নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগে আমার শততম পোস্ট। বাহ :)

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৪

বাহ আমিও আজ শততম পোস্ট দিতে পারলাম।।

একদিন ইচ্ছে করলো আমি শততম পোস্ট দেই, সেদিন আমি খুব ভাবলাম প্রতিদিন অন্তত একটা পোস্ট করবো।
তখন আমার পোস্ট সংখ্যা ২১ ছিলো, তারপর এরকম বেশ কদিন ভেবেছি। সেই বছরখানেক লেগেই গেলো শততম পোস্ট দিতে।

এখানে আমার পোষ্টে প্রথম যে কমেন্ট করেছিলো সে ছিল লেখোয়াড় , সে আমায় ব্লগে স্বাগতম জানিয়ে কমেন্ট করেছিলো। আমি কৃতজ্ঞ।

তারপর অনেক অনেকজন প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনুপ্রেরনা দিচ্ছে দিয়ে আসছে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
এভাবেই পাশে থাকুন সবসময়।।
যারা পাশে ছিলেন আছেন তারা হল----

বৃষ্টি পড়ে টাপুর টুপুর , প্রামানিক, রিয়াজ উল ইসলাম, বুলবুল আবু সুফিয়ান ,কান্ডারি অথর্ব,ফেলুদার তোপসে , বিদ্রোহী ভৃগু, ফেরদৌসা রুহী, সুমন কর , সাহসী সন্তান , নিশি মানব, রক্তিম দিগন্ত, গিয়াস উদ্দিন লিটন , আহমেদ জী এস, মুহাম্মদ জহিরুল ইসলাম, রেজওয়ানা আলী তনিমা , কামরুন নাহার বীথি , দিশেহারা রাজপুত্র , মাহবুবুল আজাদ, ভ্রমরের ডানা, রুদ্র জাহেদ, রূপক বিধৌত সাধু, আরজু পনি, মাহমুদুর রহমান সুজন, অন্তু নীল , রাফা, রুদ্র জাহেদ , মনিরা সুলতানা, আবু শাকিল, সকাল রয় , সাদা মনের মানুষ, নীলসাধু, শ্রাবণধারা, মোস্তফা সোহেল, বিলিয়ার রহমান, ধ্রুবক আলো , কাজী ফাতেমা ছবি, পুলহ , শায়মা, খায়রুল আহসান, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, ক্লে ডল , শাহরিয়ার কবীর, নাঈম জাহাঙ্গীর নয়ন, জুন , এডওয়ার্ড মায়া , অতঃপর হৃদয়, আমি ইহতিব , রাতু০১, মানবী, টারজান০০০০৭, কানিজ ফাতেমা, সামিউল ইসলাম বাবু , কানিজ রিনা, জেন রসি, গেম চেঞ্জার, উম্মে সায়মা, ডঃ এম এ আলী , আহা রুবন, ইখতামিন, হাতুড়ে লেখক , নাগরিক কবি, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), বিজন রয়, নাঈম জাহাঙ্গীর নয়ন, বোকা মানুষ বলতে চায়, ফরিদ আহমদ চৌধুরী, সামু পাগলা০০৭ , মোটা ফ্রেমের চশমা, নীলপরি, চাঁদগাজী, নাদিম আহসান তুহিন , স্বপ্নের_ফেরিওয়ালা, ওমেরা সহ আরও অনেকে।।

শততম পোষ্টে অনেক কিছু বলার ছিল, বলা হলনা, ইচ্ছে হচ্ছে কেউ আমি যা বলতে চাই টাইপ করে দিক,
আমাকে কিছু জিজ্ঞেস না করে।

এখানে আসাটা সম্পর্কে একটু বলি একদিন একজন আমায় বলল আপনি বাংলাদেশের কোন ব্লগে লিখেন??
আমিতো শুধু দেশের বাইরের ব্লগগুলোতে লিখতাম, আর এফবি পেইজ নিয়ে মগ্ন আর একটা অনলাইন পত্রিকা ছিল! তার জিজ্ঞেস করার উত্তরে বিডি ব্লগের নাম বলা জরুরী যেখানে আমি লিখি সেই ভেবে তাকে বললাম জাস্ট অ্যা মিনিট বলছি,(আমি তো আবার মিথ্যে বলতে পারিনা তাই...।। :)

