নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সমালোচনামূলক পোস্টের অনুকরনে
দুদিন ব্লগিং করে নিজেকে ব্লগার ভাবছো?
ভাবছো তুমি অনেক জানো অনেক বোঝো? তুমি আসলে কচুটি জানো, কচু বোঝো তুমি।
এই যে আমাকে দেখো আমি কত জ্ঞানী! কত শিক্ষিত! শিক্ষা শুধু লেখাপড়া করলে বড় বড় ডিগ্রী থাকলেই হয়? আমাকে দেখো আমি হচ্ছি প্রকৃত শিক্ষিত! সামুর সব থেকে পুরান ব্লগার। আটশত আশি বছর ধরে আমি ব্লগে পড়ে আছি কিন্তু কাউকে কিচ্ছুটি বুঝতে দেইনি।
বুঝতে দেইনি আমি! আমি কতটা মহান। আর তুমি!!
এই দুই দিন ব্লগ করে ফরং ফরং করছো! কি লেখ ছাইপাঁশ ইয়াক! ওসব কোন সুশীল মানুষ লিখতে পারে নাকি!
কবিতা লিখেছো!! ছ্যা ছ্যা ছ্যা ওগুলো কবিতা না বুঝলে ওগুলো হল অকবিতা, কবিতার নামে তুমি আমার মত মহান কবিকে অসন্মান করছ! তুমি রবীন্দ্রনাথের কবিতা পড়েছ কখনো? কাজী নজরুলের কবিতা? পুরান পুরান দুই চারজন ব্লগারের অমুকের কবিতা তমুকের কবিতা? পড়েছো?
আর আমার লেখা সবশেষ মহান কবিতাটা ??
‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন 'আরশ' ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময়
আমি বিশ্ববিধাতৃর!’
দেখেছ? এই ভাবে লিখতে পারবে? কি ? কবিতা সুন্দর হয়েছে? কাজী নজরুল কে ছারিয়ে গেছে না? অ!! তুমি তো আবার অশিক্ষিত কাজী নজরুল কি তুমি তো তাই বুঝতে পারছনা হাঁদারাম কোথাকার!
এই যে এদিকে তাকাও আমাকে দেখো , শেখো ,কিছু শেখো, ভদ্রতা কি জিনিষ আমাকে দেখে শেখো ! এই যে আমি এত জানি এত বুঝি আমি কখনো মুখ ফুটে বলেছি?
তাহলে তোমরা বল কেন ? যত্তসব বাজে বাজে অকবিতা লিখে বুক ফুলিয়ে বল কেন যে কবিতা লিখেছো!
ওসব বলতে তোমার লজ্জা হউয়া উচিৎ?
ছন্দের মিল নেই লতা নেই গুল্ম নেই লেজ নেই এসেছে কবিতা লিখতে। দেখো আমাকে দেখো শেখো কীভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতে হয়।শেখো,
‘’আজ আকাশের মেঘগুলো নীল
তাহার শাড়ির ছাপ খোপ বর্ণীল
পথের বাঁকে দেখে এলাম ঝিল
ওটাকে শুধু ঝিল বলে না অনেকে বলে খাল বিল।‘’
আরেকটা শোন
‘’পায়ের তলায় পড়েছে কলার খোসা,
গালে একটি কামড় দিলো মশা।
রাস্তায় বিক্রি হচ্ছে রাশি রাশি শশা।
তাহার দুকানে চশমার ডাঁট চোখে পড়লো সহসা।‘’
ওহ মাইইই গড! আমাকে এখন কবিতা পেয়ে বসেছে, দেখতেই পাচ্ছো আমি কি ভীষণ দারুন কবি! কিন্তু আমি এই কথা কাউকে বলে বেড়াইনি, দেখো নিরহংকারী কাকে বলে দেখো আমাকে দেখো আমাকে দেখে শেখো, আসছে নিজেকে ব্লগার বলতে,
ইয়ে কবিতায় আসি
‘হঠাৎ
চপেটাঘাত
আক্কেলগুড়ুম হল
বনে বনে ঘোরা হল
তুমি অকবিতা লেখ
আর আমি দিন ভর কবিতাই লিখি।‘’
লাস্ট আরেকটা। কবিতার নাম-
‘’ধরি মাছ’’
‘’ধরি মাছ ধরি মাছ
বেলা যায় বেলা যায় হয়ে এলো সাঁঝ।
বিপদে পড়েছি কাঁচা
এবার আমায় বাঁচা
আমি মন ভুলা
খেত থেকে তুলে আন মুলা
খাইনা আমি পটল খাইনা আমি বেগুন
সারাদিনে বুকে আমার জ্বলে নানান আগুন।
বুঝতে পারিনা মনেপড়ে কারে
হায়রে কপাল আমার আহারে আহারে।‘’
কবিতার কথা অনেক হল আমি ভদ্র মানুষ তাই ভদ্র ভাবে বুঝেয়েছি নতুবা ব্যান করে দিতুম। দিলাম না কারন সেই ক্ষমতা আপাতত আমার নেই।
বিশ্বাস কর তোমরা এই নতুন ব্লগাররা আমার দিল টা কুরে কুরে খাচ্ছো! কি আজে বাজে লিখে কবিতার বই গল্পের বই বের করে ফেলেছ তোমাদের লজ্জা হওয়া উচিৎ তোমাদের লজ্জা হওয়া উচিৎ! তোমাদের লজ্জা হয় না কেন কেন!
নিজের টাকা দিয়ে বই বের করে ভাব নাও! শোন ওসব অখাদ্য লিখে বই বের করলে কেন! হাত দাও দুই ঘা বসিয়ে না দিয়ে আমি শান্তি পাচ্ছিনা।
ওসব আসলে কিছু হয়না, গল্প লেখা আমাদের অমুকের কাছ থেকে শেখো সে ও আমার মতন আটশত আশি বছর ধরে ব্লগে আছে, তুমি তার লেখা কখনো পড়েছ? মারগারেট এর লেখা পড়েছ? হেমিঙয়ের লেখা পড়েছ? লিও টলস্টইয় পড়নিতো? তোমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলে দিতে পারি তুমি আসলে একটা অযোগ্য অপ্রয়োজনীয় অথর্ব কুলাঙ্গার।
তুমি সেদিন আমাদের অমুকের গল্প পড়েছ!?
সেখানে সে লিখেছে এক পাগল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তার হাতের একটি ৫ টাকার কয়েন ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে ফেলে দিয়ে নিজেই কয়েন তুলতে নেমে
এবং
কয়েন তুলতে তুলতে সে আবিষ্কার করলো সে ময়লার দুর্গন্ধ যুক্ত পানিতে দাঁড়িয়ে।
শুরু হল সেখান থেকে বেঁচে ফেরার টুইস্ট !! শেখো এই ভাবে লেখো।
তবেই গল্প হবে তার আগে তুমি একটা পোস্ট ও করোনা, করলে আঙ্গুল কেটে দেবো।
কমেন্ট ও করোনা, ওসব তোমার একদম হয়না বাছা! তুমি কমেন্ট করতে গিয়ে লেখ অসাধারণ! ওটা কোন সৃজনশীল কমেন্ট না, ধর তুমি একটি গাছের ছবিতে কমেন্ট করেছ সেখানে তুমি অবশ্যই লিখবে কত সালে এই গাছের প্রজাতি পৃথিবীতে এসেছে, এর ফলের নাম কি মানুষের কি কাজে লাগে , কাজে না লাগলে কেন এই গাছের ছবি তোলা হল! অকারনে কেন এই ছবি পোস্ট দিলো! এ ভারী অন্যায় , মোট কথা তুমি পোষ্টের ভুল ত্রুটি সর্বজনীন ভাবে বিশ্লেষণ করবে।
তবে,
আমার পোষ্টে তোমাকে অসাধারণ লিখতেই হবে তা না হলে চাচা খালা চুলকানি সহ নানান সব গালি দিয়া তোমার মান ইজ্জত মাটিতে মিশাইয়া দিয়া ক্ষান্ত হব বুঝলে।
যাকগে অনেক কথা হল আমার কথা শোন ব্লগে নতুন এসেছ পোস্ট করার দরকার নেই, শুধু আমাকে দেখো? এতেই তোমার লাখ লাখ পুণ্য হবে, কাছে আসো দূরে দাঁড়িয়ে কি কর?
