নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝেই দেখি সামহোয়্যারইন ব্লগে অনেকেই অনেক অসুবিধার কথা জানায়, কিন্তু একটা ব্যাপার নিয়ে কখনো কাউকে কিছু বলতে দেখিনি, হতে পারে আমি ছাড়া আর সবাই এতে কমফোর্টেবল।
কিন্তু অনেকদিন অনেক সময় এই ব্যাপারে কনফিউসড হয়েছি।
আসলে এটা একটি সামান্যই অসুবিধার কথা। আর তা হচ্ছে নিক দেখে প্রায়ই বুঝতে পারিনা ব্লগার নারী না পুরুষ। বিশেষ করে কমেন্টের রিপ্লে দিতে গেলে এই সমস্যা প্রকট আকার ধারন করে।
কিছু কিছু নিক দেখলে বোঝা যায় সে নারী না পুরুষ যেমন নান্দনিক নন্দিনী, মানবী, জুন অথবা আমার মত যারা নিজের রিয়েল নাম ইউজ করে কিন্তু কিছু নিকের রিপ্লে দিয়ে প্রায়ই টেনশন হয় ভুল সম্বোধন করলাম নাতো!!
সব সময় তো সম্বোধন হীন আলাপ চালানো যায় না।
ব্লগারদের কি এমন কোন রুলস আছে যে তাদের জেন্ডার প্রকাশ করা নিষিদ্ধ! আমার কোন আইডিয়া নেই এই সম্পর্কে, তবে সে রকম যদি কোন সমস্যা না থাকে তবে সামহোয়্যারইন ব্লগ টিম এই অপশন চালু করলে আমার মত সহজ সরল মানুষ উপকৃত হবে।
বেশ কিছুদিন আমি ক্লে ডল কে ছেলে ভেবেছি তারপর একদিন দেখলাম কেউ একজন তাকে আপু বলে মন্তব্য করেছে,
পুলহ কে তো তার প্রোফাইল পিক আপডেটের আগ পর্যন্ত এক কিশোরী মেয়ে ভাবতাম!
আমি ইহতিব আপু কে আপু বলে রিপ্লে দিয়ে তো পড়ে সে পুরুষ হইতে পারে এই চিন্তায় হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল!
এরকম অজস্র নিক আছে যা দেখে জেন্ডার অনুমান করা শক্ত হয়ে পড়ে যেমন এই মুহূর্তে যারা অনলাইনে আছে তাদের কিছু নিক তুলে দিচ্ছি পদ্ম পুকুর, সোজা সাপটা, উননের মুখ থেকে বলছি, কাজল ভ্রমরা, মনে নাই, গরল, কামের কথা কোন, একাকী উনমন, সপ্নবান, ঘারতেরা ইত্যাদি ইত্যাদি।
সহ ব্লগারদের সাথে দীর্ঘদিন ব্লগিং এর মাধ্যমে নিজের অজান্তেই একটা সু সম্পর্ক তৈরি হয়ে ওঠে অন্তত সে কারনে হলেও নিজেদের ভেতর জেন্ডার ভ্রান্তি থাকা ভীষণ অস্বস্তিকর বলে মনে করি। তবে যারা ইচ্ছে করে হাইড করতে চায় বা ফেক অথবা ভুল ইনফো দিতে চায় তাদের কথা ভিন্ন।
সবশেষে ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিম এবং ধন্যবাদ সবাইকে।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
সামিয়া বলেছেন: আমি তো অনেক দিন এই ভুল করেছি, আপুর জায়গায় ভাই বলেছি ভাই এর জায়গায় বইন
কতবার যে এই রকম লজ্জার ভেতর পড়েছিলাম।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: সামুর সবাই লেখক! সামুতে কোন লেখিকা নাই!!
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
সামিয়া বলেছেন: সেটা ভিন্ন কথা ,
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, নিক দেখে বুঝা যায় না কে কোন জেন্ডার?!