গুগলে ঢুকলাম, বিডি ব্লগ লিখে সার্চ দিলাম সামহোয়্যারইনব্লগ সবার প্রথমে এলো, ঢুকলাম, সাইন আপ করলাম, একটা পোস্ট দিলাম, তারপর সেই লোককে বললাম আমি সামহোয়্যারইন ব্লগে লিখি... :) :) :)

সামহোয়্যারইন ব্লগ এখন অন্য সব সাইট থেকে আমার বেশি প্রিয়। ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিম। ধন্যবাদ জিনিয়াস জানা আপুকে এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য, ধন্যবাদ কাল্পনিক ভালোবাসাকে, আমি আর কোন এডমিন কে চিনিনা!! :) :)

আজকের বৃষ্টির কিছু ছবি তুলেছি ছবি গুলো উৎসর্গ করছি সমস্ত সহ ব্লগারদের।ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রিয় সকল।

এইমাত্রই তুলেছি ছবিটা। আমার ঠিক পেছনের জানালা দিয়ে, বৃষ্টি কমে গেছে।




এই ছবিগুলো খিলখেত বিশ্বরোড ক্রস করার সময় তুলেছি , তখন ঝুম বৃষ্টি হচ্ছিলো।

সবাইকে বর্ষার শুভেচ্ছা আবারো।

মন্তব্য ১০৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন ও শুভেচ্ছা ! :P

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২০

সামিয়া বলেছেন: অভিনন্দন পেয়ে আহ্লাদিত =p~ =p~ =p~
ধন্যবাদ।।

২| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা।আশা করি,আগামীতেও আমাদের ভালো ভালো পোষ্ট দিয়ে কিছু জানার সুযোগ করে দিবেন।ছবিগুলো সুন্দর হয়েছে। :)
বিশেষ করে ৫নম্বরটা।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই ।।
আমি অবশ্যই সেই চেষ্টা করবো। বি হ্যাপি।।

৩| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা আর ভালবাসা আপি
িআরো লিখে যাও হাজার ছাড়া্ও সেই আশাই করছি
িআর ছবিগুলো সুন্দর হয়েছে আমার মতন হাহাহা ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: আপু্‌
''তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।।''

অনেক থ্যাংকস আপু ভালো থেকো।।

৪| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৩

জাহিদ অনিক বলেছেন: সেঞ্চুরি করে ফেলেছেন । অভিনন্দন ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: হ্যাঁ তাই তো =p~ =p~ =p~
ধন্যবাদ

৫| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: শততম পোষ্ট, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো

৭| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার পোস্টে আমার কোন কমেন্ট নেই!!!! অবাক হলাম। আমার নামও নেই। ১০০ পোস্টের একটিও পড়িনি??

আপনাকে অভিনন্দন শত পোস্টে। আর নিরন্তর শুভকামনা ।

ভালথাকবেন সবসময়। হ্যাপী ব্লগিং ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৬

সামিয়া বলেছেন: হয়তো পড়েছেন কিন্তু কমেন্ট করার সময় পাননি। এমন হতে পারে না?? নাম দেইনি তাতে কি আমি তো লিখেছি আরও অনেকে।।
শুভকামনায় আনন্দিত। ধন্যবাদ ভালো থাকুন।।

৮| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৮

নাগরিক কবি বলেছেন: বাহ! অভিনন্দন :)

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি

৯| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:০১

ফকির আবদুল মালেক বলেছেন: অভিনন্দন।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ফকির আবদুল মালেক

১০| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: আপু প্রথমেই শততম পোষ্টে আপনাকে শুভেচ্ছা । একসময় শততম থেকে হাজার তম পোষ্ট ছাড়িয়ে যান সে কামনায় করি।
অনেক ভাল থাকুন। ঈদের অগ্রিম শুভেচ্ছ রইল।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।। ভালো থেকো তোমাকে ও ঈদের শুভেচ্ছা অগ্রিম।।