একটু পা টা টিপে দাও।
আহা ওভাবে না
কোকোনাট ওয়েলটা হাতে নাও, একটু হাল্কা গরম করে আমায় পায়ের তলাটা মালিশ করে দাও
এইতো হচ্ছে,
হ্যাঁ ঠিক এইভাবে।
আহা কি আরাম কি আরাম
গাছে গাছে কাঁচা পাকা আম।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
সামিয়া বলেছেন: লেখার থেকে স্যাটায়ার আমি মুখে ভালো করতে পারি যাকে পঁচাই হুবুহু তার উচ্চারনে তার ঢঙ্গে তার আওয়াজে পঁচাই ।
হুম কি কি তবে রয়েছে বিলিয়ার ভাই??
২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২
তৌকির রাজ বলেছেন: আহা কি আরাম .। গাছে পাকা আম....। আজিব
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
সামিয়া বলেছেন: আজিব নাতো, ওটা ছন্দময় কবিতা ভাই
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭
অগ্নি সারথি বলেছেন: পজিটিভলি নেন আপা নাইলে ইগনোর করেন এই সব আবালেরে! দুদিন আগে এক মাহান আমার পোস্টে গিয়ে বলে এসেছেন আমার মাথায় কিছু নেই। গায়ে মাখি নাই। মেনে নিয়েছি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
সামিয়া বলেছেন: আর পজিটিভলি নেয়া! আমরা মানুষ তো, ব্যাথা পেলে উফ শব্দ তো অজান্তেই বেরোবে ভাইয়া।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগ নাকি স্বাধীন মত প্রকাশের জায়গা। যে যার মত করে তার মত প্রকাশ করবে এতে কার কি যায় আসে। লেখা ভাল লাগলে পড়ুন না লাগলে দূরে থাকুন।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭
সামিয়া বলেছেন: সেটাই কথা।
৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০০
নতুন নকিব বলেছেন:
''এই যে আমাকে দেখো আমি কত জ্ঞানী! কত শিক্ষিত! শিক্ষা শুধু লেখাপড়া করলে বড় বড় ডিগ্রী থাকলেই হয়? আমাকে দেখো আমি হচ্ছি প্রকৃত শিক্ষিত! সামুর সব থেকে পুরান ব্লগার। আটশত আশি বছর ধরে আমি ব্লগে পড়ে আছি কিন্তু কাউকে কিচ্ছুটি বুঝতে দেইনি।
বুঝতে দেইনি আমি! আমি কতটা মহান। আর তুমি!!''
-অনবদ্য ডায়ালগ!!!
দম্ভ অহংকার প্রকাশের প্রতিযোগিতা হলে নিশ্চিত আপনি পুরস্কার পেতেন!
আসলে আপনি অনেক জরুরী বিষয়ে লিখেছেন। এগুলো অহরহ চোখে পড়ছে। কিছু বদ স্বভাব হয়তো আমার ভেতরেও থেকে থাকবে। কথা বলতে বলতে মাঝে মাঝে মেজাজ তিরিক্ষি হয়ে ওঠে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। বিপরীত মতকে যেমন শ্রদ্ধার চোখে দেখা উচিৎ, তেমনি দুর্বলদের, নতুনদের, শিক্ষানবিশদের অধিনস্ত অচ্ছূত প্রজা টাইপের কিছু মনে না করে সহযোগী সহমর্মী ভাবার প্রেরনা অন্তরে লালন করা প্রয়োজন। সকলের উন্নয়নকামিতার ভেতরেই জাতীয় মঙ্গল নিহিত।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
সামিয়া বলেছেন: দম্ভ অহংকার প্রকাশের প্রতিযোগিতা হলে নিশ্চিত আপনি পুরস্কার পেতেন! ভাই কি এই কথা টা আমাকে বললেন??
আমি তো কেবল স্যাটায়ার করেছি
৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৫
ইউনিয়ন বলেছেন: হ. কি আপা, যাগা মত হাঁত দিছেন!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭
সামিয়া বলেছেন:
৭| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ঐ যে কথায় আছে না চোরকে শিক্ষা দিতে গিয়ে চুরি করে ফেলা!! এটাই তবে!!
অবশ্য আমিও এই একই পাপ দুইদিন আগে করেছি!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
সামিয়া বলেছেন: বুঝলাম না , কাকে কি চুরি করে ফেলা বলছেন
৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: আমি আসলে বলতে চেয়েছি সমালোচকের জবাব দিতে গিয়ে আর একটা প্রছন্ন সমালোচনা হয়ে গেছে । দুদিন আগে আমিও এমন একটা প্রছন্ন সমালোচনা করে ফেলেছিলাম।
আর আমি কিন্তু পোস্টে প্লাস দিয়ে দিয়েছি! এর জন্য কোন ধন্যবাদ বা অন্যবাদ কিছুইতো দিলেন না!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
সামিয়া বলেছেন: ওহ এই কথা!!
হুম সমালোচনা হয়ে গেলো!!
কি করবো এত এত সমালোচনা দেখলাম বিশেষ করে কবিতা নিয়ে!!!!
সমালোচনা দেখে আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি আর কবিতা লিখবই না, লিখলেও এইখানে পোস্ট দেবনা।
পোষ্টে প্লাস দেয়ার জন্য এবং কমেন্ট দেয়ার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুস্থ থাকুন ভালো থাকুন।
৯| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০২
মানবী বলেছেন: গত প্রায় দশ বছর না হলেও প্রায় নয় বছর ধরে এই এক কথা শুনে আসছি, "আগের ব্লগাররা কতো ভালো ছিলো। এখনকার ব্লগারদের লেখা সব নিম্নমানের"!
মজার ব্যাপার হলো, এমন যারা বলছেন তাঁদের অধিকাংশকেই একসময় নিম্নমানের লেখক বা নতুন ব্লগার হিসেবে বিবেচিত করা হয়েছিলন তাঁদের মতোই আর কারি কাছে। লেখালেখির মানের সাথে নতুন পুরনোর কোন সম্পর্ক নেই। পুরনো অনেক ব্লগার এখনও আছে যারা শুধু সোসালাইজেশনের কারনে অনেক নিম্নমানের লেখায় ব্লগে মন্তব্য বেশি পেয়ে থাকে অথচ তাদের চেয়ে হাজারগুনে ভালো লিখেন এমন নতুন ব্লগারের পোস্ট মন্তব্যশূণ্য থেকে যায়।
আর কবি বা কবিতা নিয়ে প্রায়ই এমন সমালোচনা হয়। প্রায় নিয়ম করেই হয় বলে মনে হচ্ছে। কবিরা তাঁদের নিজের মনের মতো করে লিখে যাণ, তাঁরা কাউকে টুঁটি চেপে ধরে কবিতা পড়তে বলছেননা, তাহলে তাঁদের নিয়ে এতোটা বিরক্ত বা বিচলিত হবার কারন বোধগম্য নয়। আর ভালোলাগা না লাগা সম্পূর্ণ আপেক্ষিক! কারো লেখা বা কবিতা আমাকে মুগ্ধ করতে পারে যা আরেকজনের কাছে রীতিমতো আবর্জনা! সুতরাং নিজের ভালোলাগাটাই শ্রেষ্ঠতম আর সকলের জন্য মানদন্ড হিসেবে বিবেচিত হবে এমন ভাবনা নিতান্তই নির্বুদ্ধিতা!
