নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে তুমি ভালবাসি বলোনা!
যদি বলো
মাথায় আকাশ ভেঙ্গে পড়বে ।
যদি বলো
তোমার সব দাঁত খুলে পরে যাবে।
যদি বলো
পাথর কঠিন মূর্তি হবে ।
ঝড় জলোচ্ছ্বাস বন্যা ভুমিকম্পে গুঁড়িয়ে যেতে যেতে,
অনুভব করবে,
ব্যথিত মানুষের অমুলক জীবন।
আমায় তুমি কখনো আর ভালবাসি বলোনা,
ওসব ন্যাকামো দেখলে গা জ্বালা করে।
অনেক হয়েছে খেলা
এবার বন্ধ কর সব।
তুমি বরং
বেঁচে বেঁচে আমার মৃত্যু দেখো।
দেখো কিভাবে ধাবিত হই ধংসের দিকে;
দেখো!!!
তারপর একদিন..
আমার শবদেহের দিকে তুচ্ছ তাচ্ছিল্যে ভরা;
লোক দেখানো চোখের জল ফেলে
উপভোগ কর আমিহীন তোমার পৃথিবী।
আপাতত আর ভালবাসি বলোনা।।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
সামিয়া বলেছেন: দায়বদ্ধতা তো আছেই, বেশি কম যাই হোক।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসি কথাটি মনে হয় তিনি বলতেই থাকবেন
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
সামিয়া বলেছেন:
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
জীবন সাগর বলেছেন: কষ্টের এক অসাধারণ প্রকাশ ..।
ভালো লাগা রেখে গেলাম, মনকষ্ট ঘুচে যাক প্রত্যাশা
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ জীবন সাগর। মনকষ্ট মাঝে মাঝে দেখা দেয়, সব সময় না।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
দুঃসহ কষ্টগুলো নিপাত যাক,
ভালোবাসা মুক্তি পাক
চারিদিকে মন ভাঙ্গার মৌসুম চলছে নাকি....
সাবাই দেখি শুধু বিরহী কবিতা লিখছে
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
সামিয়া বলেছেন: হাহাহাহা চলছে বোধহয়!
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: শেষে ভালো লাগল।
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
ধ্রুবক আলো বলেছেন: বেঁচে বেঁচে আমার মৃত্যু দেখো।
দেখো কিভাবে ধাবিত হই ধংসের দিকে;
দেখো!!!
-দরকার কি এমন ভালোবাসা আর মানুষের জন্য জীবন বিসর্জন দেয়া!!
জীবনকে ভালোবাসুন জীবন অনেক সুন্দর ।।
শুভ কামনা....
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬
সামিয়া বলেছেন: আমি জীবনকে অনেক অনেক ভালোবাসি
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
শামীম সরদার নিশু বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা।
শুভকামনা অাপনার জন্য।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ নিশু
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: শিরোনামের গ্রাফিক্সটা বেশ অর্থবহ- ভাল লাগলো।
সে কি আপনাকে খুব 'ভালবাসি' বলে? আমি তো জানি ভালবাসা সহজ, তবে 'ভালবাসি' বলাটা কঠিন।
কবিতায় অভিব্যক্ত আবেগ হৃদয়ছোঁয়া। প্রথম প্লাসটা রেখে গেলাম।
আমি হীন তোমার পৃথিবী < আমিহীন তোমার পৃথিবী হবে মনে হয়। দুটোতে পার্থক্য আছে।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তারপর একদিন..
আমার শবদেহের দিকে তুচ্ছ তাচ্ছিল্যে ভরা;
লোক দেখানো চোখের জল ফেলে
উপভোগ কর আমি হীন তোমার পৃথিবী।
আপাতত আর ভালবাসি বলোনা।।
সেটুকু দায়বদ্ধতা কি আছে কবি?