নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অন্তর্জালে আহারে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২



এই কাল, এই সময় মুহূর্তেই গত!
অপ্রকাশিত বিষাদ এমন কত;
কোথায় হারিয়ে যায়!ঝরে যায়!মরে যায়!
নিঃশ্বাসে নিমিষে অতীত হয়ে যায়।
পৃথিবীর পথে পথে
অসহযোগ শ্বাসপ্রশ্বাসের সমাপ্তি সারাক্ষন।
তারপরও ক্ষণজন্মা মুহূর্ত
কত অদৃশ্যকাল
তোমার শূন্যতা অনুভব করে।।
তাই
ইন্দ্রিয় জুড়ে কল্পলোকের আবোলতাবোল শখ।
ডাক্তার যদি বলে সময় এসেছে ফুরিয়ে
যা দেখার যা বলার যা ভাবার
পুরন কর সব।
মৃত্যু পথযাত্রীর কোন ইচ্ছেই
অপূর্ণ রাখে কেউ?!!
এই খবর একান ওকান করে
পৌছবে তোমার কাছে।
তুমি
হোক শেষবার; তবু,
প্রথম দিনের মতন
ছুটে আসবে না বল?

কখনো গোলাপ হাতে
দাঁড়াওনি সামনে,
উপহার মানে শুধু দামী সামগ্রী তো নয়!
জানতে চাওনি কভু কোনটা আমার প্রিয়
ঝরঝরে শুদ্ধ উচ্চারণে
আবেগের দামী মোড়ক দিয়ে
মিথ্যা ঢেকে
মুখে মুখে ভালবাসি বললেই হয়না।
ভালবাসা অনুভব করতে হয়;
মন থেকে ভালবাসতে হয় প্রিয়।।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন: সত্য বললে প্রথম চার লাইন আমার দারুন লেগেছে ।


সময় / টাইম নিয়ে আমার এক ধরনের ফ্যান্টাসি আছে ।


আপনার ছন্দ ভালো মিলে , কোন প্রকার দ্বন্দ করে না ।
শুভ অপরাহ্ণ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: লেখার সময় মনটা ভালো ছিলনা! যাই হোক ধন্যবাদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B
মুখে মুখে ভালবাসি বললেই হয়না।
ভালবাসা অনুভব করতে হয়;
মন থেকে ভালবাসতে হয় প্রিয়।।


কবি একদম খাটি কথা বলেছেন। এটা কবির উপলদ্ধি নয় বাস্তবতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

সামিয়া বলেছেন: থ্যাংকস। বি হ্যাপি।।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

নিয়াজ সুমন বলেছেন: সহমত কবি। সুন্দর কবিতা। ভাললাগা রইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

সামিয়া বলেছেন: থ্যাংকস সুমন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: সব মিলিয়ে মোটামুটি লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

সামিয়া বলেছেন: মোটামুটি টাইপেরই কবিতা। বি হ্যাপি।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

জীবন সাগর বলেছেন:



"ঝরঝরে শুদ্ধ উচ্চারণে
আবেগের দামী মোড়ক দিয়ে
মিথ্যা ঢেকে
মুখে মুখে ভালবাসি বললেই হয়না।
ভালবাসা অনুভব করতে হয়;
মন থেকে ভালবাসতে হয় প্রিয়।।"
খুব ভালো লাগলো কবিতা। একা একা ভাবনার সাগরে ভেসে হৃদয় নিঙড়ানো কথাগুলো যেন লিখা হয়েছে কবিতায়।
কবিকে কৃতজ্ঞতা জানাই সুন্দর অনুভূতির জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: এটা ঠিক কথা গুলো হৃদয় নিংড়ানো। ভাললাগছে কেউ তো আছে আমার ভাবনার সাথে মিলে যায় এমন। ভালো থাকুন শুভ কামনা।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

ধ্রুবক আলো বলেছেন: আবেগের দামী মোড়ক দিয়ে
মিথ্যা ঢেকে
মুখে মুখে ভালবাসি বললেই হয়না।
ভালবাসা অনুভব করতে হয়;
মন থেকে ভালবাসতে হয় প্রিয়।।
+++
আসলেই কথা সঠিক বলেছেন, ধন্যবাদ
শুভ কামনা রইলো....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: থ্যাংকস থ্যাংকস ধ্রুবক আলো।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

এম এ কাশেম বলেছেন: এই কাল, এই সময় মুহূর্তেই গত!
অপ্রকাশিত বিষাদ এমন কত;
কোথায় হারিয়ে যায়!ঝরে যায়!মরে যায়!
নিঃশ্বাসে নিমিষে অতীত হয়ে যায়।
পৃথিবীর পথে পথে
অসহযোগ শ্বাসপ্রশ্বাসের সমাপ্তি সারাক্ষন। ........ চমতকার এই লাইনগুলো ।

শুভেচ্ছা জানবেন কবি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সামিয়া বলেছেন: অনুপ্রেরনায় কৃতজ্ঞতা রইল। শুভ কামনা।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রেম করা মানেই বিষ পান করা , এ বিষের যন্ত্রণা তো একটু হবেই
যার ভাগ্য ভালো বাচে আর যার ভাগ্য খারাপ সে মরে .............

সিকান্দার বক্স নাটকের মনে পড়ে গেল......
(তুমি বজুতে চাচ্ছ না কেনে সামিয়া B-)


সুন্দর লিখেছেন +
ভালো থাকুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সামিয়া বলেছেন: সিকান্দার বক্স নাটক দেখিনি, দেখবনে ইউটিউব ঘেটে,
আমি বুজতে পারছি তো যে আমি এখন ছেক্যা খেয়ে ব্যাকা। :) :)
হাহা আপনি আমার থেকে আরো ভাল লিখেন, সুখি হউন।

৯| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছিলেন কবিতায়। অনেকদিন পরে হলেও পড়ে ধন্য হলাম আপু। অনেক আবেগময় লিখেন আপনি। আমার ভালো লাগে খুব আপনার কবিতা।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১২

সামিয়া বলেছেন: হুম আমার আবেগ একটু বেশি ই কাজ করে কবিতায়। আমি ভীষণ কবিতা ভালোবাসি , লেখার থেকে কবিতা পড়তে আমার বেশি ভাললাগে।।
এত্ত ভালো ভালো কথার জন্য কৃতজ্ঞতা ভাই।
অনেক অনেক ধন্যবাদ।।

১০| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হোক শেষবার; তবু,
প্রথম দিনের মতন
ছুটে আসবে না বল?

এমন আকুল আহবানে কোন সে নিঠুর- না এসে কি পারে ;)

মানুষের মন সত্যি আবেগে কত অল্পতেই সূখি। আবার সারা দুনিয়া পুরে দিলেও সে সূখি নয়!!!


ভালবাসা অনুভব করতে হয়;
মন থেকে ভালবাসতে হয় প্রিয়।। এ চেয়ে খাঁটি কথা আর নেই।

++++++++

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: কবিতার অনুধাবন একদম আমি যা বোঝাতে চেয়েছি তাই।।

আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ


প্রিয় কবি
সব সময় ভালো থাকুন।।
অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.