পোস্টের ক্ষোভ সুস্পষ্ট এবং অবশ্যই যুক্তি সঙ্গত! ধন্যবাদ ইতি সামিয়া।
মন্তব্য পোস্ট করতেও এখন ভয় পাচ্ছি, ইতি সামিয়া হয়তো মনে মনে ভাবছে এই যে আরেকজন "সামুর সব থেকে পুরান ব্লগার। আটশত আশি বছর ধরে আমি ব্লগে পড়ে আছি কিন্তু কাউকে কিচ্ছুটি বুঝতে দেইনি।
বুঝতে দেইনি আমি! আমি কতটা মহান। আর তুমি!!" - টাইপ :-)
আমি কিন্তু মোটেও এমন কিছু মনে করিনা। আর এতি দিন পর পর ব্লগে আসি যে প্রতিবারই নিজেকে নতুন মনে হয় !!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১
সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহা
মন্তব্য পোস্ট করতেও এখন ভয় পাচ্ছি, ইতি সামিয়া হয়তো মনে মনে ভাবছে এই যে আরেকজন "সামুর সব থেকে পুরান ব্লগার। আটশত আশি বছর ধরে আমি ব্লগে পড়ে আছি কিন্তু কাউকে কিচ্ছুটি বুঝতে দেইনি।
বুঝতে দেইনি আমি! আমি কতটা মহান। আর তুমি!!" - টাইপ :-)
মন্তব্যের এইখানটায় এসে শব্দ করে হেসে দিলাম। এত মজা করে আপনিই প্রথম বললেন।
লেখালেখির মানের সাথে নতুন পুরনোর কোন সম্পর্ক নেই। পুরনো অনেক ব্লগার এখনও আছে যারা শুধু সোসালাইজেশনের কারনে অনেক নিম্নমানের লেখায় ব্লগে মন্তব্য বেশি পেয়ে থাকে অথচ তাদের চেয়ে হাজারগুনে ভালো লিখেন এমন নতুন ব্লগারের পোস্ট মন্তব্যশূণ্য থেকে যায়।
এই কথা গুলো সত্য সত্য তিন সত্য চিরন্তন সত্য!!!
অনেক অনেক অনেক থ্যাংকস আপনি পুরাতন ব্লগার হয়েও আমাদের সমস্যা বুঝেছেন । কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকবেন। লাভ ইউ আপি ।।
১০| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
যারা কারো ভালো ভাবতে পারেনা তারা কখনো আপন হতে পারে না, খামাখা সমালোচকের সমালোচনা করে নিজের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া কিছুই না । যদিও সমালোচকের কাছেও কিছু শেখার আছে কিন্তু এদের উদ্দেশ্য শুধুমাত্র ব্লগে ক্যচাল বাধানো, শেখার তেমন কিছু দেখিনা ....
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
সামিয়া বলেছেন: হুম ঠিক ! আসলেও এদের উদ্দেশ্য শুধুমাত্র ব্লগে ক্যচাল বাধানো, শেখার তেমন কিছু দেখিনা। একদম সত্যি কথা শাহরিয়ার কবীর
১১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
যে ইমেইল ঠিকানা দিয়ে আপনি সামহোয়্যারইন ব্লগে নিবন্ধন সম্পন্ন করেছেন, অনুগ্রহ করে তার ইনবক্স একটু লক্ষ্য করুন। আপনাকে একটি মেইল পাঠানো হয়েছে।
যেহেতু এই পোস্টের সাথে মন্তব্যটি কিছুটা অপ্রাসঙ্গিক, তাই আপনি চাইলে এই মন্তব্যটি মুছে ফেলতে পারেন।
ধন্যবাদ। শুভ ব্লগিং।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
সামিয়া বলেছেন: যে ইমেইল ঠিকানা দিয়ে সামহোয়্যারইন ব্লগে নিবন্ধন সম্পন্ন করেছিলাম তার ইনবক্স লক্ষ্য করেছি কোন মেইল আসেনি তো !!
১২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
মুরব্বীদের কাছ থেকে নতুনরা অনেক ভালোকিছু প্রত্যাশা করে।
অার কিছু বলার নাই...
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
সামিয়া বলেছেন: মুরব্বীদের কাছ থেকে নতুনরা অনেক ভালোকিছু প্রত্যাশা করে সেটাই সামিউল ইসলাম বাবু
১৩| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
আরণ্যক রাখাল বলেছেন: এমনটা কেউ করে বলে মনে হয় না।
ভাল লিখলে প্রশংসাই করে। এটাই স্বাভাবিক। খারাপ লিখলে নিন্দাও করতে পারে, খুব কটু নিন্দা সহ্য করার মানসিকতাও থাকা উচিৎ। সৈয়দ শামসুল হকের প্রথম দিককার একটা গল্প পড়ে, আনিসুজ্জামানসহ অনেকেই সরাসরি এতোটা আঘাত করেছিলেন যে তিনি হয়তো লেখাই ছেড়ে দিতেন। দেননি তার মধ্যে লেখক স্বত্তাটা ছিল বলে।
প্রচুর নিন্দা করার লোকের যেমন অভাব নেই, প্রশংসা করার লোকও তো আছে। তবে লেখালেখি চুকে যাবে কেন?
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
সামিয়া বলেছেন: হুম
১৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯
মানবী বলেছেন: আমার মন্তব্য পড়ে যে রেগে যান নাই দেখে স্বস্তিবোধ করছি
লাভ ইউ টু ইতি সামিয়া।
আরণ্যক রাখাল, লেখর সমালোচনা করা আর নতুন সবাই বা সব কবির কবিতা আবর্জনা এমন বলাটা নিঃসন্দেহে ভিন্ন। শুধু তাই কেনো, কোন নির্দিষ্ট লেখার বা লেখকের সমালোচনা হবে সরাসরি সেখানে শুধু তাঁর লেখার সমালোচনাটাই কাম্য- রাম, শাম, যদু, মধু তার চেয়ে ভালো লিখে এমন বললে তা আক্রমণ হয়ে যায়, সমালোচনা নয় মনে হয়।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৯
সামিয়া বলেছেন:
১৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় !!! এত বড় কবিরে আপনি পচাইলেন !!!
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১০
সামিয়া বলেছেন:
১৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বটে!! আপনি অনুগ্রহ করে স্প্যাম অংশটিও আবার দেখুন। যদিও আমাদের মেইল সাধারনত স্প্যামে কখনই যায় না।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১১
সামিয়া বলেছেন: পেয়েছি পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ
১৭| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩
কানিজ রিনা বলেছেন: ফলবান বৃক্ষ না হোক বটগাছ তবুও তার
সবুজ ছায়ায় মানুষ দাঁড়ায়। লেখক কাব্যিক
সাহিত্যিক সবই নক্ষত্র আকাশ আলো করে
রয় নক্ষত্রর পাশা পাশি কেউ কেউ গ্রহ
তবুও আকাশের সৌন্দর্য। সেই কামনায় ব্লগে
আছি। শুভ কামনায় অভিনন্দন।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
সামিয়া বলেছেন: থ্যাংকস আপু সুন্দর কথামালা
১৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬
নতুন নকিব বলেছেন:
''লেখক বলেছেন: দম্ভ অহংকার প্রকাশের প্রতিযোগিতা হলে নিশ্চিত আপনি পুরস্কার পেতেন! ভাই কি এই কথা টা আমাকে বললেন??
আমি তো কেবল স্যাটায়ার করেছি B:-)''
-আপনাকে বলি নি। আবার আপনাকেই। মানে, স্যাটায়ারটাকে যেভাবে প্রানবন্ত করে তুলেছেন, তাতেই তো মুগ্ধতা ঝড়ে পড়ছে। আপনার লেখার হাত যে চমক ধরিয়ে দেয় সে কথাটাই তো বুঝাতে চেয়েছিলাম। সত্যি আকর্ষন করার ক্ষমতা রয়েছে আপনার লেখার ভেতরে।
তারপরেও আপনি কষ্ট পেয়ে থাকলে দু:খ প্রকাশ করছি।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪
সামিয়া বলেছেন:
বুঝেছি বুঝেছি নাউ ওকে।। অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
১৯| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
সুমন কর বলেছেন: চমৎকার স্যাটায়ার। +।
পড়লাম আর হাসলাম।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
সামিয়া বলেছেন: হাহাহা থ্যাংকস
২০| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যুগ যুগ ধরেই এই রকম লোকগুলো আছেন। সেই জন্য পিছু লোকে কিছু বলে তাতে দাঁড়িয়ে যাবে নিরন্তন চলা! চলুন আপনার সক্ষমতা দিয়ে তবেই ধমিয়ে যাবে যত সব অন্ধকার।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
সামিয়া বলেছেন: ভালো লাগলো কথা গুলো থ্যাংকস
২১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭
জেন রসি বলেছেন: সমালোচনা হবেই। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে বা যার কাজকে সবাই পছন্দ করে। তাই সমালোচনার জন্য কেউ যদি লেখালেখি বন্ধ করে ফেলে তবে সেটা তার পরাজয়। আমি নিজের ব্যাপারে বলতে পারি যে গঠনমূলক সমালোচনা হলে আমি ভেবে দেখি। আর তা না হলে সেটা নিয়ে ভাবি না। তবে এ ব্লগে এমন কিছু সিনিয়র ব্লগার আছেন যাদের সমালোচনা বা পরামর্শ আমার জন্য অত্যন্ত উপকারী মনে করি।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭
সামিয়া বলেছেন: হুম , সব মানুষ সমান তো নয়, একি রকম চিন্তা ধারা একি রকম বৈশিষ্ট্য কথা বার্তা চাল চলন চেহারা একরকম তো হয় না!!