১১| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন আপু। অনেক ভালো লাগলো আপনার উচ্ছসিত আনন্দ দেখেে। আমিও আনন্দিত হলাম আপনার শততম পোষ্ট পড়ে। (আমাকে সৌভাগ্যবান মনে হলো হা হা হা)

সামু ব্লগের প্রতি কৃতজ্ঞতা লিখে শেষ করার মতো নয়। আমার অন্তরে উজ্জল নক্ষত্র হয়ে জ্বলবে সবসময়।


আপনার শততম পোষ্টে আমার কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: ভাই এইভাবেই সবসময় পাশে থাকবেন ঠিকাছে।। ভালো থাকুন সুস্থ থাকুন।। অনেক অনেক ধন্যবাদ।।

১২| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলো ভালো লাগলো আপু

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: আবারো ধন্যবাদ

১৩| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৮

এডওয়ার্ড মায়া বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা ইতি সামিয়া :)
ব্লগে আপনার সময় আনন্দে কাটুক।
লিখতে থাকুন।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এডওয়ার্ড মায়া, এভাবেই পাশে থাকুন। ভালো থাকুন।।

১৪| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাঘা সব ব্লগারেরি
নাম হেথা নামিদামি;
আতিপাতি খুঁজে দেখি
লিস্টিতে নেই আমি। :(

এও জানি লিখা মোর
কোনকালে খাস না;
তালিকায় র'বো জাগে
তাও চোরা বাসনা।

হতে পারি চুনোপুটি
ব্লগে অতি পুচকি;
আরি বাবা মানুষতো
স্বপ্নেতে দোষ কি?

বকবক ফুরোবেনা
এবেলায় থামলুম;
শততম পোষ্টের
শুভেচ্ছা জানালুম। !:#P !:#P

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫২

সামিয়া বলেছেন: প্রথমেই চমকাই একী এলো সুকুমার
সেই কথা সেই ছড়া লেখনীতে তার।

নামীদামী ব্লগার দেখে লিখিনি তো নাম
দেখেছি তাদের পাশে থাকা অবিরাম।

কালে চক্রে হায় দেখিনি তো কোথা
কেন লিখিনি নাম এ কেমন কথা।।

সুকুমার বলে কি! সে নাকি পুচকি!
এত ভালো ছড়াকার বলতে তা দোষ কি!!

বক বকে ভালোলাগা ঝর্নার মত
শুভেচ্ছায় বিগলিত ধন্যবাদ শত।।

১৫| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: আমাকেও দুইদিন দুই বন্ধু বলেছিলো তুই সামহোয়্যার ইন ব্লগে লেখ। তার আগে আমি টেকটিউনসে লিখতাম ওটা টেকনিক্যাল। আর ফেসবুকে খুব একটা সময় দিতাম না। ব্লগে লেখার আগে আমি এমনি লেখালেখি করতাম তবে প্রকাশ করতাম না। এখনও অনেক লেখা সামুতে দেই না, যে হারে কবিতা কপি পেষ্ট হয় তাই কবিতা পোষ্ট করাও বন্ধ রাখছি।


পোষ্ট টা খুব সুন্দর লাগলো,, আমার কৃতজ্ঞতা জানবেন।

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৪

সামিয়া বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ।। আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো, তবে কপি পেস্ট হবে এই ভয়ে আমাদের বঞ্চিত করা হচ্ছে কিন্তু।। ভালো থাকুন।।

১৬| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

ব্লগিং চলুক অরিবত, অবিরাম।

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার বিজন রয়।।

১৭| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

আরজু পনি বলেছেন: অভিনন্দন, সামিয়া।
আপনার ব্লগিং শুভ হোক।
আমার শততম পোস্টটাও আমার কাছে খুব স্মরণীয় হয়ে আছে।

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আরজু পনি আপু।।

১৮| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
আরও যোগ হোক সাফল্যের কাহিনী

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।।

১৯| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন। শততম পোষ্টে অভিনন্দন। আপনার পথ চলা শুভ হউক। লিখে চলুন অবিরত।

