রিলার অথবা জীবনমুখী
অথবা যে কোন বিষয় ভিত্তিক গল্প উপন্যাস, কবিতা, ছড়া, সমসাময়িক রাজনীতি নিয়ে মতামত, এইতো।।
এসবই তো চায় পাঠকেরা?
লেখক/লেখিকারা কি সব কিছুর উর্ধে?? তারা ভুল করেনা? ভুল চিন্তা করেনা? ভুল কথা বলে না? ভুল কাজ করেনা?
আমার মত ভুল বানানে লিখে না?
তাদের জীবনে পাপ নেই? সব পুণ্য?? তাদের কোন ভুল ধরলে কেমন অদ্ভুদ আচরণ করে, তাদের যেন ভুল নেই,
কোন ভুল হতে পারেনা!! একেকজন বিধাতার হাতে গড়া ফেরেশতা যেন!!!
তারাও মানুষ; তারা ভুল চিন্তা করে, ভুল কাজ করে, ভুল ভুল কথা বলে, আবোলতাবোল বকে, তারা কেউ কেউ অহংকারী কেউ কেউ বিকারগ্রস্থ, মিথ্যাবাদীও আছে অনেকে। লেখক মানেই সাধু সন্ন্যাসী না।।
তারা অনেকেই আছে অসহ্য আর প্রতিভাহীন।।
বিঃ দ্রঃ ব্লগের কোন লেখক লেখিকাকে কটাক্ষ করে কথাগুলো লিখিনি।। এই ব্লগের সমস্ত লেখক/লেখিকা আমার প্রিয়।।
২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
সামিয়া বলেছেন: ভালো বলেছেন আপনার মত এভাবে চিন্তা করিনি, লিখেছিলাম তাসলিমা নাসরিন সহ আরও কয়েকজন নামকরাদের কথা চিন্তা করে। যারা নিজের প্রশংসা করার জন্য অন্যদের ছোট করে মাঝে মাঝে রাইট তো মাঝে মাঝে আবোল তাবোল বকে, যাদের কোন ভুল ধরা যায় না।।
২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৯
শামীম শাহ বলেছেন: আপনি যে কাউকে কটাক্ষ করে লিখেন নি, সেটা পরিস্কার করে দিয়েছেন। কিন্ত এতে আরো সন্দেহ বেড়েছে
২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: আরেহ বললাম তো সন্দেহের কিছু নেই, ভালো থাকুন। ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এতো বিচলিত হবার কি আছে !
২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪০
সামিয়া বলেছেন: কিছু নেই।।
৪| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: চাঁদগাজী ভাই অনেক দিন পর মূল্যবান কথা বলেছে । তার কথা একটু আমলে নিতে পারেন ।
২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২
সামিয়া বলেছেন: চাঁদগাজী ভাই always মুল্যবান কথা বলে।। তার কথা সকলের কম বেশি আমলে নেয়া দরকার।।
৫| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচলীত হবার কিছূ নেই!
মহাকালে বুদ্বুদ সময়ে- টানাপোড়েন পলকেই কষ্টি যাচাই হয়ে যায়..
শুদ্ধতা টিকে থাকে বাকী সব আপনাতেই ঝড়ে যায়...
২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
সামিয়া বলেছেন: আপনি এত সুন্দর করে বলেন যে শুনতেই ইচ্ছে হয় শুধু।অনেক ধন্যবাদ।।
৬| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: তারা যেহেতু অনুসরণীয়, তাদের ভুল-ভ্রান্তি দৃষ্টিগোচরও হয় বেশি; এ জন্য তাঁদের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হয় আর সবার চেয়ে বেশি । যা তা করা, লেখা শোভা পায় না!
পাঠকদেরও বোঝা উচিত তাঁরাও মানুষ- দোষ-ত্রুটির উর্ধ্বে নন!
২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সামিয়া বলেছেন: একদম ঠিক এটাই বোঝাতে চেয়েছি, অন্ধের মত অনুসরন না বুঝে লাইক comment এর বন্যা ভাসানো বোকামী।। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।
৭| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
জগতে ভুলভ্রান্তিরর উর্ধ্বে কেউ আসেনি। মানুষ ভুল করে। কিছু ক্ষমার যোগ্য কিছু অযোগ্য! লেখক এর বাইরে নয়!
০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
সামিয়া বলেছেন: একদম ঠিক ভ্রমরের ডানা।।
ভালো থাকুন। ধন্যবাদ।।
৮| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখকদের মাঝে অনেক সমস্যা। তা না হলে তাদের নিয়ে এত সমালোচনা হত না।
০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:০৯
সামিয়া বলেছেন: সমালোচনা ভিন্ন ব্যাপার। আজকাল সবাইকে নিয়েই সমালোচনা হয়।
ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
৯| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: লেখক বেঁচে থাকে তার সৃষ্টির মাঝে ; আর একজন মানুষ সাবার কাছে ভালো হতে পারেনা !! এমন কি, এমন নজির কোথাও নেই । টেনশান নিয়েন না সামিয়া !
০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:১০
সামিয়া বলেছেন: ওকে টেনশন নিলাম না
ভালো থাকুন, ধন্যবাদ।।
১০| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: দীর্ঘ দশ বছর ধরে ব্লগে আছি। নানান ধরনের লেখা লিখছি। কিন্তু আজও সাফল্য পেলাম না।
০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:১১
সামিয়া বলেছেন: আপনি কেন এমন ভাবছেন! আপনি যথেষ্ট সফল।
ধন্যবাদ, শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
লিখলেই লেখক; কিন্তু সব লেখকই লেখক হিসেবে টিকবেন না, যারা ভুল ভাবেন, ভুল লিখেন, "তাদের কোন ভুল ধরলে কেমন অদ্ভুদ আচরণ করে", যারা মানুষের হয়ে লিখেন না, তারা লেখক হিসেবে টিকবেন না; লিও টলস্টয়ের সমসাময়িক অনেকে লিখেছেন, সবাই টিকেন নেই! সবাই মার্ক টোয়েন নন, সবাই নজরুল ইসলাম হবেন না।