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০
সামিয়া বলেছেন: সেটাই ,
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: বিলিয়ার রহমান ভাই লেখক প্লাস ব্লগের ফেলুদা
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০
সামিয়া বলেছেন:
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
ধ্রুবক আলো বলেছেন: আরে আপু, ভুল হলে হবে আপু না হয় ভাইয়া বললেন কি আর হবে বলেন!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
সামিয়া বলেছেন:
৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আমি আপনার পোস্টটার মর্মকথা বুঝতে পেরেছি!
এর একটা সহজ সমাধান হলো লেখকদের জেন্ডার অনুযায়ী লেখক ও লেখিকা এই দুই ভাগে শ্রেণী বিভাগ করা!! কিন্তু এখনতো লেখক লেখিকা সবাইকেই লেখক বলা হয়!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
সামিয়া বলেছেন: হুম
৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপি
আমারও এমন হয়। তবে আমার নামটা আমি এই মেঘ এই রোদ্দুরই রাখতে চেয়েছিলাম। কিভাবে যে আসল নামেই হয়ে গেলো কে জানে। হাহাহা
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮
সামিয়া বলেছেন: এই মেঘ এই রোদ্দুর নামটা তো সুন্দর
৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩
সঞ্জয় নিপু বলেছেন: আর আমার মতন যারা ২ নামের মিশ্রনে আছে তাদের কি হবে?
আমি - সঞ্জয়
আমার বউ - নিপু হা হা
আমাকে কেউ কেউ নিপু ভাই ও বলে, কি যে করি, মাঝে মাঝে ভালবাসার এই নিদর্শন ঠিক রাখতে গিয়ে বিপাকে পড়ি, তবে অনেক পুরোনো ব্লগার রা আমার এই বিষয় জানে, নতুন রা হয়ত বা জানে না।
একবার রেজিস্ট্রশন হয়ে গেলে পুনরায় আর পরিবর্তন করা অনেক কষ্ট সাধ্য ব্যপার সামুতে।
আর "আমি ইহতিম" আইডিটা মনে হয় ভুল আছে, এটা হবে "আমি ইহতিব" আমাদের এক প্রিয় আপু। এই নামের ও একটা গোপন রহস্য আছেম কমু না আপু যদি এখানে আসে কমেন্টস করে তাহলে জিজ্ঞাসা কইরেন। আমি সরাসরি কথা বলে জেনে নিয়েছিলাম।
অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০
সামিয়া বলেছেন: হুম আমি ইহতিব হবে। আপু তো অনলাইনে আসে কম আপনিই বলে দেন না তার নামের রহস্য।
আর আপনার দুই নামের মিশ্রণের গল্পটি খুবই সুন্দর। আর বুঝতে অসুবিধা হচ্ছে না।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
পুলহ বলেছেন: তাই বইলা কিশোরী !!! হা হা হা ...