২২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩
জুন বলেছেন: আমি যখন কাম্পুচিয়া ভ্রমন নিয়ে আমার পোষ্টগুলো দিচ্ছিলাম । বলেছিলাম এটাই শেষ পোষ্ট । তখন কে যেন নাম মনে নেই লিখেছিল, "যাক আপনার ঘ্যাঙ্ঘ্যানানি বন্ধ হইছে তাইলে" ।
i was so shocked Samia that i can not express my feelings .
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৫
সামিয়া বলেছেন: এরকম আমার বেলায় ও হয়েছে আপু, আমি একটা পোস্ট লিখি পথেঘাটে ওটার একটা পর্বে আমি লিখেছলাম ভুলে এক ফরেইনকে আমার নাম্বার দিয়ে দিয়েছি, কিন্তু কর্পোরেট নাম্বার তাই বন্ধ ও করতে পারছিলাম না, ওটার ভাইবারে ফরেইনার ছেলেটি কল মেসেজ দিয়ে বিরক্ত করেছে, তখন এক লোক যেয়ে ওটায় কমেন্ট করে আপনি একটা খারাপ মেয়ে তাই আপনি তাকে নাম্বার দিয়েছেন, আর অফিসের নাম্বারে কেউ ভাইবার চালায়!!
ওই বোকা জানেই না, যে এখন ভাইবার ইমোতে ও প্রতিদিন আর্জেন্ট ডেটা তথ্য আদান প্রদান হয়।
এদের সাথে ক্যামনে কি বল!! ওরা অনেকে না জেনে না বুঝে কমেন্ট করে, আমার তো তারপর থেকে অনেকদিন পোষ্টে কমেন্ট দেখলে ভয় লাগতো। কি জানি কি লিখেছে !!
যাই হোক মন খারাপ করবেননা আপু আমাদের সবারই কম বেশি এই অভিজ্ঞতা আছে।
২৩| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: মানবী, যারা ব্লগে নিয়মিত না, তারাই এমন বলছে। এটা তো সমালোচনা হলো না, হলো বিদ্বেষ। বিদ্বেষ আর সমালোচনার পার্থক্যটা ধরতে হবে। তবে যারা বলেন, তারা কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলে না। বলে না, মানবী, আরণ্যক রাখাল বা সামিয়ার চাইতে আগের লেখকেরা ভাল লিখতো। সার্বিক দিকটা বলে। যদিও এটা ভুল। হীনমন্যতা থেকেই এটা বলা। কিংবা তাদের পছন্দের লেখকদের লেখা পাচ্ছেন না বলে বলা। এসবে গুরুত্ব দিতে নেই। এসব বলার ভাল দিকও তো আছে। নতুন ব্লগারেরা তাদের চাইতে ভাল লেখার চেষ্টা করবেন তখন।
এটাই। এজন্য লেখা বন্ধ হবে কেন? এটা তো ওপেন প্লাটফর্ম, সবাই নিজ নিজ মনোভাব ব্যক্ত করতেই পারে।
২৪| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪
অপ্সরা বলেছেন: হা হা হা ইতি সামিয়ামনি!!!!!!!!!
পোস্ট পড়ে হাসতে হাসতে মরলাম।
আমার ভাষ্য--- যা কালকেও দিয়েছিলাম.......
১। এইখানে যে যা পারবে লিখবে। এটা যদি এত বাধা বন্ধক প্লাটফর্ম হত তো মুক্তচিন্তার প্লাটফর্ম বলে দাবী করা যেত না।
২। কেউ ভালো লিখবে কেউ খারাপ। এটা চিরায়ত সত্য কথা তবে এই খারাপ এবং ভালোর মানদন্ডের বিচারকদের বিচারের সাহসের বলিহারী যাই। নিজেদের দিকে না তাকিয়েই গড্ডালিকা প্রবাহে গা ভাসানো স্বভাবের কিছু অপগন্ডের কাজ কারবার দেখেও হাসি পায় যখন দেখি সুযোগ পেয়েই তারা নিজেরাই লবডঙ্কা হওয়া সত্বেও লম্ফঝম্প করছেন।
৩। সবচেয়ে বড় কথা যেটা বিলিয়ার ভাইয়া তার পোস্টে বলেছে কবিতা অকবিতা ভালো কবিতা বা খারাপ কবিতা, ভালো লেখা, খহারাপ লেখা এসবের সংজ্ঞা কি এবং বিচার করবার ক্রাইটেরিয়াগুলো কি কি না জেনে এসে যারা কাকের সাথে কবির তুলনা করে বা আগের লেখকরা ভালো ছিলো এখনকারগুলো যা তা বলে তাদেরকে তো আমার মনে হয় ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়া উচিৎ! ভাইয়ার পোস্টে একজনকেও দেখলাম না তার চাওয়া প্রশ্নগুলোর উত্তর কাউকে দিতে। অথচ এরাই অন্যের পিছে সুযোগ পেলে নিজেরাই কা কা করতে ছুটে আসে!
৪। এইখানে কারো যদি কারোর লেখা ভালো না লাগে পড়বেনা। কেউ যদি অন্যের ক্ষতি না করে কাব্য চর্চার নামে কা কা চর্চাও করে তবুও কারো অধিকার নেই সেটা নিয়ে পেন পেন করার বরং সেটাই হাস্যকর যদি তারা নিজেদের দিকে তাকিয়ে দেখে।
৫। মায়ের পেট থেকে পড়েই যেমন কেউ কথা শিখে না চর্চা ছাড়াও কেউ কখনও বড় কবি বা শিল্পী হতে পারেনি। কাজেই যদি ২০০ জনের মাঝে ১৯৮ জনের কবিতাই কা কা মনে হয় তবুও উৎসাহ না দিয়ে তাদেরকে নিয়ে ব্যাঙ্গ করাকে আমি হীনমন্যতাই মনে করি।
৬। একটা সময় ব্লগে সংকলন মহামারী লেগেছিলো। সংকলনের পর সংকলন আবার সংকলনের সংকলন। সেসব ফানি রাইটিং এর চাইতে বরং সৃজনশীল কা কা কাব্যও অনেক ভালো। যদিও কারো সংকলন এর পর সংকলন আবার সংকলনের সংকলন লেখার ইচ্ছা থাকলে সময় থাকলে বা ভালোবাসলে সে সেটাই করবে আমার তাতে নাক গলাবার কিছু নেই।
৭। যশ্বীন দেশে যদাচারের মত যেখানে যা করার তা করার ক্ষমতা না থাকলে কেচালবাজী, গালিবাজী, একের লেজ ধরে অন্যের টানাটানি কোনোকিছুতেই কোনো কাজই আসলে হয় না । শেষ পর্যন্ত টিকে থাকে তারাই যাদের যোগ্য ক্ষমতাটাই রয়েছে।
এখন এসব বলায় কেউ যদি রাগ করে থাকে তো বলতে হবে রাগের কারণ করার থেকে-
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যেটা সামলাতে পারবেনা তা না করাই ভালো আর যদি সামাল দেবার ক্ষমতা থাকে তো স্বাগতম!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯
সামিয়া বলেছেন: আপু তুমি সায়মা আপু?? গতকাল কি হয়েছিলো আমি জানিনা। আমি বেশ অনেকদিন ধরেই এসব দেখছি, সেই ফেব্রুয়ারীর মেলা শুরু হল তখন থেকে। অনেক পয়েন্ট দিয়েছ সেসব সব আমার পোষ্টের সাথে মিল নেই যদিও, আর দীর্ঘদিন চর্চা করলেই যে ভালো লেখক হয়ে যায় সবাই তা কিন্তু নয়, অনেক পুরাতন ব্লগার আছেন ভালো লেখে, আবার অনেক পুরাতন ব্লগার আছে যাদের লেখা এত দীর্ঘদিন চর্চা করেও ভালো হয়নি!