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

২০| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

উম্মে সায়মা বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন সামিয়া আপু। আমিতো মনে হয় জীবনেও শত পোস্টে পৌঁছাতে পারবনা B:-/

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ্ প্রিয় সায়মা

২১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




আষাঢ়ের আদ্র শুভেচ্ছা ও অভিনন্দন ।

শততম লেখা ছাড়িয়ে যাক সহস্রতম ।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।
হুম্ আপনাকেও আষাঢ়ের শুভেচ্ছা।।
আপনারা পাশে থাকলে সহস্রতম লেখার স্বপ্ন দেখতে সাহস করতে পারি।
ভালো থাকুন।।

২২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


ঝিমঝিম বর্ষাতি বানের কলকলানি শব্দের মতই কি সুন্দর করে শততম লেখাটি লিখে ফেললেন। বাহ! চমৎকার!

বর্ষার কদম ফুলের শুভেচ্ছা রইল। আপনার লেখা হোক ঘন মেঘলা রাতের বুকে সদ্য ফোটা গন্ধরাজের মতো, মাদকীয় সুবাসিনী!!



শুভেচ্ছা!!!

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৪

সামিয়া বলেছেন: ভ্রমরের ডানার মসৃণ বিচরন এমনি করে পাশে থাক সেই আশা আকাঙ্ক্ষায় আগামীর পথ চলার স্বপ্ন দেখি।।
বর্ষার ভেজা ঘাস আর স্নিগ্ধ ফুলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।।

২৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: শততম পোস্টের অভিনন্দন আর শুভকামনা জানবেন।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , এভাবেই পাশে পাই যেন আগামীতে।। সুস্থ থাকুন ভালো থাকুন।।

২৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক শুভেকামনা ও শুভেচ্ছা।

শততম থেকে শত শততম এই কামনা করছি।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৭

সামিয়া বলেছেন: হাহা শততম থেকে শত শততম করার সাহস করতে পারার দুঃসাহস করার স্বপ্ন দেখে ফেলেছি আপনার মন্তব্য দেখে।
অনেক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু ।।

২৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জীবন চলার বাঁকে এভাবেই আমরা ঘুরছি। কত কত মানুষের সাথে ভাবের বিনিময় হয়। নিজের কথা বলি। পরের কথা শুনি। কিছু মানুষ হঠাৎ হারিয়ে যায়। কিছু মানুষের সাথে ঘটে নতুন পরিচয়। দিন যায় মাস যায় বছর গড়িয়ে বছর যায়। এক দিন মনে হয় পার করেছি কত বেলা! তারপর? সে কথা না হয় এখন নাইবা বল্লাম! এভাবেই কতকথা বাকী থেকে যায়। ১০১ থেকে চলুক অগ্র যাত্রা, সেই প্রত্যাশায় থাকলাম।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সুন্দর কথাগুলো পড়ে মন ভরে গেলো।
অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।।

২৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮

লাবিব ইত্তিহাদুল বলেছেন: ১ বছর পর সামু তে লগিন করলাম। এসেই আপনার শততম পোষ্ট। অভিনন্দন! আপনাকে।

অভিনন্দন জানাতে পেরে ভাল লাগলো।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১০

সামিয়া বলেছেন: ১ বছর পর লগিন!!! কেন এত ব্যস্ততা!! অভিনন্দনের জন্য ধন্যবাদ, সামুতে ফিরে আসুন সেই প্রত্যাশা রইলো।

২৭| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:১৪

তপোবণ বলেছেন: 'আমিতো মানুষ' পড়েছি, আর পড়লাম শততম টা। 'আমিতো মানুষ' পড়ে ভালো লাগার পর মনে মনে ঠিক করেছি লেখকের সবগুলো লেখা পড়ব। তবে সময় আমার সাথে যা শুরু করেছে, সময়ই পাচ্ছিনা।
শুভেচ্ছা শততমে।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১২

সামিয়া বলেছেন: তপোবণ প্রথমেই ধন্যবাদ আমিতো মানুষ পড়ার জন্য এবং অন্য লেখা পড়ার ইচ্ছা পোষণ করার জন্য।। পাশেই থাকুন। ভালো থাকুন।