"সহ ব্লগারদের সাথে দীর্ঘদিন ব্লগিং এর মাধ্যমে নিজের অজান্তেই একটা সু সম্পর্ক তৈরি হয়ে ওঠে অন্তত সে কারনে হলেও নিজেদের ভেতর জেন্ডার ভ্রান্তি থাকা ভীষণ অস্বস্তিকর বলে মনে করি। তবে যারা ইচ্ছে করে হাইড করতে চায় বা ফেক অথবা ভুল ইনফো দিতে চায় তাদের কথা ভিন্ন। "-- এখানেই আপনার পোস্টের সামারি সম্ভবত, এবং আপনার সাথে অনেকাংশেই একমত।
[জাস্ট প্রাসঙ্গিকভাবে শেয়ার করি, আমার ডাকনাম রুবাইয়াত। হাস্যকর ব্যাপারটা হলো- এই নামটাও মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। হা হা হা ]
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪
সামিয়া বলেছেন: আমি কি করবো আমার কেন জানি অমনি মনে হত।
আসলেই রুবাইয়াত নামটা ও বেশ কনফিউজিং
১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
রুপম হাছান বলেছেন: অনেক সুন্দর একটি মতামত সহ লেখা পড়লাম যা সবার বেলায় প্রযোজ্য। তবে এটা তো ঠিক নাম বিভ্রাটে লজ্জা পেতে হয়। আর এই ব্যাপারে সামু শ্রেণী নির্ধারণ করে দিলে সবার জন্য ভালো হয়। অর্থাৎ নাম যাই হোক-পাশে ব্যাক্তির শর্ট ইনফো উল্লেখ করলে ভালো হতো বলে মনে করি। হতে পারে নাম এবং জেন্ডার এই দুই থাকবে শর্ট ইনফোতে।
ভালো লাগলো ‘বিলিয়ার রহমান’ এর সবাই লেখক, লেখিকা নাই। ‘সঞ্জয় নিপু’ এর ভালোবাসার নিদর্শন ঠিক রাখতে গিয়ে বিপাকে পড়া। সবশেষে ভালো লাগলো ‘পুলহ’ এবং তার ডাকনাম ‘রুবাইয়াত’ এর আগে পরে দুই নামই মেয়ে বলে। হা হা হা।
অবশেষে বলবো-ভালো থাকেন সবাই এবং জেন্ডার সমস্যা নিরসনে সামু’র হস্তক্ষেপ আশা করছি।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৬
সামিয়া বলেছেন: ডিয়ার রুপম পোষ্টে এবং পোষ্টে করা মন্তব্যগুলোতে ভালোলাগা এবং একমত পোষণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপানার প্রস্তাবনায় সহমত পোষণ করছি।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সহমত পোষণ করার জন্য।।
১২| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: যখন সাইনআপ করি তখন নাম লিখছিলাম কিন্তু কিসে থেকে যে কি হয়ে গেলো। অবশ্য অন্য সব ব্লগে আমি এই মেঘ এই রোদ্দুর হিসেবেই আছি
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯
সামিয়া বলেছেন: ও আচ্ছা এখানকার এডমিনরা কি তোমার পরিচিত আপু ?? তারা হয়ত কারেক্ট নাম নিক করে দিয়েছে।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: আপনি ব্লগারদের নাম উল্লেখ করে বলতে পারেন। এই যেমন, ব্লগার পুলহ, আপনি কেমন আছেন? // ব্লগার পুলহ, ভালো লাগল, ভালো হয়েছে......ইত্যাদি।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সামিয়া বলেছেন: সব সময়তো সেটা সম্ভব হয়ে ওঠে না।অজান্তেই ভাই আপু চলে আসে কথায় কথায়।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: সামু ব্লগের তুলনা হয় না। বাংলাদেশের এক নম্বর ব্লগ। জয় হোক সামু ব্লগের।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
সামিয়া বলেছেন: আমি সামু ব্লগ নিয়ে কোন সন্দেহ প্রকাশ করিনি ভাইয়া,
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: জেন্ডার জানার কি দরকার!!!!!! সোজা নাম ধরে ডাকলেই হয়ে যায়।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সামিয়া বলেছেন: আপু আমি তো কারনগুলো উল্লেখ করেছি।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২
খায়রুল আহসান বলেছেন: স্বনামে লেখার চেয়ে নির্ঝঞ্জাট আর কোন কিছু নেই।
ভাল করেছেন বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করার জন্য।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সামিয়া বলেছেন: Thanks to Allah যে কেউ তো বুঝলো আমায়!! অনেক ধন্যবাদ।।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪
খায়রুল আহসান বলেছেন: দুঃখিত, কথাটা হবে- ভাল করেছেন বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করে।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
সামিয়া বলেছেন: হুম আমি বুঝেছি, আবারো ধন্যবাদ।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সিফটিপিন বলেছেন: ব্লগে যত সময় দিবেন তত জানতে পারবেন। আপাতত শায়মা আপুর কথা মত 'সোজা নাম ধরে ডাকলেই হয়ে যায়'।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
সামিয়া বলেছেন: প্রথম যখন এইখানে post দিয়েছিলাম সম্ভবত পনি আপুর comment এর reply তে আমি ভাইয়া বলেছিলাম, কারন পনি নামে আমার নিজের ভাইয়ার এক ছেলে friend ছিল। সেটা দেখে আরেকজন আবার লিখেছিল নামের পাশে ভাইয়া দেখে মজা পেলাম। খুবি odd situation। কথা হচ্ছে আমার তো আমেরিকান মুখ না যে যার তার নাম ধরে কথা বলতে ইচ্ছে করবে। নিজের অজান্তেই ভাই বইন মুখে চলে আসেতো। আর ব্লগে সময় দিলেই যে কোন নিক male or female যে বোঝা যাবে সেটাও appropriate না। যাই হোক ধন্যবাদ comment এর জন্য।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের বড়াই করোনাকে নাম দিয়ে কি হয়?