যাই হোক এবার ইন্ডিয়ান আইডলে দেখলাম দুই একজন বাদে প্রত্যেকে প্রাতিষ্ঠানিক ভাবে কেউ গানই শেখেনি চর্চা করেনি, অথচ শেষ পর্যন্ত ওরাই টিকে আছে এবং বেশ ভালো করছে।
২৫| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসল কথাগুলোই বলেছেন আপু। কবিদের ভিড়ে আর থাকা জাইবো না!!!
আপনার এই পোষ্টের কবিতাগুলোই আসল কবিদের মতো হয়েছে। ছন্দময়!!!
আপনার পোষ্টে লাইক দিয়ে গেলাম।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
২৬| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
অপ্সরা বলেছেন: যাকগে অনেক কথা হল আমার কথা শোন ব্লগে নতুন এসেছ পোস্ট করার দরকার নেই, শুধু আমাকে দেখো? এতেই তোমার লাখ লাখ পুণ্য হবে, কাছে আসো দূরে দাঁড়িয়ে কি কর?
একটু পা টা টিপে দাও।
আহা ওভাবে না
কোকোনাট ওয়েলটা হাতে নাও, একটু হাল্কা গরম করে আমায় পায়ের তলাটা মালিশ করে দাও
এইতো হচ্ছে,
হ্যাঁ ঠিক এইভাবে।
আহা কি আরাম কি আরাম
গাছে গাছে কাঁচা পাকা আম।
++++++++
কোকোনাট ওয়েলে বিছুটি পাতা বাটা এবং মেশানোর কাজটা আমার ওকে!!!!!!!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১
সামিয়া বলেছেন: হাহাহাহা আপু আমি অনেক হাসাতে পারি জানো আমার আশেপাশের মানুষ মন খারাপ করে থাকতেই পারেনা
২৭| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯
গেম চেঞ্জার বলেছেন: ব্লগার আরইউ এর বিরুদ্ধে যদি এটা হয়ে থাকে তাহলে মোটেও সুবিচার করা হচ্ছে না। সত্যি কথা বলতে কি, কবিতার ওপর আমি এমন কোন আঘাত/আক্রমণাত্মক কিছু দেখিনি যে এভাবে মশা মারতে কামান দাগানোর মত কাজ করতে হবে। কিংবা নতুন ব্লগারদের নিরুৎসাহিত করার মতো তেমন কিছুই আমি পাইনি।
তাই এই পোস্টের যৌক্তিকতা পাচ্ছি না।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫
সামিয়া বলেছেন: আমি ব্লগার আরইউ কে চিনিনা তার পোস্ট ও আমার চোখে পড়েনি। আপনি আমার পোষ্টের যৌক্তিকতা না পেয়েও কমেন্ট করেছেন অতএব যৌক্তিকতা না পেলেও গুরুত্ব তো দিয়েছেন।
আমি কিন্তু বলিনি আপনি আমার পোষ্টে গুরুত্ব দিন।
ভালো থাকবেন ভাইয়া।
২৮| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬
নতুন নকিব বলেছেন:
বিশাল হাসির ইমো পেয়ে আমি নিজেকে অধন্য মনে করছি!!!
ভাল থাকবেন।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
সামিয়া বলেছেন:
২৯| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬
শূন্যনীড় বলেছেন: আসল কথা গুলো শুনে না জানি কত জনের জ্বলে!!!!
আমি আপনাকে লাইক ও +++++ দিয়ে গেলাম আপু
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮
সামিয়া বলেছেন: হাহাহাহা থ্যাংকস শূন্যনীড় সাথে থাকার জন্য আর প্লাসের জন্য
৩০| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
নাগরিক কবি বলেছেন: দৈব-দৈত্য-নর-রণে, স্বচক্ষে দেখেছে,
রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের! কী
দেখি
ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?
নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে
পশিল
দম্ভী; আজ্ঞা কর দাসে, শাস্তি
নরাধমে।
তব জন্মপুরে, তাত, পদার্পণ করে
বনবাসী! হে বিধাতঃ নন্দন-কাননে
ভ্রমে দুরাচার দৈত্য? প্রফুল্ল কমলে
কীটবাস? কহ তাত, সহিব কেমনে?
- মানি কী
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
সামিয়া বলেছেন: মানি মানে কি??
৩১| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
হাসান রাজু বলেছেন: উড়াধুরা ঝারছেন ।
আমি মাঝে মাঝে কিছু কবিতা পাই । অনেকটা আপনার বলা , ছন্দের মিল নেই লতা নেই গুল্ম নেই লেজ নেই এসেছে কবিতা লিখতে। টাইপের মনে হয় ।
আমি যা করি তা হল এর একটা স্ক্রিন শর্ট নিই । তারপর আমার কয়টা বন্ধুকে শেয়ার করি । মজা পাই, মজা নেই । কিন্তু কোথাও সেটা পাবলিকলি প্রচার করি না ।
আমাকে কিছু বলুন ।
সুন্দর পোস্টের জন্য সাধুবাদ ।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০
সামিয়া বলেছেন: আমি কিন্তু সমস্ত মৌলিক লেখার স্বপক্ষে রাজু
৩২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লিখেছেন সামিয়া আপু। পড়ে খুব মজা পেলাম।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০
সামিয়া বলেছেন: আহাহাহা থ্যাংকস ডিয়ার বি হ্যাপি
৩৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
স্যাম উইনচেষ্টার বলেছেন: আপনি কি পুরান ব্লগারদের অপছন্দ করেন? মানবীকে প্রতিউত্তর দিয়েছেন সেধরণেরই। গেমু যেটা বলল বা গেমুকে উত্তর যেটা দিলেন, তাহলে কার বিরুদ্ধে আপনার এই লেখাটা? এটা আসলেই মশা মারতে কামান দাগা।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৪
সামিয়া বলেছেন: আপনার উত্তর আমার লেখার শিরোনাম । আর মানবী আপিকে আমি কিছু বলিই নি তার মন্তব্য কপি পেস্ট করেছি। আমি কাউকে অপছন্দ করিনা । থ্যাংকস বি হ্যাপি
৩৪| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
স্যাম উইনচেষ্টার বলেছেন: ব্লগার জুনের লেখায় ঐ আপত্তিকর মন্তব্যটা যে নিকটা করেছিল (শরণার্থী), তার আসল মালিক এই পোস্টের উপর দিকে মন্তব্য করে গেছে আপনার সাথে সহমত পোষণ করে।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫
সামিয়া বলেছেন: তাই!!
