নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে ঘাটে চলতে ফিরতে একটা ব্যাপার লক্ষ্য করেছি যে; আমাদের দেশের অনেক ভাষাই আছে হুবুহু চাইনিজ অথবা জাপানিজ টাইপ। গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনলেও তু অ্যা তা জাতীয় আওয়াজ শুনা ছাড়া কিচ্ছু বোঝা যায় না।
বাসের জন্য বাস স্ট্যান্ড যেইখানে দাঁড়াবো বাস কখনোই আমার দাঁড়ানোর স্থানে থামবেনা, হয় ১০/১৫ গজ সামনে অথবা পেছনে দাঁড়াবে। যতই ছোটাছুটি করি যতই আগে পিছে দৌড়াই না কেন ঘণ্টাখানেক পর্যন্ত ১০/১৫ গজের দূরত্ব কিছুতেই অতিক্রম করতে পারিনা।
কিছু কিছু মানুষ অন্যদের দুঃখ কষ্ট অপমান দেখে বেজায় আনন্দ লাভ করে, এর কোন ব্যাখ্যা নেই এটা অনেক ভালো মানুষেরও স্বভাবগত শৌখিন চাহিদা।
ফটোগ্রাফি করে কোন দাম কারো কাছে পাইনাই, উপরন্তু এইটা হয়, ক্যামেরা হাতে থাকলে মানুষ ভীষণ এগ্রেসিভ ব্যবহার করে, মাঝে সাঝে ধমক দেয় এই এইখানে আমার একটা ছবি তোলো এখুনি তোলো,
গতকাল এক লোক কইলো
- আপনি তো ফটোগ্রাফার তাই না?
- বললাম হুম
- আপনি কিছু ছবি তুলে দিবেন?
- কিসের?
- এই আমার সুপার সপের, স্টোরের আর কি!
কইলাম, আপনার স্টোরের ছবি দিয়া কি করবেন?
- নিউজ পেপারে যাবে,
- আগেও গেছে?
- গেছে, বিজ্ঞাপনের জন্য।
- তখন ছবি তোলাইছিলেন কাদের দিয়ে?
- তখন ফটোগ্রাফারদের দিয়াই ছবি তোলাইছি
- তাদের পে করছেন কত?
- করেছি কিছু, কিন্তু আপনাকে তো পে করা সম্ভব না আপনাকে খাওয়ায়ে দিব।
(ইসস্মার্ট লোক )
গত এক যুগ ধরে আমাদের দেশের মানুষ জ্যামে বসে থেকে থেকে এক অভূতপূর্ব ধৈর্যশীল চুপচাপ বাঙ্গালী জাতির অভ্যুদয় ঘটেছে। জীবনের একটা দীর্ঘসময় জ্যামে নির্লিপ্ত কাটিয়ে দিতে দিতে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এরা সর্বাবস্থায় নির্লিপ্ত থাকতে পারে। দেশ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যাক্তিকেন্দ্রিক যে কোন অঘটনেও সবাই চুপ। খুব বেশি হলে এরা পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করে ,সেলফি তোলে, দুই একটা এফবি স্ট্যাটাস আপডেট দেয়। এইতো......
অফিস কলিগ। (মাইয়া কলিগ) এরা আর সব মেয়ের মতই অতিরিক্ত ন্যাকা এবং ঢঙ্গী প্রকৃতির, অতিরিক্ত কথা বলে, বাচাল, আধা পাগল(অবশ্য সকল চাকুরীজীবী পুরুষ মহিলা দীর্ঘদিন যাবত কাজ করতে করতে আধা পাগল হয়েই যায় একসময়)
সারাদিন কাজকর্ম করে কাহিল হয়ে একটু আয়েশ করে কফি খেতে নিয়েছি কফিটা খুবি আরামদায়ক লাগছে, এমন সময় এক উৎকট চেহারার মাইয়া কলিগ আইসা কইলো আপনি কফি খাচ্ছেন? কফি খাওয়া আমি একদম পছন্দ করিনা, কফি খেলেই আমার সমস্যা হয়, ঘুম আসে (আউলা ঝাউলা কথা বার্তা) এর মুখ চলছে দুরন্ত পাগলা ঘোড়ার গতিতে। যত্তসব খ্রাপ মাইয়া।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০
সামিয়া বলেছেন: থ্যাংকস,
জীবনটা এম্নি এম্নিই এমন।
আমি তো কোন নাম বলিনাই, তবে চাকুরীজীবীদের আধা পাগল বলায় আমি কি গন মানহানি মামলায় পড়তে যাচ্ছি!!!
২| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১
ক্লে ডল বলেছেন: "হাবিজাবি" ভাল লিখছেন।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
সামিয়া বলেছেন: হাহা একটু পাগলের প্রলাপ টাইপ ও কিন্তু
৩| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০
অনুকথা বলেছেন: "হাবিজাবি" সুন্দর হয়েছে।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩
সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার অনুকথা
৪| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪০
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহা।
ছবি কয়ডা তুইল্লা দিয়া আরাম কইরা কফি খাইতে পারেন কিন্তু। কলিগ আইসা ডিস্টাব করব না।
হাবিজাবি মজা লাগছে। তবে এই মজাকে কিন্তু আপনার হাবিজাবির তিন নম্বর পয়েন্টের সাথে মিলাবেন না।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪
সামিয়া বলেছেন: ছবি তুইল্লা দিবো সিদ্ধান্ত নিয়েছি, তিন নম্বর পয়েন্ট টা ভীষন রুড,, ইউ নো...... তাই আমি জানি ওরকম ব্লগার এখানে থাকতেই পারেনা Be happy and thanks anyways...
৫| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬
মেহেদী রবিন বলেছেন: বাসের ব্যাপারটা প্রায়ই টের পাই
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫
সামিয়া বলেছেন: আমিতো ভাবছি শুধু আমার বেলায় এমন হয়
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রকাশ!
জীবনটা এমনই!কেন???
অফিস কলিগ - খিকজ সব্বে মিল্যা আপনার নামে মানহানীরমামলা করলো বইলা