২৮| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন ও শুভেচ্ছা । সামনে এগিয়ে যান সাথেই আছি।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৩

সামিয়া বলেছেন: আপনি সাথে থাকলে আর ভয় কি !! অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

২৯| ২০ শে জুন, ২০১৭ রাত ৩:০৫

সচেতনহ্যাপী বলেছেন: শুভেচ্ছা শততম পোষ্টের জন্য্য।।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার সচেতনহ্যাপী , ভালো থাকুন।।

৩০| ২০ শে জুন, ২০১৭ সকাল ৭:০৩

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অভিনন্দন রইল

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ জয় ।।

৩১| ২০ শে জুন, ২০১৭ সকাল ৭:৫০

জীবন সাগর বলেছেন: অভিনন্দন


আমার একটা আগ্রহ ছিল জানার, 'তিনদিন' কবে শেষ হয় বলতে পারেন আপা !!! :``>>

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ।।
তিনদিন' কবে শেষ হয় কি কারনে বললেন বুঝিনি ভাই

৩২| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:১৪

অশ্রুকারিগর বলেছেন: অপরাজিত সেঞ্চুরি করার জন্য অভিনন্দন। আশা করি ডাবল সেঞ্চুরি,ট্রিপল সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাতে পারব অচিরেই।
আপনার দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে স্বতঃস্ফূর্ত লেখাগুলো ভালো হয়।

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার অশ্রুকারিগর , কমেন্টে উৎসাহ পেলাম।। কৃতজ্ঞতা।।

৩৩| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪

আমি ইহতিব বলেছেন: শততম পোস্টে অনেক অনেক শুভেচ্ছা সামিয়া। সামু ও লেখালেখি অনেক ভালোবাসেন বলেই হয়ত বছরখানেকের মধ্যেই শততম পোস্ট দিতে পারলেন।

আমর পাঁচ বছর পার হয়ে গেলো ব্লগে আর আমি মাত্র ৪৫ টি পোস্ট দিতে পেরেছি :( সময় সুযোগের অভাবে অনেক দিন ব্লগে আসাও হয়নি।

শুভ কামনা থাকলো, শুভ ব্লগিং।

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৮

সামিয়া বলেছেন: হ্যাঁ এটা সত্যি যে এখন সামু ব্লগ এবং লেখালিখি দুটোই ভালোবাসি।। আপনি ব্লগে সময় না দিলেও সহ ব্লগারদের অনেক সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিয়ে থাকেন। আমার বেলায় ও তাই করেছেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া।। এইভাবেই পাশে থাকুন আপু।। বাচ্চাদের জন্য আদর ও ভালোবাসা রইলো, ভাইয়াকে নিয়ে সবসময় আনন্দে থাকুন সুস্থ থাকুন।।

৩৪| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা নিন।

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাইয়া।।

৩৫| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শততম পোষ্টে অনেক কিছু বলার ছিল, বলা হলনা, ইচ্ছে হচ্ছে কেউ আমি যা বলতে চাই টাইপ করে দিক,
আমাকে কিছু জিজ্ঞেস না করে।

আপনার এই লাইনটা পড়ে গানটা মনে পড়ল
কত কথা যাও বলে কোন কথা না বলে :) হা হা হা

তেমনি অপ্রকাশীত সব আবেগ যেন এই লাইনেই বলে দিলনে। আর পাঠক যে যার মতো করে বুঝে নিল ;) বেশ মজার না?

অভিনন্দন সেঞ্চুরীতে।

হুম। সে এক ক্রেজ সময় ছিল। একসময় লগিন লিস্টে সবার নীচে থেকে চেয়ে ভাবতাম কবে উপরে উঠব???
দিনেদিনে সময় শেষে এখন উপরে চেয়ে থাকি অনুভূতিহীন।

এই স্বপ্ন আর স্বপ্ন পূরন আবার নতুন স্বপ্নের জনম- এইতো চক্রাবর্ত! এইতো জীবন!