৩৫| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
ধ্রুবক আলো বলেছেন: আপনি এতো রেগে আছেন কেন আপু!? আর কার উপর রত রাগ যদি জানতে পারতাম।
আসলে ব্লগ তো মুক্ত তাই যে কেউই লেখে। তাই যা মনে চায় তাইই লেখে, লিখতে দিন যতদিন পারে।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬
সামিয়া বলেছেন: ওহ ভাইয়া আমি তো রেগে নেই, একটু ফান করে সমালোচনা সম্পর্কে লিখেছি। নাথিং সিরিয়ারস। ভালো থাকবেন।
৩৬| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ডঃ এম এ আলী বলেছেন: সমালোচনা করায় আমাদের জুড়ি নাই , কিন্তু কৃতজ্ঞতা জানানোর সঠিক ভাষা আমারা করি কি ব্যবহার ?শুধু কি লিখে জানানো যায় সেই কৃতজ্ঞতার কথা , কেও আনন্দ উল্লাস করে জানায় সে ভাষা , কেও হেসে, কেও কেঁদে , কেও সরবে আর কেওবা নিরবে তা জানায় ।তাই কৃতজ্ঞতার ভাষা বুঝা বড় মুসকিল , তা বুঝে নিতে হয় আপনার করে ।
দির্ঘদিন বাংলায় অন লাইনে লেখালিখির জগত হতে দুরে থেকে এই ব্লগে এসে দেখা পেলাম নতুন -পুরাতন অনেকের যারা সত্যিকারেই ভাল লিখেন ।তাই এ ব্লগ জগতের বন্ধুদের কিভাবে কৃতজ্ঞতা বা সমালোচনা করি বুঝতে পারিনা, আসলে সে সাধ্য বা সমার্থ আমার নাই , তবে একটি লিখা পাঠে যে ভাবনা বা অনুভুতি আসে তা মন্তব্যের ঘরে লিখে যাই , কোন কোন মন্তব্য মুল পোষ্টের লিখা হতেও বড় হয়ে যায়, কি লিখতে গিয়ে কি লিখে রেখে এসেছি তার কিছুটা মাঝে মাঝে ফিডব্যকে পাই । এর ফলে অনেক সময় নীজকেই পাল্টাই, পরের বারে শুধু এক কথাতেই ভাললাগাটুকু জানই, দেখি ফলটা ভালই, বস্তা বস্তা লেখার থেকে শুধু ভাল লাগা ও সুন্দর হয়েছে কথা দুটু লিখা হলে ফিডব্যাক দেখে আনন্দে মন ভরে যায়, তখন নীজকে নীজে নিন্দায়, মনে মনে ভাবি আমার মত বোকা আর নাই , কষ্ট করে কেন কারো লিখায় এত কথা বলতে যাই ।
ধন্যবাদ , এই লিখাটির মাধ্যমে কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য ।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪২
সামিয়া বলেছেন: সামনা সামনি যদিও প্রসংশা করতে হয়না , তবু না বলে পারছি না, এইখানে আপনি আর একজন আছে আপ্নারা দুজন অনেক জিনিয়াস অনেক মেধাবী ব্লগার, এত এত তথ্যবহুল পোস্ট আপনাদের। আপনি এত ভালো ভালো আর্টিকেল লিখেছেন ওগুলো পড়ে কত কিছু যে জানতে পেরেছি।
আর আপনার মন্তব্য এলে জানেন না ভাইয়া কত নিরাপদ আর আগ্রহ ফিল করি, এত সুন্দর করে সব ব্যাপারে এত উদার মন্তব্য খুব কম মানুষই করতে পারে।
অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া , সুস্থ থাকুন ভালো থাকুন।
৩৭| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
তারেক ফাহিম বলেছেন: সাড়ে আটশত বছরের পুরোনো ব্লগার কী মন্তব্য করমু খুঁজেই পাচ্ছি না , তাছাড়া যেভাবে শ্বাসল!!!!!!!!!!!!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
সামিয়া বলেছেন: ওহ ভাই কাউকে শাসাইনি, আগে তো বুঝতে হবে কি লিখেছি তারপর কমেন্ট , তাই না!
৩৮| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৩
কালীদাস বলেছেন: পোস্ট পড়লাম, তারপর কমেন্টগুলো। আপনাকে বেশ ঠান্ডা মানুষ মনে হয়েছিল, অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ মনে হচ্ছে স্যাটায়ারটাকে এমনিতে স্যাটায়ার খারাপ হয়নি
আপনার স্যাটায়ারটার দুইটা জিনিষ ভাল লাগেনি আমার। গত কয়েকদিন ধরে যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে, ২৭ নাম্বার কমেন্টের রিপ্লাইতে বুঝলাম যে গোড়াটা আপনি দেখেননি। ঐ পোস্টটা কিন্তু যথেষ্ট সোবার ছিল আমরা আগে যা দেখেছি প্রতিবাদের নামে উশৃঙ্খল ভাষার চর্চাকরী কয়েকজনের মধ্যে। লক্ষ্য করে যাচ্ছি যে কবিদের রাগ এক্সপোনানশিয়ালি বেড়েই যাচ্ছে, একজনের কাছে শুনে আরেক কবিরও বাড়ছে এবং জিনিষটা মুটামুটি ২৭ নাম্বারে গেম চেন্জারের বলা কামান দাগার মতই লাগছে আমার কাছেও। সেকেন্ড যেটা আমার কাছে খানিকটা খারাপ লেগেছে সেটা হল আপনি পুরানোদের এত আলাদা চোখে দেখছেন কেন? মানবীর ৯ নাম্বার কমেন্টের রিপ্লাই থেকে বলছি। পুরানরা সমস্যা বোঝে না নতুনদের ব্যাপারটা সেরকম হয়ে গেল না? আমি এখনও এই ব্লগের হাসান মাহবুবকেই চিনি নতুনদের সবচেয়ে ভাল উৎসাহদাতা হিসাবে। তেলের কথা বললেন, কোন পুরান ব্লগার তেলের জন্য কাঙাল? পারসোনালি জিনিষটা আমার ভাল লাগেনি। কেউ চিরকাল থাকে না। প্রত্যেকটা কোহর্টের কোন না কোন ভূমিকা ছিল বলেই ব্লগটা প্রায় ১২ বছর ধরে টিকে আছে, সেটা তো অস্বীকার করা যায় না।
ঐ ভদ্রলোকের পোস্টে এবং আন্দোলনকারী আরও দুয়েকটা পোস্টে বলে এসেছি সেইম জিনিষ যেটা এখানে বলছি। এটা একটা কম্যুনিটি ব্লগ, এখানে অবশ্যই সবাই সবার নিজের মত লিখবে। সবার লেখা পারফেক্ট না, কাজেই গঠনমূলক সমালোচনার দ্বার খোলা রাখতে হবে। আমার নিজের কথাই বলতে পারি, আমি এই ব্লগে এসেছিলামই কমেন্ট করার জন্য এবং নিজের কখনও চেষ্টা না করা কিছু জিনিষের এক্সপেরিমেন্ট চালানোর জন্য; খুব ভাল করেই জানি এরকম কয়েকটা টপিকে ১০০ জন পড়তে ঢুকলেও অনেক বিশাল জিনিষ হবে সেটা। শায়মা আপা যেটা বললেন- একদম ঠিক, কেউ মায়ের পেট থেকে আইনস্টাইন, নজরুল বা জুলহাস হয়ে পড়ে না। হ্যাঁ, সমালোচনার নামে ব্যক্তি আক্রমণ কোনভাবেই গ্রহণযোগ্য না, যেটা আমি এই দফায় ব্লগে ফেরার পর ব্যাপক আকারে অন্তত ৩ জনকে মার্ক করেছি।
আপনার পটেনশিয়াল আছে, এটা যে কেউ স্বীকার করবে বলে আমি মনে করি (আমি অনেক আগেই দেখেছি সেটা)। কে কি বলল, কে কি মনে করল, এতজনকে খুশি করে স্বাধীন দেশে কম্যুনিটি ব্লগে চলতে হবে কেন? স্বঘোষিত মহাবিদ্যান (বাস্তবে মহাবেকুব) কাউকে ইরিটেটিং মনে হলে নিঃসংকোচে ব্লক করুন এবং এভয়েড করুন।
জানিনা আমার ব্লগে দীর্ঘদিন থাকার কারণে আপনার ফল্ট লিস্টে পড়ে গেছি কিনা বা পড়তে যাচ্ছি কিনা এই কমেন্টের কারণে। যেটাই হোক, আমার শুভকামনা থাকল আপনার জন্য। ওহ, আর অভিনন্দন জানানো হয়নি বইয়ের জন্য, অনেক অনেক শুভেচ্ছা ব্লগ আনন্দময় হয়ে উঠুক আপনার জন্য।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮
সামিয়া বলেছেন: ওহ ব্রো এত কিছু না ! এত কিছু ভাব্ববার নেই তো! আমি জাস্ট সমালোচনা কে কেন্দ্র করে লিখেছি, আর মানবী আপিকে আমি তেমন কিছুতো বলিনি তার মন্তব্য কপি পেস্ট করেছি।