নামের মাঝে পাবেনাকে সবার পরিচয়।
মতি ঝিলে মতি নেই নেই কোন ঝিল
কানা ছেলে পদ্ম লোচন আছে কোন মিল?
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২
সামিয়া বলেছেন: নাম নিয়ে লেখা ছড়া চমৎকার হয়েছে ভাইয়া, ধন্যবাদ।
২০| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, এটা একটা সমস্যা বটে। আমি নিজেও এই সমস্যায় ভুগেছি এবং এখনো ভুগছি। জানি না এর কোন সমাধান আছে কী না।
ধন্যবাদ বোন ইতি সামিয়া।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩
সামিয়া বলেছেন: সহমত পোষণের জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা।
২১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
ক্লে ডল বলেছেন: হা হা হা!! আমাকে কেউ ভাইয়া বললে এনজয় ই করি।
আমার তো আমেরিকান মুখ না যে যার তার নাম ধরে কথা বলতে ইচ্ছে করবে। নিজের অজান্তেই ভাই বইন মুখে চলে আসেতো।
সম্বোধনের বেলায় আমারো একটু ঝামেলা হয়েছে প্রথম প্রথম। আবার অনেককে আংকেল আন্টিও বলতে ইচ্ছা হত। যায় হোক পরে আমার কাছে ব্লগার অমুক তমুক বলাটাই বেটার মনে হয়েছে।
এক্ষেত্রে আমি ব্লগার আহমেদ জী এস কে অনুসরণ করি।
ব্লগার পুলহের মত আমিও প্রাসঙ্গিকভাবে শেয়ার করি। আমারও ওনার মত অবস্থা। আমার ডাকনাম 'সেতু '। এ নাম ছেলেদেরও হয়।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০
সামিয়া বলেছেন: ওয়াও আপনার নাম তাহলে সেতু! আপনি কি খুব চঞ্চল? সেতু নামে আমার দুজন ফ্রেন্ড আছে একজন ছেলে আর একজন মেয়ে , দুজনই চঞ্চল দুজনই intelligent আর High ambitious আর দ্রুত কথা বলে, আর দুষ্ট।
ধন্যবাদ ডিয়ার ভালো থাকবেন।
২২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সামুর নারী ও পুরুষ ব্লাগার শুমারির দায়িত্বটা আপনি নিন ! কি বলেন ? রিপোট পেলে জানাবেন কেমন ?
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩
সামিয়া বলেছেন: টপিকের সম্পূর্ণ ভিন্ন মন্তব্য হয়ে গেলো না??
২৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভালো একটা বিষয়ে আলোচনা করার জন্য।
ভাই, আপু, সমস্যাটা আমার বেশি হয়, খুব টেনশন হয়, ভুল হলে কি ভাববে সে।
ছদ্মনাম ব্যবহার করার মাঝে কোন যুক্তি নাই আমার কাছে, যদি না অযৌক্তিক পোষ্ট করার বা লেখার ইচ্ছা না থাকে বা কাউকে কটাক্ষ করা বা আঘাত করার ইচ্ছা না থাকে। যা হোক, অনেকেই ছদ্মনাম নিয়ে লেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমিও একসময় ছদ্মনাম ভালো মনে করতাম। এখন স্বনামেই ভালো লাগছে। (চোখের লজ্জা শরম কমে গেছে হয় তো)
তবে আপনার উল্লেখ্য সমস্যার কথা চিন্তা করাই উচিৎ বলে মনে করি। কেননা, অনেক সময় নিজেকে অপরাধী ভাবতে হয় উল্টাপাল্টা হয়ছে হয় তো মনে করে।
ভালো লাগলো আপু আপনার পোষ্ট।
শুভকামনা আপনার জন্য।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
সামিয়া বলেছেন: অনেকেই আমার সাথে সহমত ব্যাক্ত করেছেন দেখে ভালো লাগছে, কেউ কেউ তো কি সব উদ্ভট এলোমেলো কথাবার্তা বলছে!!!
যাইহোক অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা এবং ধন্যবাদ।
২৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ঐ শ্রেণির পাব্লিকরে কি "উভয় লিঙ্গ" শ্রেণিতে ফেলা যায়? পুরুষরে নারী নারীরে পুরুষ ভাইবা বহুবার ভুল করি! ফেসবুকে মতো ব্লগেও লুল পুরুষের সংখ্যা বেশি! লিঙ্গ চিহ্নিত করা গেলে আরেক বিড়ম্বনা!
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭
সামিয়া বলেছেন: সেটা ভিন্ন ব্যাপার। ভালো থাকবেন, ধন্যবাদ।
২৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: আসলেই কনফিউজিং । তবে নিজের মত করে ডেকে ফেলবেন আপনার যা মনে হয় । পরে সত্যটা জানলে ভুল হলেও একটা মজার ব্যাপার থাকবে । ভাল মানুষের ক্ষেত্রে নারী পুরুষের কোন ভেদাভেদ নাই । ভাল মানুষ ভালো মানুষই । তাই সে নারী হোক আর পুরুষ হোক সে যদি ভালো মানুষ হয় তাহলে সম্বধনে ভুল হলেও ভয়ের কোন কারণ নাই ।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯
সামিয়া বলেছেন: তা ঠিক আছে, আমি জাস্ট আমার মতামত ব্যাক্ত করেছি যে এরকম হলে ভালো হত এই আর কি।।
থ্যাংকস। বি হ্যাপি।।
২৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২
জুন বলেছেন:
একজনের নিক ছিল ব্লগই আমার শেষ ঠিকানা
এ বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলুন ইতি সামিয়া ।
যার যা নিক সেই নামেই সম্বোধন করুন ।
ঝামেলা চুকে যাবে
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
সামিয়া বলেছেন: আমি তো এটাকে ছোট একটি অসুবিধা হিসেবে চিহ্নিত করেই মতামত জানিয়েছি। ব্যাপারটা সেরকম ভাবে মাথায় চেপে নেই। জেন্ডার সো করলে ভালো হত এই যা।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০
সিনবাদ জাহাজি বলেছেন:
ভাববার ব্যাপার আছে।
বাই দ্য রাস্তা আমি কিন্তু মেল।
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সামিয়া বলেছেন: হাহাহা বাই দা রাস্তা sentence টায় মজা পেলাম Thanks
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬
আল ইফরান বলেছেন: বৃক্ষ তোমার নাম কি?
ফলে (আই মিন লেখায়) পরিচয়
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সামিয়া বলেছেন: sometimes gender এ পরিচয়।
২৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩
এডওয়ার্ড মায়া বলেছেন: যারা লেখালেখি করতে আসেন তারা পুরুষ না মহিলা তা জানা কি গুরুত্বপূর্ণ ??