ভাল থাকুন। সবসময়।
ডাবল, ট্রিপল সঞ্চুরী পোষ্ট হয়ত দেবেন। হয়তো থাকব-হয়তো থাকবনা। তবুও জীবন চলতেই থাকবে নিত্যতায়।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: আপনি আমার কথাগুলোর কি সুন্দর করেই না ব্যাখ্যা দিলেন।।
এরকম সম ভাবনার মানুষ সামু ছাড়া আর কোথায় পেতাম!!

কেন উপরে উঠে এখন আপনি অনুভুতিহীন হয়ে পড়েছেন কেন??
আপনি কি চমৎকার কবিতাই না লিখেন!! এরকম অবসাদ গ্রস্থ যেন আপনাকে পেয়ে না বসে সেই কামনা।।

হুম্ম ট্রিপল পারবো কিনা জানিনা তবে ডাবল সেঞ্চুরি করার স্বপ্ন দেখি।।

ভালো থাকুন সুস্থ থাকুন।।

৩৬| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

আলভী রহমান শোভন বলেছেন: অভিনন্দন, আপুনি। আরও ভালো ভালো লিখো তুমি সেই প্রত্যাশা থাকলো।

আমারও ব্লগে আসার গল্প তোমার মতই। গুগল সার্চ দিয়ে পেয়ে যাই সামুকে। অন্যগুলোর চেয়ে এটা ভালো মনে হল তাই ব্লগিং শুরু করলাম। সেই থেকে শুরু।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: হ্যাঁ গুগলে ব্লগ লিখে কিংবা অনেক ক্ষেত্রে বাংলায় যে কোন একটা টপিক নিয়ে সার্চ দিলে সামু ব্লগ প্রথমেই পাওয়া যায়।।
যাই হোক অভিনন্দনে খুশি হলাম ভাই, ভালো থেকো।। ধন্যবাদ।।

৩৭| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: শততম পোষ্ট এ অভিনন্দন সামিয়া !
শুভ কামনা ।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: বাদ।।অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, সুস্থ থাকুন।।

৩৮| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১০

অতৃপ্তনয়ন বলেছেন: অভিনন্দন অভিনন্দন
শত সহস্র বছর বেঁচে থাকুন ব্লগে।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৯

সামিয়া বলেছেন: অতৃপ্ত নয়ন আপনার চোখে এত জল কেন??
এনিওয়ে ধন্যবাদ ধন্যবাদ সেইম দোয়া আপনার জন্য ও।

৩৯| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯

রাতু০১ বলেছেন: শুভেচ্ছা ! :P

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০

সামিয়া বলেছেন: ধন্যবাদ ডিয়ার রাতু।।

৪০| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এপিক সে রিপ্লাইয়ে
বাঁধলে যা ছন্দ;
তোমাতে যে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

তোমার ছন্দ মাঝে
আমি অতি নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১

সামিয়া বলেছেন: ছন্দ যে শেখালেন
প্রিয় কবি সুকুমার;
সবটুকু রিপ্লাইয়ে
কার্টেসি তার।

যা কিছু বলেছি তা
শিখায়েছেন জ্ঞানী;
তাকে কি করে আমি
পোষ্যি মানি ।। :D

৪১| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
বুঝ দ্যাও অল্প;
অজুহাতটারে তুমি
বানায়েছ শিল্প। /:)

অগাবগা লিখি বলে
খোঁচা মেরে সুক্ষ;
সুকুমার কয়ে কয়ে
পোড়ালে এ বক্ষ। |-)

দু'লাইন লিখতে মোর
মসি ভেঙ্গে কাঁপোমান;
সে-ই বুঝে হেসে চামে
খুব করো অপমান। :-<

২২ শে জুন, ২০১৭ রাত ৮:২০

সামিয়া বলেছেন:

৪২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১২

জেন রসি বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা। :)

২২ শে জুন, ২০১৭ রাত ৮:২৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, সুস্থ থাকুন।।

৪৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮

বিষাদ সময় বলেছেন: সেঞ্চুরিতে অভিনন্দন, শুভকামনা রইল ডাবল সেঞ্চুরির যাত্রায়..........