থ্যাংকস , বি হ্যাপি।
৩৯| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
আহা রুবন বলেছেন: লেখার সমালোচনার জন্য যদি কেউ লেখালেখি ছেড়ে দেয়, বুঝতে হবে তার মাথায় লেখার মত উপাদান জড়ো হয়য়নি।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪
সামিয়া বলেছেন: সেটা ভিন্ন ব্যাপার , আর আমার টপিক ভিন্ন , বুঝতে হবে রুবন
৪০| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
মানবী বলেছেন: আরণ্যক রাখাল, আমি কিন্তু জেনারেলাইজেশনের কথা বলেছি। আমি আপনার পাঠক, আপনার কোন লেখা ভালো না লাগায় সমালোচনা করতে পারি, যা অ্হরহ আমাদের প্রায় সকলের লেখায়ই হয়ে থাকে। আমার আগের মন্তব্যটি নির্দিষ্ট কোন ব্লগার বা কোন পোস্ট নিয়ে বলা নয়। এই পোস্ট পড়ে নিশ্চিত হওয়া যায় কবিদের জেনারেলাইজ করে সমালোচনা হয়েছে, আর ব্লগের কবিকূলের প্রতি এমন আঘাত এই প্রথম নয় তা দীর্ঘদিন ধরে যাঁরা ব্লগিং করে আসছে তাঁদের জানা আছে।
সম্প্রতি কিছু লেখা/গল্প চোখে পড়েছে যা শালীনতার সকল সীমা পার করে যায়, মনে হয় ভয়ংকর কোন মনোবিকারগ্রস্থ কেউ অথবা তেমন কারো সংস্পর্শে থাকা কেউ লিখেছে।অশ্লীলতার বিরুদ্ধে জেনারেলাইজ করে প্রতিবাদ হতে পারে, নিরীহ কবিদের প্রতি কেনো? তাঁরা জোর করে কাউকে কবিতা পড়তে বাধ্য করছেনা। আমার কাছে কারো লেখা ভালো না লাগলে তার ব্লগ এভয়েড করাটাই যৌক্তিক মনে হয়, নিতান্ত কোন অনুচিৎ বা অন্যায় কিছু না লিখলে আনুৎসাহিত করা করার পক্ষে নই।
ব্লগে এমন পোস্ট আসে যা অনেকে পছন্দ করে, হয়তো শত শট মন্তব্য পেয়ে যায় আবার অনেকের কাছে তা নিতান্তই অ্রাংক্তেও আবর্জনা। মানুষের রুচী পছন্দ অপছন্দে ভিন্নতা থাকতেই পারে, আমার পছন্দ নয় বলে আমি তাঁদের আঘাত করবো এমনটা অন্যায়। পোস্ট ভালো মন্দ হবার বিষয়টি আপেক্ষিক, সকলের সব কিছু ভালো লাগবে এমন নয়! যাঁরা এটা মেনে নিতে পারছেননা, তাঁরা ইম্যাচ্যুর হতে পারেন তবে হীনমণ্যতোবোধে ভুগেন বা অনিয়মিত বলে মনে করিনা।
আরেকটি ব্যাপার অনেকে ভুল করছে, পুরনো ব্লগার হলেই সবাই ভালো লিখেন বা মন্তব্য পান এমন নয়ল অনেক পুরনো ব্লগার আছেন অসাধারন ভালো লিখেন তবে তেমন মন্তব্য পাননা, এবং তাঁদের মাঝে মন্তব্য পাবার কোন তৃষ্ণা আছে বলেও মনে হয়না।
আবার হামার মতো পুরনো ব্লগারও আছে যাদের লেখা প্রায় চোখ বন্ধ করেই নিম্নমানের বলা যায়। তাই নতুন পুরনো নিয়ে, মন্তব্য সংখ্যা বা পছন্দের সংখ্যা নিয়ে মানদন্ডের বিচারের আমি বিপক্ষে।
আরেকটি বিষয়ে কনফিউজড! পোস্টের কোথাও কি ব্লগিং বন্ধ করা বা লেখালেখি ছেড়ে দেবার কথা উল্লেখ আছে? আমি বেশ কয়েকবার পড়েও খুুঁজে পেলাম না!
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০
সামিয়া বলেছেন: Well said api ,you are such a boss ................
৪১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
ইখতামিন বলেছেন: পড়ে পরে মন্তব্য করবো
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০
সামিয়া বলেছেন:
৪২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০
হাতুড়ে লেখক বলেছেন: কোন পা টিপবো, ডান না বাম?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০১
সামিয়া বলেছেন: আমি কি জানি উনাদের জিজ্ঞেস করেন
৪৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছো আপি
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০
সামিয়া বলেছেন: থ্যাংকস আপি অনেক ভালো থেকো তুমিও
৪৪| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: জনপ্রিয়তা পাওনের সহজ ফন্দী। পুরানগরে তেল দাও নাইলে নাম উল্লেখ কৈরা বাঁশ দেও।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০
সামিয়া বলেছেন: আপনি তো অনেক বুদ্ধিমান লোক ও মাই গড আই এম কনভিন্স
৪৫| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মোস্তাফা ভাই আরেক জায়গায় দেখলাম ছড়ায় মন্তব্য করছেন ক্লাসের ফোরের বাচ্চারাও বুঝবো । তো আপনি পড়তে গেলেন ক্যান। আমার মনে হয় আপনি থ্রিতে পড়েন। যাই হোক এখানেও দেখি নেগেটিভ মন্তব্য ছাড়ছেন ব্যাপার কি? এমন করে মানুষের মনে নেগেটিভ মানুষ হিসেবে ঢুকে যাবেন।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২
সামিয়া বলেছেন: উনারা যা বোঝে তাই বলে , কেউ যখন বাজে মন্তব্য করবে তখন দেখতে হবে কোত্থেকে আসছে মন্তব্যটা ডাস্টবিন না পারফিউম! হুহাহাহাহ মন শান্তি।
৪৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬
নাগরিক কবি বলেছেন: টাইপো ছিল।
আপনাদের কাছে অনুরোধ এইবারের মত আপনারা সবাই সব ভুলে যান। আমি মনে হয় সামুতে আসছি শুক্র শুক্র আট দিন হয় নাই। প্রথমে খুব ভাল লাগছিল। সময় পেলেই ব্লগে আসতাম। সবার লেখা পড়ার চেষ্টা করতাম ভাল লাগতো। কিন্তু হঠাৎ কি হলো। শেষ তিন দিন মনে হয় আমি সব মিলিয়ে ১০ মিনিটে ছিলাম না। যার লেখাই পড়তে যাই। নিচে একই কাহিনী। কেউ কবির ভাষায় বলছে, কেউবা আবার কাক ডেকে আনছে। কি দরকার বলেন? আমরা কি মায়ের পেট থেকে মা বলা শিখে এসেছি। মা আমাদের শিখিয়েছে, " বাবু বলো মা, বল আম্মু। " তারপর আমরাও বলেছি মা, আম্মু। তাহলে? ভুল হবে আমাদের। আমরা মানুষ। আজ যাদের হেন করা হচ্ছে সরাসরি কিংবা ঘুরিয়ে পেচিয়ে, হয়ত তারাও একদিন ভাল লিখবে। সেদিন তার লেখা পড়ে আমরা বাহবা দিব। তবে লিখতে দিন। যাকে যার মত। পারলে সাহায্যের হাত দিন। নাহয় দিয়েন না। চলুক না সবাই যে যার মত।
হ্যাপি ব্লগিং।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭
সামিয়া বলেছেন: চিল ব্রো চিল এত অল্পতে অতিষ্ট হলে চলবে !! টেক ইট ইজি ম্যান , ইটস জাস্ট অ্যা ফান পোস্ট অ্যান্ড উই লাআআআআভ ফান
৪৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
ইখতামিন বলেছেন: যে কথায় নিরুৎসাহজনিত ব্যাপার থাকে তা আর কিছু হোক আর না হোক, সেটা "সমালোচনা" হয় না। যাই হোক, পোস্ট পড়ে মজা লাগলো খুব। তবে আমি এখনও বুঝতে পারছি না- ব্লগে পুরানো হবার জন্য কয় বছর লিখতে হয়। আমি কি নতুন ব্লগার, না পুরোনো? কারণ, ব্লগে অনিয়মিত হবার দরুন ব্লগের খবরাখবর রাখা হয় না। যাই হোক, বি পজিটিভ। যে যাই বলুক- আপন মনে লিখতে থাকুন। ফলাফল তো আপনিই ভোগ করবেন। তাই না?