ও আপনি আমার সমালোচনা সহ্য করতে পারেন না।
সরি
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০
সামিয়া বলেছেন: আমি কিন্তু সমালচকদের reply আগেই দিয়ে রেখেছি, যারা ইচ্ছে করে নিজেকে হাইড করতে চায় বা ফেক অথবা ভুল ইনফো দিতে চায় তাদের কথা ভিন্ন। ok?? আর সমালোচনা সহ্য করতে পারিনা তা নয় আসলে আমার সমালোচনা কেউ তেমন করে না অযৌক্তিক কথা কম বলি তো তাই। আমি কেবল না বুঝে আবোল তাবোল কথা শুনতে বিরক্ত হই। যাই হোক ধন্যবাদ।
৩০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
নাগরিক কবি বলেছেন: :/
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১
সামিয়া বলেছেন:
৩১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ঠিক আছে .... কিন্তু নামে কি বা আসে যায়, আর অনেকে নিজের নামে ব্লগ নাম দিয়ে ব্লগিং করে না । যদিও একটু বুঝতে কষ্ট হয় ....।এর সহজ তরিকা হল, এ নিকগুলো সে ছেলে, কি মেয়ে প্রশ্ন করা ?
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সামিয়া বলেছেন: নামে কিছু আসে যায় বলিনি তো!!! Thanks anyways...
৩২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
সামিয়া বোঝেনা সে বোঝেনা ......
ঘুরে ফিরে বটের তইল .... আমি তো তাই বোঝাতে চেয়েছি । আপনি যা বোঝাতে চেয়েছেন ।
৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭
ক্লে ডল বলেছেন: না আপু আমি চঞ্চল না। মিডিয়াম ইনট্রোভার্ট গোত্রের মনে হয়।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪
সামিয়া বলেছেন: হুম।।
৩৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: ভালো কথা বলেছেন।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪
সামিয়া বলেছেন: থ্যাংকস ভাই। ভালো থেকো।
৩৫| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৫৪
আমি ইহতিব বলেছেন: হা হা হা.. সামিয়ামনি খুব মজা পেলাম এই পোস্ট পড়ে। আমাকে অনেকেই ভাই/ ভাইয়া বলে মন্তব্য করেছেন। আমি কিছু মনে করিনি
সঞ্জয় ভাইকে আমি একবার নিপু ভাই বলে সম্বোধন করেছিলাম, পরে জেনেছি ভাবীর নাম নিপু
এবার আমার নামের রহস্য বলি। আমি যখন ব্লগে আইডি ওপেন করি তখন প্রথমে ইহতিব নামে ওপেন করি। ইহতিব হল আমার নামের উল্টো ইংরেজীতে (Bithi - Ihtib)। পরে ইহতিব আইডিটি অনেক দিন কি কারনে সেফ না হওয়াতে আমি ইহতিব আইডিতে আসি। ঐ সময়ে কেন যেন নিজের নামে লিখতে লজ্জা লজ্জা লাগত তাই এই ছদ্ম নাম নেয়া।
পরে ফেক আইডি জনিত অনেক সমস্যা ব্লগে দেখেছি শুনেছি। ব্লগের নামের পাশে কোন একটা সাইন দেয়া থাকলে সম্বোধনে সুবিধা হত।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৮
সামিয়া বলেছেন: আপনার নামের রহস্য উম্মোচন করায় কৃতজ্ঞতা। ভাল্লাগছে.।।
আপনি তাহলে আমাদের ডিয়ার ডিয়ার বীথি আপু।। এটা কেন আগে মাথায় এলনা!!
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: এটা ঠিক বলেছেন মাঝে মাঝে নিক দেখে ছেলে না মেয়ে সেটা বোঝা আসলেই কঠিন হয়ে যায়।