২২ শে জুন, ২০১৭ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, সুস্থ থাকুন।।

৪৪| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন ও শুভেচ্ছা :)

২২ শে জুন, ২০১৭ রাত ৮:২২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, সুস্থ থাকুন।।

৪৫| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

প্রিন্স হাসান বলেছেন: আপনার শততম পোষ্টের দিন আমার প্রথম পোস্ট করলাম আজ এবং সামহোয়্যারইন ব্লগে এটাই প্রথম কমেন্ট আমার। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: প্রথম পোস্ট এবং প্রথম কমেন্টের জন্য ভালোলাগা।। মনে থাকবে.।।
ভালো থাকুন ধন্যবাদ।।

৪৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫৭

অর্ক বলেছেন: ভাল লাগলো। শুভেচ্ছ।

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক

৪৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৬

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ জোকস

৪৮| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:২১

নাদিম আহসান তুহিন বলেছেন: লিস্টে আমিও আছি দেখছি,,,
শুভেচ্ছা ও ঈদ মুবারক

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাদিম আহসান তুহিন

৪৯| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: ইচ্ছে হচ্ছে কেউ আমি যা বলতে চাই টাইপ করে দিক, আমাকে কিছু জিজ্ঞেস না করে -- এতটা আলসে আপনি? তারপরেও শততম পোস্ট দিতে পারলেন?? :)

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

সামিয়া বলেছেন: ওই সময় অবশাদ পেয়ে বসেছিল ভাইয়া মন ও খারাপ ছিল।

৫০| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: তালিকায় নিজের নাম দেখতে পেরে আর সবার মতই খুব খুশী হ'লাম।
আমি তো আবার মিথ্যে বলতে পারিনা তাই... - তাই সত্য বলার জন্য আপনি যা যা করলেন তা এ্যাপ্রিশিয়েট করছি।
ছবিগুলো সুন্দর হয়েছে, তবে আরো কিছু ছবি থাকলে আরো ভাল হতো।
শততম পোস্টে অভিনন্দন! আপনার শততম পোস্টে আমি অর্ধশততম মন্তব্য রেখে গেলাম!!! :)

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬

সামিয়া বলেছেন: সত্য বলার অনেক যন্ত্রনা অনেক, তার-ই একটা স্যাম্পল ছিল ওটা, এ্যাপ্রিশিয়েট করেছেন জেনে ভাললাগলো,
হুম আপনার অর্ধশত পোস্ট হয়ে গেছে আর মাত্র কিছু পোস্ট করলেই আপনার তিন শত পোস্ট হয়ে যাবে, আমিও আপনার এই ব্যাপারটা এ্যাপ্রিশিয়েট করছি।

৫১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: আমি আমার তিনশততম পোস্টের জন্য প্রায় অর্ধ বৎসর যাবত অপেক্ষমান। কিন্তু এখন আর আগের মত লেখা আসছেনা, সময়ও পাচ্ছিনা। তবুও সামনে একটা মাইলফলক রেখে এগিয়ে যাচ্ছি...

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৮

সামিয়া বলেছেন: আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া আর শুভকামনা। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন।।

৫২| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৪

ANIKAT KAMAL বলেছেন: অ‌নেক স্নু‌তির ভী‌ড়ে অ‌নেক না বলা কথার মা‌ঝে অ‌নেক ছ‌বি ম‌নের অায়নায় ভা‌সে কিন্তু যা‌দের কথা ম‌নে অা‌সেনা হয়ত তারায় অাপনা‌কে বেশি মিস ক‌রে ধন্যবাদ শততম পো‌স্টে

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: ANIKAT KAMAL ''' যা‌দের কথা ম‌নে অা‌সেনা হয়ত তারায় অাপনা‌কে বেশি মিস ক‌রে'''
এই তারা'র ভেতর আপনি কি আছেন?? ধরে নিলাম আছেন। :D
আমি কৃতজ্ঞ , ধন্যবাদ , অনেক অনেক ভালো থাকবেন।।

৫৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

পিকাচু বলেছেন:
অভিনন্দন ইতি, ঈদ মুবারাক ||

২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পিকাচু

৫৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০৯

জুন বলেছেন: শততম পোষ্টের গোলাপ শুভেচ্ছা ইতি সামিয়া :)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
এটা আপনার জন্য ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.