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
সামিয়া বলেছেন: ব্লগে আটশত আশি বছরের হলেই তবেই পুরান ব্লগার । আর আমি জাস্ট ফান করেছি নাথিং ওরিস
বি হ্যাপি।
৪৮| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২২
গেম চেঞ্জার বলেছেন: আপনি হার্ট হয়ে থাকলে আমি দুঃখিত। নির্দিষ্ট কোন টপিকে আমি যা বলার স্ট্রেইটফরোয়ার্ডলি বলি, যেটা অনেক সময়ই হার্ট করে আমি দেখেছি।
//আমি কিন্তু বলিনি আপনি আমার পোষ্টে গুরুত্ব দিন। / //
হাঃ হাঃ হাঃ
আপনি বলবেন কেন, আমি আপনার লেখার একজন ভক্ত। বিভিন্ন সময় আমি আরো মন্তব্য করেছি, গুরুত্ব দিয়েছি। তাই এখনও গুরুত্ব দিলাম।
ভাল থাকবেন, শুভকামনা!!
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
সামিয়া বলেছেন: আরে না ভাইয়া হার্ট হইনি একদম, তিন সত্যি, আর আমি আপনার লেখার আরও বেশি বেশি ভক্ত, আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।
৪৯| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬
মোঃ গাউছুল আজম বলেছেন: নতুন ব্লগারের উৎসাহ দেয়া উচিত ,আর মানুষকে উৎসাহ প্রদান আরো ভালো কাজ । বেশ কয়েকবছর পূর্বে রীতিমত গালাগালের প্রতিযোগিতা হত দেখতাম । এখন পরিবেশ ভাল ।ধন্যবাদ আপনাকে
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাইয়া বি হ্যাপি।
৫০| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন:
৫১| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৬
আমি ইহতিব বলেছেন: আরে খাইছে শান্ত শিষ্ট মিষ্টি মেয়েটাকে কোন দুষ্টু ব্লগার খেপিয়ে দিলো ?
তবে পোস্ট সেরা.......ম হয়েছে ।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭
সামিয়া বলেছেন: হাহাহা আসলে বইমেলা শুরু হওয়ার পর অনেক সমালোচনা টাইপ পোস্ট দেখেছি ওটারই একটু স্যাটায়ার করেছি আপু
৫২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
সামিয়া বলেছেন: মোস্তফা এই পর্যন্ত বহুবার তোমার কমেন্ট ডিলেট করেছি ভাই না ভালো আর এসব বাজে কমেন্ট করে না । প্লিজ লক্ষ্মী ভাই আমার।
৫৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫
সাঈদ হাসান আকাশ বলেছেন: দারুন............আর কিছু বলেতে চাই না। দেখা হবে কোন একদিন।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬
সামিয়া বলেছেন: হাহা আচ্ছা আচ্ছা।।
৫৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
ভুয়া মফিজ বলেছেন: সবজান্তা কোন ব্লগারের গালে চপেটাঘাত বলেই মনে হচ্ছে!!!
লেখাতে কবিতাই মুখ্য দেখে তেমন একটা একাত্ম হতে পারলাম না। তবে, এই ধরনের মানুষ অতীতে যেমন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। একজন মানুষ জ্ঞানী হতেই পারে, কিন্তু সেইসঙ্গে তাকে বিনয়ীও হতে হবে। না হলে জ্ঞান পূর্ণতা পায় না। সমস্যা হলো, নিজের ঢোল নিজে ঠিকমতো পেটানোও যে একটা আর্ট, সেটাকে অনেকেই রপ্ত করতে পারে না। ফলে যুগ যুগ (আটশত আশি বছর!!!) ধরে এ'ধরনের কেইস আমাদের সামনে চলে আসে।
আমি সাধারনতঃ মন্তব্য / প্রতি-মন্তব্যগুলি খুব আগ্রহ নিয়ে পড়ি। ৫৩টা মন্তব্য আর তার প্রতি-মন্তব্য দেখে সাহস হারিয়ে ফেলেছি। চপেটাঘাত ভালো হয়েছে........তবে এটা কি পরিমান ব্যাথার উদ্রেক ঘটিয়েছে, জানি না। অনেকের আবার লজ্জা-শরমের বড়ই অভাব! কলিকাল বলে কথা!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১
সামিয়া বলেছেন: ৫৩ নং মন্তব্যের কি ভয় পাওয়ার আছে বুঝলাম না, আপনি এখন ব্লগের বিখ্যাত ব্লগার আপনার কাছ থেকে মন্তব্য আশাই করিনি আমি, সেই আপনি মন্তব্য দিয়েছেন অশেষ কৃতজ্ঞতা। আপনি কবিতা বলছেন কোনগুলো কে হাহাহাহা এগুলো কবিতা হইছে??
৫৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ৪ বৎসর পর পোস্টে সর্বশেষ মন্তব্য এবং পোস্টদাতার উত্তর পড়ে রিপ ভ্যান উইঙ্কেলের গল্পের কথা মনে পড়ে গেলো।
তবে পোস্টের প্রাসঙ্গিকতা এখনো দৃশ্যমান !
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২০
সামিয়া বলেছেন: আপনি তো দেখছি প্রচুর বুদ্ধিমান , সিরিয়াসলি।
৫৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২
ভুয়া মফিজ বলেছেন: ৫৩ নং মন্তব্যের কি ভয় পাওয়ার আছে বুঝলাম না ৫৩নং মন্তব্যের কথা বলি নাই তো!! ৫৩টা মন্তব্য আর তার প্রতি-মন্তব্যের কথা বলেছি। এত্তোগুলো পড়ার কথা চিন্তা করতেই ভয় লাগে!!
আপনি এখন ব্লগের বিখ্যাত ব্লগার এইটা কি বললেন! আমি আবার বিখ্যাত হলাম কবে? এটা খোচা কিনা তাও বুঝতে পারছি না!!!
আপনি কবিতা বলছেন কোনগুলোকে কোনটা কবিতা, আর কোনটা অকবিতা বোঝার মতো জ্ঞান আমার থাকলে তো ভুয়া মফিজ না, জেনুইন-ই হতাম! সে'জন্যেই তো আমি কবিতা ভয় পাই! আমি শুধু চেহারা দেখে বলছি। চেহারা দেখে গদ্য আর পদ্যের পার্থক্য কিছুটা অনুমান করতে পারি!!!
স্বামীজিকে বলছি, ৪ বছর আগের এই পোষ্টের হদিস আমি জানতাম না। পোষ্টদাতার দাওয়াতের কারনে এখানে আমার সরব উপস্থিতি। রিপ ভ্যান উইঙ্কেলের সাথে কোন সাদৃশ্য এখানে খোজা ঠিক হবে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা ৫৩টা মন্তব্য প্রতি-মন্তব্য!!!!
খোঁচা দেইনি আপনি তো এখন ব্লগের সেলিব্রেটি, পোস্ট করলেই হাজারে হাজারে মন্তব্য!!!!!
ওগুলো কবিতা নারে ভাই চেহারা দেখে যা ভাবতেছেন ব্যাপার তা না, অনেক সময় বাহ্যিক চেহারা ও ভুল কথা বলে, কবিতা অকবিতা কোনটাই না ওগুলা, প্রত্যেকটা লাইনে লাইনে পচানোর ফর্মুলা।
বাই দ্যা ওয়ে আমি আপনাকে দাওয়াত দেইনি এই পোষ্টে , আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন পড়ার। আর উনি রিপ ভ্যান উইঙ্কেলের গল্পের কথা বললেন এত পুরানো পোষ্টে মন্তব্য প্রতি মন্তব্য দেখে তবে সে কিন্তু বলেছে যে পোস্টের প্রাসঙ্গিকতা এখনো দৃশ্যমান
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: ইতি সামিয়া আপি,
স্যাটায়ার ভালো হয়েছে!!
তবে কিছু ‘তবে’ রয়েছে.........................